121 more teachers and employees enrolled in MPO

বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ১২১ জন শিক্ষক-কর্মচারী হয়েছেন এমপিওভুক্ত । এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৪৪ জন, ভোকেশনাল শিক্ষাক্রমের ৬০ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ১৭ জন  শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে পৃথক আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের এমপিও চলতি অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২১ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ ১২১ শিক্ষক-কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।




Jubo League preparatory meeting in Lakshmipur

লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের নেতাদের নিয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলা টাউন হল মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।

অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন- যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সহ-সম্পাদক জয়নাল আবেদীন রিগ্যানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা এবং পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

এসময় বক্তারা আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।




BNP leaders and activists demand formation of committee in the US

The United States has not had a committee for 13 years, but the committee has no news, even though there is no news from the high command, but there is no news of the committee, and the BNP committee has recently been approved by the BNP committee in the state and cities of the Bangladeshi dominated states and cities.

In this situation, those who are interested in becoming the leaders of the United States BNP met with an angry heart on Sunday evening, October 30, at a party hall in Jackson Heights, New York City.

Gitas Ahmed, one of the vice presidents of the defunct committee, presided over the gathering of hundreds of angry leaders and workers and jointly moderated by the general secretary of the defunct committee, Mustafa Kamal Pasha Babul and member-secretary of the golden jubilee celebration committee of BNP, Mizanur Rahman Milton Bhuita.

Past experience in support of BNP's political program in Bangladesh, many people opined that the United States BNP committee is needed to take the international community, including the US Congress, who under the leadership of the state and city committees, many people commented that even if they are involved in the field, they will not be able to lobby with the Senator-Congress.

Others have mentioned that they have to pay the price for not being able to unite themselves from the uncommitted situation. BNP Secretary General, Joint Secretary General, Begum Gita Advisory Council members, the members of the standing committee have also come to the United States many times and called for unite to unite everyone. Some have promised to make some presidents/secrets in the exchange of cash-nasty or valuable gifts.

It is noted that the top position was summoned to London to dissolve the committee. It was not possible to form a committee because they could not reach a consensus even after a continuous meeting with Tariq Rahman for several days, and the leaders and workers of the defunct BNP are conducting various activities.

In the last exchange of views, except for the group led by Professor Delotar-Aktar Hossain Badal, all other groups are not part and considering the current crisis of BNP. He expressed his determination to stay united.




Australia will play against the Irish today

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফেভারিট হিসেবে খেলতে নামলেও স্বস্তিতে নেই অজিরা।

কারণ এবারের আসরে একের পর এক ঘটছে অঘটন। এই আইরিশরাই ইতিমধ্যে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে হেরে আরেক অঘটনের জন্ম দেয় পাকিস্তান।

আবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে দু-বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাই কাগজে কলমে অজিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যানে আয়ারল্যান্ডও ছেড়ে কথা বলবে না ফিঞ্চ-ওয়ার্নারদের।

ব্রিসবেনে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে লড়বে এই দুই দল। দুই দল টি টোয়েন্টিতে সবশেষ ২০১২ সালে একে অপরের মুখোমুখি হয়। সেই দেখায় আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া।




ভারতে সেতু ভেঙে নিহত বেড়ে ১৪০

গুজরাটের মাচ্চু নদীর ওপর সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকাল পর্যন্ত ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুলন্ত সেতু ভেঙে পড়ে আহতও হয়েছেন বহু মানুষ।

অভিযোগ উঠেছে, এই সেতু জনসাধারণের জন্য চালু করার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত নেওয়া হয়নি। সেতুর কোনো ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি।

রোববার সন্ধ্যায় এটি ভেঙে পড়ার অন্যতম কারণ হিসেবে কর্তৃপক্ষের এই গাফিলতিকে দায়ী করছেন কেউ কেউ।

গুজরাটের মোরবিতে নদীর ওপর যে ঝুলন্ত সেতুটি ভেঙে পড়েছে, তা সংস্কারের পর কিছু দিন আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেতু ফের চালু হওয়ার ৬ দিনের মাথায় এ বিপর্যয়। সংকীর্ণ সেতুটিতে রোববার সন্ধ্যায় প্রায় ৫০০ মানুষ উঠে পড়েছিলেন। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেতুর ওপর দাঁড়িয়ে কীভাবে লাফালাফি করছেন অনেকে। এর পরেই নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

সেতুটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ওরেভা’ নামের একটি বেসরকারি সংস্থাকে। সংস্কারের জন্য দীর্ঘ সাত মাস সেতুটি বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর তা খোলা হয়। রোববার সারা রাত ধরে মাচ্চু নদীতে উদ্ধারকাজ চলেছে। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারীসহ অন্তত ২০০ জন উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

গুজরাটে রোববারই তিন দিনের সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় মৃতদের পরিবারকে গুজরাট সরকার চার লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের জন্য দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করবে সরকার। সেতু বিপর্যয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।




Dengue fever: If you see any symptoms, go to the hospital immediately.

