For reporting irregularities and corruption

লক্ষ্মীপুর প্রতিনিধি , লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রফিকুল ইসলামকে তার বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে আহত করছে চেয়ারম্যান ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে চেয়ারম্যানের নিজ বাড়িতে।

গুরুতর আহত সাংবাদিক স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক । এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।

শনিবার সকালে হাসপাতালে আহত সাংবাদিক রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এবং তার ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দূর্নীতি নিয়ে স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোবাইল ফোনে তার বাড়িতে সাংবাদিক রফিককে ডেকে নয়। এ সময় চেয়ারম্যান ও তার লোকজন সাংবাদিক রফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

এ দিকে সম্প্রতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে একই কায়দায় তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে বেদম মারধর করে টয়লেটে আটকিয়ে রাখে আবুল কাশেম চৌধুরী।
সাংবাদিক রফিকুল ইসলামের উপর হামলার ঘটনায় জেলায় কর্মরত সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে ঘটনার সাথে জড়িত চেয়ারম্যান ও তার বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।

হামলার ঘটনায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 




Journalist harassed with false case in Lakshmipur

 

Staff Correspondent:
An allegation has been made against Mohiuddin Suman, the scoundrel son of Haji Nurul Islam of Dhangazi Hawladar Bari in ITiatoli village of Sadar upazila, for filing a false and baseless harassment case against journalist Ismail Hossain Jabu, who was the executive editor of the national daily Khabor and the local daily Manab Kalyan while performing his professional duties in Lakshmipur.

It is learned that last Sunday (September 17), Sumon tried to forcibly occupy 13 percent of the land of his two brothers Kamal and expatriate Akter Hossain in 804 plots of land with 4 khatians in Atiatoli Mouza No. 88 under Lakshmipur Sadar Upazila. At that time, Ismail Hossain Jabu and some journalists went to the spot after receiving the news. When they took pictures on camera, Sumon became angry and at one point he was beaten up. In order to prevent these incidents from being reported, he filed a false case against the journalists. There are allegations of terrorism, extortion and various misdeeds against Sumon in the area. In addition, there are allegations against him that he is harassing the helpless and innocent people of the area by giving various false garlands.

Journalist Ismail Hossain Jabu said that terrorist Sumon went to forcibly occupy the land of his two brothers Kamal and expatriate Akter Hossain. At that time, some journalists along with me received the news and went to the spot and took pictures of the forcible occupation of the land, and Sumon became angry and filed a false and harassing case to cover up the incident.
After searching the area, it was found that there are 8/10 cases against him, including terrorism and extortion. Moreover, he is harassing people by filing false cases. The journalist demanded that legal action be taken against Sumon by conducting a proper investigation into this matter and uncovering the real facts.

It was not possible to obtain Suman's statement on this matter as his mobile phone was switched off.

 




Jubo League leader's indecent behavior with chairman in Kamalnagar, protest in protest

Lakshmipur:
The local people have staged a protest against the indecent behavior of Hazirhat Union Parishad (UP) Chairman and Upazila Awami League Senior Vice President Nizam Uddin and Upazila Jubo League Joint Convener Ahsan Ullah Hiron in Kamalnagar Upazila of Lakshmipur.

A protest procession took out at Hazirhat Bazaar in Kamalnagar Upazila Sadar on Thursday (September 28) afternoon. The procession started from the UP office and circled the market. Local leaders and activists, UP members and people from different walks of life participated in it. Later, they met at the Union Parishad office for a protest rally.
U
Hazirhat Union Parishad Chairman Nizam Uddin, District Parishad member and Jubo League leader Rigyas Uddin Molla, Upazila Awami League Publicity Secretary Md. Raihan, Hazirhat Union Jubo League convener and UP member Apel Mahmud, UP member Md. Selim, UP member Md. Harun and Upazila Jubo League member Amir Hossain Shipon among others spoke at the protest rally.

The speakers said that Jubo League leader Hiron cannot behave in such an indecent and obscene manner towards a public representative. They demanded that local MP Abdullah Al Mamun take necessary action in this regard.

UP Chairman Nizam Uddin said that in the last Zilla Parishad election, Jubo League leader Hiron was a candidate. He has been angry since he was not voted for in that election and lost the election. On the night of Wednesday (September 27), Abdullah Al Mamun, MP from Lakshmipur-4 (Ramgati-Kamalnagar) constituency, went to visit the puja mandap. During this time, he behaved indecently and used obscene language over a trivial incident. Due to which the local people and party leaders and activists staged a protest and rally.

