Winter is in full swing in the capital

সারা দিনে সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় রাজধানীতে শীতে মানুষের কষ্ট বেড়েছে। এর মধ্যে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা বেশি কষ্ট পাচ্ছেন। রাজধানীতে আজ শুক্রবার শীতের মধ্যে জনজীবন নিয়ে সাজানো হলো এই ছবির গল্প।

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীত সামলে নিতে হিমশিম খাচ্ছে প্রাণিকুলও। পশুপাখিগুলো শীতে জবুথবু হয়ে বসে আছে

কুয়াশাচ্ছন্ন ভোরে মায়ের কাঁধে মাথা রেখে প্রশান্তির ঘুমে গরম কাপড়ে মোড়ানো শিশুটি

ঘন কুয়াশার মাঝে বুড়িগঙ্গা নদীতে নৌযান চালাতে বেগ পেতে হচ্ছে মাঝিদের

ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের আবদুল্লাহপুর এলাকায়,

ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ডিজিটাল বোর্ডে সচেতনতামূলক নির্দেশনা নিয়ে টহলরত হাইওয়ে পুলিশের গাড়ি। গতকাল রাতে কুয়াশার কারণে এই সড়কে দুর্ঘটনায় চারজন নিহত হয়। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায়,

কনকনে শীতের মধ্যে জাতীয় চিড়িয়াখানায় অভিভাবকের সঙ্গে গরম কাপড়ে মোড়ানো শিশু।

আইসিডিডিআরবি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে সেবাশুশ্রূষা দিচ্ছেন এক অভিভাবক। মহাখালী,

এই শীতের মধ্যে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা আসছেন রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬৭৫ রোগী আসছে। চিকিৎসক-নার্সরা ব্যস্ত শিশুদের চিকিৎসা দিতে। মহাখালী,




Selfie in winter clothes with a headscarf

কুয়াশার চাদরে আবৃত রমনা পার্ক। বিভিন্ন গাছগাছালির মধ্যে ছোট ছোট দলে শরীরচর্চায় ব্যস্ত কিছু মানুষ। কাঠবিড়ালি ও শালিকের খুনসুটি চলছে ঘাসের মধ্যে। হঠাৎ চোখ পড়ে বড় বড় গাছের মধ্যে ছোট একটি মাঠের মতো জায়গার।

একটি ছেলে ও মেয়ে বসে আছে। হাতের ব্যাগ দুটি ঘাসের ওপর রাখা। দুজনেই শীতের পোশাক হুডি পরেছেন।

শীতের হুডি পরবেন, এটার মধ্যে আবার বিশেষ কী আছে ভাবছেন? হুমম বিশেষ হচ্ছে, দুজনের পরনের হুডিগুলো একটু ভিন্ন রকম নকশার। জিপারটি নিচ থেকে ওপরের দিকে টেনে গলা পেরিয়ে মাথা পর্যন্ত ঢেকে যায়।

একজন পরেছেন সাদা রঙের হুডি, অন্যজন কালো রঙের। দুজনেই মাথা পর্যন্ত ঢেকে দিল। ছেলেটি মুঠোফোন বের করে তা সেলফিতে ধারণ করল।

সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটিও মুহূর্তটি ধারণ করে ফেলল। বুঝতে অসুবিধা হলো না যে শীতের পোশাকের অন্য রকম উপস্থাপনের জন্য নিজেদের ছবি তুলছিলেন তাঁরা দুজন। পরমুহূর্তে কাছে গিয়ে ছবি তোলার বিষয়ে সম্মতিটি নিয়ে নিই।

শীতের এ বিশেষ ধরনের পোশাকটির নাম স্পাইডার হুডি। ফেসবুকভিত্তিক শপ ক্লথিংস (‘ClothinX’) থেকে কেনা হয়েছে। একেকটির দাম পড়েছে ৯৫০ টাকা। জানলাম তাঁদের কাছ থেকেই।

আগ্রহ নিয়ে পেজটির অনলাইনে ঢুকলাম। দেখা গেল, বিভিন্ন বয়সীদের জন্য এই পোশাক পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক মুখঢাকা শীতপোশাকের এই ভিন্নতার কারণে ক্যামেরায় হঠাৎ ক্লিক করতে উৎসাহিত হয়েছিলাম।

