45 firefighters receive medals for heroic contributions

অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় ৪৫ ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। চার ক্যাটাগরিতে এসব ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে শুরু হওয়া অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান।

প্রতি বছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।




Argentina will take to the field tomorrow in a warm-up match

২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছেন লিওনেল মেসিসহ আরও কয়েক ফুটবলার।

এবার মূল পর্বের লড়াইয়ের আগে বুধবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠে নামবে মেসি-দিবালারা।




Government offices to operate on new schedule from today

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরুর প্রথম দিন চাকরিজীবীদের বেশিরভাগকেই সময়মতো অফিসে আসতে দেখা গেছে। সবার মধ্যে প্রাণোচ্ছ্বল ভাব লক্ষ্য করা গেয়ে। প্রথম দিনেই সংশ্লিষ্ট দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তাদের সময়মতোই আসতে দেখা গেছে। প্রতিটি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেও এমন চিত্র দেখা গেছে।

গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান। তিনি জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।

নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯ টা থেকে ৪টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’




8-foot crocodile found in fish enclosure in Gosairhat

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে বিশাল আকৃতির এক কুমির উদ্ধার করেন স্থানীয়রা।

গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় গোসাইরহাটের আলওয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্ৰামের খলিল কাজীর মাছের ঘের থেকে ৮ ফুট লম্বা কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা।

আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী‌ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মাছের ঘেরে মাটিতে বড় একটি গর্ত দেখেন কর্মরত শ্রমিকরা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে গর্তের মুখে মোটা রশি দিয়ে ফাঁদ তৈরি করেন তারা। পরে রাত ৮টার দিকে ফাঁদে বিশাল আকৃতির কুমিরটি আটকে থাকতে দেখে ইউনিয়ন পরিষদে খবর দেয় শ্রমিক ও স্থানীয়রা।

ওসমান আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে কুমির আটকের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে ইউনিয়ন পরিষদ। উপজেলা প্রশাসন বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। রাতে কুমিরটি ওই স্থানেই আটকে রাখে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, মাছের ঘের থেকে বিশাল আকৃতির কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কুমিরটি কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা চলছে এলাকাজুড়ে। সকালে কুমির আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ ঘেরে এসে ভিড় করছে কুমিরটি দেখার জন্য।




Youth hacked to death in Faridpur, 5 get life sentences

Faridpur District Representative –
ফরিদপুরে চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেষপুরের গ্রামের মো. ইস্রাইলের ছেলে নূর ইসলাম ওরফে নজরুল ইসলাম (৪৪), আলফাডাঙ্গা উপজেলার কোনাগ্রামের শেখের ছেলে মনির শেখ (৩৪), মৃত আকরাম মোল্যার ছেলে ইকতার মোল্যা (৩৩), বোয়ালমারীর বনচাকী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এনায়েত আমীন (৩৯) ও কাশিয়ানীর ব্যাসপুর গ্রামের মৃত ইছাহাক শেখের ছেলে মিরাজ ওরফে মিরুজ (৩৯)। রায় ঘোষণার সময় নূর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সরকারি কৌঁসুলি নবাবউদ্দিন জানান, ২০১২ সালের ২৮ জুলাই সকালে আলফাডাঙ্গার ধুলজুড়ি গ্রামের মৃত ছবুর শেখের ছেলে শহিদুল ইসলাম ওরফে কালাচানের মরদেহ একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা আক্কাস শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। কালাচান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

এর আগেরদিন বিকেলে কোনাগ্রামে এক হয়ে সিদ্ধান্ত নেয় একটি গাড়ি ঠেকাবে। সে অনুযায়ী রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে রাস্তার দুপাশে গাছের সঙ্গে রশি বেঁধে কালাচানকে ফেলে মোটরসাইকেলটি আটকায়। এরপর আসামি মনির মোটরসাইকেলটি রাখে আর অন্যরা তাকে ক্ষেতের মধ্যে নিয়ে কুপিয়ে জখমের পর মৃত্যু নিশ্চিত করে।

মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৩১ জুলাই মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম। মামলায় বাদী ও দুজন পুলিশসহ আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।




1 killed in head-on collision between van and Nosimon in Boalmari

ফরিদপুর  প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী বিশ্বাস (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত নজর আলী বোয়ালমারীর সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হন কমপক্ষে ছয়জন। প্রাথমিকভাবে আহত সবার পরিচয় জানা যায়নি।
তবে আহতদের মধ্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন লিয়ন শেখ (২৪) ও তরিকুল ইসলাম (২৬)। অন্যরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Free blood group diagnosis campaign in Narsingdi

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীতে ব্লাড ডোনার ফাউন্ডেশন কতৃক বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দূর্গম চর এলাকার ১৭১ নং সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২০জন শিক্ষার্থীকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা, ডাঃ মোঃ আবু কাউছার সুমন এর সার্বিক তত্বাবধানে ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি, মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ মোস্তফা খান, সভাপতি, রায়পুরা প্রেসক্লাব, শান্ত বণিক, সাংবাদিক ও উপদেষ্টা সদস্য, খন্দকার শাহা নেওয়াজ, সাংবাদিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ খালেক ভূইয়া (আঃ সামাদ মাস্টার) এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি, এস,এফ যোবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, রিয়ানুল হক তাজরিয়ান সহ অনন্যা সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




Police Superintendent's awareness-raising discussion meeting in Rajibpur 

Sabbir Mamun (Qigram) Representative:
In Rajibpur of Kuigram, a discussion meeting was held to prevent childhood, safe internet use, kidnapping, eve teasing, women abuse and drug abuse.
The event was held at Rajibpur Government Pilot High School Milnat on Monday (November 14) at Kujigram District Police.
Rajibpur Police Station Officers-in-Charge (OC) Mojaharul Islam presided over the meeting as the chief guest, Kugram District Superintendent of Police Al Asad Md. Mahfuzul Islam, Upazila Chairman Akbar Hossain Hero, Upazila Awamilig President Abdul Hai Sarkar, Secondary Education, Secondary Education, and Upazila Awamilig. Officer Abdur Rauf, Rajibpur Press Club General Secretary Sahijal Islam Sajal Bangladesh Press Club Rajibpur Upazila Branch President Shariful Islam Sona and others.
To the students of Esmut School, Kujigram Superintendent of Police said, "You have to lead to protect the sovereignty of the country's independence. By changing Rajivpur, you have to take the life as a golden Rajibpur in the future and to lead the country to international level, Rajivpur and the country should be taken to the country."
At the end of the discussion meeting, Kuigram district police recently won a competition in the district of Rajivpur Government Pilot High School and awarded the prize to four students.
Later, Veerpratik Taraman met Bibi's family courtesy, planted palm trees at his home and visited Balitamari Bangladesh-India Border Hut.



Digital Bangladesh under the leadership of Sheikh Hasina is now Smart Bangladesh - MP Shaon

Rubel Chakraborty, Bhola representative:

Bhola 3 Constituency Member of Parliament Nurunnabi Chowdhury Shaon said Bangladesh has improved in all sectors only in the digital sector. Prime Minister Sheikh Hasina's work skills. Bangladesh is at the peak of a developed country today.

MP Shaon said these things in the speech of the chief guest at the day-long digital innovation fair at Tajumuddin Upazila under the chairmanship of Upazila Nirbahi Officer Maryam Begum in the upazila administration's birthday on Monday (November 14).

Later, MP Shaon distributed agricultural machinery free seeds, chemical fertilizers and subsidized prices to the farmers under the direction of Upazila Agriculture Officer Apurba Lal Sarkar.

Upazila Parishad Chairman Mosharraf Hossain Dulal, Upazila Awami League President Fakhrul Alam Jahangir, General Secretary Fazlul Haque Dewan and other leaders were present as special guests.




Senbagh Bijbagh Union Awami League Ward Committee Introduction Meeting 

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

No. 1st Dhanpur Aomi League of No. 8, Bijbagh UP, No. 8, No. 8, President of Dhanpur Awami League, No.