Husband sentenced to death for killing housewife in Noakhali

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ কহিনূর বেগম (৩০) হত্যার দায়ে তার স্বামী মো.মিল্লাদের (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো.মিল্লাদ সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের মো.শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী নারী শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী শিশু ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মর্তুজা আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, আসমি মিল্লাদ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ২০১৭ সালের ২ মার্চ বিকালে রিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় তার স্ত্রী তাকে পান আনতে বলেন। একই দিন রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরেন তিনি। বাড়ি ফেরার পথে পান না নেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিল্লাদ তার স্ত্রীর ওড়না দিয়ে তাকে গলায় প্যাঁচ দিয়ে হত্যা করে। শেষে বসত ঘরে স্ত্রীকে মাটি চাপা দিয়ে সে জেলা শহর মাইজদী গিয়ে গা ঢাকা দেয়। মিল্লাদের বাড়ির পাশে তার শ্বশুর বাড়ি। সেখান থেকে তার বাচ্চা এসে মাকে ঘরে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে।

খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে বসত ঘর থেকে গৃহবধূ কহিনূরের লাশ উদ্ধার করে। পরে বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের আশ্বাস দিয়ে মিল্লাদকে ডেকে এনে পুলিশে সোপর্দ করে সমাজের লোকজন। ঘটনার পরদিন নিহতের ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে মিল্লাদকে আসামি করে চরজব্বর থানায় হত্যা মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী মো.মিরাজ উদ্দি জুয়েল বলেন, আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে। কোন সাক্ষী সংজ্ঞায়িত ভাবে বিষয়টি প্রমাণ করতে পারে নাই। তারা বিষয়টি দেখেনি,শুনেছেন। কিন্তু আসামি ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত শুনানি শেষে মিল্লাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি উচ্চ আদালতে আপিল করবে।




Trafficker arrested after rescuing 4 women in Kabirhat

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
প্রতারণার মাধ্যমে ভোটার করে বিদেশে পাচারকালে সিলেটের সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক সোহেল (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) রাতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে আটক ছিদ্দিককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক সোহেল আন্তর্জাতিক মানব পাচার দলের সদস্য। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকার হারুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে আর্থিক স্বচ্ছলতা এনে দিবে বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র। গত ১২ নভেম্বর শনিবার বিদেশে নেওয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। তারপর পাচারকারী চক্রের সদস্য সোহেলের মাধ্যমে তার বাড়িতে রেখে জাতীয় পরিচয় পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়। পরবর্তীতে তাদের নিয়ে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে তাদের কৌশলে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনায় উদ্ধার করা ভুক্তভোগী ছামিরা আক্তার বাদী হয়ে আটক ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ সকালে আটকদের ছিদ্দিককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Sugar and oil prices increased

The price of oil and sugar has increased further. The price of the two products in the market has been announced amid the crisis of the two products. Bottled Satabin oil will be sold at Tk 190 per liter. The previous year has been increased to Tk 12 per kg and packaged sugar has been made at Tk 13 per kg.

The new price is coming into effect from today, to be sure of the poison from the Ministry of Commerce.

It is known that the Bangladesh Vegetable Refiners and Banspati Manufacturers Association of the edible oil refining factory owners officially announced the decision to increase the price of oil on Wednesday. Similarly, the decision to raise the price of sugar yesterday, the organization of the owners of the sugar refining companies, Bangladesh Sugar Refinance Association.

Until now, bottled satbins were sold at Tk 178. According to the new price, 190 rupees are being sold today. The price of 5 liter bottled Satabin oil has risen to Tk 925. So far the price was 880 rupees, which means 45 rupees.

On the other hand, the price of open water is 14 taka per liter, which has the new price of open oil at 172 taka per liter.

On the other hand, the packaged sugar will be sold at Tk 108 per kg from today. Earlier, the price of 50 kg sugar bags will be Tk 5,100.




Lewandowski banned before the World Cup

The World Cup in Qatar is only three days away, and Robert Lewandowski received bad news before the referee was banned for three matches for the referee, and he was banned for three matches.

The field is hand to him in the face of the The Barca footballer, which was seen to come out, gave a hint to the referee, which has been seen as disrespecting behavior towards referee Gil Manzano.

The Spanish Football Federation (RFEF) has been banned for two more matches for ‘disrespecting’ the match official, but he was banned for a red card in the match.




