Delete WhatsApp from Chinese app store

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল চীনা সরকারের আদেশ মানতে চীনে নিজস্ব অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে জাতীয় নিরাপত্তায় ঝুঁকির বিষয়টি উল্লেখ করেছে দেশটির সরকার।
জানা যায়, অ্যাপল সম্প্রতি তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস সরিয়ে নিয়েছে। যদিও শুধু অ্যাপ স্টোর চীনা শাখায় এ পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা এখনো এ দুটি অ্যাপ ডাউনলোড করতে পারছেন।
মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চীনা সরকার তাদের এ নির্দেশ দিয়েছে। চীনে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটার অ্যাপগুলো কিন্তু এখনো অ্যাপ স্টোরে চালু রয়েছে।
এমনকি ইউটিউব এবং টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মগুলোর মতো অ্যাপগুলো এখনো ডাউনলোড করা যাচ্ছে। ফলে নির্দিষ্টভাবে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস কিভাবে দেশটির জন্য জাতীয় হুমকিস্বরূপ হয়ে উঠেছে তা আমাদের কাছে পরিষ্কার না।



Clarke wants McGurk in World Cup squad

Former Australian captain Michael wants to see new power hitter Jack Fraser-McGurk in the national team for the upcoming T20 World Cup. 

Clarke has been impressed with McGurk's power hitting in the ongoing Indian Premier League (IPL) T20 cricket. He said that McGurk's devastating batting will make the selectors consider him for the World Cup.

McGurk got his first chance to play in this year's IPL. He impressed in his IPL debut against Lucknow Super Giants. The right-handed batsman scored 55 runs off 35 balls at a strike rate of 157, with 2 fours and 5 sixes.

McGurk then showed his formidable form against Sunrisers Hyderabad. He scored 65 runs off 18 balls with 5 fours and 7 sixes at a strike rate of 361. In that match, he set the record for the fastest half-century in this year's IPL by scoring a half-century off 15 balls. McGurk's power hitting did not stop in this match.

McGurk opened the innings against Mumbai Indians yesterday. This time, he again brought up a half-century off 15 balls, crushing the Mumbai bowlers. In the match, which touched his record, McGurk played a devastating innings of 84 runs off 27 balls, hitting 11 boundaries and 6 boundaries at a strike rate of 311.

McGurk has scored 247 runs in 5 innings for Delhi so far at a strike rate of 237 and an average of 49. Because of such devastating batting, Australia's World Cup-winning captain Clarke wants McGurk in the Australian team for the upcoming T20 World Cup.

"The selectors have to think about McGurk now," Clarke said in the commentary box during an IPL match. "There are only a few days left to pick the team. Honestly, the way he's playing, it's hard to leave him out."

He added, "I think the conditions will be the same in West Indies. The power play on slower wickets requires extra energy. He has created his potential and I would like to see him in the 15-man squad."

 




Williamson led New Zealand in the World Cup

কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আগামী ২ থেকে ৩০ জুন যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের জন্য সবার আগে দল দিল নিউজিল্যান্ড। সোমবার তারা দল ঘোষণার সাথে ১৯৯৯ বিশ্বকাপের আদলে নিজেদের জার্সিও উন্মোচন করে।

অধিনায়ক হিসেবে চতুর্থবারের মত কিউইদের নেতৃত্ব দিবেন উইলিয়ামসন। সব মিরিয়ে ষষ্ঠবার খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক টিম সাউদি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫৭ উইকেটের মালিক ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।

ক্যারিয়ারে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাবেন আরেক অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট। সাউদির সাথে বোলিং আক্রমনে থাকবেন এই ৩৪ বছর বয়সী।

প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে উদীয়মান ক্রিকেটার হিসেবে মনোনয়নের তালিকায় থাকা পেসার ম্যাট হেনরি এবং ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আপনি যখন বিশ্বকাপে খেলতে যাবেন তখন আপনার অভিজ্ঞতার দরকার হবে।’

