কমলনগরে বিজয় দিবস পালিত

লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিভিন্ন প্রতিযোগিতা, ১০৪জন বীর মুক্তিযোদ্ধাকে ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। ওই সময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আ.লীগ, যুবলীগ, জেএসডি ও হাজিরহাট উপকূল সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চলছে ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন প্রতিযোগিতা। এসব উপভোগ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




আ স ম রবের নির্বাচনী অফিসে ভাঙচুর, তালা

Lakshmipur: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষ প্রতীক জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এরপর ওই অফিসে তালা মেরে দেওয়ার দাবিও করা হচ্ছে জেএসডির তরফ থেকে।

রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগতি উপজেলার বড়খেরী ও চরগাজী ইউনিয়নে রবের নির্বাচনী অফিস দু’টিতে ভাঙচুর চালিয়ে তালা মেরে দেওয়া হয়। এজন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দোষারোপ করছে ঐক্যফ্রন্ট।

এ বিষয়ে জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের অফিস ভাঙচুর করে তালা দেয়। তারা জেএসডি ও বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়তে হুমকি দিচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে মহড়া দিচ্ছে। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

অভিযোগের ব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বলেন, হামলা-ভাঙচুর নয়। অফিসে তালা দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহাজোটের শরিক বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান




সড়ক সংস্কারে অনিয়ম, কমলনগরে বাঁধার মুখেও কাজ করছেন প্রভাবশালী ঠিকাদার!

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে সংস্কার কাজ চলছিলো। নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে সিডিউল বহিঃভূতভাবে দরপত্রের শর্তভঙ্গ করে কাজ করায় স্থানীয়রা বাঁধা দেয়। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করেন কর্তৃপক্ষের কাছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেয়। ১০দিন কাজ বন্ধ রেখে কৃর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঠিকাদার শনিবার (১৫ ডিসেম্বর) রাত শুরু করে। রাতের আধাঁরে আবারও নিন্মমানের কাজ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এজিইডি) কমলনগর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই সড়কে ২ হাজার ৫ মিটার সংস্কারের জন্য টেন্ডার হয়। যার প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে প্রায় ৪০লাখ টাকা। কাজটি পায় রেভ আরসি লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে কাজটি করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা ঠিকাদার মোহাম্মদ সবুজ। তিনি প্রভাবশালী হওয়ায় কোনো সিডিউল অনুসরণ না করে নিয়ম বহিঃভূতভাবে দায়সারাভাবে কাছ করছিলেন। নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের সংস্কার কাজ করায় স্থানীয়রা কাছে বাঁধা দেয় ও অভিযোগ করে।
স্থানীয় বাসিন্দা ও ওই সড়কের সিএনজি চালিত অটোরিকশা চালকরা বলেন, সংস্কার নিন্মমানের ইট ব্যবহার করা হচ্ছে। নামেমাত্র বিটুমিন দিয়ে কাছ করছে; তাও নিন্মমানের। রাস্তায় পাতলা করে কার্পেটিং দেওয়া হচ্ছে। ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে নিন্মমানের কাজ হওয়ায় অল্পকয়েক দিনের মধ্যে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এতে দুর্ভোগের অন্ত থাকবে না।
কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে অনিয়মের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে উর্ধ্বতন কৃর্তপক্ষ জানানো হয়েছে। বর্তমানে কাজ বন্ধ থাকার কথা। ফের কাজ শুরু হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। দরপত্রের চুক্তির শর্ত অনুযায়ী রাস্তার কাজ ঠিকঠাকমতো বুঝে নেওয়া হবে।
ঠিকাদার সবুজ বলেন, বেশ কিছুদিন তিনি অসুস্থ থাকায় কাজ বন্ধ ছিলো। সুস্থ হওয়ায় আবারও কাজ শুরু হয়েছে। কাজ বন্ধ রাখার বিষয়ে কোনো চিঠি পাননি বলে জানান তিনি।




