Advocacy meeting of health officials and employees in Lakshmipur

Own Reporter: An advocacy meeting of health officers and employees was held in Lakshmipur with the theme 'Build a planned family, prevent maternal death'. The meeting was organized in the conference room of the Deputy Commissioner on Tuesday (December 19) afternoon. The meeting was held with the aim of making the Family Welfare Service and Promotion Week 2017 a success from December 30 to January 4. The meeting was chaired by Deputy Director of the District Family Planning Department Dr. Ashfaqur Rahman Mamun and Acting Deputy Commissioner Md. Iqbal Hossain was the chief guest. Civil Surgeon Dr. Mostafa Khaled Ahmed, District Animal Resources Officer Abdul Bashet and Sadar Upazila Health and Family Planning Officer Dr. Akhtar Hossain among others spoke at the time. Officers and employees of various health centers of Sadar, Raipur, Ramganj, Ramgati and Kamalnagar upazilas of the district participated in the meeting. The speakers said that health services must be ensured for the people in neglected remote islands and islands as well. The officials and employees of the health centers must be diligent in ensuring their medical services. The speakers called on those concerned to work tirelessly in serving the patients of remote islands and islands.




শাকিব খানের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ

হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অটোরিকশা চালকের দায়ের করা প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ দিয়েছেন আদালত।

সোমবার ধার্য করা দিনে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ তাগিদ দেন। পরে এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২০১৮ সালের ৬ ফেরুয়ারি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ জানান, মামলার প্রতিবেদন নির্ধারিত তারিখে দাখিল না করায় তিনি আবেদন করলে বিজ্ঞ বিচারক এ তাগিদ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, তদন্ত কাজ এগিয়ে চলেছে। মামলার আসামিরা দেশের বিভিন্ন এলাকার হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে। বিশেষ করে প্রধান আসামি সাকিব খান দেশে না থাকায় তার বক্তব্য নেওয়া যাচ্ছে না। তাকে হবিগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর জন্য সময় প্রার্থনা করে আদালতে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামে এক অটোরিকশা চালক। অনুমতি না নিয়ে ‘রাজনীতি’ চলচ্চিত্রে ইজাজুলের মোবাইল নম্বর ব্যবহার ও শাকিব ভক্তদের ফোনে অতিষ্ট হয়ে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় শাকিব খানের পাশাপাশি ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামি করা হয়। ইজাজুলের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশায়।




1 killed in motorcycle accident in Raipur

Lakshmipur:

লক্ষ্মীপুরের রায়পুরে মোটর সাইকেলের ধাক্কায় মুনছুর আহমেদ (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা তিনতরুণ আহত হয়।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে রায়পুর-হায়দরগঞ্জসড়কের মিজির স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দসহ কিছু আলামত উদ্ধার করেছে।
নিহত মুনছুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাটের বালুধুম এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মুনছুর আহমেদ সড়কের পাশেবসে ছিলেন। এসময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটর সাইকেলে থাকা চরপক্ষী গ্রামের রাছেল, তারেক ও সজিব আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মানবলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ ও রক্তমাখাজামাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




Some characteristics of a truly polite girl!

ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। এমন অনেক পুরুষ আছেন যারা ভদ্র মেয়ে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না, অথচ বিয়ের বয়স যাচ্ছে পেরিয়ে। আসুন কিছু কমন বৈশিষ্ট্য দেখে চিনে নেই সত্যিকারের ভদ্র মেয়ে!
১) ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে। এমন কিছু পরে না যাতে করে বাহিরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে। অনেকে বোরখা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
২) ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে। তারা সচারচর প্রেমে জড়াতে চায় না, কিন্তু যদি কারো সাথে প্রেমে জড়িয়ে যায়, তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে।
৩) ভদ্র মেয়েরা সবসময় বন্ধু, পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয়। একটির জন্য অপরটির উপর প্রভাব পড়ুক তা তারা চায় না। যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি।
৪) ভদ্র মেয়েদের রাগ একটু বেশি। যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয়। মনে কোনও রকম রাগ, হিংসে লুকিয়ে রাখে না। এতে অনেকের কাছে ঝগড়াটে উপাধিও পেয়ে বসে।
৫) ভদ্র মেয়েদের রাগের ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে। এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে। পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে। যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে।
৬) ভদ্র মেয়েরা সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না। যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে। ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থেকে তারা ১০০ হাত দূরে থাকে।
৭) ভদ্র মেয়েদের বন্ধু/বান্ধবের সংখ্যা খুব সীমিত থাকে।
৮) ভদ্র মেয়েরা আড্ডা বাজিতে খুব একটা যেতে চায় না। যার জন্য তাদের বন্ধু/বান্ধব থেকে ভাব্বায়ালি/আনকালচার খেতাব পেতে হয়।
৯) ভদ্র মেয়েরা সাধারণ ঘরকুনো স্বভাবের বেশি হয়।
১০) ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে। তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনও কাজ কখনও করে না।




Soil from the banks of the Meghna in Kamalnagar is going to the brick kiln!

