Lakshmipur child lost his life in the game of rope!

The police recovered the body of a child named Saiful Islam (9) who died after being hanged in Rakhtpur, Laxmipur. The family believes that the accident took place in the case of a rope. The real cause of death will be known after the police investigation.

On Monday afternoon, Raatpur police station OC Shipon confirmed the poison of the recovery of the body.

Saiful is the son of Dulal Bepari of Keranibashi of Charbanshi village of Dakshin Charbanshi Uni.

According to the police, the members of Hajimara police station recovered Saiful's body on Sunday (November 13) after the news and his body was hanging with the house of Dochala Tin house and the body was sent to Sadar Hospital morgue this morning for maternity investigation.

According to family sources, Saiful is not supposed to have caused the incident, he is believed to have been playing with the rope, and he will die.

OC Shipon said, ‘The incident is mysterious. I have spoken to the family members. The cause of death is not known. The real cause of death will be known after the investigation report. This incident is under process and the death case is under process.’




Per capita income increased by $233

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির মাঝে দেশে মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরে ছিল দুই হাজার ৫৯১ ডলার। এই হিসাবে বিগত অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।

আজ সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ২০২১-২২ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ (সাময়িক), বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নিরূপিত হয়েছে। এই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ তিন লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকা এবং রাজস্ব আদায় বৃদ্ধির হার ৪ দশমিক ১৮ শতাংশ। এছাড়া বাংলাদেশের রফতানির পরিমাণ ৩৪ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২১-২২ অর্থ বছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার। আর এই সময়ে নয় লাখ ৮৪ হাজার ৭৫৯ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেন।

এদিকে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক হাজার ৮৩৬টি প্রকল্পে ব্যয় হয়েছে দুই লাখ তিন হাজার ৭৮৩ কোটি টাকা, যা বরাদ্দের ৯২ দশমিক ৮০ শতাংশ। সেই সঙ্গে ২০২১-২২ অর্থবছরে মোট ৩৩৩টি প্রকল্প সমাপ্ত হয়। এই অর্থবছর শেষে ১৬ দশমিক ০৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল, যা বিগত অর্থ বছরের তুলনায় ১০ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২১-২২ অর্থবছরে সার, সেচ কাজে বিদ্যুৎ, ইক্ষু ইত্যাদি খাতে মোট ১৫ হাজার ১৭২ দশমিক ৭৯ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।




Record number of corona infections in various cities in China, including Beijing

বেইজিংসহ চীনের বেশ কয়েকটি বড় শহরে সোমবার করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়েছে। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আরও চাপের মধ্যে পড়েছে কর্তৃপক্ষ। চীন সরকার মানুষের জীবন এবং অর্থনৈতিক কার্যকলাপের উপর প্রভাব কমানোর চেষ্টা করছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে যে, সোমবার দেশটিতে ১৬ হাজার ৭২ জনের করোনার শনাক্ত হয়েছে। একদিন আগে রোববার এই সংখ্যা ছিল ১৪ হাজার ৭৬১। এই সংখ্যা গত ২৫ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।

বেইজিং, চংকিং, গুয়াংজু এবং ঝেংঝুসহ অনেক শহরে এই সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। বেইজিংয়ে কয়েকশ শনাক্ত হলেও অন্যান্য শহরে এই সংখ্যা হাজার হাজার।

বিশ্বের অন্যান্য দেশে করোনার সংক্রমণ অনেকটাই কমে গেছে। করোনা রুখতে জিরো-কোভিড নীতি গ্রহণ করেছে চীন। বিভিন্ন শহরে লকডাউন দেওয়া হয়েছে। তারপরও দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা বাড়ায় চিন্তিত প্রশাসন। খবরে বলা হয়, করোনা রুখতে বিভিন্ন এলাকায় লকডাউন জারি করা হতে পারে। তবে দেশটির কমিশন ঘনিষ্ঠ যোগাযোগের জন্য কোয়ারেন্টাইনের সময় কমানোসহ কিছু ব্যবস্থা শিথিল করেছে।

বৃহত্তর প্রাদুর্ভাবের ঝুঁকিতে বিবেচিত এলাকাগুলোকে এখন ‘উচ্চ’ এবং ‘নিম্ন’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। মার্কিন বিনিয়োগ ব্যাঙ্ক গোল্ডম্যান শ্যাসের বিশ্লেষকরা সোমবার একটি নোটে বলেছেন, ‘বর্তমানে গুয়াংজু এবং চংকিং এর মতো বড় শহরগুলোতে কোভিডের ঘটনা বাড়ছে এবং শূন্য-কোভিড নীতি অব্যাহত রয়েছে। এর ফলে দেশটির প্রবৃদ্ধি কমে যেতে পারে।’

বেইজিং সোমবার ৪০৭টি মামলা রিপোর্ট করেছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৩৫। দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে নতুন সংক্রমিত হয়েছে ৪ হাজার ৬৫ জন। একদিন আগে এই সংখ্যা ছিল ৩ হাজার ৬৫৩। মধ্য চীনের প্রধান উৎপাদন কেন্দ্র ঝেংঝুতে সোমবার করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪২ জনের। আর চংকিংয়ে শনাক্তের সংখ্যা ২ হাজার ২৯৭ জন।




Panchagarh temperature drops to 15 degrees

হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণাগারের পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সে.। গতকাল তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

এদিকে, জেলায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও বিকেলে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এমন ঠান্ডা আবহওয়া রাত থেকে পরদিন সকাল পর্যন্ত বিরাজমান থাকে।




'RRR 2' is coming, who are acting?

