১৫ জানুয়ারির মধ্যে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আগামি ৩১ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশন গঠন করা হবে। ১৫ জানুয়ারির মধ্যে গোপন ব্যালটে নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। ভোটে জয়ী হতে কৌশলে প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুরের কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতীতের সকল রাগ-অভিমান ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে একমত হন। এসময় পূর্বের আবেদনের প্রেক্ষিতে কয়েকজনকে প্রেসক্লাবের সদস্য করা হয়। তাদের নামও ঘোষণা করা হয়। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে চারটি প্রস্তাব গৃহীত হয়। এরমধ্যে রয়েছে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন, আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশন গঠন, ১৫ জানুয়ারীর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা।
প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক ও ইনকিলাবের বিশেষ প্রতিনিধি হোসাইন আহাম্মদ হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এমএ মালেক, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক মো.কাউছার, মো. কামাল হোসেন, সহ-সভাপতি অধ্যাপক গাজী গিয়াস, এম জে আলম, মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাংবাদিক অধ্যাপক আজিজুল হক, মো. তৌহিদুর রহমান রেজা, জহির উদ্দিন, জান্নাতুল ফেরদাউস নয়ন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, এম এ মালেক, কামাল হোসেন, ইসমাইল হোসেন জবু, সাঈদ হোসেন নিক্সন ও সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
জেলাবাসীর স্বার্থে লক্ষ্মীপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রেসক্লাব জরুরী ছিল। দীর্ঘদিন পরে হলেও সবাই একমত হতে পেরেছি; আমাদের বন্ধন অটুট থাকবে।
প্রসঙ্গত, গত কয়েক বছর থেকে প্রেস ক্লাবের কমিটি নিয়ে অচলাবস্থা ও মামলাসহ নিজদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে ওই পরিস্থিতির অবসান হচ্ছে। সাংবাদিকদের এমন ঐক্যে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছে।




2 madrasa students seriously injured after being hit by a lagoon in Kamalnagar

Lakshmipur: Two madrasa students, Md. Tarek (15) and Sharif (15), who were riding a motorcycle, were seriously injured after being hit by a speeding Laguna in Kamalnagar, Lakshmipur.
The accident occurred on Monday (December 25) at around 1 pm on the north side of Hazirhat Bazar on the Ramgati-Lakshmipur road.
Tarek is the son of Abduch Sattar of Patarirhat Union in the upazila, and Sharif is the son of Abdul Malek. Both of them are ninth grade students of Falkon Siddiquea Dakhil Madrasa. The injured Tarek was sent to Pangu Hospital in Dhaka after receiving primary treatment at Lakshmipur Sadar Hospital. Sharif has been admitted to a private hospital in Lakshmipur.
According to eyewitnesses, when two friends, Tarek and Sharif, were riding a motorcycle in front of the Citycell Tower on the north side of Hazirhat Bazar, a speeding unregistered passenger vehicle, Laguna (Zamidar-1), coming from the opposite direction, hit them head-on. As a result, both of them were seriously injured. Locals rescued them and sent them to the hospital.
Kamalnagar Police Station Sub-Inspector (SI) Md. Hannan said, "The Laguna was detained from the scene after receiving the information. It was not possible to arrest the driver as he fled. I have asked the relatives of the injured to come to the police station and file a complaint. Legal action will be taken in this regard."
Incidentally, unauthorized Lagunas have been operating recklessly on the Lakshmipur-Ramgati-Kamalnagar road carrying passengers. Incompetent and unlicensed drivers-helpers are in the driver's seat of these Lagunas. Due to this, accidents on this road have increased at an alarming rate. Several people have lost their lives prematurely. Angered by this, locals have staged protests and human chains at various places demanding the closure of Lagunas several times.