শীতের হুডি পরবেন, এটার মধ্যে আবার বিশেষ কী আছে ভাবছেন? হুমম বিশেষ হচ্ছে, দুজনের পরনের হুডিগুলো একটু ভিন্ন রকম নকশার। জিপারটি নিচ থেকে ওপরের দিকে টেনে গলা পেরিয়ে মাথা পর্যন্ত ঢেকে যায়।

একজন পরেছেন সাদা রঙের হুডি, অন্যজন কালো রঙের। দুজনেই মাথা পর্যন্ত ঢেকে দিল। ছেলেটি মুঠোফোন বের করে তা সেলফিতে ধারণ করল।

সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটিও মুহূর্তটি ধারণ করে ফেলল। বুঝতে অসুবিধা হলো না যে শীতের পোশাকের অন্য রকম উপস্থাপনের জন্য নিজেদের ছবি তুলছিলেন তাঁরা দুজন। পরমুহূর্তে কাছে গিয়ে ছবি তোলার বিষয়ে সম্মতিটি নিয়ে নিই।

শীতের এ বিশেষ ধরনের পোশাকটির নাম স্পাইডার হুডি। ফেসবুকভিত্তিক শপ ক্লথিংস (‘ClothinX’) থেকে কেনা হয়েছে। একেকটির দাম পড়েছে ৯৫০ টাকা। জানলাম তাঁদের কাছ থেকেই।

আগ্রহ নিয়ে পেজটির অনলাইনে ঢুকলাম। দেখা গেল, বিভিন্ন বয়সীদের জন্য এই পোশাক পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক মুখঢাকা শীতপোশাকের এই ভিন্নতার কারণে ক্যামেরায় হঠাৎ ক্লিক করতে উৎসাহিত হয়েছিলাম।




How red lipstick became a symbol of confidence and personality

American actress Marilyn Monroe captured the attention of millions of fans with her dark red lips, light golden hair, and attractive makeup. Even after seven decades, viewers still remember her. Don't forget about Taylor Swift, the most popular singer in the world today! Along with her extraordinary musical talent, her signature red lipstick has become known worldwide. Why do stars choose red lips to make a style statement? How did red lipstick become a symbol of confidence and dignity?

Red lipstick in the pages of history

The use of red color for coloring lips dates back to the ancient Mesopotamian era. Women of the upper class and royal families used to color their lips by mixing white lead with powdered stone. The name of the queen of beauty Cleopatra also comes up in the history of the evolution of lipstick. In ancient Egypt, Queen Cleopatra herself used to color her lips red with carmine obtained from a type of insect. In addition, the Egyptians used to make red color by mixing algin, iodine and bromine and use it on their lips. Since then, due to the use of members of the upper class and royal family, red lips have become a symbol of power and social status.




South Africa reaches Test Championship final after incredible win over Pakistan in Rabada-Jansen

রোমাঞ্চকর এক সমাপ্তির আভাস নিয়েই আজ সেঞ্চুরিয়নে শুরু হয় দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম দিনের চতুর্থ দিনের খেলা।

যারা আজ সুপারস্পোর্ট পার্কে খেলা দেখতে গেছেন, তাঁরা হতাশ হননি। হতাশ হননি যাঁরা টেলিভিশনের সামনে বসে এই খেলা দেখেছেন তাঁরাও। কী রোমাঞ্চকর এক লড়াই-ই না উপহার দিল দুই দল!

রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে শেষ হাসিটা হাসল দক্ষিণ আফ্রিকা।  ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা ৯৯ রানেই হারিয়ে ফেলে ৮ উইকেট। তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফেলা পেসার মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়েই দারুণ এক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন পাকিস্তানকে। কিন্তু মার্কো ইয়ানসেনের সঙ্গে মিলে পাকিস্তানিদের সেই স্বপ্ন কেড়ে নিলেন কাগিসো রাবাদা।

আব্বাসের করা ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলটাকে মার্কো ইয়ানসেন পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ‘বিশ্বজয়ের’ উদ্‌যাপনে মাতল দক্ষিণ আফ্রিকানরা। প্রায় হেরে বসা ম্যাচে এমনভাবে জিতেই বিশ্বজয়ের আরেকটু কাছে পৌঁছে গেল দলটি। ২ উইকেটের এই জয়েই যে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা

শেষ চারটি মেরে যখন দলকে জেতালেন ইয়ানসেন, তাঁর নামের পাশে অপরাজিত ১৬ রান। ৫০ রানের নবম উইকেট জুটিতে সঙ্গী রাবাদার রান ২৬ বলে ৩১।

দক্ষিণ আফ্রিকা দিনটা শুরু করেছিল ৩ উইকেটে ২৭ রান নিয়ে। দলটির ভরসা হয়ে টিকে ছিলেন এইডেন মার্করাম। আগের দিন দক্ষিণ আফ্রিকার তোলা ২৭ রানের ২২-ই এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই মার্করাম আজ অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে দিনের প্রথম ঘণ্টাটা নিরাপদেই পাড়ি দেন। ৩ উইকেটে ৬২ রান নিয়ে ড্রিংকস বিরতিতে যায় প্রোটিয়ারা।

বিরতির পর খেলা শুরু হতেই বদলে যায় সব। প্রথম ওভারেই মোহাম্মদ আব্বাসের কিছুটা নিচু হয়ে যাওয়া নিখুঁত লেংথের এক বলে বোল্ড মার্করাম (৬৩ বলে ৩৭ রান)। মার্করাম বিদায় নিলেও অবিচলই ছিলেন বাভুমা। ডেভিড বেডিংহামকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ রান যোগ করে ফেলেন অধিনায়ক।

এরপর কী যেন হলো বাভুমার। আব্বাসের করা মোটামুটি নিরীহ এক বলকে আড়াআড়ি ব্যাট চালিয়ে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু বলটি বাভুমার ব্যাটে বাতাস লাগিয়ে চলে যায় মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। হালকা শব্দ শুনেই আউট দিয়ে দেন আম্পায়ার। সেটি মেনে ড্রেসিংরুমে ফিরে যান বাভুমা। সেখানে ফিরে নিশ্চিত সতীর্থদের ভর্ৎসনা শুনেছেন বাভুমা, টিভি রিপ্লেতে যে আলট্রা এজ প্রযুক্তি বল ব্যাটের সংযোগের প্রমাণ দিতে পারেনি। এই ঘটনার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ২৯.৪ ওভারে ৯৬/৫।

পরের ওভারের নাসিম শাহ বোল্ড করে দেন কাইল ভেরেইনাকে। ৯৯ রানের প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে হঠাৎই জয়ের সুবাস পেতে শুরু করা পাকিস্তানকে পরের ওভারে আরও ২টি উইকেট এনে দেন আব্বাস। ডেভিড বেডিংহামকে কিছুটা শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করার পরের বলেই অভিষিক্ত করবিন বশকেও একইভাবে ফেরান আব্বাস।

তাতে ৪ বলের মধ্যে ৯৯/৫ থেকে ৯৯/৮ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর তিন বছর পর টেস্টে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং পেয়ে যান আব্বাস। ২৬ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ৬ উইকেট পেয়ে পেছনে ফেলেন ২০১৮ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া রেকর্ডকে (৫/৩৩)।

ক্রিকেটের বিশ্ব মঞ্চে বারবার চাপের মুখে ভেঙে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি করছে দক্ষিণ আফ্রিকা, এমনটাই মনে হচ্ছিল তখন। কিন্তু রাবাদা ও ইয়ানসেনের ইতিহাসের উল্টো স্রোতে হাঁটার ইচ্ছেই হলো। আব্বাসের সেই ওভারে চতুর্থ বলে চার মেরেই চাপটাপ সব দূরে সরানোর কাজ শুরু করেন রাবাদা। আর কোনো উইকেট না হারিয়ে দলের স্কোরটাকে ১১৬ রানে নিয়ে লাঞ্চে যায় দক্ষিণ আফ্রিকা।

