Three regions of the country that is why winter is more

The three areas of the country have the lowest temperature. As a result, the people of those areas are suffering the most in winter. Among them, Tentulia in Panchagarh and Srimangal in Moulvibazar have more winter due to their geographical location. Because, a few kilometers behind those two areas are the Himalayan mountains and the hilly areas of Meghalaya. Snow falls in the Himalayas in winter.

And over an age the natural environment of Jessore and Chuadanga has changed. Rivers have dried up and water and water vapor have decreased. As a result, the winter air is not hindered by some of the warm water vapor. Due to this the temperature is low.

The cold current that has been flowing through the country for two weeks has lasted longer in those three areas. Tentulia was the coldest area of the country yesterday and Saturday. The minimum temperature there was 6.1 degrees Celsius, which is the lowest this season. Continuous cold current is also going on in Srimangal, Chuadanga, Jessore.

In the last 30 years, the lowest temperature in the country was recorded in Tentulia. On January 8, 2018, the lowest temperature was recorded at Tentulia—2.6 degrees Celsius. Even on Friday, the coldest area of the country was that Tentulia - 6.1 degrees Celsius. And Srimangal and Chuadanga also recorded the lowest temperature in the country several times last week.

The meteorologist of the Directorate of Meteorology commented that the cold coming from the northern hemisphere cannot directly enter Bangladesh or this region. Bazlur's receipt. He said, a part of the air coming from the Himalayas enters Bangladesh through parts of Kashmir, Delhi, Uttar Pradesh, Bihar and West Bengal. The temperature of Delhi gradually decreases during hot days and comes to Bangladesh. Again, the extreme cold of Delhi gradually comes to Bangladesh in winter. During winter, this strong wind enters the northwest part of Bangladesh through Chuadanga.

According to the forecast for Sunday given by the Meteorological Department, there may be heavy fog and drizzle in most areas of the country from morning. Tonight's temperature may rise by 1 to 2 degrees Celsius due to increased water vapor in the air.

The Meteorological Department says that there will be rain and cold weather in all parts of the country except Barisal during the next 24 hours. Cold wave may start again across the country from Monday.




There may be shortage of water in winter, the symptoms that appear

Many drink less water in winter due to lack of thirst. But it can cause dehydration in the body. Lack of water in the body in winter increases the risk of various diseases.

A study by the University of New Hampshire in the UK has shown that dehydration increases in winter. As people do not feel thirsty with this seasonal temperature drop, they also forget to drink enough water. Wearing warm clothes in winter makes the body more warm. Sweat evaporates more quickly in cold, dry air, resulting in dehydration.

According to medical science, 30 percent of the body is fluid and the remaining 70 percent is bone and marrow. This is why experts compare water with life. Humans can survive for some time without food but it is impossible to survive without water. That is, life cannot be imagined without water.

Generally everyone takes the problem of dehydration very lightly. As a result, many people became ill. Dehydration in the body causes several symptoms. For example-

1. When the body lacks water, the lips become very dry and the skin starts to crack. Sometimes the lips also bleed.

2. Due to lack of water, the throat is constantly dry and there is frequent thirst. Even drinking water repeatedly does not remove the thirst.

3. Lack of water in the body can lead to mild heartburn, acidity or stomach discomfort. Along with this, there is bad breath. You may experience bad breath even after brushing.

Also drinking less water can increase the problem of constipation, acidity. Skin becomes dry and skin problems increase in winter. Lack of water causes electrolyte levels in the body to drop.




How to maintain oxygen supply to the skin

Who does not want to keep the skin beautiful? But keeping the skin healthy and beautiful is also quite a hassle. Especially those who have to go out of the house every day, the dust, smoke, pollution of their skin is bad. In this situation the skin becomes lifeless. Experts say, as a result, the skin cannot supply oxygen properly. That's why many skin problems occur.

Experts say, whenever a problem occurs in the skin, it should be understood that there is a lack of oxygen. For some reason the pores are blocked. This is why skin problems are occurring. There are some simple steps to follow for this. For example-

1. Drink plenty of water daily to maintain oxygen supply to the skin. Then the moisture of the skin will be maintained. If a lot of moisturizer is used on the skin every day, then the skin may feel hydrated temporarily. But to maintain the hydration of the skin from the inside, you need to drink enough water.

