Inauguration of newly created badminton code at Charbhadrasan Police Station

Faridpur Correspondent-
খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে:উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।
ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা প্রাঙ্গনে পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান

কাউছার হোসেন বলেন, খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি চরভদ্রাসন থানার পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা।

এতে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা ও হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বনাম উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন ও ওসি মিন্টু মন্ডল।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী,উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার আলী মোল্লা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।




Chhatra League leaders exchange courtesy with mayor in Raipur 

Pradeep Kumar Rat, Special Representative: 

In Rakhtpur of Laxmipur, Chhatra League leaders and activists met with Municipal Memor and Upazila Aomi League's first joint general secretary Gitasuddin Rubel Bhatt in a courtesy meeting.

The meeting was held at the private office of the evening on October 31. He called upon the leaders and workers of the Chhatra League to be honest with the honesty of the country and take the initiative to strengthen the Chhatra League.

Municipal Chhatra League Ahbatak and Otarard Councilor Mahbubur Rahman Rizvi, Joint Avenue Tarekur Rahman Farhad, Joint Avener Tanveer Ahmed Pattori announced the Nata Committee at No. 3 of the municipal city on October 29.

Yunus Pathan Ifran, General Secretary Zuba, General Secretary (1) Md Meraj Hossain Tutul, Joint General Secretary (2) Md. C.M., Organizing Secretary Imran Hossain Shubo, Member Md. Asif, Member Md. Tuhin, and their workers were present.




The country is in a great disaster; the government must resign: ASM Rab

The country is facing a dire crisis economically today, due to the unplanned and indiscriminate use of the government, the foreign exchange reserves are going to be in a big crisis in the next three months, with increasing inflation, unemployment, severe energy crisis and silent famine, the country has been in dire financial straits due to the surge in the country.

The government must resign before this unimaginable economic disaster and terrible disaster, such a big national crisis cannot be dealt with by any single party, in this regard, national unity is essential for all, including labor, work and professionals.

ASM Abdur Rab said these things at the colorful rally on the occasion of JSD's Golden Jubilee Festival.

He said that it would not be possible to introduce a people-oriented state system with the existing regime, the representation of the working people, working, and professional people in the state power has become inevitable.Bengali nationalism should be further developed by introducing a partnership regime.JSD should be implemented through the struggle for the downfall of government, constitutional reform and state transformation.

The party's working president Siraj Mia, vice-president Tania Rob, working general secretary Shahid Uddin Mahmud Swapan, joint general secretary Kamal Uddin Patwari and other leaders of the party spoke in the rally before the rally.




Five brothers sentenced to life imprisonment for killing farmer in Kushtia 

কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা কৃষক রেজাউল হত্যা মামলায় অভিযুক্ত আপন সহোদর ৫জনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদ-াদেশ দেন আদালত।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে আব্দুল গফুর (৪৫), জালাল উদ্দিন (৩৮), উজ্জল (৩৫), সেজ্জাদ প্রকাশ সুজাত (২৫), ও সুজন (২৩)। এরা প্রত্যেকে আপন ভাই। রায় ঘোষনার সময় আসামী গলুর ও জালাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলো।

আদালত সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জুন রাত ১০ টার সময় কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার সেচ খালের পানি দিয়ে ইরি ধানের জমিতে সেচ দেওয়ার উদ্যোশ্যে মাঠে যাচ্ছিলো কৃষক রেজাউল উদ্দিন এবং তার দুই মামা আফিল উদ্দিন ও জামাল উদ্দিন। এসময় মাঠের মধ্যে কয়েকজন রেজাউলকে অস্ত্রসহ ঘিরে ধরে। এসময় তাকে কুপিয়ে মারাত্বক ভাবে যখম করে পালিয়ে যায় তারা। সেখান থেকে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় পর দিন ১২ জুন কুমারখালী থানায় ০৮ জনের নাম উল্লেখ এবং ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি এজাহার দায়ের করেন নিহত রেজাউলের মামা আফিল উদ্দিন।

পরে পুলিশ পেনাল কোড এর ৩০২/৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে।

তদন্ত শেষে ২০০৮ সালের ০৭ জানুয়ারি আদালতে ১২ জনকে আসামী করে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন কুমারখালী থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) সামসুল আলম সিদ্দিকী।

মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে অভিযুক্তরা কৃষক রেজাউল উদ্দিকে কুপিয়ে হত্যা করে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, কুমারথালী থানায় দায়ের করা রেজাউল হত্যা মামলায় ১২জনের সাক্ষ্য গ্রহণ শেষে ও প্রমানের ভিত্তিতে ৫আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীত ভাবে প্রমানিত হয়। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত এ মামলায় অভিযুক্ত আব্দুল গফুর (৪৫), জালাল উদ্দিন (৩৮), উজ্জল (৩৫), সেজ্জাদ প্রকাশ সুজাত (২৫), ও সুজন (২৩) কে যাবজ্জীবন কারাদ-সহ ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সেই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় বাঁকী আসামীদের এ মামলা থেকে অব্যহিত প্রদান করেন বিজ্ঞ আদালত।




Body of mentally unstable woman recovered in Raipur

লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউপির ৯নং ওয়ার্ড ইয়াছিন হাজির পোল সংলগ্ন খাল থেকে মানসিক ভারসাম্যহীন নুর নেহার (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল ৩টা দিকে রায়পুর থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

মৃত্যু ব্যাক্তি ৯নং ওয়ার্ড ইয়াছিন হাজি বাড়ির মৃত্যু আব্দুল মান্নানের স্ত্রী।

রায়পুর থানার ওসি তদন্ত হোসেন হাসান জাহাঙ্গীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এবং আইনানুসারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।




