Begumganj Upazila Chairman admitted to hospital after falling ill

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি:

বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন । তার সুযোগ্য সন্তান নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতা ইমরান নূর রফি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।




Press conference in Barguna to protest against the district administration's looting and arbitrariness

 মইনুল আবেদীন খান,বরগুনা প্রতিনিধি:

অন্যায়ভাবে জেলা প্রশাসন কতৃক শত বছরের পুরনো বরগুনা পৌর শহরের ভূমি মালিকদের রেকর্ডিয় সম্পত্তি খাস খতিয়নভূক্ত করার অপচেষ্টার প্রতিবাদে গন সংবাদ সম্মেলন করেছেন বরগুনা শহর বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটি। বরগুনা প্রেসক্লাবের সামনের সড়কে শহরের কয়েকশত ব্যবসায়ী ও ভূমি মালিকরা সংবাদ সম্মেলনে অংশ গ্রহন করেন।

লিখিত বক্তব্যে তারা জানান, দীঘ্য বছর ধরে আমরা বৈধভাবে বসবাস এবং ব্যবসা-বানিজ্য করে আসছি। এর সপক্ষে সরকারের কোষাগারে দাখিলা কেটে খাজনাও দিয়ে আসছি। কিন্তু আকস্মিক ভূমি অফিসের কতিপয় অসৎ কর্মচারীর যোগসাজশে এবং চক্রান্তের অংশ হিসেবে গত কয়েক বছর ধরে আমাদের খাজনা বন্ধ করে দেয় ভূমি অফিস। এরপর সম্প্রতি বৈধ ভূমির মালিকদের নোটিশ দিয়ে এসব ভূমি সরকারী ১ নং খাস খতিয়ানে খতিয়ানভূক্ত অপচেষ্টা শুরু করে।

এসব ভূমি মালিকরা ব্যাংক থেকে সিসি লোন নিয়ে ব্যবসা-বানিজ্য করে জীবীকা নির্বাহ করছেন। সেক্ষেত্রে ভূমির মালিকানা সত্বের প্রমান হিসেবে খাজনার হাল নাগাদ দাখিলা ব্যাংকে জমা দিয়ে লোন নবায়ন করানোর বিধান রয়েছে। কিন্তু খাজনা না নেয়ার কারনে ভূমি মালিকরা লোন নবায়ন করতে পারছেন না। দুই বছর করোনার কারনে ব্যবসা-বানিজ্য মন্দাভাব হবার কারনে ব্যবসায়ীরা নিঃস্ব হয়েচেন। এরপর চলমান যুদ্ধপরিস্থিতির কারনে বিশ্বব্যাপী আরেক দফা মন্দার প্রভাব পড়েছে। আমরা জানতে পেরেছি , সরকার বা প্রশাসনের উচ্চ পর্যায়ের কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ভূমি অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মচারী বৈধ ভূমি মালিকদের জিম্মি করে অথ লুটপাটের জন্য প্রশাসনকে এই কাজে প্ররোচিত করেছে। রাস্ট্রের সকল আইনে নাগরিকদের সম্পদের নিরাপত্তা , হেফাজত, এবং রক্ষা করা হয়েছে। আবাসস্থল থেকে সরিয়ে দেয়া মৌলিক অধিকার পরিপন্থী যা সংবিধান লংঘন। অতীতে এই শহরবাসী তাদের অধিকার আদায়ের আন্দোলনে পরাজিত হয়নি । কোনো অপশক্তি কখনোই এই মহরবাসীকে পরাজিত করতে পরেনি। এবারেও পারবে না।

সংবাদ সম্মেলন শেষে ১৮ অক্টোবব জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, ১৯ অক্টোবর বরগুনা শহর বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির প্রতিনিধি দলের পক্ষ থেকে বিভাগী কমিশনারের সাথে সাক্ষাৎ

২৩ অক্টোবর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বরগুনা প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষনা দেন বরগুনা শহর বেধ ভূমি রক্ষা আন্দোলন কমিটি। এবং তারা জানান, ২৩ অক্টোবর তাদের পক্ষ থেকে কঠোর কমসূচী ঘোষনা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির, বরগুনার পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর রইসুল অঅলম রিপন , বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো: কিসলু প্রমুখ।

সংবাদ সম্মেলনের বিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে অপরাগতা প্রকাশ করে বলেন বিষয়টি নিয়ে আমি সকলের সাথে একসাথে বলবো।




The author will be arrested and the publisher's business will be closed.

Yesterday, law enforcement confirmed that they have arrested and granted bail to the owner and editor of “Barna Prakashani”, Purana Paltan, and stopped his business, “Plague” written by Md. Shafiq Mia, published in July 2022, after a protest against a book.

Authorities have confirmed that they raided the office of “Borna Prakashani” and confiscated its copies of books and documents, which helped in determining their author’s identity. From the inquiries, the authorities believe that the author is currently abroad, but will be arrested for questioning for committing a serious arrest offence.

Law enforcement also confirmed that Hussein was already being investigated to help the authors publish controversial books and they closed his business for public safety. Mr Hussein claimed that he was innocent and said he was following the law when the book was published, the police confirmed.

Law enforcement has called on the public to remain calm and said that the publisher is helping recover from all unsold print marketplaces.

 




Narsingdi murder case: Shots staged to frame opponent

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীতে আলোচিত হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গুলিবিদ্ধ হওয়ার সাজানো নাটকের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৫ আক্টোবর) নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আল-আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, গত শুক্রবার (১৪ অক্টোবর) নরসিংদী জেলার মাধবদী থানাধীন সজীব মিয়া কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে তার বন্ধু মামুনকে সাথে নিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নাটক সাজানো হয়। এক পর্যায়ে গত শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে মাধবদী থানায় পাঁচদোনা এলাকায় ঘটনা ঘটেছে বলে দাবি করে।একজন ব্যাক্তিকে গুলি করা হয়েছে মর্মে মিডিয়ার মাধ্যমে জেলা পুলিশ নরসিংদীর দৃষ্টিগোচর হয়।

সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষনিক ভাবে নরসিংদী জেলা পুলিশ ঘটনার বিষয়ে তদন্তে নামে। তদন্তকালে জানা যায় মোঃ সজিব মিয়া (৩০), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল মিয়া, সাং-আসমান্দীর চর (মুক্তিযোদ্ধা আর্দশ গ্রাম), থানা-মাধবদী, জেলা-নরসিংদী উক্ত ঘটনার স্বীকার হইয়াছে। ঘটনা ঘটার পর পরই উক্ত ব্যক্তি প্রথমে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং সেখানেও চিকিৎসা গ্রহন করে। উক্ত ঘটনার ঘটনাস্থল হিসাবে সজিব পাঁচদোনা বাজারে বাসপট্টি আনিস ট্রেডার্স এর সামনে বলিয়া উল্লেখ করে এবং ঘটনার সময় তার সহিত তার বন্ধু মামুন(২৬), পিতা- মৃত কালাম, সাং- পাথরপাড়া (আঃ আলী মেম্বারের পাশের বাড়ী শ্বশুড় মতি মিয়া), থানা- মাধবদী, জেলা- নরসিংদী উপস্থিত ছিল বলিয়া জানায়।