2. The less makeup used on the skin, the better. Because, according to experts, using makeup closes the pores. In this, the oxygen movement in the skin is not proper. And even if you have to wear makeup, you must take off your makeup before going to bed.

3. The skin should be kept clean. Cleansing, toning, scrubbing, moisturizing should be done regularly. May not be able to attend for a long time during busy times. But even if you have a short time, you have to keep the skin clean.

4. Accumulation of dead skin cells blocks the passage of oxygen. For this the skin needs to be kept clean. Regular scrubber should be used. Then the dead cells accumulated on the skin are removed.




What type of socks is permissible to perform maseh on?

Question: People of our country wear many types of socks. Some wear leather socks. Some wear thin cotton socks. Some wear nylon socks or cotton socks. Now what I want to know is - which type of socks is it permissible to perform maseh on?

Answer: According to our research socks can be of three types.

1. leather socks It is permissible to perform maseh unanimously on such socks. It is permissible to perform maseh on boots and gumboots.

Imam Abu Hanifa (RA) said, I did not advocate masah on socks until the matter became clear to me like daylight. (Albahrur Rayek-1/288, Zakaria)

Hasan Basri (RA) said, I have met seventy Badri Sahabis. Saw each of them doing maseh on leather socks. (Badayus Sanaye-1/77, Zakariya Ahkamul Qur’an, Imam Jassaskrit-2/425)

2. A thin sock that is not even made of leather and has none of the qualities of a leather sock. Like today's cotton socks, nylon socks or cotton socks etc. It is not permissible to perform maseh on these socks.

Allama Kasani (RA) said, if the socks are so thin that water penetrates them, then it is not permissible to perform maseh on them by consensus. (Badayus Sanaye-1/83, Zakaria Book Depot)

3. socks not of leather; But because of the thickness, the quality of leather socks is obtained. Maseh is permissible on such socks, if three conditions are met.

A. The sock should be thick enough that water does not reach the feet.

b. The sock is so thick that one can walk for two to two and a half kilometers without tying the sock with anything, but the sock will not tear.

c. The socks should be big enough to cover the toes.

Therefore, it is clear from the above discussion that it is not permissible to perform maseh on the thin socks of our country.

Ibn Nuzaim (RA) said, It is not permissible to perform maseh on thin socks made of thread or hair, according to consensus. (Albahrur Rayek-1/318, Zakaria)

Note, 1. If you wear socks after performing ablution, you can perform maseh on them if your ablution is broken later. If Ghusl is obligatory after wearing the socks, it is not permissible to perform maseh on those socks.

2. One day and one night if a Mukim, and three days and three nights if a Musafir can perform maseh on socks.

Source: Sahih Bukhari-202. Sunan Tirmidhi-93 Hedaya-1/61. Badayus Sanaye-1/75-85, Fatawa Hindia-1/85. Mazmaul Anhur-1/74

Answered by- Mufti Sadekur Rahman, Mufti and Muhaddis, Sheikh Januruddin (RA) Darul Quran Madrasa, Chowdhurypara, Dhaka.




Darkness is born in the world of Deepali

They travel from village to village for earning. Putting on horns, pulling out tooth worms, children with 'treatment' of various diseases are given amulets. If there is poison in the body, he heals it with the thick part of the cut buffalo horn. In this way they get little income in the name of treating the people of the village. However, daily income of 100 to 200 taka does not turn the wheel of the world properly.
A temporary Bedepalli of 11 families was built five years ago in Khilpara area of Maria Union of Kishoreganj Sadar Upazila. The original house is in Jhenaigati of Sherpur. The members of the village earn money by going around like this. There are about 25 children. Of these, at least 15 are fit to go to school, but four go to the local BRAC school. Others spend the day walking around or playing and picking leaves.

