First robot restaurant in Bangladesh

Dhaka: রোবট ঘুরছে রেস্টুরেন্ট জুড়ে। কাস্টমারদের সঙ্গে কথা বলছে সে। নিচ্ছে গ্রাহকদের পছন্দের খাবারের অর্ডার। আবার রোবটের পেছনে থাকা মনিটরের স্ক্রিনে ভেসে ওঠা বাটন টিপে গ্রাহকরাও দিচ্ছেন খাবারের অর্ডার।

শক্তিশালী ওয়াই-ফাইয়ের মাধ্যমে সে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে রান্নাঘরে থাকা শেফের কাছ। ঝটপট তৈরি হচ্ছে খাবার। দ্রুত সেই খাবার নিয়ে ওই রোবটই হাজির হচ্ছে নির্দিষ্ট টেবিলে।

উন্নত দেশগুলোতে এ সেবা চালু হয়েছে আগেই। এবার পেতে যাচ্ছেন এ দেশের মানুষও। রাজধানী ঢাকাতেই পাওয়া যাচ্ছে যান্ত্রিক রোবটের কাছ থেকে ‘মানবিক’ এ সেবা।

দেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ডে। রেস্টুরেন্টটিতে শুধুমাত্র রোবটই গ্রাহকদের খাবার সরবরাহ করছে।
মিরপুর রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে প্রধান সড়কের ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় রেস্টুরেন্টটি যৌথভাবে পরিচালনা করবে বাংলাদেশ ও চীন।

বুধবার ( ১৫ নভেম্বর) নিজস্ব অডিটোরিয়ামে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। যাত্রা শুরু উপলক্ষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং রোবট প্রস্তুতকারী চীনা সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, বাংলাদেশে এটিই এ ধরনের  প্রথম রেস্টুরেন্ট, যেখানে রোবটের মাধ্যমে গ্রাহকদের খাবার সরবরাহ করা হবে।  এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন মাইলফলক এবং নতুন দিগন্তের সূচনা হলো।

শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, ‘অনেক সময় দেখা যায় যে, ওয়েটাররা কয়েক ঘণ্টা কাজের পর ক্লান্ত হয়ে পড়েন। ক্লান্ত অবস্থায়ই তারা গ্রাহকদের খাবার সরবরাহ করতে বাধ্য হন। কিন্তু রোবট কখনোই ক্লান্ত হবে না। তাই যখন রোবট খাবার সরবরাহ করবে, তখন এটি গ্রাহককে আরও ভালো সেবা দিতে পারবে। সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে। বিশেষ করে শিশুরা বেশি রোমাঞ্চিত হবে’।

‘প্রাথমিক অবস্থায় আগামী একমাস শিশুদের ‘কিডমিল’ এবং দেশি খাবারের সেটফুড পরিবেশিত হবে। যার মূল্য সর্বোচ্চ ৫০০ টাকার বেশি হবে না’।

তিনি আরও বলেন, ‘খাবারের দাম সাধ্যের মধ্যেই রাখা হবে, যেন সকল শ্রেণীর মানুষই এ সেবা নিতে পারেন। শিশুদের জন্য বিশেষ কিছু খাবারও থাকছে। খাবারের মান ও পারিবারিক পরিবেশ অবশ্যই বজায় রাখা হবে, যেন পরিবারের সদস্যদের নিয়ে যে কেউ এখানে খেতে আসতে পারেন’।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রোবটের কার্যক্রম প্রত্যক্ষ করেন অনেক গ্রাহক। উপস্থিত সবার জন্যই এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