Big day celebrated in Lakshmipur with joyous festivities

Staff Correspondent:

The birthday of Jesus Christ, the founder of Christianity, and also the Christmas of Christians, is being celebrated with joy in Lakshmipur. The day was started with a special prayer at St. Joseph's Church in Bagbari, the district town, at around 10 pm on Sunday (December 24). At this time, Father Gordon Dyce of the church prayed by praising the virtues of Jesus Christ. Later, everyone enjoyed the musical concert. More than fifty people, including children and teenagers of the Christian faith, participated in it. The activity of law enforcement officers in the church premises was noticeable. Meanwhile, when asked about Christmas, Gordon Dias said that on this day, the word of the Lord Jesus Christ, "Love your fellow man," is renewed, new initiations and promises are taken that the power of love unites everyone, and violence and hatred bring division. On Christmas, the people of the world renew their hearts in the church and take a promise of good behavior, behavior and activities with everyone, said the church father.




কমলনগরে ৪ জলদস্যু আটক

Lakshmipur:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিহাট ইলিশ ঘাট সংলগ্ন মেঘনায় নদী থেকে ৫ জেলে অপরহণ করে পালিয়ে যাওয়ার সময় ৪ জলদস্যু কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৯ নং ওর্য়াডের মোঃ শাহে আলম (৪৫), জামাল (২৮), তারেক (৩০), শিপন (২৮)। এ সময় অপহৃত জেলেদের উদ্ধার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় রামগতির চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে গেলে দস্যুদের হামলার শিকার হন জেলেরা। উদ্ধারকৃত জেলে আনু মাঝি ও জুয়েল জানান, মাছ শিকারে গেলে হঠাৎ ১০/১২ জনের এক দল জলদস্যু তাদেরসহ ৫টি মাছ ধরার ট্রলারে আক্রমন করে।
এ সময় ট্রলার গুলোতে থাকা মাছ, জাল, সোলার প্যানেল, তেলসহ আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন সরঞ্জমাদি লুট করে তারা। একই সঙ্গে তাদেরকেসহ ৫ জন জেলেকে অপহরণ করে ব্যবহৃত মুঠোফোন থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। রবিবার সকালে স্থানীয় মতির হাট মাছ ঘাটে দস্যুদের ট্রলার থামিয়ে মাছ বিক্রি করতে আসলে লোকজনের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন অপহৃতরা। এ সময় স্থানীয়রা ৪ জলদস্যুকে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




Chhatra Dal leader injured in Chhatra League attack in Kamalnagar

Staff Correspondent:
লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-সভাপতি মো. রাশেদ আহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার করইতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাশেদের ভাই সেলিম জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু রামগতি থেকে ঢাকা ফেরার পথে কমলনগরের করইতলা বাজারে পৌঁছলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তার সাথে সাক্ষাত করেন। বাবুকে বিদায় দেওয়ার পর হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা করে। এতে ছাত্রদল নেতা রাশেদ আহত হয়। পরে করইতলা বাজার কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাঈন উদ্দিন বলেন, কে বা কারা ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা করেছে; বিষয়টি আমার জানা নেই।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি অবগত নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Japa wins, AL-BNP suffers big loss

অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে ভোটে বড় জয়ই পেল সংসদে প্রধান বিরোধী দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগ বা সারাদেশে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি পাত্তাই পেল না বৃহস্পতিবারের ভোটে।
তিন সপ্তাহের নির্ঘুম প্রচার শেষে বৃহস্পতিবার রংপুরবাসী ভোট দিয়েছে উৎসবের আমেজে। বিকাল চারটার পর শুরু হয় ভোট গণনা। আর কিছুক্ষণ পর থেকে আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। যত সময় গড়াতে থাকে, ভোটের ফল ততই একপেশে হতে থাকে।
ভোট নেয়া ১৯৩টি কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ভোট পেয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা ২০১২ সালের নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু তার অর্ধেক ভোটও পাননি। তিনি পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। আর তৃতীয় অবস্থানে থাকা বিএনপির কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ জন।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন পুলিশ কমিউনিটি হলে বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই কেন্দ্রওয়ারী ফলাফল জেনে যান তিন প্রার্থীর সমর্থকরা। আর রাত যত গড়াতে থাকে জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে উল্লাস আর আনন্দ তত বাড়তে থাকে, আর ম্রিয়মান হতে থাকে আওয়ামী লীগ ও বিএনপি সমর্খকরা।
রংপুরে ভোটে অবশ্য বিএনপি সাম্প্রতিক সময়ে কখনও ভালো করতে পারেনি। ফলে এবারও মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা আর লাঙ্গলের মধ্যেই হবে বলে ধারণা ছিল। হয়েছেও তা। তবে ভোটের ব্যবধান গত কয়েক বছরের নির্বাচনগুলোর চেয়ে হয়েছে অনেক বেশি।
২০১২ সালের নির্বাচনেও এই তিন প্রার্থী ছিলেন ভোটের লড়াইয়ে। তবে তখন দলীয় প্রতীকে ভোট হয়নি। ফলে অনেকটা ব্যক্তিগত কারিশমার ওপরও নির্ভর করতে হয়েছে তাদের। কিন্তু এবার ভোট হয়েছে আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ আর জাতীয় পার্টির লাঙ্গলের মধ্যে।
গত নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ঝণ্টুর ভোট কমেছে উল্লেখযোগ্য পরিমাণে আর মোস্তফার ভোট বেড়েছে অনেক বেশি। পাঁচ বছর আগে ভোটের আগের দিন বিএনপির বাবলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে তার নাম ছিল। এবার তিনি ভোট পেয়েছেন গতবারের চেয়ে কিছু বেশি।
২০১২ সালের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরফুদ্দিন আহমদ ঝন্টু এক লাখ ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা পান ৭৭ হাজার ৮০৫ ভোট।
সাম্প্রতিক সময়ে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পর রংপুরের এই ভোটটিই হয়েছে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ ও উৎসব মুখর। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট নেয়া ১৯৩ কেন্দ্রের কোনোটিতেই গোলযোগের ঘটনা ঘটেনি, কোথাও জাল ভোট দেয়ার অভিযোগও উঠেনি, ভোটারদেরকে বাধা দেয়া বা ভয়-ভীতি দেখানো হয়েছে এমন প্রমাণও মেলেনি।
ভোটের সকালেই আওয়ামী লীগর সরফুদ্দিন আহমেদ ঝণ্টু এবং জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে জয়ের প্রত্যাশা করেছিলেন। তবে বিএনপির কাওসার জামান বাবলা কিছু কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ করেন। তবে পরে তিনি আর কোনো অভিযোগ না করলেও রাতে সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগে এনে ফল প্রত্যাখ্যান করেন বাবলা।
ঢাকায় বসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। আর নির্বাচন কমিশন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাড়তি সুবিধা দিচ্ছে।
অবশ্য বিএনপির অভিযোগকে নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, তারা খোঁজ নিয়ে দেখেছেন, সব জায়গায় ভোট ছিল শান্তিপূর্ণ এবং এ নিয়ে কমিশন সন্তুষ্ট।
আরেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এই ভোটকে মডেল নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা মডেল নির্বাচন করার কথা আপনাদের বলেছিলাম। রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। একটি মডেল নির্বাচন হয়েছে।’
সন্ধ্যায় বিভিন্ন কেন্দ্রের ফলাফল যখন আসতে শুরু করে, তখন আগেভাগেই পরাজয় স্বীকার করে নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রংপুরে ভোটে হারলেও রাজনৈতিকভাবে জয় হয়েছে আওয়ামী লীগের। শান্তিপূর্ণ নির্বাচনে আসলে জিতেছে জনগণ।
আওয়ামী লীগের আরেক নেতা জাহাঙ্গীর কবির নানক দুপুরে আরেক সংবাদ সম্মেলনে এই নির্বাচনকে পুরোপুরি সুষ্ঠু আখ্যা দিয়ে বলেন, বিএনপি কেন কারচুপির অভিযোগ করছে, সেটা তারা জানেন না।
রংপুরে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়ার কথা ভোট শেষে জানিয়েছিলেন একজন নির্বাচন কমিশনার। তবে সার্বিক হিসাব পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পর জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে মেয়র পদে সাত জন এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল তিন লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
এই নির্বাচনকে ঘিরে গত এক সপ্তাহ ধরেই রংপুরে আরোপ করা হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। বহিরাগতদেরকে শহর ছাড়তে নির্দেশ দিয়েছিল প্রশাসন। হোটেলগুলোতেই নির্বাচনী এলাকার বাইরে কাউকে না তোলার নির্দেশ ছিল।
এই নির্বাচনে প্রচার চালাতে আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা রংপুর সফর করেছেন। ভোটারদের কাছে আহ্বান জানিয়েছেন তাদের প্রার্থীকে বেছে নিতে। তবে ভোটাররা নিরাশ করেছেন তাদের।
ভোটে জয়ের আভাস পেয়ে বিজয়ী মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদেরকে বলেন, ‘আমাকে ভোট দেয়ায় আমি রংপুরবাসীকে ধন্যবাদ জানাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। রংপুর সিটিকে একটি বাসযোগ্য নগরী করার জন্য আমি যে নির্বাচনী ইশতেহার দিয়েছি, তা পূরণ করতে আমি আমার জীবন উৎগর্গ করব।’
মোস্তফা বলেন, ‘আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার সুযোগ দেবো না।’




BNP boycotts controversial election results

Rangpur: BNP has boycotted the results of the Rangpur City Corporation (RCC) elections, alleging rigging. BNP nominated candidate Kawsar Zaman Babla made the announcement at a press conference at the party office at the city's Grand Hotel Morse on Thursday (December 21) at around 9:30 pm.
Kawsar Zaman Babla complained that the elections were not fair and impartial. Fair elections are not possible during the tenure of this government.
My victory was certain. But I was defeated through a conspiracy. Referring to the 'National Party and Awami League as two sides of the coin', he said, I was popular in different neighborhoods of the city. I was defeated through a conspiracy by a coalition.
‘"Why did you reject the results?" - In response to a question from journalists, he said, ballot papers without seals and signatures were found during the day at the Bakshi center in ward number 33 of the city. What could this mean? My workers and their families have more than 60,000 votes. But this is not reflected in the results. Also, in the 2012 election, I got more votes by voting outside the party symbol. This time, where I was supposed to get more votes by voting under the party symbol, the opposite happened. All these prove that the election was rigged.
District BNP President Saiful Islam, Secretary Rais Ahmed, Metropolitan BNP Secretary Shahidul Islam Mizu, District Chhatra Dal President Moniruzzaman Hizbul and others were present at the time.




Who will prevent theft in Kamalnagar Hazirhat market?

Own Reporter: A gang of thieves has become reckless in Hajihat Bazar of Kamalnagar Upazila in Lakshmipur. Ten heinous thefts have occurred in the last 3 months. Even though security guards and CCTV cameras are installed in the market, thefts are not being prevented; traders are panicking. The local market management committee and traders have complained to the administration in this regard, but they are not getting any results. On Wednesday (December 20), three shops were robbed by cutting open the cans of the shops. The gang of thieves took away about 1.5 lakh taka from the traders. As such thefts are happening again and again, anger is spreading among the traders. It is learnt that the traders closed their shops and went home like every day. At some point in the night, a gang of organized thieves deliberately cut open the cans of the shops and entered the rice warehouses of Jihad Fashion, Wahab Bastra Bitan and Abdur Rab and stole money. Similarly, three months ago, thieves entered Ayesha Telecom on Mosque Road and took away cash and goods worth several lakhs of taka. Even after 3 months, the police have not been able to recover the stolen goods in that incident. In addition, thefts have occurred in several other shops and houses in the market. Traders said that despite the thefts happening one after another, the gang of thieves is not being stopped. Even after installing CCTV cameras, no results are coming. The police have not been able to arrest the gang of thieves, prevent thefts and recover the stolen goods. Kamalnagar Police Station Officer-in-Charge (OC) Akul Chandra Biswas said that the police operation is continuing to arrest the stolen goods and the gang of thieves.




জয়ের পথে লাখ ছাড়াল লাঙ্গলের ভোট

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত ১৩১টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষিত হয়েছে।
প্রাপ্ত ফলাফলে লাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করা জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটের ব্যবধানে নিশ্চিত জয়ের পথে এগিয়ে রয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৩৮ হাজার ৪৮৮ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২০ হাজার ৩৫৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে পুলিশ লাইনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করা হচ্ছে।
এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দেন সিটি করপোরেশন এলাকার ভোটাররা। এবারই প্রথম রসিক নির্বাচনে একটি কেন্দ্রে ইলেক্টনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে।
নির্বাচনে এবার মেয়র পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তাদের সঙ্গে ৩৩ ওয়ার্ডে লড়ছেন ২৭৬ কাউন্সিলর।
সিটি করপোরেশন এলাকার ১৯৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ২৫৬ জন। আর নারী ভোটার রয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এ বছর দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচন হয়েছে। তবে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হচ্ছে এই প্রথম। এর আগে, ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।