Victory Day celebrated in Lakshmipur

রোববার (১৬ ডিসেম্বর) সকাল দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহাজাহান কামাল।

এছাড়াও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শহীদদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সকাল ০৭ টায় শহরের বাগবাড়িস্থ গণকবরের পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর স্টেডিয়ামে শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে। এসময় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।




President, Prime Minister pay tribute at National Memorial

President Md. Abdul Hamid and Prime Minister Sheikh Hasina paid tribute to the brave martyrs of 1971 by laying flowers at the National Memorial on the occasion of the great Victory Day.

The President first paid tribute by laying flowers at the altar of the National Memorial at 6:35 am on Sunday (December 16). The Prime Minister then paid tribute to the brave martyrs by placing a wreath.
At this time, they stood in silence for a few minutes in memory of the brave martyrs of the great war of independence in 1971. A mournful tune was played on the bugle and a smart contingent of the army, navy and air force saluted.

After the President and Prime Minister paid their respects, senior military and civil officials of the government, cabinet members, advisors to the Prime Minister, members of parliament, and top leaders of the ruling party paid their respects to the martyrs. The Chief Justice, Speaker and Deputy Speaker of the National Parliament paid their respects to the martyrs. Then at 7 am, the National Memorial was opened for people from all walks of life to pay their respects to the martyrs.




Campaigning for independent candidate in Lakshmipur, leaving grand alliance, 4 leaders expelled

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার ও শুক্রবার জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বহিষ্কার হওয়া চার নেতা হলেন, রায়পুর পৌর শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইফতেখার রায়হান, কেরোয়া ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. কামাল হোসেন ও পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শান্ত ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের চার নেতা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুলের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ ওঠে। এতে করে তাদের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। অভিযুক্ত ওই চার নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবর চিঠি পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ এবং মহাজোট প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অপরাধে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে যে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।




Photos can be taken in polling booths, but not live: CEC

Dhaka:

Chief Election Commissioner (CEC) KM Nurul Huda has said that photos can be taken inside polling booths in the upcoming 11th National Parliament election. But live broadcasting from there will not be allowed, he said.

He made this statement at a press conference held at the Media Center of the Election Building on Saturday (December 15).

The CEC said, "Today's meeting discussed the code of conduct, center management, observers, and what activities and facilities journalists will be able to carry out or receive. Advertisements will be aired on television from next week regarding the observance of the code of conduct."

KM Nurul Huda said, "We have decided about observers and journalists. No live broadcasts can be made inside the polling station. Journalists will have to go to the center in a limited number so that the officials do not face any difficulties in conducting the vote. There are rules for Bangladeshi observers as well as foreigners. They must be followed. They will not be able to stay inside the center for a long time. They will not be able to broadcast live news. However, they can do so outside the polling station."

The CEC said, inside the polling booth. Inside the room. Center means room. Only inside the room. Not the field. Live broadcast from inside the room is not allowed. Photos of the secret room cannot be taken. The matter is clear. However, photos can be taken on mobile phones.

The live broadcast cannot be done where the voting is conducted, where the presiding officer and polling agents are sitting. It can be done live from the balcony. We have taken this decision so that the work of the polling officers is not disturbed.

In response to various questions from journalists, the CEC said, "If 30-40 people go to the polling booth together, they (the presiding officer and polling agent) will not be able to work. There must be respect for the presiding officer's management. His words must be obeyed."

He also said that mobile phones cannot be used inside the polling booth. However, a decision has not yet been made to reduce the speed of mobile banking and internet.

Regarding the violation of the code of conduct, he said, "We have formed 122 election investigation committees. It is better to complain to them. Most of the responsibility for the election lies with the returning officers. Besides, there are executive and judicial magistrates. Complaints can also be made to them."

