Bangladesh is providing security to all investments: Commerce Minister

বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লে করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষনীয়। বাংলাদেশ সব বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে। যে কোনো দেশ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে।

আজ বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরামের (এটিপিএফ) দু’দিনব্যাপী ৩৫তম সিইও সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় ৪ বিলিয়ন মানুষের বাস। এটিপিএফ- এর মাধ্যমে পারস্পরিক তথ্য বিনিময়, যৌথভাবে প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন করা হলে সবাই উপকৃত হবে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দ্রুত এগিয়েং যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বেশ কয়েকটির কাজ এখন শেষ পর্যায়ে। এখানে বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। পাশাপাশি ভারত ও চীন বিশাল বাজার। কম খরচে বাংলাদেশে পণ্য উৎপাদন করে রফতানি করার সুযোগ রয়েছে।

টিপু মুনশি বলেন, বিগত প্রায় আড়াই বছর কোভিড-১৯ এর কারণে বিশ্বমন্দা অর্থনীতির মাঝেও বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিশ্বব্যাপী বিরুপ প্রভাব পরেছে, বাংলাদেশ এর বাইরে নয়।

তারপরও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশের জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশের উপরে, মানুষের মাথাপিছু আয় বাড়ছে, সব অর্থনীতির সূচক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। দেশের বর্তমান ব্যবসা বান্ধব সরকার বাণিজ্য, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।




2023 HSC exam to have full marks: Education Minister

আগামী ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, শিক্ষা বোর্ড সিলেবাস পূনর্বিন্যাস করেছে। সেই সিলেবাসে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে একযোগে শুরু হবে। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।  ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে দুইটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক বিষয়ে এবং ৪র্থ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে, সময় ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে, সময় ১ ঘন্টা ৪০ মিনিট।

মানবিক ও ব্যবসায় শাখা পরীক্ষার্থীদের এমসিকিউ ৩০ টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে, সময় ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

এর আগে, ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমসান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

‘২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। ’




Final draft of OTT policy in High Court

 ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে নীতিমালার চূড়ান্ত খসড়া হাইকোর্টে দাখিল করেছে  (বিটিআরসি)।

তবে তথ্য মন্ত্রণালয়ের নীতিমালা হালনাগাদ করার জন্য সময় চাওয়ায় পরবর্তী আদেশের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ঠিক করা হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। তিনি বলেন, বিটিআরসি চূড়ান্ত খসড়া নীতিমালা দাখিল করেছে।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

একইসঙ্গে ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্যসচিব, সংস্কৃতিসচিব ও বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এরপর একটি খসড়া নীতিমালা করতে ৮ সদস্যের কমিটি করে বিটিআরসি। পরে বিটিআরসি খসড়া নীতিমালা আদালতে দাখিল করে।




2 fishermen fined for catching mother hilsa in Padma River in Charbhadrasan

Faridpur Representative:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২জেলেকে আটক করা হয়েছে।

পরে তাদের প্রত্যককে ২হাজার করে মোট ৪হাজার টাকা অর্থদণ্ড করে মামলা নিষ্পত্তি করা হয়। মামলা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা । ১৮(অক্টোবর) মঙ্গলবার এ অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আরেফিন সিদ্দিক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয় ও জব্দকৃত ইলিশ স্থানীয় মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে বিতরণ করেন।




Launch service from Gopalpur to Mainatghat begins

BIWTA Additional Director (Port and Traffic) AKM Arefuddin inaugurated the launch movement on Tuesday (October 18) morning between Goapalpur in Charbhadrasan upazila of Faridpur and Mainatghat in Dehar of Dhaka.

On this day, a launch called Doha Otatar Service arrived at Gopalpur Ghat from Mainot Ghat around 12:15 PM and arrived at Gopalpur Ghat around twelve o'clock.
The long-desired launch service has been launched, eager people on both sides of the ghat.
Additional Director Arif Uddin after finding out about the complaint of the complaint of the passengers present He ordered action against the launch authorities, including the return of the vasa, and he also directed the launch of the Bhajat Launch, which is scheduled by BIWLTA, from today.

Deputy Director of Port and Transport Department was present during the inauguration. Mizanur Rahman, Joint Director of Maritime Security and Traffic Management Department. Enamul Haque Bhui, President of Bangladesh Launch Owners Association (Maota Zone), BM Ataur Rahman, General Secretary Md. Moniruzzaman Monir etc.

In this Bhog Charbhadrasan Upazila Nirbahi Officer (UNO) Tanjila Kabir Trapa said that the launch of the launch will be much easier for the people of this area to travel to Dhaka. Along with the poison of misconduct will be under the supervision of the administration.