Lakshmipur: Soil from the banks of the Meghna River in Kamalnagar, Lakshmipur, is being used to make bricks. An unscrupulous group is cutting the river bank and supplying soil to various brick kilns in the district. Soil from the banks of the Meghna River is being cut every morning and evening.
This is threatening a large area with increased river erosion. The newly built Meghna riverbank protection dam may be damaged. In such a situation, anger has spread among the locals.
A field visit to the Nabiganj area of Char Kalkini Union of the upazila revealed that about fifty workers were cutting soil along the river bank and loading 10/12 tractor trolleys with it. Locals said that the soil has been continuously being cut in this way for the past few days.
It has been learned that several brick kiln owners in Kamalnagar and Lakshmipur Sadar Upazilas are using brokers to lure local landowners to sell their land. The brokers are grabbing land on the river banks for a nominal fee, spreading fear that the land will collapse due to river erosion.
Locals say that Kamalnagar is an area affected by river erosion. Dam work is underway on one side of the river bank; on the other side, the bank is being cut and soil is being taken for brick kilns. This poses a serious threat to the area and the bank protection dam.
Some locals, who did not wish to be named, said that soil is being cut from just two kilometers north of the riverbank protection dam, which is why river erosion continues even in the dry season.
Saif Ullah, chairman of the local Char Kalkini Union, said, "No one can change the land class by cutting soil at will. We will be proactive to ensure that no one can cut soil from the river bank."
Kamalnagar Police Station Officer-in-Charge (OC) Akul Chandra Biswas said that after receiving information about the cutting of soil, the police went to the spot and stopped the work. The landowner and the brick kiln owner have been asked to come to the police station.
Kamalnagar Upazila Nirbahi Officer (UNO) Mohammad Nasir Uddin Sarwar said, "We are asking the local land officer to go to the spot in this regard. Necessary measures will be taken after investigating the matter."




অহনার কাছে রসের হাঁড়ি

ছোটপর্দার অভিনেত্রী অহনা বেশকিছু ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ২ জানুয়ারি প্রচারে আসছে তার নতুন ধারাবাহিক ‘রসের হাঁড়ি’। বৈশাখী টেলিভিশনে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ এবং রাত ১১টায় নাটকটি প্রচারিত হবে।

পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রচনা আকাশ রঞ্জন।

অহনা গ্রামের প্রতিবাদী মেয়ের চরিত্রে অভিনয় করছেন। গল্পে দেখা যাবে, গ্রাম থেকে শহরে আসেন তিনি। শহুরে মেয়েদের আধুনিকতার নামে অতি স্মার্ট সাজা তিনি মেনে নিতে পারেন না। শহুরে মেয়েদের নানা অসঙ্গতিগুলোর প্রতিবাদ করেন তিনি। এভাবেই গল্প এগিয়ে যায়।

নতুন বছরের ধারাবাহিকটি নিয়ে অহনা বেশ আশাবাদী। তিনি বাংলানিউজকে বলেন, আধুনিকতার নামে আমরা এমন কিছু কাজ করি, সেগুলো সমাজ মেনে নেয় না। হাস্যরসের মাধ্যমে সমাজের এই অসঙ্গতিগুলো নাটকে তুলে ধরা হচ্ছে।

নির্মাতা জানান, গল্পে সমাজের নানান সমস্যা হাস্যরসাত্মক ভঙ্গিতে তুলে ধরা হবে। যা থেকে মানুষ হাস্যরসের ছলে কিছুটা হলেও সচেতন হবে।

অহনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, সাঈদ বাবু, ডা. এজাজ, মম মোর্শেদ, নাজিরা মৌ, অরিনা, সানজিদা তন্বী, আ খ ম হাসান ও সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।




১৮৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগান নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।রবিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লাসহ এসময় ১৮৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষকদের প্রতি আহবান করে বলেন, শিক্ষার্থীদের পাঠদানে যতœবান হবেন, ঝরেপড়া রোধ করার উপর গুরুত্বারোপ করে বলেন, সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কাজ পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসাবে এই ল্যাপটপ বিতরণ, তাই শিক্ষার্থীদের কম্পিউটারে পারদর্শী করে গড়ে তুলতে হবে।




Lemon peel helps in digestion.