রেস্টুরেন্টটির পরিচালক আরো বলেন, ‘একজন ওয়েটারের পক্ষে সব সময় খাবারের গুণগতমান নিশ্চিত করা ও জীবানুমুক্ত থাকা সম্ভব হয় না। তাই আমরা রোবটকে দিয়ে এসব কাজ করাচ্ছি। প্রাথমিকভাবে দু’টি রোবট কাজ করছে’।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ বাংলাদেশে রোবট ডিজিটালাইজেশনে যেকোনো সহযোগিতা করতে সব সময় প্রস্তুত রয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ারুন নবী মজুমদারের দুই সন্তান তাসিন রওনাক নবী ও রাহিন রাইয়ান নবী বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়ণরত অবস্থায় চীনে যান। সেখানে তারা চীনের রোবটদের দিয়ে খাবার সরবরাহ পদ্ধতি দেখে আকৃষ্ট হন। এরপর সংশ্লিষ্ট রোবট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়ার্জের সঙ্গে বাংলাদেশে রোবট রেস্টুরেন্ট চালুর বিষয়ে আলোচনা করেন। ওই আলোচনার ভিত্তিতেই এটি বাংলাদেশে চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অংশ নেন রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী, এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ, কাস্টমার রিলেশন ম্যানেজার তানভিরুল হক।




Farmers' Field Day held in Kamalnagar

Lakshmipur:

লক্ষীপুরের কমলনগরে খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল খরিপ-২ ২০১৭ইং মৌসুমে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে কমলনগর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে চরজাঙ্গালিয়া এলাকার হাসান আলী আইএফএম কৃষক মাঠ স্কুলে মাঠে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা) মো.আব্দুচ সোবহান।

এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. সফি উদ্দিন।

উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. রফিক উল্যাহ মুরাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুশান্ত কমার দত্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, শাহনেওয়াজ, কৃষক প্রতিনিধি ও সাংবাদিক ছাইফ উল্যাহ হেলাল প্রমুখ।




Khaleda Zia in court

Dhaka: BNP Chairperson Khaleda Zia has arrived at the court to participate in the hearing for the fifth day, defending herself in the Zia Charitable Trust and Zia Orphanage Trust corruption cases.

He arrived at the court at 12:15 pm on Thursday (November 16). Earlier, he left for the court from his residence in Gulshan at 10:45 am.

The BNP chief is scheduled to present his unfinished statement for the fifth day in the court of Judge Dr. Md. Akhtaruzzaman of the temporary court at Alia Madrasa Ground in Baksibazar.




Training on disaster management in Ramgati

Lakshmipur:

A two-day training on disaster management for CPP volunteers was organized by the Cyclone Preparedness Program (CPP) in Ramgati Upazila of Lakshmipur. The concluding ceremony of the training was organized at 10 am on Thursday in the classroom of Ramgati Girls Government Primary School. Earlier, a two-day training on disaster management began on November 15. 45 CPP volunteers participated in this training funded by the Ministry of Disaster Management and Relief. The chief trainer in the said program was CPP Deputy Director (Noakhali Region) Md. Sharafat Hossain Khan. CPP's Thana Team Leader Mainuddin and CPP's Union Team Leader Mir Khabir Uddin Mia were also present at the time. CPP Deputy Director Md. Sharafat Hossain Khan said that through the Cyclone Preparedness Program (CPP) training, volunteers from various units of CPP's upazila will receive proper training and play a great role in all natural disasters like cyclones. Note: Training on management of volunteers organized under the Cyclone Preparedness Program (CPP) will be held in each unit of each union of the district.




Extended meeting of Jubo League in Kamalnagar

 

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা কমলনগর উপজেলা’জেলা পরিষদ ডাকবাংলো’এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহম্মদ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন (এমপি)।

বিশেষ অতিথি ছিলেন, রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবা উদ্দিন হেল্লাল,তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মদ রতন, চরলরেঞ্চ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ইসমাইল হোসেন, চরকাদিরা ইউনিয়ন যুুুুব লীগের সভাপতি সালাহ উদ্দিন  সবুুরসহ প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ এইচ আহসান উল্লাহ হিরণ ও ইয়াছির আরাফাত রাজু। এ সময় বক্তরা বলেন, আগামী ২৩ নভেম্বর জেলা যুবলীগের সম্মেলনকে সফল করতে হলে সবাই ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে কাজ করতে হবে। পাশা-পাশি নেতাকর্মীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।




Chhatra League beats up student for sitting on a bench in Lakshmipur!