জেলা পুলিশ প্রাথমিক ভাবে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভির ফুটেজ দেখে পর্যালোচনাকালে ঘটনার কোন অস্থিত্ব পায় না। তবে উক্ত সময়ে তাদেরকে স্বাভাবিক ভাবেই হেটে যেতে সিসিটিভির ফুটেজে দেখা যায় এবং আর কাউকেই আশপাশে দেখা যায় নাই। পরবর্তিতে উল্লেখিত সজিব মিয়ার বন্ধু মামুনকে জেলা পুলিশ প্রাথমিকভাবে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় প্রকৃত পক্ষে উল্লেখিত মোঃ সজিব মিয়া(৩০), শিবপুর থানার মামলা নং-১(৪)১৫, ধারা-৩০২/৩৪ এর স্বাক্ষী। গত ইং-১১/১০/২২ তারিখ উক্ত মামলার নরসিংদী কোর্টে স্বাক্ষী ছিল। পরবর্তিতে ইং ১২/১০/২২ তারিখে উল্লেখিত সজিব মিয়া মামলার আসামীদের বিরুদ্ধে মাধবদী থানার জিডি নং-৭৬২ তারিখ-১২/১০/২২ ইং দাখিল করে, সেখানে টিটু, মোস্তফা, মাসুম ও পলাশদের বিরুদ্ধে তাকে উক্ত সাক্ষীর কারনে হুমকী প্রদান করা হয়েছে মর্মে জানায় । মূলত এই বিষয়টি সবার কাছে গ্রহনযোগ্য করার জন্য মাধবদী থানাধীন পাঁচদোনা দাসপাড়া সাকিনস্থ প্রফুল্ল এর পুকুরপাড়ের এক কোনায় নির্জন স্থানে সঙ্গীয় বন্ধু মামুনকে নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক সজিব মিয়া নিজেই তার শরীরের ডান পাশে বুকের উপর ছুরি দিয়ে চিরে কালো এক ধরনের ব*স্তু প্রবেশ করায় এবং শরীরে আরও কয়েকটা স্থানে ছু*রি দিয়ে নিজেই পো*চ দেয় এবং মামুনকে বলে এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়া যেতে। পরবর্তিতে তারা নরসিংদী সদর হাসপাতালে যায় এবং সেখানে ডাক্তারকে সে গু*লিবিদ্ধ হয়েছে মর্মে উপস্থাপন করলে তাকে পরবর্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষনিক ছেড়ে দেন। মাধবদী আসলে সজীবকে তার বন্ধু মামুনের বক্তব্য অনুযায়ী মুখোমুখি করলে সে পুরো ঘটনার কথা স্বীকার করে এবং বলে জিডিতে উল্লেখিত আসামীদের শায়েস্তা করা এবং পুলিশের দৃষ্টি আকর্ষন করার জন্য উক্ত ঘটনা সাজিয়েছেন। উল্লেখ্য যে, সজীব মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানার মামলা নং-৫৩(৪)২০০৯, জিআর নং-২২৭/২০০৯, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড পাওয়া যায়।
উল্লেখ্যা, শিবপুর থানা মামলা নং-১(৪)১৫, ধারা-৩০২/৩৪
এর বাদী রোমান পাঠান বলেন, আমার ভাইকে (আরিফ পাঠান) বরইতলা আদুরী কমপ্লেক্স (ঢাকা-সিলেট) মহাসড়ক এলাকায় প্রকাশ্যে গু*লি করে হত্যা করা হয়। সেদিন ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সজীব মিয়া। তিনি সেখানকার এক “স” মিলের কর্মচারী ছিলেন। গু*লির শব্দ শুনে ঘটনাস্থলে এসে তিনি আসামীদের দেখতে পান। তাই আরিফ হ*ত্যা মামলায় তাকে প্রধান সাক্ষী করা হয়েছিল।

তিনি আরও বলেন, আসামী টিটু, মাসুদ ও পলাশ বর্তমানে আদালত থেকে জামিনে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ এপ্রিল শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আরিফ হোসেন পাঠান তার নিজ এলাকা কারারচর (বরইতলা) আদুরী কমপ্লেক্সের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে টিটু, মোস্তফা, মাসুদ, পলাশ ওরফে পলাশ, আনোয়ার গং প্রকাশ্যে দিবালোকে এলোপাতাড়ি গু*লিতে নি*হত হন। নি*হত আরিফ পাঠান স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় জনসাধারণের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃ*ত্যুর খবরে ওইসময় জনসাধারণ ক্ষোভে রাস্তায় নেমে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে প্রতিবাদ করে। ছিল। পরে সংবাদটি ব্যাপকভাবে প্রচারিত হলে হ*ত্যাটি আলোচিত হত্যাকান্ডে রুপ নেয়। পরদিন তার ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে শিবপুর থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অন্যতম সাক্ষী করা হয় সজিব মিয়াকে।




Human chain formed to protest attack on teacher in Barguna

মইনুল আবেদীন খান,বরগুনা  প্রতিনিধি:

বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আব্দুল আলীম লিটন, সন্ত্রাসী হামলা শিকার শিক্ষক রাকিবুল হাসান রকিবের স্ত্রী মুনিয়া আক্তার মুন্নি, আন্দোলন কর্মসূচি সমন্বয়ক শহিদুল ইসলাম স্বপ্ন, এসএসসি ২০০৪ ব্যাচের আহ্বায়ক আখতারুজ্জামান রকিব প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনা শহরের ধানসিড়ি সড়কে সৎ ভাই ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের কাছে টাকা চেয়ে না পেয়ে কুপিয়ে জখম করে। গত ১০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রিপনের ধানসিড়ি বাসার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