NTRCA wants to introduce transfer rules for private teachers

বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। এজন্য এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে আলাদা নীতিমালা তৈরি করে বদলি চালুর কথা বলা থাকলেও তা বাস্তবে হয় নি। তাই বেসরকারি শিক্ষকরা বদলি হতে পারেন না।

নিজ বাড়ি থেকে দূরে নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানেই দীর্ঘদিন থেকে যেতে বাধ্য হন। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে শিক্ষা মন্ত্রণালয়কে বেসরকারি শিক্ষকদের বদলির পৃথক নীতিমালা তৈরির সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেছেন, বেসরকারি শিক্ষকদের বদলি চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। তাতে এমপিও নীতিমালা অনুসারে পৃথক নীতিমালা তৈরির সুপারিশ করেছি।

শিক্ষকদের বদলি প্রক্রিয়া কোন সংস্থার মাধ্যমে পরিচালিত হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, সেটি মন্ত্রণালয় দেখবে। এনটিআরসিএর কাজ নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ দেয়া। বদলির বিষয়টি আমাদের আওতাভুক্ত নয়।




Russia and Ukraine war; protests in European countries

The war has been going on for seven months between Rashita and Ukraine, and the price of food and fuel has been in the world. Inflation has spread all over the world.

This is the continuation of fuel prices and increasing living conditions in various European countries Workers strikes and protests are happening.

On Tuesday, various international media published a brief report of protests and strikes in European countries.

France
Thousands of people took to the streets of Paris on Sunday to protest the price hike, which has reduced regional train traffic in France by almost half as several unions called a nationwide strike on Tuesday.

Britain
The drivers supplying goods in Britain are going on five days strike at the end of this month due to disputes over the payroll, the United Union said on Tuesday that the strike could disrupt the supply of beer, with hundreds of workers at Liverpool, one of Britain's largest containers, on October 24. The Communications and Workers Union, representing the Royal Mail, which represents the postal workers, has been on strike in early September and October. After months of unsuccessful negotiations on pay and operational changes, they have threatened to strike more.

Belgium
Thousands of people took to the streets of Brussels on September 21 to protest against the rise in electricity prices and cost of living, and about 70,000 workers joined a similar protest in June.

Germany
The Lufthansa Euro Wing pilots have launched a three-day strike from Monday, their union said, saying that the strike has affected thousands of passengers.

Hungary
Thousands of Hungarian students and parents held a rally on October 14 in support of teachers who were dismissed for joining the strike for higher wages.

Czech Republic
On September 28, thousands of citizens protested against the government's decision on the rise in electricity prices and the country's NATO and European Union membership, which was called by the communists, which were called by the superstitious.

Sources: ABC News, Rotters, Al Jazeera, Euro News




Nobipravi celebrates Shaheed Sheikh Russel's 59th birthday and Sheikh Russel Day

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে।

 এ উপলক্ষে  মঙ্গলবার (১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কেক কাটা, আলোচনা অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচী ও কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ‘আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস। মাত্র ১১ বছর বয়সেই নিভে যায় শেখ রাসেলের জীবনপ্রদীপ। তিঁনি বেঁচে থাকলে আমরা অনেক বড় একজন নেতা পেতাম। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে খুনিরা জাতির পিতার রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

কিন্তু তাদের সে প্রচেষ্টা সফল হয়নি। এই দিনে আমি শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেনসহ নোবিপ্রবির বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




Sheikh Russell's birthday celebrated with due dignity in Netrokona

Abdur Rahman Ishan, Netrokona Correspondent:

নেত্রকোণায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬৯ তম জন্মদিন।

এ উপলক্ষে নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে শিল্পকলার মুক্তমঞ্চে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহীদ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ। পরে একে একে বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের প্রধানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে মোক্তারপাড়া মাঠ থেকে একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন, রচনা সহ বিভিন্ন আঙ্গিকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ৃ




Sheikh Russel Day celebrated in Tajumuddin

Rubel Chakraborty, Tajumuddin (Bhola) representative:

Sheikh Russell Day 2022 was celebrated in Bhola Tajumuddin with upazila administration.

On the occasion of the day, 9 am on the occasion of the day, the main head of Reilly town was presented at the portrait of Sheikh Russell and came to the upazila area and ended. After the discussion meeting and cultural and award distribution ceremony, the discussion meeting was chaired by Upazila Agriculture Officer Apoorva Lal Sarkar and the discussion meeting was held as the chief guest.

Upazila A-League President Fakhrul Alam Jahangir, General Secretary Fazlul Haque Dewan, Upazila Vice Chairman Mohiuddin Poddar, Project Implementation Officer Salim Mia, Thana Officer-in-Charge Md Maksudur Rahman Murad conducted the event, Upazila Poverty Relieving Officer Manoranjan Dey, along with the official officials of the school, college and madrasa were present.