Afridi, Rizwan will be the stars of BPL this time

অন্য দেশের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সঙ্গে ছিল সূচির গড়মিল। যে কারণে আগামী বিপিএলে বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সংশয় তৈরি হয়েছিল। তবে সে সংশয় কেটে যাচ্ছে ধীরে ধীরে।

আসন্ন বিপিএলে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান কিংবা মোহাম্মদ নওয়াজসহ একঝাঁক পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে দেশের মাটিতে।

বুধবার দুপুরে লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে সিলেট স্ট্রাইকার্স। এই দলে মাশরাফি বিন মর্তুজাকে আইকন খেলোয়াড় ঘোষণার পাশাপাশি চারজন বিদেশি ক্রিকেটারেরও নাম ঘোষণা করে তারা। যার মধ্যে পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের নামও রয়েছে।পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সাথেও বিপিএলের সূচির সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু জানা যায়, পিএসএলের সূচি পিছিয়ে দেয়া হবে।

তাছাড়াও জানুয়ারির শেষের দিকে ওয়েস্টি ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের।




Teachers, students throng for funeral of slain RU student

The funeral of MGM Shahriar, a fourth-year student of the Marketing Department of Rajshahi University, who died after falling from the balcony of Shaheed Habibur Rahman Hall, was held at the Central Mosque premises. Hundreds of teachers and students of the university participated in it.

The body was brought from the Rajshahi Medical University (RMU) morgue to the university's mosque premises for the funeral at 9 am today (October 20). Later, the funeral was conducted under the leadership of Imam Fahim Mahmud, the head of the central mosque.

After the funeral, Mahmud's body was handed over to his elder brother Golam Sabbir Shakil, led by the university's Vice-Chancellor, Professor Dr. Golam Sabbir Sattar.

Then at 9:30 am, the university administration and teachers and students left for Dinajpur, the village home of the deceased, in the university's own transport to complete the burial of the body. Family sources said that he will be buried in a local graveyard in his native area.

Earlier, a student named MGM Shahriar was seriously injured after falling from the third-floor balcony of Habibur Rahman Hall of Rajshahi University (RU) around 8 pm on Wednesday. Later, students took him to Ramech Hospital, where he died. Shahriar is a fourth-year student of the Marketing Department of the University. His home is in Birol Upazila of Dinajpur.

Students protesting in front of the main gate of Ramech on Wednesday night (September 19) made this demand. During this, a one-hour ultimatum was given to expel those involved in negligence of duty and those who raised their hands against university students. Thousands of students besides teachers participated in the protest.




Mayor Abu Naser of Chittagong presents floral greetings to VP Dulal

Md. Badiuzzaman, Noakhali Correspondent:

Senbagh Municipal Council Mayor Abu Nasher VP Dulal was presented with flowers by the Senbagh Awami Parishad in Chittagong for being selected as the best social worker of Noakhali district.




Land worth lakhs of taka seized for operating a dredger in the Padma River in Faridpur

Faridpur Correspondent-
A mobile court has imposed a fine of one lakh taka in cash for continuously extracting sand from the bottom of the reservoir in Uttar Char Nawabganj Mouza of Charjhaukanda Union on the Padma River in Charbhadran Upazila of Faridpur using a large dredger machine attached to a ball gate.

The owner of the dredger who was fined is Jamal Mia (40), son of Tara Mia of Dighinagar village in Parshabati Dohar upazila. The mobile court collected these fines under Section 15(1) of the Sand and Soil Management Act 2010. On Tuesday afternoon, a mobile court operation was conducted at the water reservoir of the Padma River under the leadership of Upazila Nirbahi Officer Tanjila Kabir Tropa.

Others involved in the operation are Charbhadrasan Police Station Officer-in-Charge Mintu Mondal, Upazila Fisheries Officer SM Mahmudul Hasan, Mobile Court Officer Saddam Hossain, police and Ansar Battalion members.
It is known that Rashed Chowkder, Zillu Chowkder, Basar Munshi and UP Chairman Nasir Uddin, influential people in the char area, had been doing a booming business by extracting sand using ball gates and dredger machines for a long time in those water bodies of the Padma River in the upazila.

As a result, the char along with the surrounding cropland was eroded by the Padma, but there was no one to watch. Upon receiving the news, the mobile court conducted a raid on those water bodies of the Padma River, stopped sand extraction and collected a fine of one lakh taka in cash.




Two children drown in Lakshmipur

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আয়ান (আড়াই বছর) ও মারিয়া আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম ও উত্তর চরআবাবিল ইউনিয়নের চরআবাবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আয়ান সোনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া চরআবাবিল গ্রামের কৃষক রেজাউল করিমের মেয়ে।

নিহত আয়ানোর বাব আলমগীর হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরেই সবার ঘুম ভাঙে। সকাল ৭টার দিকে আয়ান উঠানে খেলছিল। এসময় পরিবারের সদস্যরা গৃহস্থলি কাজে ব্যস্ত ছিলেন। উঠানের পাশেই বাড়ির পুকুর। খেলতে গিয়ে একপর্যায়ে আয়ান পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তার দেহ ভেসে উঠে। দ্রুত আয়ানকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর নিহত মারিয়ার বাবা রেজাউল করিম জানিয়েছেন, সকালেই তিনি ক্ষেত্রে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় মারিয়া তার পাশেই খেলছিল। হঠাৎ করে মারিয়াকে দেখা যাচ্ছিল না। স্বজনরা সবাই তাকে বাড়ির আশপাশে খুঁজেছে কিন্তু পায়নি। খবর পেয়ে তিনিও বাড়িতে চলে আসেন। একপর্যায়ে মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত মারিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ঘটনাগুলো দুঃখজনক। তবে কেউ আমাদেরকে ঘটনাগুলো জানায়নি।