Regarding police attacks and harassment on opposition parties, the Chief Election Commissioner said, "We will write to the Home Ministry and the Inspector General of Police within tomorrow or the day after tomorrow. So that no candidate or candidate's workers are unnecessarily harassed or arrested unless they are involved in criminal offenses."

The CEC also said that he believes a level playing field has been confirmed in the election. He said, "The candidates are able to carry out their campaign work. I think a level playing field has been confirmed."

Regarding the role of the armed forces, KM Nurul Huda said, the army can make arrests according to the CRPC (Criminal Procedure Code) considering the situation. However, they have not been given magisterial powers.

Election Commissioners Mahbubu Talukder, Rafiqul Islam, Brigadier (retd) Shahadat Hossain Chowdhury, Kabita Khanam and EC Secretary Helaluddin Ahmed were present at the time.




Journalists' human chain against Dr. Kamal today

The Liberation War Spirit Journalists Forum will form a human chain to protest against the derogatory statements and threats made by Gono Forum President and Jatiya Oikyafront leader Dr. Kamal Hossain against journalists.

The organization has announced that the human chain program will be held in front of the National Press Club at 11 am this Saturday.
Earlier on Friday morning, Dr. Kamal Hossain went to pay homage at the Martyred Intellectuals' Memorial. At that time, when journalists asked about 'Oikyafont's position on the Jamaat issue in the upcoming elections', Dr. Kamal Hossain rebuked the journalists and asked them with disrespect 'How much money did you get? With whose money are you asking these useless questions, what is your name? I will see, which TV/magazine do you work for, I will recognize you'. He threatened and intimidated them in this way. Which was seen by crores of viewers in Bangladesh.

A teacher from Islamic University has filed a general diary against Dr. Kamal Hossain at Kushtia's EB police station on charges of threatening and intimidating journalists.




Tamim-Soumya bats for Tigers to win series

In the third and final ODI of the series at the Sylhet International Cricket Stadium, West Indies scored 198 runs for the loss of 9 wickets in 50 overs. Chasing a target of 199 runs, Bangladesh reached the target in 38.3 overs for the loss of 2 wickets. As a result, the Tigers defeated the West Indies 2-1 to clinch the series.

Despite making a great start, Liton Das returned to the dressing room by giving his opponent his wicket once again. Opening with Tamim Iqbal, he scored 23 runs off 33 balls and, with the team leading by 45 runs, Liton was dismissed with a simple catch at mid-on while pulling a ball outside the off-stump of Keemo Paul. His innings included 5 fours. Then Soumya Sarkar formed a partnership with Tamim. Tamim took the 44th ODI half-century of Iqbal's career. The Bangladeshi left-handed opener completed his 50 by hitting fours off 64 balls. Tamim's partner Soumya Sarkar also took his 7th ODI half-century. He completed this half-century off 62 balls.

The 131-run partnership was broken by the departure of Soumya Sarkar at the head of the team's 176 runs. At that moment, Bangladesh's victory was assured. Soumya created a storm after his half-century. He also raised the possibility of a century. In the end, Soumya missed the line while playing a full-length ball cross bat from Keemo Paul and was bowled. Before leaving, Soumya returned to 80 off 81 balls with 5 fours and 5 sixes. Bangladesh's run was 176 for 2 in 35.2 overs. Then Mushfiqur Rahim came to the crease. He left the field with Tamim and won. Tamim remained unbeaten on 81 off 104 balls. And Mushfiqur scored 16 runs off 14 balls.

Earlier, in the third and final ODI to decide the series against the West Indies, Tigers captain Mashrafe bin Mortaza won the toss and decided to field. Miraz, Mashrafe and Shakib bowled well, leading West Indies to 198 runs for the loss of 9 wickets in the allotted 50 overs. However, Shai Hope single-handedly shouldered the responsibility for the Caribbeans by scoring an unbeaten century for the second consecutive match. He scored an unbeaten 108 runs.