লেবুর খোসায় এমন সব পুষ্টিকর উপাদান রয়েছে, যা লেবুতেও নেই। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়ে গেছে যে, লেবুতে যে পরিমাণ ভিটামিন থাকে তার থেকে প্রায় ৫-১০ গুণ বেশি থাকে লেবুর খোসায়। সেই সঙ্গে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম,পটাশিয়াম, ভিটামিন সি এবং ফাইবার। এই সবকটি উপদানই নানা ভাবে শরীরে কাজে লেগে থাকে। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকারিতা। যেমন…

১. স্ট্রেস কমায়:
লেবুর খোসায় উপস্থিত সাইট্রাস বায়ো-ফ্লেভোনয়েড শরীরের ভেতরে প্রবেশ করার পর এমন কাজ শুরু করে যে অক্সিডেটিভ স্ট্রেস কমতে শুরু করে। ফলে সার্বিকভাবে মন, মস্তিষ্ক এবং শরীর একেবারে চাঙ্গা হয়ে ওঠে। তাই তো এবার থেকে যখনই দেখবেন শরীর আর চলছে না, তখন অল্প করে লেবুর খেসা নিয়ে চটজলদি খেয়ে ফেলবেন। দেখবেন উপকার মিলবে।

২. ওজন কমায়:
পেকটিন নামে একটি উপাদান প্রচুর মাত্রায় থাকায় লেবুর খোসা নিয়মিত খেলে ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কারণ এই উপাদানটি শরীরে উপস্থিত অতিরিক্ত চর্বিকে ঝড়িয়ে ফেলতে বিশেষভাবে সাহায্য করে থাকে।

৩. ক্যান্সার রোগকে দূরে রাখে:
লেবুর খোসায় উপস্থিত স্য়ালভেসস্ট্রল কিউ ৪০ এবং লিমোনেন্স নামে দুটি উপাদান ক্যান্সার সেলের ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে নিয়মিত লেবুর খোসা খেলে শরীরের অন্দরে ক্যান্সার সেলের জন্ম নেওয়া কোনও সম্ভাবনাই থাকে না। এখানেই শেষ নয়, লেবুর খোসা খাওয়া মাত্র ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশেনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

৪. মুখ গহ্বরের রোগের প্রকোপ কমবে:
ভিটামিন সি-এর ঘাটতি হলে মুখ গহ্বর সংক্রান্ত একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই তো নিয়মিত লেবুর খোসা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এতে উপস্থিত ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড মাড়ি থেকে রক্ত পড়া, জিঞ্জিভাইটিস সহ একাধিক রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৫. হাড় শক্তপোক্ত হয়:
প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকার কারণে লেবুর খোসা খাওয়া শুরু করলে ধীরে ধীরে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে ইনফ্লেমেটরি পলিআর্থ্রাইটিস, অস্টিওপরোসিস এবং রিউমাটয়েড আথ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

৬. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়:
লেবুর খোসায় উপস্থিত পলিফেনল নামে একটি উপাদান শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমায়। অন্যদিকে লেবুর পটাশিয়াম ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণা রাখে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। তাই তো যাদের পরিবারে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের ইতিহাস রয়েছে তারা প্রতিদিনের ডায়েটে লেবুর খোসাকে অন্তর্ভুক্ত করুন। দেখবেন উপকার পাবেন।

৭. ত্বকের সৌন্দর্য বাড়ায়:
একাধিক কেস স্টাডিতে দেখা গেছে লেবুর খোসার অন্দরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই ত্বকের বয়স কমতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখা যেমন কমে, তেমনি ত্বক টানটান হয়ে ওঠে। এই কারণেই তো বয়স ৩০-এর কোটা পরলেই প্রতিদিন লেবুর খোসা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

৮. হজমের উন্নতি ঘটায়:
ফাইবার সমৃদ্ধি যে কোন খাবার হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে লেবুর খেসায়। তাই তো বদ-হজন থেকে গ্যাস-অম্বল, যে কোনও ধরনের হজম সংক্রান্ত সমস্যায় এই প্রকৃতিক উপাদানটি দারুন উপকারে আসে।