6 people sentenced to life in two cases in Lakshmipur

লক্ষ্মীপুরের সদর ও কমলনগরে পৃথক দুই হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

 

 

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন  পৃথক দুইটি মামলার বিষয় নিশ্চিত করেন।

অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, কমলনগরে মুক্তিযোদ্ধা ক্লাবের টি বয় মাকছুদুর রহমানকে হত্যার ঘটনায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আসামি মাহমুদুল হাসান হিরু পলাতক রয়েছে। বাকি ৪ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর মামলায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামী দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় দেলোয়ারও আদালতে উপস্থিত ছিলেন।

কমলনগরে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—মোবারক হোসেন, মানিক হোসেন, মাহমুদুল হাসান হিরু, আরাফাত আরেফিন ও বাবুল হোসেন। পলাতক হিরু হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে মৃত মহসিন মাস্টারের ছেলে।

অপর হত্যা মামলার আসামির দেলোয়ার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া গুচ্ছগ্রামের আবদুর রহিমের ছেলে।

এজাহার সূত্র জানায়, কমলনগরের হিরুর মা রেবেকা বেগমের সঙ্গে প্রায় ৯ মাস ভিকটিম মাকছুদের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে হিরু অন্যান্য আসামিদের নিয়ে মাকছুদকে হত্যা পরিকল্পনা করে।  মাকছুদ চরলরেঞ্চ বাজারের মুক্তিযোদ্ধা ক্লাবের টি বয় ও চরলরেঞ্চ গ্রামের এনায়েত উল্যার ছেলে। মাকছুদ বাজারের নৈশ প্রহরীর কাজও করতেন।




Bangladeshi Hafez 3rd in World Quran Competition in Kuwait

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ আবু রাহাত।

আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে দেশটির হোটেল রেজিন্সির হলরুমে প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে অনূর্ধ্ব ১৩ বছর ক্যাটাগরিতে তৃতীয় হয় আবু রাহাত।

তার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কুয়েতের শিক্ষা ও ইসলামবিষয়ক মন্ত্রী আবদুল আজিজ মাজিদ, বিচারকের দায়িত্বে থাকা মিশরের ড. ফুয়াদ আবদুল মাজিদ, বিশ্বখ্যাত কারি শায়েখ ড. জিবরিল, শায়েখ জায়েদ প্রমুখ। গত ১৩ অক্টোবর কুয়েতের ওজারাতুল আওকাফের (ধর্ম মন্ত্রণালয়) সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ আলেমরা।হাফেজ আবু রাহাত সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামের রমজান আলী সরদারের ছেলে। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।




Sixteen fishermen sentenced to prison in Faridpur's Ma Hilsa operation

Faridpur Correspondent-
ফরিদপুরের সদরপুরে পদ্মা- আড়িয়াল খাঁ নদে মা ইলিশ রক্ষা অভিযানে ১৬ জেলেকে জেল জরিমানা করা হয়েছে।

দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ১১ জনকে ১৫ দিনের কারাদন্ড, ১ জনকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল।

উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায় এবং সদরপুর থানা পুলিশের উপস্থিতে ৮০ কেজি মা ইলিশ মাছ, ৯০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত ইলিশ এতিমখানা প্রদান করে। আটককৃত জাল নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।




কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে

ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন দলটির প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। বুধবার  দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচিত নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়।

 প্রায় দুই দশক পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেল দলটি।

উপমহাদেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দলীয় প্রধান নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়েছেন খাড়গে। সভাপতি পদে খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। থারুর পেয়েছেন ১ হাজার ৭২ ভোট। সভাপতি নির্বাচনে গত সোমবার কংগ্রেসের অভ্যন্তরীণ এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ভোটদানে যোগ্য ৯ হাজার ৯১৫ নেতার প্রায় ৯৬ শতাংশই ভোট দিয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গণনা শুরু হয়। সেখানে সারা দেশ থেকে সিলগালা করা ব্যালটগুলো নিয়ে আসা হয়।

স্বাধীনতার পর থেকে গান্ধী পরিবারের সদস্যরাই অধিকাংশ সময় কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছেন। নেহরু-গান্ধী পরিবারের বাইরে ১৯৯৮ সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।




Shakib regains top spot in T20 rankings

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব। মোহাম্মদ নবিকে হটিয়ে ফের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন টাইগার দলপতি।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব। সিরিজের বাংলাদেশের শেষ দুই ম্যাচে টানা দুই ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। আর তাতেই আফগান অধিনায়ক নবিকে পেছনে ফেলে বিশ্বকাপের আগে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন তিনি।

আইসিসির হালনাগাদ র‍্যাংকিং অনুযায়ী, সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৬৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া নবির রেটিং পয়েন্ট ২৪৬ এবং ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নামিবিয়ার জেজে স্মিট চার ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে এবং চার ধাপ এগিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

টি-টোয়েন্টি রাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান।