Bangladesh - The United States Defense Dialogue Begins

12th Bangladesh-United States to strengthen military cooperation between Bangladesh and the United States The defense dialogue has begun and the dialogue will start on Wednesday (December 10) and will continue till tomorrow Thursday in the Bangladesh Armed Forces Division of the capital Dhaka.

This information was reported on the verified Facebook page of the Inter-Services Public Relations (ISPR) on Wednesday. This defense dialogue has been held between the two countries since 2012. The continuation of this is the ongoing meeting of Bangladesh and the United States.

The ISPR has said that the defense dialogue is very important for the mutual military cooperation of the two countries. In this dialogue, the various issues of military cooperation will be discussed in this dialogue. The said dialogue will increase bilateral military cooperation in the field of global and regional security, technology, defense equipment, disaster management, peacekeeping operations, training, visitation, joint practice and workshops, etc.

The Defense Dialogue is led by Brigadier General Muhammad Ali Hatadar Siddiqui, Director General of the Department of Armed Forces, Operations and Planning, and the US delegation is led by Brigadier General Sarah Rouss.

In addition to the armed forces department, the senior officials of various organizations including the Ministry of Foreign Affairs, Border Guard Bangladesh, Bangladesh Coast Guard are participating in this dialogue.

Through this two-day defense dialogue, the military relations between the two countries will be improved and mutual trust and friendship is expected to deepen.




A meaningful selection is now crucial: RizOtana

রাজনৈতিক সহিংসতার শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘একটি অর্থবহ নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরা বিশ্বাস করি সমাজের সব স্তরের মানুষ এতে অংশ নেবে।’
বুধবার (১০ ডিসেম্বর) সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত ফ্রেন্ডস অব দ্য আর্থ ইন্টারন্যাশনালের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৬২ দেশের ৮৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রশাসনিক ও আইনগত কাঠামোতে সংস্কার চলছে। তবে বাস্তব পরিবর্তন আনতে সময়, ধারাবাহিক প্রচেষ্টা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।
উপদেষ্টা বলেন, আমরা প্রশাসন ও আইনি কাঠামো দুটোকেই পরিবর্তনের আওতায় আনছি। কিন্তু যে দেশ পরিবেশ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৯তম স্থানে থাকে, সেটি এক বছরে ৫০তম স্থানে পৌঁছে যেতে পারে না—এটি রাতারাতি সম্ভব নয়।
তিনি বলেন, বাংলাদেশ যদি ৫ থেকে ৭ বছর ধারাবাহিকভাবে কাজ করে এবং অবস্থান ৭৩-এর কাছাকাছি যায়, তবে পরবর্তী নির্বাচিত সরকার সেই ভিত্তির ওপর কার্যক্রম এগিয়ে নিতে পারবে।
উপদেষ্টা জানান, বর্তমান সরকার একটি প্রায় ভেঙে পড়া ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রথম কাজ ছিল এটিকে ন্যূনতমভাবে কার্যকর করা এবং তারপর পরিবর্তনের সূচনা। আমরা যাত্রা শুরু করেছি; লক্ষ্য অনেক দূরে। তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এগুলো রাজনৈতিক সরকারের অধীনে অব্যাহত থাকতে হবে।
সাম্প্রতিক আইনগত অগ্রগতির বিষয়ে তিনি জানান, বন সংরক্ষণে দুটি যুগান্তকারী আইন ইতোমধ্যে পাশ হয়েছে। প্রাকৃতিক বনে নতুন করে হস্তক্ষেপ নিষিদ্ধ করেছে এসব আইন। এছাড়া বননির্ভর জনগোষ্ঠীকে স্বীকৃতিও দিয়েছে। শিগগিরই জলাভূমি সংরক্ষণ আইনও পাশ হবে।
বর্তমান পরিবেশ বাস্তবতার দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, সভাস্থল সাভারকে ইতোমধ্যে পরিবেশগতভাবে অক্ষয়িত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ বহু বছর ধরে বায়ুদূষণে বৈশ্বিক সূচকে শীর্ষে রয়েছে। এটি এক বছরে বদলানো সম্ভব নয়। তবে সংশোধনমূলক পদক্ষেপ শুরু হয়েছে।
এ ধরনের অবনমিত অঞ্চলগুলো চিহ্নিত করে পুনর্বাসনের কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শ্রমিকরা কর্মহীন হবেন না; তারা নতুন নির্ধারিত স্থানে কৃষি-সম্পৃক্ত কাজে যুক্ত হবেন উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এলাকায় দূষণকারী ইটভাটা ও অন্যান্য ইউনিট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে স্থানান্তর করা হচ্ছে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, নগর পরিবেশের উন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ আর পরিবেশ সূচকের একেবারে নিম্নস্থানে নেই। সরকার ও নাগরিকের মধ্যে যোগাযোগ বেড়েছে, তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে এবং মত-প্রকাশ ও অংশগ্রহণের ক্ষেত্র প্রসারিত হয়েছে।



