BNP leader arrested on charges of smuggling relief rice

 Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের জনতা বাজার ঘাট থেকে রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪৫ বছরের জামাল উদ্দিন গাজী নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য। আগে তিনি জেলা কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সেপ্টেম্বর মাসে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারে করে কালোবাজারে পাচারের জন্য সুবর্ণচরের জনতা বাজার ঘাটে নিয়ে আসা হয়। এরপর ওই চাল ট্রাকে উঠানোর সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে থানায় খবর দেয়।

‘তখন পুলিশ দুটি ট্রাকে ২১ টন চাল আটক করে। ওই সময় রিলিফের চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ ওঠে বিএনপি নেতা গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বর থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত তিন বছরে এই বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালোবাজারে বিক্রি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘গাজীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে ৯টি মামলা আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।




Physically disabled Azharul crawls to HSC exam center

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

নেত্রকোণার মদনে হামাগুড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে যান শারীরিক ভাবে প্রতিবন্ধী আজাহারুল

জন্ম থেকেই তার পা দুটো উল্টা, সরু ও বাঁকা। দুটি হাতও বাঁকা। এ দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে রবিবার (৬ নভেম্বর) মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী আজহারুল। তার শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে স্বপ্ন জয়ের অদম্য ইচ্ছাশক্তির কাছে। আজহারুলের লক্ষ্য একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার ।

আজহারুল ইসলামের বাড়ি নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামে। তিনি ওই গ্রামের দিনমজুর মনির উদ্দিন এর ছেলে। তিনি এ বছর বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর আগে আজহারুল প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ২.৮৩ পেয়ে কৃতকার্য হন। জেএসসিতে পান জিপিএ ২.৫৫ পয়েন্ট ও এসএসসি পরীক্ষায় তার জিপিএ ছিল ২.৮৯।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বালালী বাঘমারা শাহজাহান কলেজের নিয়মিত ছাত্র আজহারুল ইসলাম। দুই হাতে ভর করে হামাগুড়ি দিয়ে প্রায় তিন কিলোমিটারএর অধিক রাস্তা প্রতিদিনই অতিক্রম করতেন তিনি। এর আগেও তিনি একইভাবে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে নিয়মিত আসা যাওয়া করেছেন। রিকশা বা অটো দিয়ে যাতায়াত করলে প্রতিদিন খরচ হতো ৫০-৭০ টাকা। বাবা দিনমজুর, তাই গাড়ি ভাড়া দিতে না পারায় হামাগুড়ি দিয়েই প্রতিদিন যাতায়াত করতেন তিনি।

শারীরিক প্রতিবন্ধী আজহারুল ইসলাম বলেন, আমার ইচ্ছা ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার। লেখাপড়া শেষ করে পরিবারের জন্য কিছু একটা করাই আমার লক্ষ্য।

মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব মো. শফিকুর রহমান জানান, হামাগুড়ি দিয়ে চলে আজহারুল আজ আমাদের কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছে। সে অতিরিক্ত সময়ের জন্য একটি আবেদন করেছে। আমি আবেদনটি মঞ্জুর করেছি এবং তাকে কেন্দ্রের পক্ষ থেকে সার্বিক তাকে সার্বিক সহযোগিতা করেছি।




Protest demanding cancellation of BNP's newly formed convening committee in Ramganj, separate programs of two groups 

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ৭নভেম্বর (সোমবার) সকালে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেনের বাসভবনের সামনে উপজেলা বিএনপির একাংশ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক নাজিম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নেতা এল রহমান, শাহবুদ্দিন তুর্কি, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, যুগ্ন-আহবায়ক তোফাজ্জল হোসেন বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন আলম মুন্না, সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম,পৌর যুবদল নেতা সুমন চৌধুরী, শেখ পিন্টু, রাসেল ভূইয়া, উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক নাজিম উদ্দিন আহম্মেদ বলেন,লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক ঘোষিত নতুন আহবায়ক কমিটিতে ত্যাগী, পরিক্ষিত, হামলা-মামলার শিকার, বাড়ি-ঘর হারানো, ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ ও বিভিন্ন ভাবে আহত নেতাকর্মীদের বাদ দিয়ে, জাতীয় নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থানকারী, আওয়ামীলীগের সাথে লিয়াজু করা ব্যক্তিবর্গ, অযোগ্য কর্মীদের নিয়ে এই কমিটি ঘোষনা করা হয়েছে। আমরা এই আহবায়ক কমিটি বাতিলের জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি। যদি এই উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত না হয়, তবে আমরা গন অনশন গনপদত্যাগ করতে বাদ্য হবে বলে জানান তারা।