লেবুর খোসায় উপস্থিত পুষ্টিকর উপাদান:
১০০ গ্রাম লেবুর খোসায় প্রায় ১৩৪ এমজি ক্যালসিয়াম, ১৬০ এমজি পটাশিয়াম , ১২৯ এমজি ভিটামিন সি এবং ১০.৬ গ্রাম ফাইবার থাকে। এই সবকটি উপাদানটি শরীরের গঠনে নানাভাবে কাজে লেগে থাকে। সেই কারণেই তো চিকিৎসকেরা লেবুর খোসা খাওয়ার পক্ষে মত দিয়ে থাকেন।

খাবেন কীভাবে লেবুর খোসা?
অনেকভাবে এই প্রাকৃতিক উপাদানটি খেতে পারেন। যেমন ধরুন- ১. কয়েক ঘণ্টা লেবুর খোসাটা ফ্রিজে রাখার পর গ্রেট করে নিন। তারপর অল্প পরিমাণ নিয়ে চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ২. লেবুর খোসাটা শুকিয়ে নিয়ে। তারপর গ্রায়েন্ডারে লেবুর খোসা, অল্প পরিমাণ লবন এবং গোলমরিচ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর মিশ্রনটি খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ৩. লেবুর খোসাকে শুকিয়ে নিন। তারপর বেটে নিয়ে পাউডার বানিয়ে ফেলুন। সেই পাউডার এবার খাবারের সঙ্গে অথবা অন্য যে কোনওভাবে গ্রহণ করতে পারেন।




Government officials involved in question leak: ACC

Anti-Corruption Commissioner Dr. Nasir Uddin has commented that government officials are directly and indirectly involved in the question leak. However, he also said that it is possible to make the education system free of corruption across the country with the Education Ministry's own circular.

The ACC commissioner made these remarks during a meeting of the Anti-Corruption Commission (ACC) with Education Minister Nurul Islam Nahid at the Ministry of Education on Sunday. Other officials of the Ministry of Education were present at the time.

The ACC Commissioner said that all educational institutions in remote areas should make arrangements to make all general work, including the activities of the governing body, online. At the same time, Dr. Nasir Uddin emphasized the need to seek advice from experts on how to prevent question paper leaks using technology.

ACC Director General (Special Investigation and Investigation) Md. Asaduzzaman said that corruption is rampant at every level of the entire education system. He presented 39 specific recommendations on behalf of the ACC at the meeting to eradicate this corruption.

However, Education Minister Nurul Islam Nahid believes that some teachers are involved in the question paper leak. He said, "We are receiving many suggestions to prevent question paper leaks. Among them, the issue of sending question papers after students enter the room half an hour before the exam is being discussed."
But what's the point of sending questions half an hour in advance when the teacher is the one leaking the questions? We at BG Press have taken various initiatives to prevent question leaks.

The minister said, "We should hand over the questions to the teacher and go to sleep safely at night. But that is not happening, the question papers are being leaked. Some teachers are leaking the questions. As a result, we have finally decided that the examinees will enter the hall half an hour before and then the questions will be provided to the hall."




Lakshmipur Municipal Chhatra Dal committee formed

নিজস্ব ‍প্রতিবেদক লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দেলোয়ার হোসেনকে আহবায়ক ও আবুল বারাকাত সৌরভকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহবায়ক ইয়াসিন বাবলু, রাসেল, শহিদুল ইসলাম শহিদ, নজরুল ইসলাম সৌরভ, মো. জনি, সাইফুল ইসলাম পারভেজ, শামীম হোসেন, কাউসার, বাহার উদ্দিন রুবেল, ফিরোজ আলম, আরমান হোসেন কিরন, মো. রাসেল, সদস্য আকবর হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন সজিব ও রাকিব হোসেন। আগামি ১৫ দিনের মধ্যে ১০১ সদস্য পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদলের কাছে কমিটি জমা দেওয়ার জন্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দায়ীত্বশীল জেলা ছাত্রদলের নেতারা জানান, দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে গতিশীল করতে কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। এতে নেতাকর্মীরা সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, প্রায় ৬ বছর আগে একইদিন নির্বাচনের মাধ্যমে লক্ষ্মীপুর সরকারি কলেজ, পৌর ছাত্রদল ও সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।‌ওইসময় পৌর ছাত্রদলের কমিটিতে মোসাদ্দেক হোসেন বাবরকে সভাপতি ও তোফাজ্জল হোসেন রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তবে পৌর ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হলেও কলেজ ও সদর উপজেলার কমিটি দেওয়া হয়নি।