If Hajj management is corrupt, I will come under the law: Religious Advisor

Advisor to the Ministry of Religion. AFM Khalid Hossain said, "We have accepted Hajj as worship. If anyone has corruption here, we will come under the law and we have taken initiatives to facilitate Hajj management, no syndicates can work."

He said these things after inaugurating the Natore District Model Mosque and Islamic Cultural Center on Wednesday morning.

Project Director Shahidul Alam's director was present - Natore Deputy Commissioner Asma Shahin, Superintendent of Police MA Othab, Additional Deputy Commissioner Abul Hat, Natore Civil Surgeon Dr. Government officials including Muktadir Arefin.

The advisor added, "We are all working with awareness so that no syndicate can be created and held hostages by the Hajids. Last year we returned eight crores of Hajids.

Natore District Model Mosque and Islamic Cultural Center and Natore Sadar and Gurdaspur Upazila Model Mosque and Islamic Cultural Center have been built. Among them, Natore District Model Mosque and Islamic Cultural Center has been built for the construction of 4 floors, 17 crore 55 lakh taka, 3 storied upazila model mosque and Islamic cultural center for Natore Sadar Upazila and Islamic Cultural Center for Natore Sadar Upazila.

These model mosques have separate prayer areas for men and women, prayer space for disabled people, Islamic Foundation, Imam training system, book sales center, library, conference room, guest room, imam mutajjin and residential parking place for Khadem etc.




What are the characteristics of Eurofighter Typhoon fighter jets?

Bangladesh has signed a letter of agreement with the Italian company Leonardo SPA as part of the Eurofighter Typhoon purchasing fighter jets from Italy.

The inter-services public relations department (ISPR) has learned that the typhoon is part of the air force's front-line capacity for the purchase of the aircraft.

It is being said about the new fighter jet to join the fleet of Bangladesh Air Force - it is the world's most modern swing-roll combat aircraft.

They say the Eurofighter Typhoon provides both air-to-sorb and surface-to-surface capabilities and is usable simultaneously.

The air force of the 9 countries in the world has the aircraft, which are the United Kingdom, Germany, Italy, Spain, Austria, Saudi Arabia, Kuwait, Oman and Qatar.

The Eurofighter Typhoon Consortium has been formed by the four most powerful countries in Europe, the United Kingdom, Germany, Italy and Spain, with its leading defense and aerospace companies Airbus, BAE Systems and Leonardo are key partners in the fighter jet project.

Eurofighter Typhoon

It is a twin-engine, Canard-Delta wing, multiroll fighter. The Eurofighter's website is said to be a completely swing-roll combatcraft.

its -to-to-air skills

The typhoon is well known for its sharp sensors, extraordinary speed and high quality dogfighting capabilities against enemy aircraft, and the agility of advanced radar, missile and electronic counterpart system is more.

its -to-ground attack

It is equally capable of hitting the ground, including guided bombs, precision strike weapons and real-time battlefield data generation, all millités in modern battlefields.

Intelligence and Surveillance

Typhoon not only fights, it also helps in data collection, monitoring the movement of the enemy, and creating an overall picture of the air defense.

Stealth Features

The aircraft is only 15 percent of the total surface of the fighter's surface, making it very much a radar-dependent system, which helps maintain high-quality maneuvering and supersonic speeds at subsonic speeds.




The government has decided to launch NEIR from December 16.