In Khilpara area, the families are living in 11 chapra houses free of rent in the fallen place of a person named Syed Mia. On going there on Saturday, it is known that many have gone to the village in search of income. Some of the women were cooking, some were bathing their children. Some were sunbathing.
Talked with Dipali, wife of Jasim Uddin, Sardar of Bedepalli. He said that the families had recently come from Sylhet. Each family has 5 to 10 members. While four children attend BRAC schools, others are growing up without education. BRAC's education program is closed for the time being, said District Coordinator Md. Shafiqul Islam. He said that it will be launched soon.
Deepali was saying that her husband had two marriages. She is the first wife. There are four sons. No ability to educate children. They will also grow up and retain the profession of their father and grandfather. Second wife Shefali said, he has one son and three daughters. Altogether there are 11 members of Sardar Jasim's family. They said, they don't show snake play. Even then everyone calls them Bede.
Village residents said they have no assets. Because of this, you have to live by moving around. If the government took notice, they would have been saved from suffering. A few days ago MP of Kishoreganj-1 Syeda Zakia Noor Lipi gave one blanket to each family. He also gave 3 thousand rupees for everyone.
Village chief Jasim Uddin said, he is a bowler. Can sing once or twice a month. 1 to 2 thousand taka is shared in a ceremony. Due to his floating life he became a voter in Daudkandi area of Comilla. Another two are voters of Kantabaria area of Kishoreganj Sadar Upazila. Some have become voters of Sherpur's Jhenaigati.
District Primary Education Officer Subrata Kumar Vanik said the government has established non-formal education and child welfare schools for children from floating families like Jharre Pada and Bedepalli. Free books and educational materials are being given to the students in these schools. Children of Bedepalli can study in these institutions.
Sadar Upazila Chairman Mamun Al Masud Khan said that Bedepalli was helped with food and clothes at various times. Get VGF rice before Eid. Semai, sugar and milk are provided. They are also getting blankets.




Arrested youth with 5000 pieces of yaba for 'home delivery'

কক্সবাজার থেকে ভাঙ্গায় মাদকের ‘হোম ডেলিভারি’ দিতে এসে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এক যুবক। শনিবার সন্ধ্যায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে বঙ্গবন্ধু মহাসড়কের ঢাকা-মাওয়া-ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম নুরুল হাকিম (৩১)। তিনি কক্সবাজারের উখিয়া থানার পাগলীর বিল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন এর নেতৃত্বে এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালি পাড়া স্টার এক্সপ্রেস নামের একটি বাসে যাত্রী বেশে আসা নুরুল হাকিম এর দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হক জানায়, সে কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে তার পেটের মধ্যে বহন করে। পরে বিমানে ঢাকায় এসে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করে। এরপর পরিষ্কার করে পুনরায় প্যাক করে এবং শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ভাঙ্গায় নিয়ে আসে।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামিম হোসেন জানান, অভিনব কৌশলে এই মাদক ব্যবসায়ী সিন্ডকেট মাদক পাচার করছিল। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে ধরা পড়ে এই মাদক ব্যবসায়ী।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা যতই কৌশল অবলম্বন করুক, তাদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা সচেষ্ট রয়েছে। আসামির বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।




The first phase of the World Ijtema ended with the last prayer

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা জুবায়ের অনুসারীদের আয়োজনে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ জুবায়ের। ৯টা ৫৮ মি‌নি‌টে মোনাজাত শুরু ক‌রে ১০টা ২২ মি‌নি‌টে শেষ ক‌রেন। তিনি আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করেন। ২২ মিনিটব্যাপী মোনাজাতে মাওলানা জুবায়ের প্রথম ৯ মিনিট মূলত পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষ ১৩ মিনিট দোয়া করেন বাংলা ভাষায়।

মুঠোফোন ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে। আজ আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু বন্ধ রাখা হয়।

সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মোনাজাত শেষ করেন।

চারদিন বিরতি শেষে ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের জন্য বিশ্ব ইজতেমা শেষ হবে।




'ChatGPT' banned in New York schools

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মেধা বিকাশে বিঘ্ন ঘটাতে পারে— এমন শঙ্কায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সরকারি স্কুলে নিষিদ্ধ হলো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সফটওয়্যার ‘চ্যাটজিপিটি’।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ গত ৩০ নভেম্বর উন্মোচন করে ‘চ্যাটজিপিটি’। এটি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর জেরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ‘চ্যাটজিপিটি’ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

‘চ্যাটজিপিটি শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে’ উল্লেখ করে গত ৩ জানুয়ারি ‘নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন’ আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করে।