অপরদিকে একই সময় ৩কিলোমিটার অদুরে রামগঞ্জ পৌরসভার নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার ও পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুল ইসলামের নেতৃত্বে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তোফায়েল আহম্মেদ, যুবদলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন,নজরুল ইসলাম পিন্টু, তাওহীদ হোসেন মারুফ ভুইয়া,আরঙ্গজেব বাবলু,জেলা যুব‌‌দল নেতা আবুল বাসার চতু,কবির হোসেন কানন,আব্দুস ছাত্তার মজুমদার,মিজান ভুইয়া,স্বেচ্ছাসেবকদলের নেতা দুলাল হোসেন,এমরান হোসেন,খোরশেদ রাব্বানী প্রমুখ।




Journalist killed in collision between caravan van and motorcycle in Narsingdi 

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীর রায়পুরায় কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ওমর ফারুক বিশাল (২৭) নামে এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।

এসময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় নরসিংদী জেলার ঢাকা সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক বিশাল নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হক এর ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলে করে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৈরব গামী একটি বেপরোয়া কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যায়। আর সজল গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, কার্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে।

পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক ওমর ফারুক বিশালের সবশেষ কর্মস্থল ছিল নিউজজি টোয়েন্টিফোর ডটকম। তার আগে তিনি বাংলা নিউজের বিনোদন বিভাগে কাজ করতেন। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন।




Netrokona Government College Branch Chhatra League stands by HSC examinees

 আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি : 

এইচএসসি পরীক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের পাশে নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। ৬ই নভেম্বর সকাল ৯ টা থেকে পরীক্ষার কেন্দ্রের সামনে যানযট নিরসন ও পরীক্ষার্থীদের পানি, কলম নিয়ে শিক্ষার্থীদের পাশে দাড়ায় কলেজ শাখা ছাত্রলীগের নেতারা। পরীক্ষা শুরুর পূর্বে জেলার প্রায় সকল কেন্দ্রে ধারাবাহিকভাবে এ কার্যক্রম এর আয়োজন করে জেলা ছাত্রলীগ ও নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ

পরীক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব, বিদুর সাহা স্পর্শ, সানিমুল হক, জান্নাতুল হাসান, মেহেদী হাসান,হারুন,পিনিয়র,সামি সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

পরীক্ষার আগে মুহুর্তে সড়কে যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে তারা

এসময় সৈয়দ আল রাকিব বলেন,মানবিক নেত্রকোনা জেলা ছাত্রলীগের স্বপ্ন-দ্রষ্টা,

 বিপ্লবী সাধারণ-সম্পাদক সোবায়েল আহম্মেদ খান ভাইয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় বহুবছর ধরে নেত্রকোনা জেলা ছাত্রলীগ পরিবার পরীক্ষার্থীদের পাশে থেকে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে পরীক্ষার্থীদের অভয় দেয়া সহ পড়াশোনায় উৎসাহী করে আসছে।




Agricultural machinery distributed at subsidized prices in Companiganj

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (৭০%) ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ ৬ নভেম্বর দুপুরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বেলাল হোসেন আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি অফিসার মোঃ নুরুল আলম ভূঁইয়া উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আকরাম উদ্দিন এবং দক্ষ কৃষকদের মাঝে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিতরণকৃত কম্বাইন হারভেস্টার কৃষক শেখ ফরিদের কাছে ৭০% ভর্তুকিতে ( ১৯ লাখ ৭৪ হাজার টাকা) মূল্যে বিতরণ করা হয়।