চলতি বছরে ভারতে বক্স অফিসে একের পর এক বলিউড সিনেমা মুখ থুবড়ে পড়ে। অথচ একই সময়ে প্যান ইন্ডিয়ান সিনেমাগুলো ব্লববাস্টার হিট। তামিল-তেলেগু একেকটি সিনেমা বিভিন্ন ভাষায় হাজার কোটি রুপি ব্যবসা করেছে। তাদের মধ্যে অন্যতম তেলেগু সিনেমা ‘আরআরআর’।

ভারতের বাইরেও ব্যাপক সমাদৃত হয় এস এস রাজামৌলির সিনেমাটি।  এটি দিয়ে নিজেদের অনন্য মাত্রায় নিয়ে গেছেন দুই অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর।সিনেমার দুর্দান্ত সাফল্যের পর সিনেপ্রেমীদের চাহিদা মেটাতে এর সিকুয়েল নিয়ে আসছেন পরিচালক।

‘আরআরআর’-এর দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের ওপর কাজ শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান পরিচালক রাজামৌলি।

তিনি জানান, তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ ‘আরআরআর ২’-এর ওপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিকুয়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এ ছবিতেও স্বভাবতই রামচরণ ও এনটিআর থাকার কথা। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি রাজ মৌলি।

সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘আরআরআর’। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলি।

ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রাম চরণকে।




Rely on 5 seeds to control diabetes

 বর্তমানে অতি পরিচিত এক স্বাস্থ্যসমস্যার নাম ডায়াবেটিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিশ্বে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ এই রোগটিতে আক্রান্ত বলে ধারণা করা হয়। প্রতিবছর দেড় মিলিয়ন মানুষের মৃত্যু হয় ডায়াবেটিসের কারণে। তাই এই রোগটি নিয়ে সচেতনতা অত্যন্ত জরুরি।

ডায়াবেটিস হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা সবচেয়ে জরুরি। কম কার্বোহাইড্রেট রয়েছে এমন খাবারই তাদের ডায়েটে থাকা উচিত। রোজকার ডায়েটে নির্দিষ্ট কিছু বীজ রাখলে সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চলুন জেনে নিই বিস্তারিত-

মেথিবীজ

মেথিতে রয়েছে গ্যালাক্টম্যানান নামক একটি দ্রবণীয় ফাইবার। এটি খাবার হজমের প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে শরীর দ্রুতগতিতে কার্বোহাইড্রেট শোষণ করতে পারে না। আর এতে রক্তে শর্করার পরিমাণও কম থাকে।

তুলসী বীজ

তুলসী বীজকে অনেকে বাসিলের দানাও বলে থাকেন। দিনের প্রধান খাবার খাওয়ার আগে এই বীজ খেলে রক্তে শর্করার পরিমাণ সহজে বাড়তে পারে না। টাইপ-২ ডায়াবেটিস আছে এমন রোগীদের জন্য তুলসী বীজ বেশ উপকারি।

মিষ্টি কুমড়ার বীজ

মিষ্টি কুমড়ার বীজে থাকা একাধিক পুষ্টি উপাদানের জন্য এটি ডায়াবেটিস রোগীর ডায়েটে থাকা উচিত। এতে রয়েছে ট্রাইগোনিলিন, নিকোটিনিক অ্যাসিড ও ডি-চিরো-ইনোসিটল। এছাড়াও এই বীজে রয়েছে ডায়েটারি ফাইবার, ম্যাঙ্গানিজ ও ওমেগা-৬ অ্যাসিড। এই উপাদানগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

আজোয়ান বীজ

এটি উচ্চ ফাইবার সমৃদ্ধ একটি বীজ। প্রতিদিনের ডায়েটে আজোয়ান বীজ রাখা উচিত। এর প্রদাহ প্রশমনের গুণ রয়েছে। তাই এটি ক্ষত তাড়াতাড়ি সারাতে সাহায্য করে। তাছাড়া আজোয়ানে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মেটাবলিজম দ্রুত করতে সাহায্য করে। ফলে শরীরের ওজন কমানোও সহজ হয়।