তিনি আরও বলেন, ‘এটি দারুন একটি দল যেখানে ভারসাম্য, উইকেট এবং কন্ডিশন বিবেচনা করে আমাদের কেনের মত অনেক বিকল্প আছে।’

ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি পেসার এডাম মিলনে এবং কাইল জেমিসনের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

 




Mustafiz returned to the top of the list of wicket takers

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের বড় জয়ের ম্যাচে টুর্নামেন্টে উইকেট শিকারী বোলারদের তালিকার শীর্ষে ফিরেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

রোববার রাতে টুর্নামেন্টের ৪৬তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদকে ৭৮ রানে হারিয়েছে চেন্নাই।

এ ম্যাচে ২.৫ ওভার বল করে ১৯ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। এর ফলে দুই পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রিত বুমরাহ ও পাঞ্চাব কিংসের হার্সাল প্যাটেলের সাথে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তালিকার শীর্ষে ফিরলেন মুস্তাফিজ। বুমরাহ ও প্যাটেল ৯টি করে এবং মুস্তাফিজ ৮টি ম্যাচ খেলেছেন।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার আজিঙ্কা রাহানে ৯ রানে আউট হলেও অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড় ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২১২ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই।

জবাবে খেলতে নেমে চেন্নাইয়ের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করেন হায়দারাবাদ। ৭ বল বাকী থাকতে ১৩৪ রানে অলআউট হয় তারা।

ম্যাচে নিজের প্রথম ওভারে ৮ ও দ্বিতীয় ওভারে ৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। ১৯তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ৫ বলে ৬ রান দিয়ে ২ উইকেট নেন কাটার মাস্টার।

আইপিএলে বোলারদের পার্পল ক্যাপ জেতার প্রধান মানদণ্ড উইকেটসংখ্যা। একাধিক বোলার সমানসংখ্যক উইকেট পেলে ম্যাচ বা স্ট্রাইক রেট দেখা হয় না। বিবেচনায় নেওয়া হয় ইকোনমি, অর্থাৎ ওভারপ্রতি কে কেমন রান দিয়েছেন। ঠিক এ জায়গাতেই বুমরার চেয়ে পিছিয়ে মোস্তাফিজ। মুম্বাইয়ের বুমরা এখন পর্যন্ত ৩৬ ওভার বল করে দিয়েছেন ২৩৯ রান, ওভারপ্রতি ৬.৬৩ করে। আর মোস্তাফিজ ৩০.২ ওভারে ২৯৬ রান দিয়েছেন ৯.৭৫ ইকোনমিতে।

পাঞ্জাবের হার্শাল অবশ্য রান দিয়েছেন আরও বেশি হারে—ওভারপ্রতি ১০.১৮ করে। সব মিলিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে বুমরা এখন এক নম্বরে, মোস্তাফিজ দুই আর হার্শাল তিন নম্বরে।

 




Rupganj survived in the Premier League with a great victory

দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা-মরার। সেই লড়াইয়ে কোনো বিভাগেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারল না গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। তাদের উড়িয়ে প্রিমিয়ার লিগে নিজেদের টিকে থাকা নিশ্চিত করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার ৭ উইকেটে জেতে রূপগঞ্জ টাইগার্স। বোলারদের মিলিত প্রচেষ্টায় গাজী টায়ার্সকে ২০৬ রানে গুটিয়ে দেয় দলটি। পরে জয়ের সহজ পথ তৈরি করে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও জসিম উদ্দিন। রেলিগেশন লিগের শেষ ম্যাচটিতে ২০৭ রানের লক্ষ্য ৯৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে তারা।

রূপগঞ্জ টাইগার্স সব মিলিয়ে ১৩ ম্যাচে জিতল ৪টিতে। আগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচ হেরে আবার প্রথম বিভাগে নেমে গেল গাজী টায়ার্স। প্রথমবার ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ পর্যায়ে এসে স্রেফ এক আসর টিকতে পারল তারা।

গাজী টায়ার্সের আগেই অবনমিত হয়েছে ১৩ ম্যাচে স্রেফ ২ জয় পাওয়া সিটি ক্লাব। এই দুই দলের জায়গায় প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগ খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব।

