UNO conducts midnight operation to protect Hilsa in Kamalnagar

লক্ষ্মীপুর : প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে মা ইলিশ নিধন করতে না পারে সে লক্ষ্যে মধ্যরাতে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে লক্ষ্মীপুরের কমলনগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাসির উদ্দিন সরোয়ার। এসময় ইলিশ ধরার জালে অগ্নিযোগ করা হয়।

সোমবার দিবাগত (২ অক্টোবর) দেড়টার দিকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তিনি অভিযান চালান। কোস্টগার্ড ও মৎস্যবিভাগের কর্মকর্তারা তার সাথে ছিলেন। এসময় ৪ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওযায় তাদের আটক করা যায়নি। পরে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করা হয়। একইভাবে এর আগের দিন রোববার (১ অক্টোবর) রাত ১২ টা থেকে ভোররাত পর্যন্ত মেঘনায় জেগে ওটা নতুন চরে মা ইলিশ রক্ষায় তৎপর ছিলেন তিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, রাতেও যাতে জেলেরা নদীতে ইলিশ শিকার করতে না পারে সে লক্ষে কাজ করছি। ইলিশের উৎপাদ বৃদ্ধিতে প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, রোববার ১অক্টোবর থেকে ২২অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

 




Newly appointed UNO interacts with journalists in Kamalnagar

Lakshmipur: Newly appointed Upazila Executive Officer (UNO) Mohammad Nasir Uddin Sarwar held a meeting with journalists in Kamalnagar, Lakshmipur. The meeting was held at the Spandan meeting room of the upazila on Tuesday (October 3) afternoon. The journalists welcomed him with flowers.

The Upazila Secondary Education Officer (Acting) Md. Touhidul Islam, journalist Sajjadur Rahman, Md. Waji Ullah Jewel, Md. Saif Ullah Helal, Kazi Yunus, Mizanur Rahman Manik, Anwar Hossain, Sana Ullah Sanu, Belal Hossain Jewel, Yusuf Ali Mithu, Mokhlesur Rahman Dhanu, Shahriar Kamal and Ismail Hossain Biplob, among others, spoke at the exchange of views.

At the meeting, journalists presented various problems, developments and prospects of Kamalnagar. Upazila Executive Officer (UNO) Mohammad Nasir Uddin Sarwar sought the cooperation of journalists and assured them of working for the development of the upazila.

Incidentally, the newly appointed UNO Mohammad Nasir Uddin Sarwar was previously Brahmanbaria He was serving as Assistant Commissioner (Land) of Kasba Upazila. After receiving the promotion, he assumed charge as Executive Officer (UNO) of Kamalnagar Upazila on Thursday (September 28).

 

 




Youth commits suicide in Ramgati

লক্ষ্মীপুরের রামগতিতে শাহীনআলম (২৩) নামের এক যুবকের আতœহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮.৩০ টার দিকে সে নিজ বাড়ীর দরজায় একটি রেইনট্রি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। শাহীন পৌর ৭ নং ওয়ার্ডের দুধা বাড়ীর আ: বাকির ছেলে। পারিবারিক সূত্রে যায় শাহীন বিবির হাট এলাকার মিথুন নামের এক মেয়েকে বিয়ে করে। তাদের সংসারে নিপুন নামের ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শাহীনের সাথে তার শশুর বাড়ীর লোকজন ও স্ত্রীর সাথে দ্বীর্ঘদিন থেকে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সে শশুর বাড়ী থেকে এসে আতœহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করেন




Journalism discipline is needed in Lakshmipur: Principal Moin Uddin Pathan

Staff Correspondent:
Lakshmipur Government University College Principal Main Uddin Pathan said, Lakshmipur journalism needs discipline. Now corruption is happening in almost all professions. Therefore, journalists must present news objectively.
He made these remarks as a guest at the Lakshmipur Press Club on the occasion of the 19th birthday of private television Channel I today (October 1) at 12 noon on Sunday.