Upazila Jubo League joint convener Ahsan Ullah Hiron said that UP Chairman Nizam Uddin pushed Kamalnagar Upazila Jubo League former president Fazlul Haque Sabuj while he was visiting the puja pavilion. There was an argument with him over this incident. The matter of indecent behavior is not true.

 




Rally on International Right to Information Day in Lakshmipur

Lakshmipur: A rally and discussion meeting were held in Lakshmipur to mark International Right to Information Day.
On Thursday (September 28) morning, a colorful rally was organized by the Conscious Citizens Committee (Snac) and in collaboration with the district administration to mark the day.
The rally started from the Sadar Upazila Parishad premises and ended in front of the Collectorate building.
Later, a discussion meeting was held in the District Commissioner's conference room.
Deputy Commissioner Homayra Begum was the chief guest at the event, chaired by Additional Deputy Commissioner Sheikh Murshidul Islam.
Local Government Deputy Director Mir Shawkat Hossain, Additional Superintendent of Police Anirban Chakma, Sadar Upazila Executive Officer (UNO) Mohammad Nuruzzaman and District Information Officer Abdullah Al Mamun were present.




A-League-Jubeir League face off in Kamalnagar in presence of MP

Lakshmipur:
A clash broke out between the Awami League and Jubo League in Kamalnagar, Laxmipur, over the sitting at a puja mandap in the presence of an MP. The incident took place at around 8:45 pm on Wednesday (September 27) in Hazirhat Bazar in front of Hazirhat Sri Sri Hari Narayan Sevashram in the upazila. Police present at the spot brought the situation under control.

The incident has caused pent-up anger among market traders, worshippers and the general public. However, eyewitnesses said that tensions have been rising between the Awami League and the Jubo League.
Former Kamalnagar Upazila Jubo League president Fazlul Haque Sabuj said,
Abdullah Al Mamun, MP for Lakshmipur-4 (Ramgati-Kamalnagar) constituency, visited the Hazirhat Bazar Puja Mandap.
At that time, Upazila A'League Senior Vice President and Hazirhat Union Parishad Chairman Md. Nizam Uddin suddenly pushed him with both hands. Later, after the event, Fazlul Haque Sabuj and Jubo League joint convener Ahsan Ullah Hiron informed the MP about the matter.
During this time, UP Chairman Md. Nizam Uddin, Haji Harun Rashid and Jubo League leader Hiron had an argument, inappropriate behavior and a fight between them, which was controlled by the police present.
Meanwhile, Kamalnagar Upazila AL Senior Vice President and Hazirhat Union Parishad Chairman Md. Nizam Uddin denied the incident.
He said, "No such incident of Sabuj and Hiran has happened to me."
Multiple attempts to contact Lakshmipur-4 (Ramgati-Kamalnagar) MP Mohammad Abdullah Al Mamun on mobile phone to inquire about the incident were unsuccessful.




New committee of Kaler Kantha's Shuvo Sangha

 

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রত্যয় লক্ষ্মীপুর প্রতিনিধি সর্বনাশা মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলনগড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘের লক্ষ্মীপুর জেলার নতুন কমিটি।

গত মঙ্গলবার বিকেলে ভালো কাজে সবারপাশে শ্লোগান নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভার শুরুতে কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি কাজল কায়েস শুভসংঘ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিনডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত ও সাধারণসম্পাদক হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় লক্ষ্মীপুর জেলা’র সংগঠক মেহেরুল হাসান রাজুকে মনোনীত করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান, সৈয়দ মোজাম্মেল হক মিলন, মোশারফহোসেন পাটওয়ারী ও এম এ রহিমকে।কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনমৃধা, হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্যাহ সানু, আকরাম হোসেন তকি, সাংগঠনিক সম্পাদক মোঃহাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন বাবলু, কোষাধ্যক্ষরেজাউল করিম পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজামউদ্দিন রুপক, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, ক্রীড়াসম্পাদক ফজলে রাব্বি, নারী বিষয়ক সম্পাদক ইসমত আরা আখিঁ,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আবেদ রাজু, সমীর কর্মকার, জামালউদ্দিন রাফি, মারুফ বিন জাকারিয়া, ফয়েজ আহমদ, উজ্জল মজুমদার,তায়েব উদ্দিন শান্ত, মিনহাজ হোসেন পাভেল, আলিম উদ্দিন পিন্টু,সুমন দাস ও জোবায়েদ হোসেন বাবু।সভায় বক্তারা বলেন, তরুণ প্রজম্ম প্রতিনিয়ত সর্বনাশা মাদকেআক্রান্ত হচ্ছে। এনিয়ে ঘরে-ঘরে অশান্তি দেখা দিয়েছে। এর থেকেমুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক ওপারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষএগিয়ে আসলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।