Habiganj's two tigresses Shelly and Rima win in international boxing

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি ঃ

 ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগীতায় হবিগঞ্জ জেলা থেকে ৪জন খেলুয়ার অংশ নিয়ে ১৭টি জেলার ২৮জন খেলুয়ারকে হারিয়ে হবিগঞ্জ জেলার দুই বাঘিনী কন্যা তানজিমা সুলতানা শেলী ও রিমা সরকারের জয়লাভ।

জানাযায়,গতকাল ৪নভেম্বর(শক্রুবার) বিকাল ৫টায় ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম মাঠে ইন্টারন্যাশনাল পর্যায়ে’বিপিবিএস বাংলাদেশ বক্সিং চ্যাম্পিয়নশিপ এর উদ্যেগে এক টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বক্সিং সোসাইটি।

উক্ত টুর্নামেন্টে সারাদেশ থেকে ১৭টি জেলার ২৮জন বক্সার প্রতিযোগী অংশ গ্রহন করেন।

আর এই টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার বানিয়াচং বক্সিং একাডেমি থেকে ৪জন খেলুয়ার অংশ নেন এই প্রতিযোগীতায়।

এবং খেলোয়াড়দের নিয়ে ভোরে রওয়ানা দেন একাডেমির প্রতিষ্টাতা প্রশিক্ষক জুয়েল রহমান ও টিম ম্যানেজার সাহিবুর রহমান।

তারা দুপুর ১২টার দিকে গিয়ে ঢাকা পৌঁছেন।

এবং সকল কার্যক্রম শেষ করে খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট মাঠে উপস্থিত হয়ে আলাদা আলাদা ভাবে ৪৮কেজি ও ৫১কেজি ওজনের খেলোয়াড়দেরকে দুই ভাগে বিভক্ত করা হয়।

এবং বিকাল ৫টায় উক্ত খেলাটি পরিচালনা করেন বাংলাদেশের প্রথম নারী হিসাবে দায়িত্বরত(রেফারি) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লিপি সুলতানা মনি,ঢাকার এসএম মারুফ,সিলেটের মোঃআনুয়ার হুসেন ও তানভীর চৌধুরী।

খেলার এক পর্যায়ে রাত দশটার দিকে ৪৮কেজি ওজনের ফাইনালে অবস্থান করে হবিগঞ্জের তানজিমা সুলতানা শেলী ও কুষ্টিয়ার শিপা।

পড়ে ফাইনাল রাউন্ডে কুষ্টিয়ার শিপাকে হারিয়ে শেলী বিজয়ী হয়।

অপরদিকে ৫১কেজি ওজনের খেলায় ফাইনালে অবস্থান করে হবিগঞ্জের রিমা সরকার ও কিশোরগঞ্জ জেলার বিথী।

৫১কেজি ওজনের ফাইনালে বিথীকে হারিয়ে রিমা সরকার বিজয়ী হয়।

উক্ত খেলাটি ৪ রাউন্ড করে খেলে এবং সবাইকে হারিয়ে হবিগঞ্জের এই দুই বাঘিনী কন্যা তানজিমা সুলতানা শেলী ও রিমা সরকার জয়লাভ করেন।

পরে তাদের পুরস্কৃত করেন উক্ত খেলার কর্নধার বাংলাদেশ বক্সিং সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ আসাদউজ্জামান।

বিজয়ী দুই বাঘিনী কন্যা হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউপির পূর্ব তোপখানা মহল্লার আব্দু শহীদ মিয়ার স্কুল পড়ুয়া কন্যা শেলী ও একই ইউনিয়নের বড়নগর মহল্লার রবীন্দ্র সরকারের স্কুল পড়ুয়া কন্যা রিমা সরকার।

৫নভেম্বর(শনিবার) বিজয়ীদের নিয়ে ঢাকা ছেড়ে হবিগঞ্জ জেলার উদ্যেশে রওয়ানা দিয়ে বিকালে নিজ উপজেলায় এসে পৌঁছেন তারা।

জয়লাভ করে তারা বাড়িতে আসার সংবাদ শুনে পরিবারের সদস্যগন রিসিভ করার জন্য অপেক্ষায় থাকেন এবং তারা গাড়ি নামার পর পরই এক আনন্দের বন্যা বইতে দেখা যায়।