এরপর খেয়েদেয়ে মাঠে ফিরে ৬ ওভারের মধ্যেই পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়ে অবিশ্বাস্য সেই জয় রাবাদা-ইয়ানসেনদের।

৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।




Opportunity to watch the first movie made in Chakma language

সেন্সর বোর্ডে ৯ বছর ধরে আটকে আছে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ‘মাই বাইসাইকেল-মর থেংগারি’। অং রাখাইন পরিচালিত সিনেমাটি নানা কারণে সেন্সর পায়নি। সেই সিনেমাটি আজ দেখা যাবে মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া চলচ্চিত্র প্রদর্শনীতে।

সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের আয়োজনে পশ্চিম পান্থপথ লেক সার্কাসে আজ রোববার থেকে শুরু হয়েছে দুই দিনের সিনেমা প্রদর্শনী। এই আয়োজনে আগামীকাল শেষ দিনে দেখা যাবে অং রাখাইনের সিনেমাটি। তবে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন না এই পরিচালক। তিনি বলেন, ‘দর্শকদের সিনেমাটি নিয়ে সব সময়ই আগ্রহের কথা শুনেছি। কিন্তু সেন্সর না পাওয়ায় সিনেমাটি সবাইকে দেখাতে পারিনি। এখনো সেন্সর নিয়ে আমি আশাবাদী নই। সেন্সর নিয়ে আর ভাবছেন না।’

চাকমা ভাষায় থেংগারি শব্দের অর্থ বাইসাইকেল। সিনেমার ইংরেজি নাম মাই বাইসাইকেল। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেড়া এক গ্রামের কমল নামের চাকমা যুবককে ঘিরে। শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালামাল পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি। সিনেমাটি নিয়ে অং রাখাইন বলেন, ‘বাণিজ্যিকভাবে আর মুক্তি দেওয়ার ইচ্ছা নেই। তবে কেউ আগ্রহ নিয়ে কোনো প্রদর্শনী করতে চাইলে আমরা সিনেমা প্রদর্শন করতে চাই।’

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে আজ রোববার দেখা যাবে জাফর মুহাম্মদের ‘ডোন্ট প্যানিক! অর্গানাইজ’, ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’, এলিজাবেথ ডি কস্টার ‘৩৫ জুলাই’, হাবিবুর রহমানের ‘ইছামতী’ এবং জাঈদ আজিজ ও ফারজানা ববির ‘ফুলবাড়ির সাত দিন’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো।
শেষ দিনের আয়োজনে আগামীকাল দেখা যাবে ফারজানা জেরিনের ‘দ্য ভ্যালিয়েন্ট মার্টার শাকিল’, এস কে শুভর ‘ডিয়ার মাদার’, এডিট দেওয়ানের ‘ড্রিম ওর রিয়্যালিটি’, ব্রাত্য আমিনের ‘কোম্পানি দেশ’ ও ‘মানুষ হয়ে মরবো’।




The question Victoria answered to win the Miss Universe crown

এই প্রথম ডেনমার্ক পেল মিস ইউনিভার্সের খেতাব। ভিক্টোরিয়া কিয়ের থিলভিগকে মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের বিজয়ী, নিকারাগুয়ার শেনিস প্যালাসিওস

মিস ইউনিভার্স ডেনমার্ককে প্রশ্নোত্তর পর্বে প্রথমে জিজ্ঞেস করা হয়, ‘কেউ যদি আপনাকে সঠিকভাবে মূল্যায়ন না করে, আপনি কীভাবে বাঁচবেন?’

ভিক্টোরিয়া বলেন, ‘আমি আমার মতোই বাঁচব। প্রতিদিনের নিয়মে বাঁচব। অন্য কেউ নির্ধারণ করে দেবে না যে আমি কীভাবে বাঁচব। কেউ যদি সঠিকভাবে মূল্যায়ন না করে, সেটা তার সমস্যা। আমার নয়।’

পরে ভিক্টোরিয়ার জন্য প্রশ্ন ছিল, ‘মিস ইউনিভার্স প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীদের অনুপ্রাণিত করে আসছে। আজকের রাতে এ মুহূর্তে আপনাকে যে নারীরা দেখছেন, তাঁদের উদ্দেশে আপনার কী বলার আছে?’