International Youth Film Festival to be held with participation from 102 countries

Lakshmipur:

বিশ্বের ১০২টি দেশের প্রতিযোগিদের অংশগ্রহণে তিনদিন ব্যাপীআন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব এবার লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে।‘লেটস্ সিনেমা’ স্লোগান কে সামনে রেখে চলচ্চিত্র সংসদ ‘সিনেমাবাংলাদেশ’ ও সামাজিক সংগঠন ‘শূন্য’র যৌথ আয়োজনে আগামীনতুন বছরে ১০ জানুয়ারী থেকে ১২ জানুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী এইউৎসব অনুষ্ঠিত হবে। বুধবার চলচ্চিত্র উৎসবের আয়োজকদের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, তিনদিন ব্যাপী এ উৎসবে ৬ টিক্যাটাগরিতে বিশ্বের ১০২ টি দেশের প্রতিযোগিদের মোট ২০৪৭ টিচলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে বেস্ট অব দ্য ফেস্ট বিভাগে ৩৬৬ টি, শর্টফিল্ম বিভাগে ১১৩০ টি, ইন্টারন্যাশনাল শর্ট বিভাগে ৯৮৪টি ,ডকুমেন্টারি বিভাগে ২৭২টি, এ্যানিমেশন বিভাগে ৪০৩টি ও লোকালট্যালেন্ট বিভাগে ৬৯ টি চলচ্চিত্র জমা পড়ে। উৎসবে দেশ-বিদেশের প্রায়অর্ধশতাধিক তরুণ চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যেবেশিরভাগ নির্মাতাই উক্ত উৎসবে অংশগ্রহন করবেন। এছাড়াও তিনদিনেরএ উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের সাথে বাংলাদেশীতরুণ নির্মাতাদের ভাবনাচিন্তা-অভিজ্ঞতা সম্বনয় এবং একসাথেকর্মশালায় অংশ নেবে। এতে বিশ্ব চলচ্চিত্রের উপর দিক নির্দেশনামূলকআলোকপাত করা হবে।দেশসেরা চলচ্চিত্র ব্যাক্তিত্বদের নিয়ে গঠিত একটি জুরিবোর্ডেরমাধ্যমে ছয় ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রগুলো পুরস্কার পাবে। উৎসবেরসমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে ১২ জানুয়ারি সন্ধ্যায়,লক্ষ্মীপুর পৌর শহরের টাউন হল মিলনায়তনে। অনুষ্ঠানে প্রতিযোগিতাবিভাগে অংশ নেওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে সেরা চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা ওপুরস্কার বিতরণ করা হবে। উৎসবের টেলিভিশন পার্টনার হিসেবে থাকছেনসময় টেলিভিশন, সংবাদপত্র পার্টনার কালের কণ্ঠ এবং অনলাইন পার্টনারবাংলা ট্রিবিউন।জানতে চাইলে তারুন্যের চলচ্চিত্র উৎসবের পরিচালক জিসান মাহাদিজানান, “সব আয়োজন ঢাকাকেন্দ্রিক হওয়ায় অনেক প্রতিভাবাননির্মাতা বাঁধ পড়ে যায়। লক্ষ্মীপুরে এ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীরবাইরের তরুণদের উৎসাহিত করতে চাই। লক্ষ্মীপুরের মতো শহরেও যেআন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব আয়োজন করা সম্ভব, সেটাই আমরাপ্রমাণ করতে চাই।”
চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির সমন্বয়ক ইয়াসিন চৌধুরী তুষারজানান, “প্রতিযোগি কোন ছবির প্রতিই অবিচার হবার সুযোগ নেই।কারণ এ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি ও চলচ্চিত্র বিভাগেরপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল আলম ভূইয়া ও অমিতাভ রেজাসহখ্যাতিমান বিচারকরা সেরা ছবিগুলো নির্ধারণ করবেন।