সংস্থাটির বক্তব্য হচ্ছে, ‘শিক্ষার্থীদের শিখনের ওপর নেতিবাচক প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটে ফলাফল হিসেবে দেখানো বিষয়বস্তুর নিরাপত্তা ও নির্ভুলতার বিষয়ে উদ্বেগের কারণে নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলোর নেটওয়ার্ক এবং ডিভাইসগুলোতে চ্যাটজিপিটি অ্যাক্সেস বাতিল করা হয়েছে। টুলটি প্রশ্নের দ্রুত এবং সহজ উত্তর দিতে সক্ষম হলেও এটি চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করে না। এসব দক্ষতা শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন সাফল্যের জন্য অপরিহার্য।’

চ্যাটবটটির আগের সংস্করণগুলোকে ভুল প্রশ্ন করা হলেও মনগড়া উত্তর দিত। তবে নতুন এই সংস্করণ প্রশ্নের ভুল ধরতে সক্ষম। ইন্টারনেটে প্রাপ্ত তথ্য ব্যবহারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে প্রশিক্ষণ দিয়েছে ওপেন এআই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লেখকদের থেকে অনুমতি নেয়নি। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিল প্রতিষ্ঠানটি।

সম্প্রতি নিজস্ব সার্চ ইঞ্জিন ‘বিং’-এর নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নতুন সংস্করণে ব্যবহার করা হবে চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। আগামী মার্চের শেষ নাগাদ নতুন এই ফিচার চালু করতে পারে মাইক্রোসফট। ওপেন এআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান




Addressless party and alliance

আওয়ামী লীগ ও বিএনপি ভোটের মাঠে পরস্পরের প্রবল প্রতিপক্ষ। প্রতিবারই সংসদের ভোট সামনে রেখে এই দুই রাজনৈতিক দল নতুনভাবে সাজায় জোটের মঞ্চ। এবারও জোটে একের পর এক দল ভিড়িয়ে শক্তির জানান দিতে চাইছে দু’দলই। তবে তারা জোটের পাল্লা ভারী করতে এমন নামসর্বস্ব দল বা সংগঠনকে টানছে, যা নিয়ে চলছে হাস্যরস, দেখা দিয়েছে নানামুখী প্রশ্ন। এমনও দল আছে যাদের শুধু এক নেতাই আছেন, আর কেউ নেই। দলীয় কার্যালয়, সাংগঠনিক কমিটি কিছুই নেই। ‘খুচরা’ এসব দল নিয়ে আওয়ামী লীগ নির্বাচনমুখী আর বিএনপি আন্দোলনমুখী।

গুনে গুনে সাড়ে চার ডজন, সংখ্যাটা ৫৪। সবাই সরকারবিরোধী। এর মধ্যে আছে ‘এক নেতার এক দল’! সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আছেন পল্টন মোড়ের মোজা বিক্রেতা, আছেন আদম কারবারিও। কর্মসূচিতে ব্যানার ধরার মতো কর্মী নেই এমন দলও আছে। এই ৫৪ দলে যেমন আছে রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপি; তেমনি রয়েছে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো সংগঠন। তাদের নেই দলীয় কার্যালয়, জোটেনি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন। তবু আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে রয়েছে এসব রাজনৈতিক দল ও সংগঠন।

বিএনপির নেতারা বলছেন, দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট কাটাতে ডান, বামসহ সব দল, সংগঠন, সুশীল, বুদ্ধিজীবী ছাড়াও সবাইকে ঐক্যবদ্ধ করতে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে বিএনপি। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী নয়, সবাইকে নিয়েই এগোতে চাইছে দলটি। তাই জোট, দল, সংগঠন কিংবা ব্যক্তির সংখ্যাতত্ত্ব দিয়ে বিএনপি তাদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে পরিমাপ করছে না; গুরুত্ব দিচ্ছে ঐক্যকে।

এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘এখন দেশে রাজনীতিতে অনেক রকম খেলা হয় এবং হচ্ছে। আসলে এ দেশের রাজনৈতিক দলগুলো নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়ে শুধু ক্ষমতার জন্য রাজনীতি করছে। নীতি-আদর্শ থাকলে দেশের রাজনৈতিক অবস্থা এমন হতো না। সুবিধা আদায়ের জন্য রাজনৈতিক কর্মসূচির বাইরে এ রকম আরও অনেক দলের সৃষ্টি হচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যার যে অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। সেখানে কে কত বড়, সেটা মুখ্য বিষয় নয়। মূলত এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে যারাই এগিয়ে আসবে, তাদেরই সাধুবাদ জানাব। সেটা সংগঠন হতে পারে, পেশাজীবী কিংবা ব্যক্তিও হতে পারেন।

জানা গেছে, বিএনপির যুগপৎ আন্দোলনে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, চার দলের বাম গণতান্ত্রিক ঐক্য, ১৫ সংগঠনের সমমনা গণতান্ত্রিক জোট ছাড়াও এলডিপি, গণফোরাম রয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও একই দাবিতে ভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলন করছে জামায়াত। এসব জোট ও দলের মধ্যে মাত্র সাতটি ইসি নিবন্ধিত। ১৩টি বিভিন্ন দলের খণ্ডিত অংশ। আবার সাম্যবাদী দল ও ইসলামী ঐক্যজোট রয়েছে দুই জোটেই। সমমনা গণতান্ত্রিক জোটের ১৫ সংগঠন কোনো রাজনৈতিক দল নয়। তারা বিভিন্ন ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবকেন্দ্রিক আলোচনা সভা, মানববন্ধনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

৫৪ ঘোড়ার ডিম!: সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৫৪ দল গণমিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করলেও বিএনপিসহ কয়েকটি দল বাদে এসব জোটের নেতাকর্মীর উপস্থিতি ছিল হতাশাজনক। ১২ দলীয় দুই জোটের সর্বশেষ গণঅবস্থানে ১০০ নেতাকর্মীও ছিল না। এ নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা যেমন ঠাট্টা-বিদ্রুপ করছেন, তেমনি বিএনপির নেতাকর্মীরাও এসব জোটের অস্তিত্ব নিয়ে অসন্তোষ দেখিয়েছেন।

জোটের এই অবস্থা নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও উষ্ফ্মা প্রকাশ করেন নেতারা। বিশেষ করে ১৫ সংগঠনের জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কার পরামর্শে, কার উদ্যোগে এই কাজ করা হয়েছে- তা নিয়েও নেতারা কথা বলেন।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি উপহাস করে বলেছেন, ৫৪ রাজনৈতিক দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থানে কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে ৫৪ বিরোধী দল। এর মধ্যে নয়াপল্টনে মোটামুটি অবস্থান ছিল, অন্যরা ভুয়া।

জোটে যারা, কেমন কারা: গণতন্ত্র মঞ্চের সাত দলের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইসিতে নিবন্ধিত। এর বাইরে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন রয়েছে নিবন্ধনের বাইরে।

জোটের নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, কমরেড সাইফুল হক, জোনায়েদ সাকি, ড. রেজা কিবরিয়া আর ভিপি নুরুল হক নুরের মতো হেভিওয়েট নেতা থাকলেও রাজপথে তাঁদের কর্মী নেই। শেষ গণমিছিল আর গণঅবস্থানের মতো বড় দুটি কর্মসূচিতে নেতাকর্মীর অবস্থানের প্রতিফলন ঘটাতে পারেনি এ জোট। এ নিয়ে এরই মধ্যে জোটের ভেতর সন্দেহ-অবিশ্বাস আর দূরত্ব সৃষ্টি হয়েছে।

জোটের শরিক পাঁচ রাজনৈতিক দল বেশ কয়েক বছর রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করলেও অন্য দুটি সংগঠন হিসেবেই কাজ করেছে বিগত দিনে। এর মধ্যে ভাসানী অনুসারী পরিষদের কমিটি ভেঙে সম্প্রতি রাজনৈতিক আদল দেওয়া হয়েছে। ইসিতে নিবন্ধনের জন্য আবেদনও করা হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনও একই অবস্থা। তবে এই দলটির ব্যাপ্তি মুষ্টিমেয় কয়েকজন নেতাকর্মীতেই সীমাবদ্ধ।

