Miraj-Mashrafieh lead Caribbeans to 198

মিরাজ, সাকিব ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাদের দাপটে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের সংগ্রহ পেয়েছে। যদিও টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে ক্যারিবীয়দের দায়িত্ব একাই কাঁধে তুলে নেন শাই হোপ।




ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাসদের আ স ম আবদুর রব, রেজা কিবরিয়া, বিএনপির নেতাদের মধ্যে ছিলেন আবদুস সালাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম বলেন, ড. কামাল হোসেনের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবসহ গণফোরামের নেতারা ছিলেন। তাঁরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হকের সমর্থকেরা তাঁদের গাড়িবহরে হামলা চালান। এতে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। কামাল হোসেনের গাড়ি আগে বের হয়। তাঁর পেছনের গাড়িতেই ছিলেন আ স ম আবদুর রব। হামলার ঘটনায় আ স ম আবদুর রবের গাড়ির চালক আহত হয়েছেন।

লতিফুল বারী অভিযোগ করেন, গণফোরামের নেতা জগলুল হায়দারের গাড়িসহ আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনা নিয়ে আজ বেলা তিনটায় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় পুরানাপল্টনের জামান টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ড. কামাল হোসেন।

প্রত্যদর্শীরা জানান, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রধান ফটকে ড. কামাল হোসেনের গাড়ি রাখা ছিল। তিনি যখন গাড়িতে বসতে যাচ্ছেন, তখন অতর্কিতে ওই গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। আশপাশে যাঁরা তাঁর সঙ্গে হেঁটে আসছিলেন, তাঁদের মারধর করা হয়। এ ঘটনায় কয়েকজন টিভি সাংবাদিক আহত হন।

‘চুপ করো, খামোশ’
জামায়াতের বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামালের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, ‘জামায়াতের তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়েছে, এখন জামায়াত সম্পর্কে আপনাদের সর্বশেষ অবস্থান কী?’

এ প্রশ্নে ক্ষিপ্ত হন কামাল হোসেন। তিনি বলেন, ‘কত টাকা পেয়েছ, এই প্রশ্নগুলো করার জন্য? শহীদ মিনারে এসেছ, শহীদদের কথা চিন্তা করা উচিত। কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ করো, খামোশ!’

শ্রদ্ধা নিবেদন শেষে কামাল হোসেন বলেন, ‘আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি। অর্থপূর্ণ করি সকলের জন্য। এই স্বাধীনতা ব্যক্তিস্বার্থ নিয়ে আখের গোছাতে চাচ্ছে তাদের জন্য নয়, সব মানুষের প্রাপ্য।’ তিনি বলেন, ‘শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছে, লোভলালসা নিয়ে লুটপাট করছে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করবই।’




শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তারা সেখানে শ্রদ্ধা জানান। প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাও। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের প্রবল পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠে।

তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রগণ্য মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি ঘাতকদের এ বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল রাজাকার-আলবদর বাহিনী।

মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল ঘাতকেরা। বিজয় অর্জনের পর রায়েরবাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় হাত-পা-চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মরদেহ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।




Four party leaders are contesting for one seat!

The 11th National Parliament Election is going to be held on December 30. Symbols have already been allotted to the candidates. Campaigning has also started immediately after getting the symbols. Candidates nominated by various political parties, including independents, are conducting mass outreach with their workers and supporters.

Heavyweight leaders of various political parties are contesting elections from various constituencies across the country. However, there is one constituency that has created curiosity across the country. That is Dhaka-17 constituency.
The main leaders of four political parties are contesting this seat. Two of them are current members of parliament. The other two are former members of parliament. Various calculations are underway to determine who will be ahead in the race to enter parliament in the upcoming elections.

These four candidates are Jatiya Party Chairman Hussain Muhammad Ershad, Bangladesh Jatiya Party (BJP) Chairman Barrister Andalib Rahman Partha, Bangladesh Nationalist Front (BNF) Chief SM Abul Kalam Azad and Trinamool BNP President Barrister Nazmul Huda. Due to these four VIP candidates, Dhaka-17 constituency is now in the eyes of the entire country.