Mehidy Hasan Miraz struck early in the West Indies innings. In the fourth over, he caught Mithun in his spin and Chanderpaul Hemraj was dismissed for 9 runs. Then, the tiger spinner bowled Darren Bravo off 6.4 balls. The Windies top-order batsman returned with 10 runs off 26 balls.

Then, in the team's 23rd and his second over, Mohammad Saifuddin, who got a chance in this match, bowled Marlon Samuels directly instead of Rubel Hossain. Later, Mehidy Hasan Miraj took his third wicket by trapping Shimron Hetmyer in the LB trap for zero runs. Miraj also returned the Caribbean captain Rovman Powell for the team's 99 runs. He was caught by Mushfiqur for 1 run. Then, Shakib Al Hasan took his first wicket by returning Roston Chase. While picking up and hitting, Chase left the field after being caught by Soumya Sarkar on the boundary line for 8 runs. Later, new batsman Fabian Allen also became a victim of Shakib. Mohammad Mithun returned him with a great catch.

Tiger captain Mashrafe Bin Mortaza hit the Caribbean camp with his team's 171 runs. He bowled Keemo Paul for 12 runs. Then the Tiger star made Kemar Roach his second victim. Kemar Roach was caught lbw for 3 runs.




Foreigners will provide assistance even if they don't send observers

Dhaka: Although there will be fewer foreign observers in the 11th National Parliament elections, they will have all kinds of assistance to make the elections fair, peaceful and participatory. Foreigners will provide assistance to domestic observers in various ways.

The Election Commission has taken various initiatives to attract foreign observers ahead of the national elections. However, despite the commission's initiatives, foreign observers have not responded much for various reasons. The United Nations and the European Union will not send observers in the next elections. However, a 20-member observation team is coming from the United States. In addition, officials from various missions in Dhaka will observe the elections. At the same time, assistance will be provided to domestic observers by various countries.

UN will not send observers
The United Nations will not send any observers to the upcoming parliamentary elections. UN Secretary-General's spokesman Stephane Dujarric said that the United Nations is assisting Bangladesh in the elections, although it is not observing the elections. The United Nations is providing technical assistance to the Bangladesh Parliamentary Election Project.

The UN spokesperson also said, "We believe that elections in Bangladesh should be held in a positive environment, free from any kind of repression."

The European Union's role in election monitoring
The European Union (EU) will not send a large number of election observers to the national elections. However, they have sent two experts to observe the elections. The two experts are David Noel Ward and Irina Maria Gounari. These two representatives have been in Bangladesh since November 27. They are also observing the elections. After the observation, they will submit a detailed report to the European Union. These two observers will be in Bangladesh until January 15 to observe the elections.

The European Union has officially announced that it will not observe the upcoming parliamentary elections in Bangladesh. It will not comment on the election process or even the subsequent results.

12 US teams to observe elections
Twelve teams from the United States will observe the upcoming national elections. The country will support the domestic election observation organization in Bangladesh to ensure fair, impartial and credible elections. The United States has prepared to send 12 observation teams for the upcoming elections. Each team will have two members. They will observe the elections in different parts of the country. In addition, the United States will provide financial support to the domestic election observation organization.

China's position on monitoring
China, one of Bangladesh's major development partners, believes that Bangladesh has sufficient capacity to organize fair elections. China also expects the elections to be fair and smooth.

When asked whether China would send observers to the upcoming 11th National Parliament elections in Bangladesh, Chinese Ambassador Zhang Xu said that Bangladesh has sufficient capacity to hold fair elections.

Other countries will also stand by.
Various countries will provide electoral assistance for the 11th National Parliament elections. Although various countries are unable to send observers due to their various limitations, they have also prepared to provide assistance to domestic observation organizations. The United States, Switzerland and other domestic countries will provide financial assistance to observers.

Voting for the 11th national election will be held on December 30. In view of this election, domestic and foreign observers have started election monitoring activities.