১২ দলীয় জোটের মধ্যে কল্যাণ পার্টি ও মুসলিম লীগ ইসি নিবন্ধিত। তবে মুসলিম লীগ দ্বিখণ্ডিত হয়ে উভয় জোটের মধ্যেই আছে। কোন পক্ষের হাতে নিবন্ধন রয়েছে, তা স্পষ্ট নয়। দলটির সভাপতি এইচ এম কামরুজ্জামান খান মারা যাওয়ার পর এর জৌলুস আরও কমেছে। নেতাকর্মী নেই বললেই চলে। দশম সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি থেকে বেরিয়ে আসা নেতাদের নিয়ে জাপা (কাজী জাফর) অংশ রাজনীতিতে সক্রিয়। তবে হেভিওয়েট নেতা থাকলেও কর্মী নেই অবস্থা দলটির। নেই দলীয় কার্যালয়ও। প্রয়াত নেতা শফিউল আলম প্রধানের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর গড়া জাতীয় গণতান্ত্রিক দলও (জাগপা) দুই টুকরা। বাতিল হয় ইসির নিবন্ধনও। এর একটি অংশে তাঁর মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান নেতৃত্ব দিচ্ছেন। অন্য অংশে রয়েছেন খন্দকার লুৎফর রহমান। পুরোনো হলেও এখন কর্মী সংকটে ভুগছে দলটি।

এ ছাড়া জোটের এনডিপির আবু তাহের আদম ব্যবসায়ী। গিয়েছিলেন কারাগারেও। নেই নিজস্ব কার্যালয়। ইসলামী ঐক্যজোট, ইসলামিক পার্টি দলগুলো মূল দলের খণ্ডিত অংশ। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে এসব দল বেরিয়ে যাওয়ার পর খণ্ডিত এসব দলকে জোটে রেখে জোটের কলেবর ঠিক রাখা হয় তখন। নেতাসর্বস্ব এসব দলের কর্মী নেই। সাম্যবাদী দলেরও একই হাল। কেউ চেনেন না এর নেতা কিংবা কর্মীকে। তবে সাম্যবাদী দলটি এখন এই জোটে নেই। লেবার পার্টি, জাতীয় দল, বাংলাদেশ এলডিপি নিজেদের অস্তিত্ব প্রমাণে কাজ করছে। কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালনে লেবার পার্টি তৎপর রয়েছে। সাবেক এমপি আবদুল করিম আব্বাসী ও সাবেক ছাত্রনেতা শাহাদাৎ হোসেন সেলিমের নেতৃত্বে কর্নেল (অব.) অলি আহমদের এলডিপি থেকে বেরিয়ে নতুন বিএলডিপি দল গঠন করেন তাঁরা।

১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত কোনো শরিক দলেরই নিবন্ধন নেই। কার্যালয় নেই বেশিরভাগ দলের। আবার বেশিরভাগ দলই মূল দল থেকে ছিটকে আসা খণ্ডিত অংশ। প্রয়াত শেখ শওকত হোসেন নীলুর এনপিপি থেকে বেরিয়ে আসা একটি অংশের নেতৃত্বে রয়েছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি নীলুর নেতৃত্বাধীন দলের মহাসচিব ছিলেন। এখন তিনি এই জোটের সমন্বয়ক। জাগপার সাবেক মহাসচিব খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বাধীন একটি অংশ এই জোটে রয়েছে। জাগপার বেশিরভাগ নেতাকর্মী এই অংশের সঙ্গে রয়েছে। তবে নেই নিজস্ব কার্যালয়। অনেক পুরোনো দল এবং নব্বই দশকের সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ এখন আর আলোচনায় নেই। ২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট বেরিয়ে গেলে একটি খণ্ডিত অংশ জোটের সঙ্গে থেকে যায়। এই অংশের নেতৃত্বে রয়েছেন দলটির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব। দলটির এমনই হাল- সংগঠনের ব্যানার পর্যন্ত সভাপতিকে টানতে হয়। আবার তাঁর দলটি ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট- দুটোতেই রয়েছে। এ প্রসঙ্গে মাওলানা আবদুর রকিব বলেন, দুই জোটের উদ্দেশ্য একই হওয়ায় তিনি দুই জোটেই রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া ইসি নিবন্ধিত বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগরের একজন সম্পাদক পর্যায়ের নেতা এম এন শাওন সাদেকীর নেতৃত্বে গঠিত একটি অংশ জোটে থেকে যায়। তাঁর যেমন রাজনৈতিক পরিচিতি নেই, তেমন নেই কোনো কার্যালয়। একাদশ নির্বাচনের আগে বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়া দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী এবং দলটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলের বিকল্পধারার নেই কোনো কার্যালয়। নেই গঠনতন্ত্র। নেতাকর্মীর উপস্থিতিও দেখা যায় না। নোটারি পাবলিক সংগঠনের নেতা আজহারুল ইসলামের নেতৃত্বাধীন ন্যাপ-ভাসানীর নেই কোনো দলীয় কার্যালয় ও নেতাকর্মী। জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরীর নেতৃত্বাধীন গণদল। ‘গণদল’ নাম রাখলেও সংগঠনটির নেই কোনো নেতা, নেই কর্মী।