However, there are 6 other candidates for this seat.

Film actor Akbar Hossain Pathan Faruk, candidate of Awami League with the boat symbol, is contesting in this seat, Bangladesh Samajtantrik Dal-Basad candidate SM Ahsan Habib (Ladder), Progressive Democratic Party candidate Ali Haider (Tiger), Islami Andolan Bangladesh candidate Aminul Haque Talukder (Fan), Bikalpak Dhara Bangladesh candidate Lt. Col. Dr. (Retd.) AKM Saifur Rashid (Kula), Zaker Party candidate Kazi Md. Rashidul Hasan (Golapful) are contesting in the voting field.

It is worth noting that BNP Chairperson Khaleda Zia was first elected in the 2001 election. Later, when Khaleda Zia vacated the seat, Major (Retd.) Kamrul Islam became MP in the by-election. JPA Chairman Hussain Muhammad Ershad was elected as the MP for this seat in the 2008 election. And in the last election of 2014, BNF's Abul Kalam Azad was elected on an Awami League ticket.




Mannan seeks votes for boat to continue development

Lakshmipur: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন স্বর্ণ যুগে প্রবেশ করেছে উল্লেখ করে মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকার প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেন, উন্নয়নের এ ধারা অব্যাগত রাখতে আবারও নৌকায় ভোট দিন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

বিকল্পধারা মহাসচিব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

মেঘনার ভাঙনকে রামগতি ও কমলনগরের দুঃখ উল্লেখ করে মেজর (অব.) মান্নান বলেন, নদী ভাঙন প্রতিরোধে সরকার কাজ করছে। নৌকার বিজয় হলে ভাঙন রোধে অবশিষ্ট কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুজ্জাহের সাজু,  রামগতির সাবেক পৌর মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে এম নূরুল আমিন মাস্টারসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন।




BNP-Unity Front will not leave polling stations: Annie

Lakshmipur:

‘আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় নির্বাচনের দিন ভোটকেন্দ্র ছাড়বে না বিএনপি ও ঐক্যফ্রন্ট। জনগণকে সঙ্গে নিয়ে সবার ভোটাধিকার রক্ষা করবে নেতা-কর্মীরা। কোনো অন্যায় হতে দেওয়া হবে না। যেখানে অন্যায়-অনিয়ম সেখানে প্রতিরোধ করা হবে।’

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে ধানের শীষের প্রতীক পাওয়ার পর  শহরের গোডাউন রোড এলাকার বাসার সামনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ্যানী বলেন, আওয়ামী লীগ মনে করছে ভোটের আগে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে এলাকা ছাড়া করবে। কিন্তু মামলা-হামলা দিয়ে কোনো লাভ হবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন জেলে। তবুও বিএনপি শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পায় না। তারা আমাদের ভয় পায়। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ভয় পায়। তারেক রহমান নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন। তার ও ঐক্যফ্রন্টের নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ। আর তাই আগামি ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আরও বলেন, অস্বাভাবিক পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। একটি ক্রান্তিকাল আমাদের সামনে নেমে এসেছে। এসব অতিক্রম করার জন্য আমরা জিয়ার সৈনিকরা মাঠে-ময়দানে প্রস্তুত রয়েছি। জিয়াউর রহমানের আদর্শ আমাদের মূল শক্তি। এ শক্তি দিয়েই আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। তাই, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। বিএনপি, ঐক্যফ্রন্ট ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া ও পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন প্রমুখ।




Who is this Miss World Vanessa?

Mexican beauty Vanessa Ponce de Leon has been crowned Miss World 2018, leaving everyone in awe. The name of the beauty queen was announced on Saturday at the final stage of the pageant held in China's Xi'an City. The 26-year-old Vanessa won the 'Miss World-2018' crown, beating contestants from 118 countries.