1
Lakshmipur District AL President Mia Golam Faruk Pinku was present as the chief guest, hosted by Channel i's Lakshmipur correspondent Mohiuddin Murad.
At this time, Mayin Uddin Pathan said, journalism is not a culture now. District-level journalists cannot make a living from this profession. Therefore, they have to be involved in other professions along with journalism.
Senior journalist Md. Kamal Hossain, Laxmipur Bhabaniganj College Principal Shahadat Hossain Riaz, cultural personality and journalist Zakir Hossain Bhuiyan Azad, District Bangabandhu Parishad President Shahjahan Kamal, journalists Shahidul Islam, Touhidur Rahman, Saiful Islam Swapan, Ismail Hossain Jabu, Nazrul Islam Joy, Rubel Hossain, Rakib Hossain Roni, among others, spoke as special guests at the event.




Fire breaks out at Kamalnagar

 
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে জব্দ হওয়া প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ ও ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুরে মেঘনাপাড়ে ইলিশ ধরার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে সকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরয়ার মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। এ সময় জেলেদের ফেলে রাখা জাল ও মাছ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জালে অগ্নিসংযোগ ও প্রায় ২০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।



9 fishermen sentenced to prison in Ramgati for Hilsa poaching

A mobile court has sentenced nine fishermen to one month in prison for violating the ban on catching mother hilsa fish in the Meghna River in Ramgati, Lakshmipur, during the hilsa breeding season.

On Sunday (October 1) afternoon, Ramgati Upazila Nirbahi Officer (UNO) and Mobile Court Executive Magistrate Asgar Ali sentenced each fisherman to one month in prison. During this time, 20,000 meters of electricity network were set on fire.

Those sentenced to prison are Md. Siraj, Md. Dulal, A. Motaleb, Nur Alam, Md. Helal, Raihan, Md. Ershad, Hanif and Ibrahim. They are residents of Ramgati area of Noakhali and Laxmipur.

Ramgati Upazila Assistant Fisheries Officer Md. Kamal Uddin said that in the morning, the police, coast guard and fisheries department led by Upazila Executive Officer (UNO) Azgar Ali conducted a drive in the Chargajaria area of the Meghna River. During this, 9 fishermen were arrested for fishing in violation of the law. 1 boat and 20,000 meters of current net were seized. The seized nets were set on fire and destroyed. Later, the arrested fishermen were produced before a mobile court and each of them was sentenced to one month in prison.




Hilsa fishing and sale banned from midnight tonight

Dhaka:

The harvesting, transportation, storage, marketing or sale of hilsa is being banned across the country from midnight (12am) on Saturday (September 30). The ban will remain in place until October 22.

Anyone who violates this ban will be punished with a minimum of one year to a maximum of two years of rigorous imprisonment or a fine of up to Tk 5,000, or both. A notification in this regard was issued by the Ministry of Fisheries and Livestock on September 19.

It states that according to the Protection and Conservation Fish Act, 1950, the harvesting, transportation, storage, marketing or sale of hilsa has been banned across the country for a total of 22 days (16 Ashwin to 7 Kartik), the main breeding season of hilsa, from October 1 to 22 this year.

The ban period was increased by seven days last year to 22 days. Earlier, it was 15 days. Before 2015, the ban period for catching hilsa was 11 days. It is learnt that anyone who disobeys this order will face a minimum of one year to a maximum of two years of rigorous imprisonment or a fine of up to Tk 5,000, or both.

An official said that this year, the main breeding season will be on the first full moon day of the Ashwin month, and 22 days including the 4 days before and 17 days after it, during the lunar month of Ashwin, which is the month of the moon. This time, the first full moon is on October 5.