এসময় তাদের এমন সাফল্য উপস্থিত অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য,বানিয়াচং উপজেলার বক্সিং একাডেমি থেকে চলতি বছরের মধ্যে এই পর্যন্ত চারটি টুর্নামেন্টে অংশ নিয়ে ২য় বারের মতো শেলীকে নিয়ে চারজন বিজয়ী হন।

১৩সেপ্টেম্বর বিজয়ী হয় আমির উদ্দিন শিমুল,২৯জুলাই আমীর উদ্দিন ও শেলী বিজয়ী হয়,৯সেপ্টেম্বর শেলী বিজয়ী হয়।

এব্যাপারে প্রতিষ্টাতা শিক্ষক জুয়েল রহমান জানান,তিনি দীর্ঘ ৫টি বছর ধরে এই একাডেমি প্রতিষ্টা করে নিজ শ্রম অর্থ খরচ করে তাদেরকে এই পর্যন্ত নিতে পেরে নিজেকে ধন্য মনে করেন।

এমনকি ভবিষ্যতে তিনি একদিন আন্তর্জাতিক পর্যায়ে ওদেরকে অংশ গ্রহন করিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনবেন।

টিম ম্যানেজার সাহিবুর রহমান জানান,যদি সরকারি ভাবে ও ক্রিড়া সংস্থা থেকে একটু সহযোগীতা করা হয় এই একাডেমিকে তাহলে একদিন সারাদেশবাসী তথা হবিগঞ্জ জেলাবাসীর মুখ উজ্জ্বল করবেন এই একাডেমির ছাত্র ছাত্রীরা।

এছাড়াও বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এই একাডেমিতে অংশ গ্রহন করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে রক্ষা পেয়েছে বলেও জানান।

তাই সবার উদ্যেশে আরও বলেন সবাই যদি সচেতন হয়ে লেখাপড়ার পাশাপাশি এই একাডেমিতে নিজের ছেলে মেয়েদের ভর্তী করেন তাহলে তাদের সন্তানরা অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে এবং নিজের শারিরীক সুস্থতার সহিত মন-মানসিকতা ভালো থাকবে।

এজন্য তিনি সবার প্রতি এই আহবান জানান।




285 students absent on first day of HSC exam in Netrakona

Netrakonat Zelt HSC equivalent examination was absent on the first day 285 students.

The examination is being held in 29 centers this year in Nit, 1109 students, and 20 venues in 20 venues, this year the total number of candidates was 10980. On the first day, 187 were absent from the general students, 187 students and 33 technical people.

District administration education strati-form On the first day, there was no information about the expulsion.

According to the GIT in Netrakona Government Women's College Center, the examination will start in a clean-free environment. Sirajul Islam, among them 1202 candidates on the first day, and 16 were absent from Bengali first paper.

Meanwhile, after the start of the examination, District Commissioner and District Magistrate Anjana Khan Majlish visited every examination center and room in four centers of the district town and there was a comprehensive supervision to complete the examination in a continuously free environment, he said.




Dengue test fee is Tk 100 in government, Tk 300 in private

সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ডেঙ্গুরোগীর অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।




মহাকাশ উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

সফলভাবে স্যাটেলাইট ক্যারিয়ার গাইম-১০০ কে প্রথম সাবঅরবিটাল (নিম্নকক্ষপথ) পর্যায়ে পরীক্ষা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার তারা এ সফল পরীক্ষা সম্পন্ন করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।

আইআরজিসি এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজী হাজিজাদেহসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষাটি চালানো হয়েছিল।

গাইম-১০০ হলো একটি স্যাটেলাইট লঞ্চার যা আইআরজিসি এরোস্পেস বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা হয়েছে। এ স্যাটেলাইট ক্যারিয়ারে তিনটি ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটা স্যাটেলাইটকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরের কক্ষপথে স্থাপন করতে পারবে।

এটা উৎক্ষেপণের সময় পাশে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাজিজাদেহ বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাহিদ স্যাটেলাইটটিকেও একটি গাইম-১০০ লঞ্চার দিয়ে কক্ষপথে রাখা হবে।