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।

এদিকে অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় পছন্দের ফোন কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

তাদের দাবি, ২০ হাজার টাকার একটি ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে দাম হয়ে যাবে ৫০ হাজারেরও বেশি-যা ছাত্র-যুবকদের বাজেটের বাইরে।

নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি এই লক্ষ্য নিয়েই ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার সিদ্ধান্ত সরকার নেয়।

রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাওয়ের পর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারে সম্মত হয়েছে সংস্থাটি। এতে চলমান অবরোধ সোমবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা।

রোববার রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে এ ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।




If you install a router in the house, you will get a better speed of Oi-Fite.

নতুন বাসায় ওঠার পর বা নতুন ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় আমরা সাধারণত রাউটারটিকে টেকনিশিয়ানের রেখে দেওয়া জায়গাতেই রেখে দিই। কিন্তু অনেক ক্ষেত্রেই টেকনিশিয়ানরা রাউটার ঠিক জায়গায় বসান না। রাউটার ভুল জায়গায় থাকলে ওয়াই-ফাইয়ের গতি কমে যায়, ভিডিও কলে ল্যাগ হয় এবং ঘরের বিভিন্ন অংশে সিগন্যাল পৌঁছায় না। এমনকি ভালো মানের রাউটার থাকলেও সঠিক অবস্থানে না থাকলে তার পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে কমে যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, রাউটার কোথায় রাখা হচ্ছে—এটাই দ্রুত ওয়াই-ফাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের কোন স্থানে রাউটার রাখলে ভালো নেট পাওয়া যাবে, তা নির্ভর করে কয়েকটি মূল বিষয়ের উপর:

১. রাউটার রাখুন ঘরের কেন্দ্রস্থলে

রাউটার চারদিকে সিগন্যাল ছড়ায়। তাই এক কোণে রাখলে সিগন্যালের বড় অংশ দেয়াল বা বাইরে নষ্ট হয়ে যায়। মাঝখানে রাখলে কাভারেজ বাড়ে। কোণে রাখলে পাশের বাসায়ও সিগন্যাল পৌঁছে গিয়ে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি করতে পারে। মাঝখানে আনতে হলে মোডেম থেকে দূরত্ব বাড়তে পারে—সেক্ষেত্রে লম্বা ইথারনেট কেবল বা পাওয়ারলাইন অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে।

২. রাউটার যত উঁচুতে, তত ভালো সিগন্যাল

রাউটার সাধারণত নিচের দিকে বেশি সিগন্যাল পাঠায়, তাই মেঝে বা নিচু স্থানে রাখলে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়। এজন্য রাউটারকে বুকশেলফের ওপর বা দেয়ালে মাউন্ট করে উঁচুতে রাখা ভালো। অনলাইনে সহজেই বিভিন্ন ধরনের রাউটার মাউন্ট পাওয়া যায়।

৩. ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে রাখুন

কিছু ডিভাইস রাউটারের সিগন্যাল নষ্ট করে, যেমন—

মাইক্রোওয়েভ: ২.৪ গিগাহার্টজে সিগন্যাল পাঠায়, যা রাউটারের সিগন্যালের সঙ্গে ইন্টারফিয়ারেন্স তৈরি করে।

বড় টিভি: সিগন্যাল বাধা দেয়।

ধাতব বস্তু: সিগন্যাল শোষে বা প্রতিফলিত করে।

অ্যাকুরিয়াম: পানি সিগন্যাল ঠেকিয়ে দেয়, ফলে রাউটার ও ডিভাইসের মাঝে থাকলে গতি কমে যায়।




How to understand if the phone app is virus free or not

স্মার্টফোনের যুগে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়। আবার সুরক্ষার জন্য অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ডাউনলোড করেন অনেকে। ফোনে ডাউনলোড করার সময়ে ভুয়া, থার্ড পার্টি অ্যাপ এবং অ্যান্টি ভাইরাস সফটওয়্যার আছে কি না টা যাচাই করে নিন।

নতুন অ্যাপ ইনস্টল করার আগে এবং ব্যবহার করার সময় নিচে দেওয়া কৌশলগুলো অনুসরণ করলে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক সেসব-

১. অ্যাপের উৎস যাচাই করুন

অফিসিয়াল স্টোর ব্যবহার: গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) বা অ্যাপল অ্যাপ স্টোর (আইওএস) ছাড়া অন্য কোনো অজানা উৎস (যেমন এপিকে ফাইল) থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। এই অফিসিয়াল স্টোরগুলোতে অ্যাপ আপলোড করার আগে সাধারণত নিরাপত্তা যাচাই করা হয়।

গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোর এর প্লে প্রোটেক্ট অপশনটি চালু আছে কি না তা নিশ্চিত করুন, যা ক্ষতিকারক অ্যাপ স্ক্যান করতে সাহায্য করে।

২. অ্যাপের তথ্য পরীক্ষা করুন

ডেভেলপারের বিশ্বাসযোগ্যতা: অ্যাপের বিবরণ অংশে বা স্টোরে ডেভেলপারের নাম এবং তাদের অন্য অ্যাপগুলো দেখুন। পরিচিত বা স্বনামধন্য ডেভেলপারদের অ্যাপ ব্যবহার করুন।

ব্যবহারকারীর রিভিউ ও রেটিং: অ্যাপটির রিভিউ ও রেটিং মনোযোগ দিয়ে পড়ুন। যদি দেখেন অনেকেই অতিরিক্ত বিজ্ঞাপন, ফেইক অফার বা ম্যালওয়্যারের অভিযোগ করেছে, তবে অ্যাপটি ইনস্টল করা থেকে বিরত থাকুন।

ডাউনলোড সংখ্যা: একটি অ্যাপের ডাউনলোড সংখ্যা যদি খুব কম হয় (বিশেষত নতুন অ্যাপ না হলে), তবে সতর্ক হোন।

৩. অ্যাপের পারমিশন বুঝেশুনে দিন

অ্যাপ ইনস্টল করার পর সেটি আপনার ডিভাইসের বিভিন্ন অংশে অ্যাক্সেস চায়, যাকে পারমিশন বলে। যেমন, একটি ফটো এডিটিং অ্যাপকে গ্যালারি বা স্টোরেজের পারমিশন দিতেই হবে, কিন্তু কেন সেটি কন্ট্যাক্ট বা মাইক্রোফোনের পারমিশন চাইছে তা ভেবে দেখুন। শুধু প্রয়োজনীয় পারমিশনগুলোই অনুমোদন করুন।

৪. নিয়মিত আপডেট ও অ্যান্টিভাইরাস

অপারেটিং সিস্টেম আপডেট: আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি প্যাচ সর্বদা আপডেটেড রাখুন।

অ্যান্টিভাইরাস ব্যবহার: আপনি যদি অতিরিক্ত সুরক্ষা চান, তবে ভালো রেটিংযুক্ত একটি বিশ্বাসযোগ্য অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করে মাঝে মাঝে পুরো ফোন স্ক্যান করতে পারেন। (যেমন: অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, বিটডিফেবন্ডার ইত্যাদি)।

এই সতর্কতাগুলো মেনে চললে আপনার ডিভাইস ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকবে।




4.8 Trillon dollar AI on the way to capture the market

বিশ্ব প্রযুক্তি এখন এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর কেবল তথ্য বিশ্লেষণ বা সরল কাজ করার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন স্বাধীন এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে সক্ষম ‘এআই এজেন্ট’ হিসেবে আত্মপ্রকাশ করছে। এই উত্থানের ফলে ২০৩৩ সালের মধ্যে বিশ্বব্যাপী এআই বাজারের আকার ৪.৮ ট্রিলিয়ন ডলার বা প্রায় ৫৮৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

স্বয়ংক্রিয় ‘এআই এজেন্ট’: কাজের পদ্ধতিতে বিপ্লব

প্রযুক্তির সবচেয়ে আলোচিত ধারাগুলোর মধ্যে একটি হলো ‘এআই এজেন্ট’। এই বুদ্ধিমান সিস্টেমগুলো মানুষের ক্রমাগত তত্ত্বাবধান ছাড়াই কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। তারা এখন নিজে থেকে পরিকল্পনা তৈরি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং একাধিক সফটওয়্যার টুল ব্যবহার করে জটিল কাজ সমাধান করতে পারে।

এআই এজেন্টরা এখন একটি সম্পূর্ণ মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করা বা একটি সফ্টওয়্যার প্রকল্পের জটিল অংশগুলো লেখার মতো কাজগুলো নিজে থেকেই শুরু করতে ও শেষ করতে সক্ষম।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কর্মক্ষেত্র থেকে মানুষকে প্রতিস্থাপন করবে না, বরং মানুষ ও মেশিনের মধ্যে একটি নতুন এবং আরও উৎপাদনশীল সহযোগিতার মডেল তৈরি করবে।




Allowing Nvidia chip exports to China trump

US President Donald on Monday Trump has announced that he has signed an agreement with Chinese President Xi Jinping, which will allow US chip maker Nvidia to export advanced artificial intelligence (AI) chips to China.

