BM Sagar of Lakshmipur “Best Correspondent” of Anand TV
নিজস্ব প্রতিনিধি:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের জেলা প্রতিনিধি বেলাল উদ্দিন সাগর।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটরিয়ামে এ সম্মাননার পুরস্কার বিএম সাগরের হাতে তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা
পরিচালক জনাব, হাসান তৌফিক আব্বাস।
আনন্দ টিভির জেলা প্রতিনিধিদের নিয়ে কক্সবাজারে আনন্দ উৎসবের আয়োজনের মধ্যদিয়ে এ
সম্মাননার পুরস্কার দেওয়া হয়। সারা দেশ থেকে আনন্দ টেলিভিশনে কর্মরত ২০জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
বেলাল উদ্দিন সাগর আনন্দ টিভির লক্ষ্মীপুর জেলাে প্রতিনিধি এবং সাপ্তাহিক
“নতুন পথ”পত্রিকার সম্পাদক ও একাত্তর কন্ঠ অনলাইন পত্রিকার প্রকাাশক
ওসম্পাদক।
বিএম সাগর বলেন, দির্ঘদিন আনন্দ টিভিতে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ
করায় আমার প্রিয় প্রতিষ্ঠান আনন্দ টিভির যোগ্যতার মাপকাটিতে আমাকে
সম্মাননা প্রদান করছেন। আনন্দ টিভি আমাকে এই সম্মাননায় প্রদান করায়
প্রতিষ্ঠানটি প্রতি আমি চিরকৃতজ্ঞ। তার সাথে সাথে আনন্দ টিভির “শেষ্ঠ
প্রতিবেদক ২০২২”হতেপেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ
করছি।
এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি আমার প্রাণের প্রতিষ্ঠান দেশের জন
প্রিয় বেসকারী স্যাটেলাইট টেলিভিশনের স্বপ্ন দ্রষ্টা প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মরহুম আব্বাস উল্যাহ সিকদার মহদয়ের কে। এর সাথে
আরও কৃতজ্ঞা এবং ধন্যবাদ জানায় আনন্দ টিভির মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক
হাসান তৌফিক আব্বাস মহদয়ের প্রতি যার হাত ধরে এগিয়ে চলছে আনন্দ
টিভি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এস আর এডমিন জনাব সাইফুল
ইসলাম মহদয়ের প্রতি ।
বার্তা বিভাগের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও নিউজ
প্রেজেন্টার প্রিয় মোস্তফাা কামাল তোহা ভাই এবং এমডি স্যারের পিএস
জনাব জাহিদ ভাই সহ আনন্দ টিভির সকল কর্মকর্তা কলাকৌশলী ও সহকর্মীদের
প্রতি। এ ছাড়া ও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী প্রতি যারা
সবসময় আমাকে পাশে থেকে সহযোগিতা ও উৎসাহ দিয়ে থাকেন।
অতিতের ন্যায় আগামীতেও সৎ এবং নিষ্ঠার সাথে আনন্দ টিভিতে কাজ করে
যাবেন বলে তিনি জানিয়েছেন