 সন্ত্রাসী হামলার শিকার রাকিবুলের স্ত্রী মুনিয়া আক্তার মুন্নী জানান, কয়েকদিন যাবৎ রিপন তার ছোট ভাইকে মোবাইল করে টাকা দাবি করে আসছিল। রাকিবুল তাকে বলে বাবার জায়গা বিক্রি করলে তাকে টাকার ব্যবস্থা করা হবে। সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে রিপনের বাসার সামনে গিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। শেষে যাওয়ার সময় তাকে রামদা দিয়ে কোপ দেয় রিপন। হাত দিয়ে কোপ থামাতে গেলে রাকিবুলের বাম হাতে দুটি কোপ লেগে রগ কেটে যায়। পরে আহত অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মানববন্ধনে ভক্তরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




99 percent of people in the country have access to healthy sanitation: Prime Minister

Prime Minister Sheikh Hasina has said that it has been possible to bring 99 percent of the country's population under the umbrella of healthy sanitation and safe water sources, which was 33 percent in 2003.

He said this in a message on Friday (October 14) on the occasion of National Sanitation Month and Global Handwashing Day.

Sheikh Hasina said that the open defecation rate was 44 percent in 2003. Now it is almost zero. This success of Bangladesh has been praised internationally.

Many projects related to water, sanitation and waste management are underway, including the establishment of water laboratories in all districts of the country. The government is implementing various activities for human resource development, construction and use of environmentally friendly improved toilets, awareness on sanitation and waste management, innovation and application of sustainable technologies to achieve the United Nations Sustainable Development Goal-6.

He said, "Our government is committed to ensuring safe sanitation and a healthy environment for all. In 13 and a half years, it has implemented 50 projects at a cost of about 14 thousand crore taka to ensure safe water supply, healthy sanitation and waste management in rural and urban areas."

It is important to properly observe 'National Sanitation Month' and 'Global Handwashing Day' to ensure sanitation and water supply for all by 2030.




Public hearing by the Department of Consumer Rights Protection to ensure service

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৬ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান, ব‍্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, উৎপাদনকারী, বিনিয়োগকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব‍্যবসায়ী, ভোক্তা, সংশ্লিষ্ট সমিতি, চেম্বারগুলোর অংশগ্রহণে এই গণশুনানি হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অধিদফতরের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়েছে, গণশুনানিতে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদান নিয়ে শুনানি হবে।

ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করার প্রত্যয়ে শুরু হওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে, ভেজাল পণ্য বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে সংস্থাটি।




Anti-drug operation in the capital: 41 arrested

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১৫ অক্টোবর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮৭ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫০ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।




New recruitment in BRTA, 64 people employed in 7 positions

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ৭ পদে ৬৪ জনকে চাকরি দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।

১. পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

 

 

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

brta

৫. পদের নাম: বেঞ্চ সহকারী
Number of positions: 5
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
Salary scale: 9,300-22,490 taka

৬. পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
Salary scale: 9,300-22,490 taka

৭. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৩৫টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

Age limit: ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে সার্কুলার দেখুন।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা
৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা

Application Deadline: ১৫ নভেম্বর, ২০২২




Coal mine explosion in Turkey: Death toll rises to 28

তুরস্কের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে খনি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলছেন, আটকে পড়া অনেক খনি শ্রমিকের সন্ধান অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর বার্টিন প্রদেশের আমাসরা শহরে একটি কয়লা খনিতে হওয়া এ দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া পাঁচজন ওই এলাকায় স্থাপিত ‘ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে’ রয়েছেন।

তুরস্কের কৃষ্ণ সাগরীয় প্রদেশ বারতিনের জেলা আমাসরার খনিতে সাংবাদিকদেরকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, এ সকল অসুস্থ শ্রমিকরা ওই ২৮ জন খনি শ্রমিকের অন্তর্ভুক্ত রয়েছেন যাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, অন্তত তিনজন খনি শ্রমিক নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর অবস্থায় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ‘সব মিলিয়ে, আমাদের ১১০ জন ভাই খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই বেরিয়ে এসেছিলেন এবং কয়েক জনকে উদ্ধার করা হয়েছিল।’জ্বালানি মন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে খনিতে দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের বা মিথেনের কারণে বিস্ফোরণ ঘটেছে।