উত্তরে ভিক্টোরিয়া বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা আমাকে দেখছেন, আমি আপনাদের বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার অতীত কী—এসবের কিছু দিয়ে আপনাকে বিচার করা যাবে না। যেকোনো পরিস্থিতিতে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। আপনাকে সংগ্রাম করে যেতে হবে। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, কেননা আমি বদলে দিতে চাই। আমি ইতিহাস গড়তে চাই।’

ভিক্টোরিয়া ছোটবেলা থেকেই নাচে পারদর্শী। পেশাগত এই নৃত্যশিল্পী আইন নিয়ে পড়াশোনা করছেন। মানসিক সেবা নিয়ে সচেতনতামূলক বার্তা দেন। এ ছাড়া প্রাণী অধিকার নিয়ে সচেতন

নিজের একটি বিউটি ব্র্যান্ডও আছে এই সুন্দরীর। ২০২২ সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সেরা ২০-এ স্থান পেয়েছিলেন ভিক্টোরিয়া

মিস ইউনিভার্স ২০২৪-এর শুরু থেকেই তাঁকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে ভাবা হচ্ছিল

প্রতিযোগিতায় মিস নাইজেরিয়া প্রথম রানারআপ ও মিস মেক্সিকো হয়েছেন দ্বিতীয় রানারআপ।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিলেন মিস থাইল্যান্ড ও মিস ভেনেজুয়েলা। ভারতের রিয়া সিংহ সেরা ৩০-এ স্থান পেলেও সেরা ১২ থেকে বাদ পড়ে যান

 




Aditi-Siddharth in wedding attire for the second time

বলিউড তারকা অদিতি রাও হায়দরি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ সূর্যনারায়ণ রাজস্থানের বিষাণগড়ে অবস্থিত আলিলা দুর্গে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান করেছেন। এর আগে তাঁরা গত ১৬ সেপ্টেম্বর তেলেঙ্গানার ৪০০ বছরের পুরোনো মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিন বছরের প্রেম শেষে। আজ বুধবার অদিতি ও সিদ্ধার্থ তাঁদের ইনস্টাগ্রামে ছবিগুলো তুলে ধরেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এবারের বিয়ের সাজ03পোশাকের বিস্তারিত।

অদিতির বিয়ের পোশাকটি সব্যসাচী হেরিটেজ ব্রাইডাল কালেকশন আর্কাইভের। অর্গানজা ওড়নার সঙ্গে সিল্কের টেক্সচারড লেহেঙ্গা পরেন তিনি। সিদ্ধার্থ বেছে নেন সব্যসাচীর আইভরি রঙের শেরওয়ানি ও সিল্কের চুড়িদার। সঙ্গে ছিল এমব্রয়ডারি করা অর্গানজা শাল। গয়না হিসেবে পরেন সাদা মুক্তার কয়েক ছড়ার মালা

অদিতির গয়না ছিল বেশ ছিমছাম। ঐতিহ্যবাহী কুন্দনের চোকার, দুল, হেডব্যান্ড এবং নাকের নথেই পূর্ণতা পায় বউসাজ।15




Class 7 – Bengali Paper 1 | Lakhar Ekushey: Multiple Choice Questions (21-30)

লখার একুশে

২১. লখা মনে মনে কী বলে?

ক. অ, আ, খ. অ, আ, র, ল

গ. অ, আ, চ, ছ ঘ. অ, আ, ক, খ

২২. প্রভাতফেরিতে লখার হাতে কী ছিল?

ক. কলম খ. ঢোল

গ. ফুলের তোড়া ঘ. ফুল

২৩. লখার হাত উপচে কী পড়ছিল?

ক. গাঁদা ফুলের মালা

খ. রক্তলাল ফুলের গুচ্ছ

গ. ফুলের তোড়া

ঘ. লাল লাল ফুল

২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’—গানটির সুরকার কে?

ক. আব্দুল লতিফ

খ. আবদুল গাফ্ফার চৌধুরী

গ. আলতাফ মাহমুদ

ঘ. আপেল মাহমুদ

২৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ কোথায় গুলি চালায়?