বর্তমানে ডেঙ্গু প্রোকোপ বেড়েছে। হাসপাতালেও রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গুর চিকিৎসা বাড়িতেও দেওয়া যায়। অনেকেই টের পান না তারা যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কিন্তু এরপরও হাসপাতালে ভর্তি হননি। কারণ লক্ষণ মৃদু। তবে কিছু ক্ষেত্রে বিপদ হয়ে যেতে পারে। তাই কখন হাসপাতালে নিতে হবে সেটি জেনে নিন।

ডেঙ্গুর জ্বরের লক্ষণসমূহ:

১) জ্বর

২) মাথা ব্যথা

৩) হাত-পা সহ সারা শরীরে ব্যথা

৪) চোখের পিছনে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া

২) বমি বা বমি ভাব, খাবারে অরুচি

৩) গায়ে লাল র‌্যাশ ওঠা

৪)  চুলকানি বা ডায়েরিয়া শুরু হওয়া

৪) দাঁতের মাড়ি, নাক দিয়ে অথবা মলদ্বার দিয়ে রক্ত পড়া

৫) গলাব্যথা বা ঢোক গিলতে কষ্ট

বিশেষজ্ঞদের মতে এই জ্বরে রোগীকে বাড়িতে রেখে সেবা দেওয়া যেতে পারে। তবে রোগী যেন বেশি বেশি তরল খাবার খায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু জ্বরে, জ্বর ছেড়ে যাওয়ার পরের সময়টাই আসল। এই সময় প্লাটিলেট কমতে শুরু করে। তাই ডেঙ্গু ধরা পরার সাথে সাথে রক্তের প্লাটিলেট নিয়মিত পরীক্ষা করতে হবে। জ্বর আসলে বেশি দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করে ফেলা উচিত। অনেক বেশি দেরি করে রোগীকে হাসপাতালে নেবার কারণে রোগী শকে চলে যেতে পারে। এমন কী মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়।

বাড়িতে যদি রোগীকে চিকিৎসা দেন তাহলে, কিছু লক্ষণ দেখা দিলেই রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

১) পেটে ব্যথা।

২) পায়খানা বা প্রস্রাবের সঙ্গে রক্তপাত।

৩) শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হলে, যেমন মাড়ি ও নাক থেক রক্তপাত।

৩) প্রস্রাব এর পরিমাণ কমে যাওয়া।

৪) শ্বাসকষ্ট।

৫) ত্বকে লাল লাল র‍্যাশ।

৬) ডেঙ্গু শক সিনড্রোম থেকে শরীরে পানিশূন্যতা তৈরি হয়। পাল্‌স রেট বেড়ে যায় এবং রক্তচাপ খুব কমে যায়। শরীর ঠান্ডা হয়ে যায়। শ্বাসপ্রশ্বাস খুব দ্রুত চলে। রোগী অস্থির হয়ে ওঠেন। তখন সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।




Hearing of August 21 grenade attack case today

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিল শুনানি শুরু হবে আজ সোমবার (৩১ অক্টোবর)।

আজ রোববার (৩০ অক্টোবর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দেড় যুগ আগের বর্বরোচিত ওই হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হন কয়েক শ নেতাকর্মী।

বহুল আলোচিত ওই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অন্য আরও ১১ আসামিকে। পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছে।

আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন, যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয়।

গত বছরের ১৬ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক বিজি প্রেস থেকে তৈরির পর সুপ্রিম কোর্টে এসে পৌঁছায়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।