নিজস্ব প্রতিনিধি : বেঞ্চে বসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের দালাল বাজার কলেজে এইচ,এস,সি টেস্ট পরীক্ষা দিতে যাওয়া পারভেজ নামের এক ছাত্রকে বেধড়ক পিটিয়েছে ওই কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। সাধারন শিক্ষার্থীদের উপর দলীয় প্রভাব খাটিয়ে নিজেদের আধিপত্য বিস্তারে ছাত্রলীগ নেতা ফারুক, ইমন ও শুভ সহ বহিরাগত আরো কয়েকজন এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে ওই কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।তবে এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ, চরম অসন্তোষ সহ এ নিয়ে মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পারভেজ একই কলেজের এইচ,এস,সি ২য় বর্ষের ছাত্র ও লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র পিয়ন নাজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত পারভেজ জানায়, দালাল বাজার কলেজে এইচ,এস,সি’র টেস্ট পরীক্ষার শিক্ষার্থীদের আসন নির্দিষ্টকরণ না থাকায় প্রতিদিনের মত পারভেজ তাঁর পছন্দমত একটা বেঞ্চে বসে। পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে দুপুর ১:২৫ মিনিটের সময় একই কলেজের ছাত্রলীগের ফারুক খাঁন, ইমন হোসেন, সাগর ওয়াহিদ শুভ সহ বহিরাগত কয়েক জন তাকে বেঞ্চ খালি করতে বলে। পারভেজ তাদের কথা সাড়া না দিলে তাঁকে পিটিয়ে পরীক্ষার হল থেকে বের করে দেয়। পরে সে বিষয়টি শিক্ষকদেরকে জানায়। খবর পেয়ে ছাত্রলীগ’র কলেজ শাখা সভাপতি অনিক এসে বিষয়টি পরে সমাধান করার আশ্বাস দেয়।

এ বিষয়ে দালাল বাজার কলেজের প্রভাষক মোরশেদ আলম জানান, ঘটনার সময় তিনি মসজিদে ছিলেন, পরে এসে তিনি ঘটনা শুনছেন। পারভেজকে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করছেন। পরীক্ষার পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদন্নবী সোহেল জানান, তিনি বিষয়টি শুনেছেন। ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।




Drama to nominate; BNP advisor becomes AL candidate!

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন (ইউপি) পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন নিয়ে নাটক চলছে। এক বিএনপি নেতাকে মনোনয়ন পাইয়ে দিতে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আ’লীগের এমপি মো. আবদুল্লাহ দলীয় কাউন্সিলরদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সভা করা হয়েছে। সেখানে পূর্বপরিকল্পিতভাবে বিএনপির মিশন বাস্তবায়ন করা হয়।

অভিযোগ উঠেছে, ইউনিয়নের কাউন্সিলরদেরকে (ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জন) আটকে রেখে প্রতিজনকে ৫০ হাজার টাকা গুছে দিয়ে এমপির পছন্দের প্রার্থী উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেনের পক্ষে সমর্থন আদায় করেন। আনোয়ার গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছেন। এরআগে বিভিন্নসময়ে তিনি মুসলিম লীগ, জাসদ, জাতীয় পার্টি ও বিএনপি থেকে একাধিকবার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। এনিয়ে ক্ষুদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আনোয়ার হোসেন গত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ভোটে লড়েছেন। তিনি উপজেলা বিএনপির উপদেষ্টার দায়িত্বে রয়েছেন; তিনি এখনও দল থেকে পদত্যাগ করেননি।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের বলেন, এমপি আবদুল্লাহ রামগতিতে বিএনপি-জামায়াত পুনর্বাসন কেন্দ্র করছেন। বিএনপির উপদেষ্টাকে আওয়ামীলীগের মনোনয়ন দিতে তিনি কাউন্সিলরদের আটকে রেখে প্রভাবিত করেছেন। এসময় তাদেরকে নগদ টাকা প্রদান, সৌরবিদ্যুৎ (সোলার) ও মোটা দাগে টিআর-কাবিখা দেয়ার প্রতিশ্রুতি দেয়।

আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ হাওলাদার জানান, এর আগেও ২ বার কাউন্সিলারদের ভোট হয়েছিল।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ বলেন, কাউন্সিলরদেরকে প্রভাবিত করার কথাটি সত্য নয়। আনোয়ার হোসেন ২০১৫ সালে আওয়ামী লীগে যোগদান করেছেন। তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী যাচাই-বাছাই করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




1 arrested for posting derogatory picture of Prime Minister on Facebook in Kamalnagar

Own representative:

Police have arrested a businessman named Mizanur Rahman in Kamalnagar, Lakshmipur, on charges of posting derogatory pictures of Prime Minister Sheikh Hasina and Agriculture Minister Matia Chowdhury on Facebook. He was arrested from Munshirhat Bazar in Charmartin Union of the upazila on Wednesday afternoon. He is the son of Fazal Karim of the area.

Locals said that Mizan, a local BNP activist, son of Fazal Karim of the area, posted a derogatory picture of Prime Minister and Agriculture Minister Matia Chowdhury on Facebook this morning. When local Awami League and Chhatra League leaders and activists informed the police about this, the police arrested him.

Abul Kalam Azad, in-charge of the Hazirhat Investigation Center, confirmed the truth of the incident and said that the matter is being investigated.




Nabanna festival celebrated in Lakshmipur

নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীরে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে সকালে আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে ঢাকের ঢোল, কাঁকের কলসি আর লাঙ্গল হাতে নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে কৃষক-কৃষানী ও গ্রামের বধুরা। পরে কালেক্টরেট বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে রামগতিতে ধান কেটে নবানন উৎসবের উদ্ভোধন করেন আবদুল্লাহ আল মামুন এমপি।

অন্যদিকে লক্ষ্মীরে এর আগে মাঠের ধান মাড়াই দিয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শহওকত হোসেন, সিভিল সার্জন ডাঃ গোলাম মোস্তফা খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. শফি উদ্দিন, বিএম সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ মামুন প্রমূখ।

এদিকে নতুন ধানের চালের বিভিন্ন ধরণের পিঠাফুলীর পসরা সাজিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় কয়েকটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ।




Child laborer Sohel tied to a tree and tortured in Lakshmipur

Staff Correspondent:
লক্ষীপুরে অপকর্মের অভিযোগ তুলে সোহেল মিয়া নামের ১০ বছরের এক শিশু শ্রমিককে গাছের সাথে বেঁধে লাঠি ও ঝাঁড়ু দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জবিউল্যা পাটওয়ারী ও কালু পাটওয়ারীর বিরুদ্ধে।

মঙ্গলবার সদর উপজেলার মান্দারীতে এ ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নির্যাতনের শিকার সোহেল চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের শহিদুল হোসেনের ছেলে ও মান্দারী বাজারের বাবুলের চায়ের দোকানের শ্রমিক।

নির্যাতনের শিকার শিশু সোহেল ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টায় দোকান মালিক বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাগানেই মলত্যাগ করে। এসময় পাশের আমির উদ্দিন পাটোয়ারি বাড়ির মৃত সানু পাটওয়ারীর ছেলে জবিউল্যা পাটওয়ারী ও কালু পাটওয়ারী সোহেলকে ধরে নিয়ে যায়। তাদের গরুর সাথে অপকর্ম করেছে এমন অভিযোগ তুলে শিশু সোহেলকে লাঠি ও ঝাঁড়ু দিয়ে বেধম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

পরে খবর পেয়ে সোহেলের কর্মরত দোকান মালিক মো. বাবুল স্থানীয় মান্দারী বাজারের কয়েকজন ব্যবসায়ী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সোহেলকে ছেড়ে দিতে বলে। এসময় তারা অপকর্মের জরিমানা বাবদ বাবুলের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ করেন বাবুল। পরে বিকেল ৪টায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এই ব্যাপারে জানতে নির্যাতনকারী অভিযুক্ত জবিউল্যা পাটওয়ারী ও কালু পাটওয়ারীকে খোঁজ করেও পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম জানান, শিশু সোহেলকে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগ শুনে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।