১৫ সংগঠনের সমমনা গণতান্ত্রিক জোটে বেশিরভাগেরই অস্তিত্ব নেই। ওয়ান-ইলেভেনপরবর্তী বছরগুলোতে জাতীয় প্রেস ক্লাবভিত্তিক কোনো কর্মসূচিও ছিল না তাদের। এরপরও কী প্রক্রিয়ায় এসব সংগঠনকে নিয়ে জোট গঠন করা হয়েছে, তা নিয়ে খোদ বিএনপির মধ্যেই তুষের আগুন জ্বলছে। এমনকি প্রেস ক্লাবভিত্তিক জাতীয়তাবাদী আদর্শের অন্য সংগঠনের নেতাকর্মীও এ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের কাছে অভিযোগ তুলেছেন। এর পরিপ্রেক্ষিতে দলের নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি উত্থাপন করেন তাঁরা।

জানা গেছে, এই জোটের সমন্বয়ক ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান। আগে কিছু সংগঠনের ইস্যুভিত্তিক তৎপরতা থাকলেও বেশিরভাগেরই পরিচিতি নেই। এমনকি তাঁদের কোনো কর্মকাণ্ডও ছিল না। যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তাদের মধ্যে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক। তিনি এ সংগঠনের বিষয়ে কিছু জানেন না বলে জানান। ‘মুভমেন্ট ফর ডেমোক্রেসি’ সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক। ‘বাংলাদেশ যুব ঐক্য পরিষদ’ সংগঠনের সভাপতি ওমর ফারুক একসময় পল্টন মোড়ে মোজা বিক্রি করতেন। ‘জাতীয়তাবাদী চালক দলের সভাপতি হিসেবে মো. শাহজাহানের নাম উল্লেখ থাকলেও মূলত এই সংগঠনের সভাপতি বাবু রেজা। এসব সংগঠনের বাইরে গণতন্ত্র রক্ষা মঞ্চ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিভিন্ন সময় কর্মসূচির আয়োজন করে বলে জানা গেছে।

এই জোটের সমন্বয়ক সাইদুর রহমান জানান, তাঁর জোটের সবক’টি সংগঠনই সক্রিয়। বিগত দিনে তাঁরা অনেক কর্মসূচি পালন করেছে। যেটা বলা হচ্ছে, সেটা অপপ্রচার।




A meeting of the standing committee related to the Ministry of Home Affairs was held in Cox's Bazar today

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই ঘটছে গোলাগুলি ও হত্যাকাণ্ড। টেকনাফে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে একের পর এক। সীমান্তের ওপারে মিয়ানমারে সংঘর্ষ, গোলাগুলির কারণে উখিয়া ও টেকনাফের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এ পরিস্থিতিতে আজ রোববার কক্সবাজারে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। এ বৈঠক নিয়মিত ঢাকায় হলেও বিশেষ কারণে এবার হচ্ছে কক্সবাজারে।

বৈঠকের আলোচ্য সূচিতে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, সেন্টমার্টিন দ্বীপসহ সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের বিষয় থাকলেও রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা কক্সবাজারে পৌঁছেছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।