Lakshmipur's talented student Syed Rashed Hasan Chowdhury wins gold medal in Turkey

Lakshmipur: A meritorious student of Dhaka University, Syed Rashed Hasan Chowdhury, a meritorious student from Bangladesh studying at Ankara University in Turkey, has received a gold medal for reciting the Quran in Turkey.
He was awarded the gold medal at a ceremony titled 'Return to the Religion and Culture of the Ottoman Sultanate' in Khirshehri, Turkey on September 23.
It is reported that this talented student was specially invited from Ankara, the capital of Turkey, to recite the Quran at the event. He recited the Quran at the event. Everyone present was impressed. He won a gold medal. Top government officials and leaders of various political parties were present at the event. He was also invited to Friday prayers at the Central Mosque of Khirshehri, Turkey. There, he recited the Quran before and after the prayers.
Syed Rashed Hasan Chowdhury is the son of Maulana Ali Hossain, the principal of Matabbar Nagar Madrasa in Kamalnagar Upazila of Lakshmipur and the president of the Upazila Imam Samiti. He obtained the Dean's Merit List of Honor Award degree from the Islamic Studies Department of Dhaka University for his excellent results in undergraduate and postgraduate studies. Later, he was nominated for higher education at Ankara University on a scholarship from the Turkish government. In addition, he has presented his research papers at conferences in different countries of the world. His research work has already been published in various international journals in Türkiye, Cyprus, Poland, the Netherlands and Hungary.




Human chain formed to protest attack on journalist in Lakshmipur

Staff Correspondent:
Journalists working in the district are holding a human chain and protest in front of the Press Club to protest the attack on journalist Rafiqul Islam in Lakshmipur and the false case of terrorist Sumon against Ishmail Hossain Jabu and demand the arrest and trial of UP Chairman Abul Kashem and his followers involved in the attack. The hour-long protest was organized by the Lakshmipur Press Club from 11 am to 12 noon on Saturday. Former general secretary of the Press Club and district representative of ATN Bangla/ATN News Md. Kausar presided over the protest and moderated by district representative of Independent TV and Manab Zamin newspaper Abbas Hossain. Former vice-president of the Press Club MJ Alam, special representative of ATN News Abul Kalam Azad, representative of Soyo TV Md. Mahabubul Islam Bhuiyan, representative of Channel 24 Saiful Islam, journalist Anwar Hossain Babul, editor of local online newspaper Top Sangbad.com Nazrul Islam Joy, and representative of Dainik Banik Rawata Rakib Hossain Roni, among others, spoke. More than a hundred journalists from print and electronic media working in the district town were present at the human chain.
The speakers at the meeting protested and condemned the attack on journalist Rafiqul Islam led by Uttar Jaipur UP Chairman Abul Kashem and the false case fabricated by terrorist Sumon against Ismail Hossain Jabu, demanding a proper investigation into the two incidents and taking legal action against those responsible. Otherwise, the speakers announced a stricter action plan and warned.
It is worth mentioning that on Friday afternoon, Sadar Upazila Awami League General Secretary and Uttarjoypur Union Parishad Chairman Abul Kashem and his followers called local daily Lakshmipur Kantho editor and Manab Kantho district correspondent Rafiqul Islam on his mobile phone and beat him up severely for publishing the news of the atrocities. Currently, journalist Rafiqul Islam is undergoing treatment at Sadar Hospital. Earlier, terrorist Sumon filed a fabricated and fabricated case in court against Daily Khabor district correspondent Ishmail Hossain Jabu.




Health Assistant Association Committee in Lakshmipur

Lakshmipur:
লক্ষ্মীপুরে হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর হাসপাতালের হলরুমে আয়োজন করা হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ এএইচএম ফারুক।
২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাকছুদুর রহমান মানিক, বোরহান উদ্দিন চৌধুরী, বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম আবদুল করিম, আবদুল কাদের, অর্থ সম্পাদক ফিরোজ আলম, দপ্তর সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদক খাদিজা বেগম, সহ-মহিলা সম্পাদক মাহমুদা আক্তার, শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব শরীফ, সদস্য এস এম বদরুদ্দোজা, নিখিল চন্দ্র শীল, আজিজ উল্যাহ সেলিম, ইউছুফ পাটোয়ারী, নিজাম উদ্দিন ভূঁইয়া ও আরিফুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা সংগঠকদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির নেতারা হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের দাবি আদায়সহ মাঠ পর্যায়ের কর্মীদের পাশে সব সময় থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।