Youth arrested for insulting Bangabandhu and Prime Minister in Ramgati

 

Lakshmipur:
Police have arrested a young man named Md. Raihan Uddin (25) in Ramgati, Lakshmipur, for insulting Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina on Facebook.

On Wednesday (September 27) afternoon, Upazila Jubo League President Mejbah Uddin (VP Helal) filed a case against him at Ramgati Police Station under the Information Technology Act. Earlier, police arrested Raihan Uddin from his own house on Tuesday night.

Raihan Uddin is the son of Abul Hasem of Tumchar village in Char Ramiz Union of Ramgati Upazila.

The plaintiff in the case, Upazila Jubo League President VP Helal, said, "Recently, the young man insulted Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina in the comments box of the status of Upazila Awami League General Secretary Abdul Wahed and my personal social media Facebook ID. When I complained to the police station about this, the police arrested him."

Ramgati Police Station Officer-in-Charge (OC) Iqbal Hossain said a case has been filed at the police station regarding the incident. He will be arrested and sent to court in that case.




Assembly and inauguration of the Secondary Teachers' Association in Kamalnagar

Lakshmipur: An introduction meeting and inauguration ceremony for the newly elected committee of the Secondary School Teachers' Association has been organized in Kamalnagar, Lakshmipur.
The rally was organized on Wednesday (October 27) afternoon at the Upazila Toaha Memorial Girls' High School grounds.
At the beginning of the program, the leaders of the newly elected teachers' association welcomed the chief guest with flowers.
Lakshmipur-4 (Ramgati and Kamalnagar) MP Mohammad Abdullah Al-Mamun (MP) was the chief guest, with AKM Zahed Billah, president of the Upazila Secondary Teachers' Association and principal of Towaha Smriti Girls' High School, in the chair.
Special guests were Kamalnagar Upazila 14-Party Unity Alliance President Advocate Anwarul Haque, Kamalnagar Police Station Officer-in-Charge (Investigation) Mohammad Alamgir Hossain, Upazila Education Officer (Acting) Mohammad Touhidul Islam, former headmaster Master Mohammad Altaf Hossain, Torabganj Union Parishad Chairman Faisal Ahmed Ratan, and Charmartin Union Parishad Chairman Mohammad Yusuf Ali Mian Bhai.
Meanwhile, at the meeting of the teachers' association, the chief guest assured of providing a grant of 1 lakh taka for the development of the association and later on, financial assistance including land for the construction of the organization's building.
Moderated by Mohammad Mizanur Rahman Manik, Vice-President and Headmaster of the Secondary Teachers' Association, the event was addressed by freedom fighter Master Mohammad Mofiz Ullah, Assistant Teacher of Charjangalia SC High School Tapas Chandra Das, and Assistant Teacher of Fazumiarhat High School Mohammad Abul Kalam, among others.




Inauguration of house construction work in Ramgati

Lakshmipur:

“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ” এমন শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যেগের মধ্যে অন্যতম আশ্রয়ন প্রকল্প-২ সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ কাজের  উদ্ভোধন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সন্মেলনকক্ষে শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুর ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম।বক্তব্য রাখেন বড়খেরী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, রমিজ ইউপি চেয়ারম্যানগোলাম সারওয়ার, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমূখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ রামগতি উপজেলাধীন ২৩৯ টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন।




লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী আনোয়ার হোসেন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ১১ টার দিকে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম স্থানীয় মৃত আব্দুর ছাত্তার হাওলাদেরের মেয়ে।
পুলিশ ও নিহতের চাচাতো ভাই কালু হাওলাদার জানায়, রায়পুর উপজেলার মোল্লার হাটের আখন বাজার এলাকায় দশ বছর পূর্বে শাহিদা বেগম ও আনোয়ারের বিয়ে হয়। এর পর থেকে আনোয়ার ঘর জামাই হিসেবে তার শশুর বাড়িতে থাকতেন। রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যা, এঘটনায় তার স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।