Nora gets Bangladesh visa

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে একের পর জটিলতা তৈরি হয়। তবে সব জটিলতা কাটিয়ে বাংলাদেশের ভিসা পেয়েছেন তিনি। উইমেন্স লিডারশিপ করপোরেশন স্বত্ত্বাধিকারী ইশরাত জাহান মারিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন এটা জানানো হয়।

এর আগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দেওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না।

হাছান মাহমুদ বলেছেন, ‘এনবিআর অবশ্যই ট্যাক্স-ভ্যাট আদায় করার এখতিয়ার রাখে। তবে যেখানে সরকার অর্থাৎ মন্ত্রণালয় অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে, সেখানে অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার এনবিআর রাখে না।’




Chhatra League worker seriously injured in Jamaat Shibir attack in Bijbagh, Senbagh

বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জয় নগর উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন শিবু (২২) কে কুপিয়ে গুরুতর আহত করেন জামায়াত নেতা হারুনুর রশিদ গ্রুপ এর সেকেন্ড ইন কমান্ড ছানা উল্যা সহ ৮-১০ জন অস্ত্রধারী ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ভিকটিম আমজাদ হোসেন শিবুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।

স্হানীয়রা এসে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক। স্হানীয় সূত্রে জানা যায় ছানা উল্যা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এ ঘটনায় সেনবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে। ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান আহতের খবর শুনেছি ঘটনার স্থানে পুলিশ তদন্ত করছেন এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।




Fire service and civil defense week exercise in Noakhali

Md. Badiuzzaman Tuhin, Correspondent Noakhali:
Fire Service and Civil Defense Week was celebrated in Noakhali with various arrangements under the theme 'Reduce accidents and disasters and build Bangabandhu's Sonar Bangla'. Various exercises including discussion meetings and firefighting were held on the occasion.
 Noakhali Deputy Commissioner Dewan Mahbubur Rahman inaugurated the program in the morning (November 16). Later, a discussion meeting was held.
In addition to members of the Fire Service, Red Crescent, Scouts, and students from various educational institutions participated in the discussion meetings and exercises.
Deputy Commissioner Dewan Mahbubur Rahman was the chief guest at the discussion meeting chaired by Assistant Director of Fire Service and Civil Defense Noakhali Md. Toufiqul Islam Bhuiyan.
The special guest was District Superintendent of Police Md. Shahidul Islam, while Executive Engineer of the Public Works Department Sa'd Mohammad Andalib was present.
The Assistant Director of the Fire Service said that from January to October this year, a total of 724 fires have occurred in the district, including 118 from gas stoves, 232 from electrical short circuits, 103 from bidi-cigarettes and 271 from various causes including lightning. Fire service members have recovered goods worth about 311.73 crore taka from these incidents. In addition to the 9 fire stations in the 9 upazilas of the district, work is underway on another station at Jobair Mia Bazar in Subarnachar and Uday Sadhur Hat in Sadar, and a temporary station has been set up at Hatiyar Bhasanchar. Fire service members are working tirelessly to serve the people.



We will build the country through education, Sheikh Hasina's Bangladesh 

মোঃ বদিউজ্জামান  (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগন্জের  রাজগঞ্জ মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম এর পরিকল্পনায় স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
করেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ  বেগমের  সুযোগ্য  সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান নূর রফি সহ এলাকার  গণ্যমান্য  ব্যক্তিবর্গ।



বিএনপি’র সম্মেলন কবে হয়েছে, তাদের নেতারাই ভুলে গেছে: আনোয়ার খান এমপি

Abu Taher, Ramganj Correspondent:
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ ‍সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বিএনপি’র জেলা সম্মেলন কবে হয়েছে তাদের নেতারাই ভুলে গেছে। তারা এখন পকেট কমিটি দিয়ে দল চালাচ্ছে। আবার নিজেরাই নিজেদের নবগঠিত কমিটির নেতাদের উপর হামলা চালাচ্ছে। এখন তাদের জেলা চলে আহবায়ক কমিটি দিয়ে। যারা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ উপলক্ষে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সাথে জড়িত, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের ধরতে হবে; তাদের কোনো ছাড় নেই।, এসময় আগামী ২১ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে দলীয় দিকনির্দেশনা মেনে চলতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিনের জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সভায় আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য সকল ধরনের প্রচার ও প্রচারনায় যাতে কোন ধরনের ঘাটতি না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলেন এবং সম্মেলনকে সফল করতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।




Digital Innovation Fair inaugurated in Lakshmipur

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলার ১৬টি স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক  মেহের নিগারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ মাহফুজ্জামান আশরাফ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর।

বক্তারা বলেন, সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দপ্তরকে স্ব স্ব সেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক উদ্ভাবনী বিষয়গুলো পরিচিত করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকেই ৩৫৯ টি ডিজিটাল সেবা দেয়া হয়।