টস জিতে ব্যাট করতে নেমে গাজী টায়ার্সের প্রথম পাঁচ ব্যাটসম্যানই দুই অঙ্ক স্পর্শ করেন। কিন্তু ইনিংস টেনে লম্বা করতে পারেননি কেউই।

সাত নম্বরে নামা অধিনায়ক গাজী তাহজিবুল ইসলামের ৪ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫২ রানের ইনিংসে কোনোমতে দুইশ পেরোয় দল।

রূপগঞ্জের কোনো বোলার একাধিক উইকেট নিতে পারেননি। তবে আঁটসাঁট বোলিংয়ে সম্মিলিত অবদান রাখেন সবাই।

রান তাড়ায় মাহফিজুল ও জসিমের ব্যাটে ১৫১ বলে ১৫৫ রানের উদ্বোধনী জুটি পায় রূপগঞ্জ টাইগার্স। ২৬তম ওভারে শামিম মিয়ার বলে ফেরেন দুজনই। ৭ চার ও ২ ছক্কায় ৭৭ বলে ৭৪ রান করেন মাহফিজুল। জসিমের ব্যাট থেকে আসে ৯ চার ও ২ ছক্কায় ৭৫ বলে ৭৭ রান।

চতুর্থ উইকেটে ৩১ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন সালমান হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

৭৪ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাহফিজুল। ১১ ম্যাচে ৩ ফিফটিতে ৪১০ রান করে এবারের লিগ শেষ করলেন ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী টায়ার্স Cricket একাডেমি: ৫০ ওভারে ২০৬/৭ (মহব্বত ২৭, ইফতেখার হোসেন ২৭, আশিকুর ১৭, হাফিজুর ২১, শামিম ৩২, আশরাফুল ২, তাহজিবুল ৫২*, ইফতেখার সাজ্জাদ ১৪, আরিদুল ১*; মহিউদ্দিন ১০-০-৩৫-১, আরিফুল ৬-১-১৯-১, মামুন ৮-০-৩৫-০, হাশিম ১০-২-৩৩-১, সোহাগ ১০-০-৪২-১, গালিব ৫-০-২৭-১, আইচ ১-০-১১-০)

রূপগঞ্জ টাইগার্স Cricket ক্লাব: ৩৪.১ ওভারে ২০৭/৩ (মাহফিজুল ৭৪, জসিম ৭৭, শামসুর ৭, সালমান ২৩*, মামুন ২০*; ইকবাল ৩-০-২৩-০, লিওন ৫-০-১৬-০, আরিদুল ৮-০-৩৮-১, ইফতেখার হোসেন ৪-০-৩৬-০, ইফতেখার সাজ্জাদ ৪-০-২৫-০, হাফিজুর ৩-০-১৭-০, শামিম ৫-০-৪৪-২, আশরাফুল ২.১-০-৮-০)।

ফল: রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী।




Directed the administration to stop increasing the price of medicine

The High Court has ordered the Health Secretary and the Drug Administration to take measures to stop arbitrary increases in drug prices. A High Court bench headed by Justice Mustafa Zaman Islam issued the order on Monday.

The court ordered the Director General of the Directorate General of Health Services to inform the government within 30 days about the action taken against the pharmaceutical companies. The pharmaceutical companies have been told not to import raw materials without government approval.

In addition, the High Court has issued a rule on why it is not illegal for the country's pharmaceutical companies to not take action to stop illegal drug pricing.

 




The Prime Minister returned home after his visit to Thailand

Prime Minister Sheikh Hasina returned home from Bangkok after a six-day official visit to Thailand.

The flight carrying him landed at Hazrat Shahjalal International Airport in the capital at 11:30 am on Monday (April 29).

Earlier, Prime Minister Sheikh Hasina left Bangkok on Monday morning (local time).

Sheikh Hasina arrived in Bangkok on the afternoon of April 24 as part of both a bilateral and multilateral visit to strengthen bilateral relations between the two countries at the invitation of Thai Prime Minister Sreetha Thavisin.