The announcement came at a time when the trade tensions between the United States and China are escalating, and both countries are competing to dominate AI technology, which has brought major changes in Nvidia's advanced chip export policy, which was previously strictly limited by the Joe Biden administration, which has been strictly controlled by the Biden administration, which has tightened control of chip exports due to national security and the potential for military use of China.

Democrat members of Congress termed Trump's decision as a serious mistake, they believe the move will help China's military and economic power to increase.

Trump wrote on ‘Truth Social’ that he has known Xi Jinping to allow Nvidia to export their H200 chip, but it will be ‘in terms of maintaining a strong national security.’ He also noted that the money will be paid from the chip sold in China to the United States, but did not explain in detail the process of its implementation.

Trump has criticized his predecessor's policy, saying the Biden administration forced US companies to create low-powered chips, which slowed innovation and damaged employment.




Another record of Mbappe was broken by the German Bism boy

বয়স তার মোটে ১৭। তবে লেনার্ট কার এর মধ্যেই আলোচনায় চলে এসেছেন। বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। কেন প্রশ্নগুলো উঠছে, তার জবাবটা লেনার্ট কার্ল দিয়েছেন গত রাতে। গোল করেছেন, তাতে কিলিয়ান এমবাপ্পের আরও এক রেকর্ড ভেঙে গেছে গত রাতে। তার নৈপুণ্যে ভর করে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল বায়ার্ন। কার্ল বল নিয়ন্ত্রণ করে সুন্দর শটে জাল খুঁজে পান। কিন্তু সেই গোল বাতিল হয়। কারণ গেনাব্রি সামান্য অফসাইডে ছিলেন। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করে বায়ার্ন। হ্যারি কেইনের শট পোস্টে লাগে। কার্লও বিরতির ঠিক আগে গোল পেতে পারতেন। কিন্তু রুই সিলভা তার শট ঠেকান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমকে দেয় স্পোর্টিং। বাম দিক দিয়ে আক্রমণে উঠে জোয়াও সিমোয়েস ক্রস পাঠান। কিমিখ ব্লক করতে গিয়ে ভুল করে নিজ জালেই বল জড়িয়ে দেন। এতে পিছিয়ে পড়ে বায়ার্ন।

কিন্তু দশ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বায়ার্ন। মাইকেল অলিসের কর্নার থেকে গেনাব্রি সহজ শটে গোল করেন। চার মিনিট পর আবারও গোল। এবার নায়ক কিশোর কার্ল। বক্সে বল পেয়ে প্রথমে বাম পায়ে নিয়ন্ত্রণ নেন। পরে ডান পায়ে জোরালো শটে জাল খুঁজে পান। এতে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর স্পোর্টিং আর ম্যাচে ফিরতে পারেনি। কিমিখ দূর থেকে দারুণ পাস দেন। সেই বল থেকে ওলিস মাথা ছুঁইয়ে বিপজ্জনক এলাকায় পাঠান। সেখানে ফাঁকায় ছিলেন টা। তিনি সহজেই বল জালে পাঠান।

এই ম্যাচে কার্লই ছিলেন বায়ার্নের বড় ভরসা। হ্যারি কেইন থাকলেও গোলের সবচেয়ে বড় হুমকি ছিলেন এই কিশোর ফরোয়ার্ড। তার গোলেই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন। এই গোলের মাধ্যমে ইতিহাসও গড়েছেন তিনি। ১৭ বছর ২৯০ দিনে তিনি হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করা খেলোয়াড়। এই রেকর্ডটা আগে ছিল কিলিয়ান এমবাপ্পের। ১৮ বছর ১১৩ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন তৎকালীন মোনাকো সেনসেশন। তবে তার সেই রেকর্ড এবার কেড়ে নিয়েছেন কার্ল।