Colorful rally in Raipur after receiving Press Council Award

Pradeep Kumar Rat, Special Representative:

দৈনিক যুগান্তর প্রেস কাউন্সিল পদক-২০২২ লাভ করায় বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তরের রায়পুর প্রতিনিধি তাবারক আজাদের আয়োজনে সোমবার দুপুরে পৌর এলাকায় এ র‌্যালি এবং পথ সভা করা হয়েছে।

এতে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা, স্বজন সমাবেশের সদস্যগন, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

যুগান্তরের রায়পুর প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ, ওসি তদন্ত জাহাঙ্গির আলম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি, সাধারন সম্পাদক এম আর সুমন, সাবেক সভাপতি মাহবুব আলম মিন্টু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় দেব চন্দ্র নাথ, যায়যায়দিন প্রতিনিধি মুকুল পাটোয়ারী, বার্তা বাজার প্রতিনিধি ওসমান গনি, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জহির হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজেদ হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মাহমুদ সানি, আনন্দ বাজার প্রতিনিধি সোহেল আলম, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাকির হোসেন, সমাজ সেবক শহীদ পাটোয়ারী, তাহসিন হাওলাদার, আ’লীগ নেতা সুবাস শাহা,, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য আরকান আলী সোহেল, মোঃ বাবলু, আবু মুছা মোহন প্রমুখ।

বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর আপসহীনভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, দেশের মানুষের প্রিয় এ দৈনিক সেরা পুরস্কার লাভ করবে এটাই বাস্তবতা।

তারা বলেন, যুগান্তর আরও বহুদূর এগিয়ে যাবে জাতির প্রয়োজনে এটাই আমাদের প্রত্যাশা।




Student Forum holds protest march against drugs in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:

In Sameshpur village of Bhadur Union No. 3 of Ramganj Upazila of Lakshmipur, a protest rally and procession was organized by the Chhatra Forum and the locals against the eviction of drug dealers' hideouts and anti-social activities including gambling. On Monday (October 31), at 11 am, the rally was held at the premises of Sameshpur Government Primary School and then a protest procession was held on various roads in the area.

The protest rally, chaired by Shafiul Azam, advisor of Sameshpur Student Forum, and moderated by Shobhan Gazi, was addressed by Sameshpur Government Primary School president and journalist Rahmat Ullah Patwary, vice-president Harunur Rashid Babul, Sameshpur Ward UP member Abdul Quader, Nasima Akhter, Student Forum treasurer Rakib Hossain, Chhatra League leader Rakib Gazi, etc. Teachers, political leaders and activists of the area and people from different walks of life were present at the time. The speakers at the rally said that an organized group in the area has been misleading the student community and youth by setting up drug and gambling dens in various places including school premises for a long time, and the peace and order of the society is being destroyed.




Cabinet Secretary reveals how many days of government holidays will be in 2023

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠক শেষে ব্রিফিং নিয়ে এ কথা বলেন।

Details coming soon…




Man gets life sentence for killing college student in Lakshmipur

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাওন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাহাদাত হোসেন শাকিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়া হত্যা মামলায় তিন নারীসহ আট আসামিকে খালাস দেন আদালত।

আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শাহাদাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- সোহেল পাটওয়ারী (৩৬), পরান পাটওয়ারী (৩১), পারভেজ পাটওয়ারী (৩৩), নুর আলম দুদী (৬১), নাজিম উদ্দিন (৪৯), তানিয়া আক্তার (২৬), ফেরদৌস বেগম (৩৭), সামছুর নাহার (৫৬)। এরা জামিনে মুক্ত ছিলেন।

ভিকটিম মো. শাওন (১৮) সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা গেছে, হত্যার শিকার শাওন লেখাপড়ার সুবাধে তার খালার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের আব্দুল হালিম মাস্টারের বাড়িতে থাকতেন।

অভিযুক্তদের সঙ্গে তার খালাদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন দুপুরে অভিযুক্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শাওনের খালাতো ভাই সালাহউদ্দিনসহ তাদের পরিবারের লোকজনের ওপর হামলা করেন।

এসময় শাওন এগিয়ে গেলে অভিযুক্তরা শাওনকে মারধর করেন। একপর্যায়ে শাহাদাত হোসেন শাকিল ধারালো অস্ত্র দিয়ে শাওনকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন নারীসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন শাওনের খালাতো ভাই সালাহউদ্দিন।

সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ময়নাল হোসেন খান ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার ১০ নম্বর আসামি সাহাবুদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বাকি নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে যাবজ্জীবন ও আটজনকে খালাস দেন।

এদিকে মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী সালাহউদ্দিন ও নিহত শাওনের বাবা তোফায়েল আহম্মদ।




Body of unidentified person recovered in Netrokona

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত অজ্ঞাত ব্যাক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে স্থানীয় সিএনজি চালকরা এক ব্যাক্তির চিৎকার শুনতে পেয়ে রূপালী ব্যাংকের সামনে থেকে আহত এক অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার করে আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সকালে ওই ব্যাক্তির মৃত্যু হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রির্পোট করার পর লাশ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে মৃত ব্যাক্তির পরিচয় জানতে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির সাথে হয়তো ধাক্কা খেয়েছিলো। তার শরীরে একটি হাতের আঙ্গুলসহ রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে।

পুলিশ জানায়, ভোর রাতে উপজেলার পৌর এলাকার রূপালী ব্যাংক সংলগ্ন রাস্তার পাশে হঠাৎ চিৎকার শুনতে পায় স্থানীয় সিএনজি চালকরা। তাদের ঘুম ভেঙ্গে গেলে দ্রুত ওই ব্যাক্তিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।