Sheikh Hasina was given a red carpet welcome upon her arrival at Don Mueang International Airport, where she was given a 19-gun salute and a guard of honor.




Directorate General of Defense Procurement tender fraud, 2 accused remanded

A court has granted a one-day remand to two employees of Medi Graphic Trading Ltd in a case of embezzlement and damage caused by forging tenders of the Directorate General of Defence Procurement. The accused taken on remand are Md. Rabiul Karim (45) and Shantanu Kumar Das (46).

The accused were produced in court from the jail on Monday (April 29). Then, a hearing was held on the application filed by the investigation officer, Gulshan Police Station Sub-Inspector (SI) Bilal Al Azad, on April 24, to take the accused on a five-day remand. On that day, the lawyers applied for bail for the accused. After the hearing, the court of Dhaka Metropolitan Magistrate Farah Diba Chanda rejected the bail of the accused and granted a one-day remand.

On April 24, the investigating officer of the case presented the accused in court and applied for a five-day remand for the sake of a fair investigation of the case. On the other hand, the accused applied for the remand to be canceled and bail was sought. Hearing both sides, the court rejected the bail of the accused and ordered to send them to jail. At the same time, it fixed April 29 for the remand hearing.

Police Sub-Inspector Shah Alam, an officer of the General Registration Branch of Gulshan Police Station, confirmed this information in court.

According to the complaint, according to the employment rules of the company (Medi Graphic Trading Ltd.), no employee can work in the business of similar products or in any other organization while employed. The company has been working as the sole distributor of Japanese companies Fuji Film and Shimadzu for a long time. Accused No. 1, namely Md. Rabiul Karim, was instructed to conduct official activities in the Directorate General of Defense Procurement, Ministry of Defense on behalf of the company. On April 1, the company came to know through a show cause notice from the Directorate General of Defense Procurement, Ministry of Defense that while employed in the company, accused No. 1 participated in a tender for another organization called The Creative International with the aim of defrauding and embezzling government money by concealing information from government organizations. And signed as the CEO and managing partner of that organization. He is also associated with another organization called Technology International. From the show cause notice, the company learned that the second accused, Shantanu Kumar Das, has been doing such illegal activities for a long time as a business partner of the accused Rabiul. The accused Rabiul fraudulently issued a letter from the Directorate General of Defence Procurement on April 13, using a forged company letterhead and a forged signature, stating that he was the company's representative.

By concealing information, accused No. 1 embezzled a huge amount of money from his personal and the company named The Creative International Medi Graphic Company and the accused acquired many properties anonymously under different names. Although they were employed in the company with a small salary. Through illegal acquisition, accused Rabiul became the owner of 4 luxurious flats in Dhaka, a garden house in Rangpur, and 50 bighas of land in Natore. When the accused were asked for the account of the sale of goods, they failed to provide the account. Accused Shantanu illegally and illegally embezzled the company's money through various forgeries and frauds and deposited a large amount of money in the bank anonymously.

The accused participated in the tender in the name of The Creative International and embezzled money from Medi Graphic Trading Ltd. by creating fake documents showing the full cost. From December 22, 2021 to April 1, 2024, they embezzled about twenty crore taka from Medi Graphic Trading Ltd. and caused a business loss of about thirty crore taka.

In this incident, Medi Graphic's admin officer Sheikh Zakir Hossain filed a case with Gulshan Police Station as the plaintiff. In the case, the accused were charged with forgery with the intention of defrauding, using forged documents, embezzling company funds and causing damage.




On Tuesday, 25 districts of schools-colleges-madrasas were announced to be closed

The Ministry of Education has announced the closure of schools in a total of 25 districts, including Khulna, 16 districts of Rajshahi division, 6 districts of Dhaka division, 2 districts in Rangpur and one district in Barisal, on Tuesday (April 30) due to severe heatwave.

Abul Khair, public relations officer of the Ministry of Education, gave this information on Monday (April 29).