ক. ছাত্রদের ওপর খ. রাস্তায়

গ. সভায় ঘ. মিছিলে

২৬. লখার গায়ের রং কেমন ছিল?

ক. শ্যামলা খ. ফরসা

গ. গাঢ় কালো ঘ. কালো

২৭. লখার বুক কিসে ফুলে উঠল?

ক. কষ্টে খ. কাঁটার আঘাতে

গ. আনন্দে ঘ. গর্বে

২৮. কে সবকিছু বুঝলেও ভাষায় প্রকাশ করতে পারত না?

ক. লখা খ. লখার মা

গ. সোনাই ঘ. লখার বন্ধু

২৯. লখা জন্ম থেকেই কী ছিল?

ক. বোবা খ. পঙ্গু

গ. অন্ধ ঘ. কালা

৩০. লখার একুশে গল্পটিতে ‘লক্ষ্মীসোনারা’ বলে কাদের সম্বোধন করা হয়েছে?

ক. ভাষাশহিদদের

খ. থোকা থোকা ফুলগুলোকে

গ. লখার বন্ধুদের

ঘ. লখাকে

সঠিক উত্তর

লখার একুশে: ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.ক ৩০.খ7




52 countries want ban on Israeli arms sales

52 countries and two organizations have called on the UN to ban arms sales to Israel. Türkiye submitted the letter to the United Nations. Turkish Foreign Minister Hakan Fidan gave this information at the Türkiye-Africa Partnership Summit in Djibouti.

Fidan said, we have written a joint letter. I have called on all countries there to stop selling arms and ammunition to Israel. I handed over this letter to the United Nations on November 1, with 54 signatories. We must repeat at every opportunity that selling arms to Israel means participating in its genocide.

Among the signatories were Saudi Arabia, Brazil, Algeria, China, Iran and Russia; Two organizations are the Arab League and the Organization of Islamic Cooperation. Earlier, Turkish President Recep Tayyip Erdogan called on the United Nations to impose an arms embargo on Israel in October.

Meanwhile, Israeli attacks on Palestinian Gaza continue. At least 37 people were killed in Monday's attack. So far the death toll in the valley is about 43 thousand 400 people. More than 100,000 people have been injured in this attack since October last year. In addition, most of Gaza's 2.3 million residents have been displaced.

According to the Gaza Ministry of Health, 37 people were killed and 156 injured in the attack by Israeli forces in the last 24 hours. Many people are still trapped under the rubble.

Palestinian health authorities estimate that more than 10,000 people are still missing under the rubble across the Gaza Strip. Israeli forces have continued their indiscriminate attacks despite a UN Security Council resolution calling for an immediate ceasefire in Gaza.

On the other hand, the Israeli police arrested a top aide of Israeli Prime Minister Benjamin Netanyahu for allegedly leaking secret information to foreign media. Israel's opposition leaders say the leaked intelligence was bogus. And the act is part of a Palestinian plot to derail a possible deal aimed at a ceasefire and hostage release in Gaza. Aljazeera and BBC news.




Japanese teenagers are losing interest in love

Japanese teenagers are losing interest in love. It is causing major social problems due to low birth rate. Recently, the Japan Society conducted a survey of more than 12,000 students. It found that 80 percent of 15- to 18-year-olds have yet to be in love. And among girls this rate is 25 percent. This was the lowest since 1974.

Experts believe that school closures and bans on physical contact due to the Covid-19 pandemic have created these barriers.

In 2023, Japan's prime minister said the country's low birth rate had reached a point where it could threaten the country's viability. In addition, some researchers say that the country's population may drop from 12.5 million to 5.3 million by the end of the century.

According to the United Nations, the number of people aged 65 and over in Japan is very high. 10 percent of the country's population is now 80 years old.
The cost of living in Japan is constantly increasing. For this reason, more and more women are joining the workforce. Losing interest in marriage and childbearing. On the other hand, the availability of contraceptives has also led to a decline in the birth rate. As a result, there is increasing concern about Japan's future demographic, social and economic conditions. BBC.