ফ্ল্যাক্স সিডস

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফ্ল্যাক্স সিডস বেশ উপকারি ভূমিকা রাখে। এই বীজে রয়েছে বেশ কয়েকটি অদ্রবণীয় ফাইবার। এগুলো রক্তে শর্করার মাত্রা ঠিক রাখার পাশাপাশি পেটের স্বাস্থ্যও ভালো রাখে। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, ফ্ল্যাক্স লিগন্যান থাকায় ফ্ল্যাক্স সিড টাইপ-১ ডায়াবেটিসের পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিস সারাতেও মুখ্য ভূমিকা রাখে।




England wins T20 World Cup

২০১৬ সালের ইডেন গার্ডেনের সেই কান্না এখনও ভুলেন নি এই ইংলিশ অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে বল হাতে নিজ দেশের হয়ে লড়াই করতে ব্যর্থ হয়েছিলেন বেন স্টোকস।

ইডেনের সেই কান্না মেলবোর্নে মুছে দিলেন এই ইংলিশ ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে স্টোকসের ব্যাটে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। এ জয়ে দীর্ঘ ১২ বছর পর পল কলিংউডের উত্তরসূরি হিসেবে ইংলিশদের হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল জস বাটলারের নেতৃত্বাধীন ‘থ্রি লায়ন্স’।




Sheikh Hasina to inaugurate 50 factories in EZ on November 20

Prime Minister Sheikh Hasina will inaugurate 50 industrial factories, projects and other infrastructure in the economic zone on November 20, marking the 50th anniversary of independence.

Sheikh Yusuf Harun, Executive Chairman of Bangladesh Economic Zones Authority (BEZA), confirmed the matter.

He said Prime Minister Sheikh Hasina will virtually inaugurate 50 industrial factories, projects and establishments in eight locations in various economic zones and BEZAs of the country.

The BEJA executive chairman further said that these include four commercial factories in Bangabandhu Sheikh Mujib Industrial City (BSMSN) in Chittagong and eight factories in various economic zones run by private enterprises.




Pakistan's probable winning XI in the final

চলতি আসরে প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতে ফাইনালে ওঠা পাকিস্তানকে আজ অবশ্যই আত্মবিশ্বাসের ঢেউয়ে চড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির অধিনায়ক বাবর আজম।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ ১৩ নভেম্বর ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মোকাবেলা করবে এশিয়ার দল পাকিস্তান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : 

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।




Poa fish supply increases in Noakhali, prices drop

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

শাকসবজিসহ চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন ঊর্ধ্বগতি ঠিক সে সময়ে মাছের বাজারে কিছুটা হলেও স্বস্তির বাতাস এনে দিয়েছে পোয়া মাছ। নোয়াখালীর বাজারগুলোতে গত কয়েক দিন যাবত পোয়া মাছের সরবরাহ বেড়েছে কয়েকগুণ। ফলে দামও এখন ক্রেতাদের হাতের নাগালে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের আড়তদাররা বলছেন, প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার মণ পোয়া মাছ বিক্রি হয় এখানে। বড় সাইজের পোয়া মাছ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতো।

মৎস্যখাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত কয়েক বছর থেকেই সরকারের নানামুখী উদ্যোগের কারণে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপকূলীয় হাটবাজারে এখন সারা বছরই নদী ও সাগরের মাছ পাওয়া যাচ্ছে।

আবদুর রহমান রনি নামের এক আড়তদার বলেন, গত এক সপ্তাহ ধরে পোয়া মাছের সরবরাহ ক্রমশ বাড়ছে। মাছের আড়তগুলোতে সামুদ্রিক মাছের সরবরাহ বেশি। এ কারণে প্রতিদিন দামও কমছে।

ফারুক উদ্দিন নামে এক ব্যবসায়ী পল্লী নিউজ কে জানান চেয়ারম্যান ঘাটে প্রচুর পোয়া মাছ পাওয়া যাচ্ছে। দাম কম হওয়ায় গরিব মানুষরাও পোয়া মাছ ক্রয় করতে পারছে। আল্লাহর কাছে শুকরিয়া যে নদীতে মাছ আহরণ করে জেলেরা জীবিকা নির্বাহ করতে পারছে।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, প্রচুর পোয়া মাছ ধরা পড়ছে। ট্রলারে ৪ হাজার কেজি থেকে ১০ হাজার কেজি পর্যন্ত পোয়া মাছ পাওয়া যায়। সারাদিন পোয়া মাছ নিয়ে পাইকার ও আড়তদাররা ব্যস্ত থাকে।

কোম্পানিগন্জ ক্লোজার ঘাটের আড়তদার মোঃ জালাল উদ্দীন বলেন এ সময় পোড়া মাছ জেলেদের জীবনসংগ্রামে কিছুটা সাপোর্ট হচ্ছে তা নাহলে পুরো বেকার হয়ে পড়তো জেলেরা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করেছে। পাশাপাশি মাছের জন্য অভয়াশ্রম তৈরি করা এবং সাগরে নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করা হচ্ছে। ফলে এখন মাছ যেমন বড় হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি মাছের বংশবৃদ্ধি এবং উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।