Abul Khair said that due to the ongoing heat wave in the country, in consultation with the Meteorological Department, all secondary schools, colleges, madrasas and technical educational institutions in all districts of Khulna and Rajshahi divisions, Dhaka, Tangail, Narayanganj, Munshiganj, Gazipur and Manikganj districts of Dhaka division, Kurigram and Dinajpur districts of Rangpur division and Patuakhali district of Barisal division will be closed tomorrow (April 30).

The districts of Khulna division are Jessore, Satkhira, Meherpur, Narail, Chuadanga, Kushtia, Magura, Khulna district. The districts of Rajshahi division are Rajshahi, Natore, Naogaon, Chapainawabganj, Pabna, Sirajganj, Bogra and Joypurhat.

Meanwhile, the High Court has ordered the closure of classes in primary and secondary schools and madrasas until May 2 amid the ongoing heat wave. However, the order states that this order will not apply to schools that have AC facilities or where exams are ongoing, as well as to O Level, A Level exams, and colleges and universities.

While primary schools were declared closed until Thursday in compliance with the High Court's directive, secondary, vocational, madrasa and college levels were declared closed only until Tuesday.

Meanwhile, no one in charge of the Ministry of Education agreed to comment on the High Court's directive. However, public relations officer Abul Khair suggested talking about it at the ministerial or secretary level. However, no statement was received from the Education Minister, State Minister, or Secretary.

An additional secretary, on condition of anonymity, told Dhaka Post that the High Court is saying that the school will remain closed until Thursday, but Wednesday is May 1. It is a public holiday for International Workers' Day. Tuesday is closed and Wednesday is a public holiday. If the weather conditions improve, the school will be closed for one day instead of declaring a continuous closure on Thursday. In the meantime, if the weather conditions improve, the school will be opened from Thursday. And if a continuous closure is declared or the holiday is canceled, there will be more criticism.

Yesterday (Sunday), the Ministry of Education announced in a message that all secondary schools, colleges, madrasas and technical educational institutions in Dhaka, Chuadanga, Jessore, Khulna and Rajshahi districts will remain closed on Monday (April 29) due to the ongoing heat wave. The ministry said that this decision was taken in consultation with the Ministry of Health and the Meteorological Department. However, educational institutions that have air-conditioning systems can remain open if they wish.

Earlier, all educational institutions across the country opened on Sunday after a total of 1 month and 3 days of holidays, including seven days due to Ramadan, Eid-ul-Fitr and intense heat. However, secondary schools, madrasas and technical institutions were declared closed on Sunday due to injuries to students and teachers in many parts of the country.




There is no precedent for establishing democracy in the history of BNP: Obaidul Quader

Awami League General Secretary and Bridge Minister Obaidul Quader said, I don't think BNP is a democratic party. There is no precedent for democracy in their history. They have killed democracy, turned it into a farce. They never obeyed the democratic rules even within the party.

He said these things after paying tributes at the tomb of Sher Bangla AK Fazlul Haque on the occasion of his 62nd death anniversary on Saturday morning.

Obaidul Quader said, BNP does not consider the people as the main issue to gain power by slavery. Slavery of foreign masters can go to power? Still their predicament is how to go to power by enslaving foreign masters?

He also said, they talk big, when did they have a party council? Where did they party council? 7-8 years ago there was a central committee meeting at La Méridien. Jambujet Marka Committee of 501 people belongs to them. Therefore, we do not expect those who do not have democracy within their own party to establish democracy in the country.

Regarding Sher Bangla AK Fazlul Haque, Obaidul Quader said that national leader Sher Bangla was one of the people who took politics to common people in this country. Bangabandhu Sheikh Mujibur Rahman inspired the common people with the mantra of freedom. The farmers of rural Bengal will never forget Shere Bangla. He will forever be remembered among them. He is still remembered for protecting usurer moneylenders from tyranny by forming the Debt Arbitration Board.

Obaidul Quader also said, today our commitment is to form the non-communal Bangladesh of Bangabandhu, Suhrawardy, Maulana Bhasani, Sher Bangla AK Fazlul Haque. Under the leadership of Prime Minister Sheikh Hasina, we are fighting to build a humane and non-communal Bangladesh. That is the dream of Sheree Bangla AK Fazlul Haque and that is our pledge today.