'Blaze & Skin' was at the top of interest at the US trade show

Staff Correspondent:
২৮ তম “ইউ এস ট্রেড শো ২০২২” শেষ হয়েছে। এবারের শো’তে ৭০ টিরও বেশি বুথে প্রদর্শিত হয়েছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের সেরা পণ্যগুলো তিনদিন ব্যাপী মেলার শেষ দিন গতকাল মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সবচেয়ে বেশি আগ্রহ ছিল প্রথমবারের অংশ নেওয়া আমেরিকান কালার কসমেটিক ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’ প্যাভিলিয়নের পণ্যে।
এছাড়াও এই প্যাভিলিয়নে দেখা যায় নায়ক অনন্ত জলিল, নীরব, নায়িকা বর্ষা সহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারদের। সংশ্লিষ্টরা জানান, ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটি-এর মনমাতানো সুবাস জড়িত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার , ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে , পাশাপাশি এর মনমাতানো সুঘ্রাণ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় আরও উদ্বুদ্ধ করে । এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন আপে আছে ‘স্ট্যারি নাইট’ এবং কোকোনাট ও ‘রেইনবো ওয়েসিস। বডি লোশন লাইন আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ ‘অ্যাম্বার সানশাইন’, ‘ মুন লাইট অরোরা। বডি জেলি লাইন আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত ২ টি প্রোডাক্ট , ‘এন্ডলেস ওশান’ ও ‘ সামার স্মুদি ‘ । বডি স্ক্রাব লাইন আপে আছে ২ টি প্রোডাক্ট -‘কাম ক্লোজার ‘ এবং ফেস স্ক্রাব ‘ ব্রাশড টুগেদার ‘। আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রো লাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাুড ফেস ক্রিম, ‘ওহ! ভ্যানিলা ‘। এছাড়াও এই ব্র্যান্ডে আছে হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক ‘ নো কম্প্রোমাইজ’ স্লিপিং মাস্ক ‘- ‘এলিভেনথ আওয়ার ‘ , গ্রিন ক্লে মাস্ক- ‘ স্প্রিং ফ্রস্ট ‘ । ব্লেইজ্ ও স্কিনের ‘গ্লো ও টাইম’ লাইন আপে আছে বিভিন্ন কার্যকরী উপাদানে সমৃদ্ধ টোনার এবং সিরাম ।
মেকআপ রিমুভারের জন্য আছে ‘ওয়াইপ অফ ইঞ্জি’ নামের মাইসেলার ওয়াটার। বিখ্যাত মেকআপ আর্টিস্ট শাহিদা আহসান বলেন , আমেরিকার এই ব্র্যান্ডটি বাংলাদেশে প্রথমবারের মত যাত্রা শুরু করেছে । স্কিন ভাল রাখতে হলে ভাল স্কিনকেয়ার ব্র্যান্ড আবশ্যক। সেক্ষেত্রে ‘ব্লেইজ্ ও স্কিন’ ব্র্যান্ড আমারও পছন্দ এবং এর প্রোডাক্ট রেঞ্জ খুব গোছানো । নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শায়রা নাফসিন বলেন, ‘ব্লেইজ্ ও স্কিনে’র প্রতিটি প্রোডাক্ট দেখতে যেমন লুক্রেটিভ , তেমনি এর ফ্রেগ্রেন্সও ভীষণ অ্যামেজিং।
আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে রিসার্চের জন্য আমাকে সারা শহর , এমনকি শহরের বাইরেও যেতে হয় । কিন্তু শত ক্লান্তি সত্ত্বেও, আমি প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করি শুধুমাত্র এই রিল্যাক্সিং ফ্রেগ্রেন্সের কারণে । উল্লেখ্য, আমেরিকান বিভিন্ন পণ্য ও সেবা’র পাশাপাশি এই ট্রেড শো’তে ঢাকা দূতাবাসের সার্ভিসগুলোও তুলে ধরা হচ্ছে। এতে এদেশের ভোক্তারা যেমন আন্তর্জাতিকমানের পণ্য ব্যবহারের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।



80 political parties seek EC registration

80 new parties have applied to the Election Commission to get recognition of political parties or register.

twelfth The 4th day of the application for registration of new parties for registration of the new parties has ended today. On Sunday, EC Senior Assistant Secretary Roshan Ara Begum confirmed this information on the last day of application. Before that, till last Thursday, 40 parties have been submitted to the EC. In that case, 40 parties have been applied for registration today.

EC Joint Secretary SM Asaduzzaman said that at least 80 parties have applied to the EC for registration in front of the twelfth national parliamentary election. To be registered as a new party, one Srrita Central is the work of the administrative district, and as a member, at least 200 upazila/metabnagar police stations must fulfill the condition of the support of at least 200 upazila/metabnagar police stations.

According to the EC, 76 parties applied for registration before the last 11th parliamentary elections, but not a single one was considered eligible for registration in 2018. The scrutiny could not be passed even though the parties had fulfilled the conditions. However, the two parties have registered the order after the vote, the EC said that there is a provision to invite applications for new parties to register before every parliamentary election. Accordingly, on May 26, the parties were called to the petition and had tied up until August 29.

As of August 29, about 10 parties had filed applications, and two groups submitted applications, and then Dr. If Zafrullah Chowdhury demanded, the commission of the government for two more months.

The caretaker government is all Dr. ATM Shamsul Huda-led commission in the country in 2008 For the first time, the 117 teams had applied for the registration of the parties, and 39 teams registered after the verification. The EC issued a public notice on October 30, 2017 for the registration of the last team.

76 political parties applied for registration. KM Nurul Huda Commission canceled all applications due to various reasons. Later, the registration of the nationalist democratic movement-NDM and Bangladesh Congress was registered by the court order. In total, the EC has registered a total of 44 parties in the last 14 years.




India's tally is only 133

India won the toss and batted first in their third match in their World Cup Super Tools, and Rohit Sharma's team was in trouble at the beginning of the innings.

The team indie lost 5 wickets for 49 runs in the cannon of the Protea pacers.

Details coming soon…