This Mexican Miss World was born on March 7, 1992. Vanessa was born in Guanajuato, the country. This 5-foot-7-inch tall beauty has been involved in showbiz since childhood. She has been selected in various beauty and model competitions in her home country.
Vanessa is the first Mexican to be crowned Miss World. Previously, on May 5, 2015, she won the Miss Mexico title. Where she had 32 competitors. Vanessa is also involved in social work. She is also involved in a school called Ninemi, which provides inter-ethnic education to children from indigenous tribes.

Vanessa is studying International Trade at the University of Guanajuato. She is also a member of the board of directors of a rehabilitation center for girls. She also has a diploma in human rights work.

This Mexican beauty queen is a volunteer for an organization called 'Migrantes en el Camino'. She also drives well. She also enjoys playing volleyball and taking pictures.




Nazmul Huda's nomination is valid

Barrister Nazmul Huda's nomination papers for Dhaka-17 constituency have been declared valid. The EC made the decision on the last day of hearing the appeal of the rejected nomination papers on Saturday.

Barrister Nazmul Huda's nomination papers for Dhaka-17 constituency have been declared valid. The EC made the decision on the last day of hearing the appeal of the rejected nomination papers on Saturday.
Nazmul Huda took the nomination paper of Awami League in the upcoming 11th National Parliament election. However, in the nomination paper he later submitted to the Election Commission, he did not mention the name of any party or independent candidate. For this reason, the Returning Officer declared his nomination paper invalid.

It is worth mentioning that Nazmul Huda, a minister in the BNP-Jamaat alliance government, was a member of the BNP's standing committee. Later, after leaving the BNP, he first formed the BNF, and after that party lost its authority, he formed the Trinamool BNP.




শেখ হাসিনার খোলা চিঠি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে যারা বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন তাদের উদ্দেশে তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে দলের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। আপনার ত্যাগ, শ্রম ও আন্তরিকতা সবকিছুই আমার বিবেচনায় আছে।’
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠান। বিজ্ঞপ্তিতে দলের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর দেওয়া একটি চিঠি রয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হন, রাজনৈতিক দলগুলোর কাছে তারা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে চিহ্নিত হন।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের বলেছেন, বিএনপি জামায়াতের হিংস্র থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করে বাংলাদেশকে টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা সমমনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে আবারও বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ পাবে। সেই বিজয়ের অংশীদার হবেন আপনিও। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে নৌকা মার্কাকে পরাজিত করার সাংগঠনিক শক্তি আর কারও নেই।
‘বিদ্রোহী’ প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আশা করি, আগামী নির্বাচনে আপনার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে আপনার সকল সাংগঠনিক দক্ষতা, শক্তি ও সামর্থ্য আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করবে। আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের গত এক দশকের অর্জিত উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংগঠনের একজন আদর্শবান, ত্যাগী ও বিশ্বস্ত নেতা হিসেবে সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ও সার্বিক কর্মকাণ্ডে আপনার স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে প্রত্যাশা করছি।




বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এহছানুল হক মিলনের সমর্থকদের তালা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির জনপ্রিয় ও কারান্তরীণ নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ায় তার শতাধিক সমর্থক নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শনিবার দুপুরে তালা দেওয়ার আগে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তার সমর্থকরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহছানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবিতে মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাস্থলে তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবিও উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, দলের জন্য যারা কাজ করছে তাদের মূল্যায়ন করেনি বিএনপি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিশ্চিত কারাগারে যেতে হবে জেনেও মিলন দেশে এসে আত্মসমর্পণ করেছেন। এবং অন্ধকার কারাগারে দিনযাপন করছেন। তারপরও ত্যাগী এই নেতাকে উপেক্ষা করে কিভাবে মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়া হলো না তা নিয়ে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এজন্য তারা স্ব উদ্যোগে এখানে এসে বিক্ষোভ করছে।