লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল্যয়ন পরীক্ষা

Lakshmipur:

আলোকিত মানুষ চাই, এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) Ñ এর উদ্যেগে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে সকল মাদ্রাসা ও স্কুলে বার্ষিক মূল্যয়ন পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা সাড়ে ১১ টায় এ মূল্যয়ন পরীক্ষা পরিদর্শন করেন কমলনগরে প্রোগ্রাম কো-অডিনেটর কাজী মঞ্জুর হোসেন , রামগতিতে প্রোগ্রাম অফিসার পিন্টু কুমার ও শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী।

শিক্ষার্থীরা জানান, এ আয়োজনের মাধ্যমে উন্নত মানের ইংরেজী ও বাংলা বই অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। নতুন নতুন শব্দ আয়ত্ব করে শব্দ ভান্ডার সমৃদ্ধ ও পাঠের প্রতি মনোযোগী হচ্ছি।

শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী জানান. উন্নত মানবিক চেতনা, বড় স্বপ্ন, দৃষ্টিভঙ্গি ও মুল্যবোধ সঞ্চারিত করতে পারলে শিক্ষার্থীরা আধুনিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি পাঠ্যপুস্তুকের বাইরে এ ধরনের মূল্যয়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে সফল হবে।




লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ

Staff Correspondent:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্লাহ ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মো. আইয়ুব আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অপহরণ করছে সন্ত্রাসীরা। রোববার ভোররাতে চরগজারিয়ার চেয়ারম্যান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ সকালে মৌলভী চর এলাকায় অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়খালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজক বলে জানিয়েছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল জানান, আইয়ুব আলী চরআবদুল্লাহ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। খোকন বাহিনীর সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা না দেয়ায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে যায় খোকন বাহিনীর সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এছাড়া আইয়ুব আলী ওই ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত যুবলীগ নেতাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীর চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুপানোর চিহ্ন রয়েছে। আইয়ুব আলীর অবস্থায় আশংকাজনক। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।




Meghna river protection dam collapses for the fourth time in Kamalnagar!

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখাদিয়েছে । এ নিয়ে গত তিন মাসে নির্মাণাধিন বাঁধে চার বার ধসনামে । অনিয়মের মধ্য দিয়ে নিন্মমানের কাজ করায় বার-বার বাঁধে ধস নামছে বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কমলনগরের মাতাব্বরনগর মেঘনা নদীর তীর রক্ষা বাধে গিয়ে দেখা যায়। বাধের দক্ষিণে অংশ ধসে গেছে । এতে ওই বাধের প্রায় ১০০ মিটার নদীতে ধসে পড়েছে। তাৎক্ষণিক ধস ঠেকাতে ঠিকাদারী প্রতিষ্ঠান বালু ভর্তি কিছু জিও ব্যাগ ডাম্পিং করেছে। এর আগে দুপুরে তীর রক্ষা বাধে ধস নামে। একই ভাবে কয়েক দিন পর-পর নদীর তীর রক্ষা বাধে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান তীর রক্ষা বাঁধে নদীর ভিতরে ৪৫ মিটার জিও ব্যাগ (বালু ভর্তি বিশেষ ব্যাগ) ও ব্লক যাথযথভাবে ডাম্পিং না করে বাঁধ নির্মাণ করে। এছাড়াও নিম্মমানের বালু ও জিও ব্যাগ ব্যবহারের অভিযোগ রয়েছে। যে কারণে জুন মাসের শেষের দিকে বাঁধে প্রথমবার ধস নামে। এরপর ২৬ জুলাই ফের ধস নামে। পরবর্তীতে আগস্টে মাসেও আবার ধসনামে।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকে বাঁধ নির্মাণ কাজ অনিয়মের মধ্যে হয়ে আসছে। যথাযথ বালু ও জিও ব্যাগ ব্যবহার না করে নিন্মমানের ব্যবহার করায় এনিয়ে চার বার তীর রক্ষা বাধে ধস নেমেছে। এছাড়াও অন্যত্র থেকে মা্টি সংগ্রহ করে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও নদীর তীর থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় বার-বার বাধে ধস নামছে।ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এজিএম মাসুদ রানাবলেন, নদীতে পানির উচ্চতা বেড়েছে। তীব্র জোয়ারও আছে। ভাটার টানেবাধে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেছি । আশা করছি বাধ এখন ঝুঁকি মুক্ত।
এ ব্যাপারে রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলীর সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করা হয়েছে। তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। ২০১৪ সালে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়সরকার। বরাদ্দকৃত টাকায় কমলনগরে এক কিলোমিটার, রামগতির আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার ও রামগতিরহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার বাঁধ নিম্মাণ হওয়ার কথা। ২০১৫ সালের ১ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৯ইঞ্জিনিয়ারি কনস্ট্রাকশন ব্যাটালিয়ন আলেকজান্ডার এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ শুরু করে সাড়ে তিন কিলোমিটার সফলভাবে বাস্তবায়ন করে। এদিকে ওই বরাদ্দ থেকে ৪৮কোটি টাকায় কমলনগরে এক কিলোমিটার কাজ পায় নারায়নগঞ্জ ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং লিঃ। অর্থবরাদ্দের দুই বছর পর ২০১৬ সালের শুরুর দিকে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে দিয়ে কাজ শুরু করে।

কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে ধস, নিম্মমানের কাজের অভিযোগ

কমলনগরকে রক্ষা করা যাবে তো!




Distribution of scholarships and materials among meritorious students in Lakshmipur

Staff Correspondent:
Educational materials were provided to meritorious students of Pratapganj High School in Lakshmipur and scholarships were provided to economically backward poor students. The program was organized at the school auditorium on Saturday at 11 am.
The scholarship awarding and educational material distribution ceremony organized by the Dhaka Forum of Pratapganj High School alumni was presided over by the President of the School Managing Committee, freedom fighter Alhaj M Alauddin.

The chief guest was eminent industrialist and former student of the school, Saidur Rahman. The special guests were Dr. Md. Nazrul Islam, former student of the school and child health specialist, Makshudur Rahman Swapan, eminent industrialist and former student of the school, Omar Faruk Bachchu, Deputy Assistant Land Officer of Dhaka, Convener of Dhaka Forum of Former Students and Deputy Director of Narsingdi Agriculture Department, Agriculturist Dr. Md. Jamal Uddin, Supreme Court lawyer, Adv. Helal Amin, General Secretary of Chandraganj Bazar Management Committee, Mao: Md. Abdul Quddus. The welcome speech was delivered by the school's headmaster, Md. Sirajul Islam.
The program, moderated by Mohiuddin Bulu, joint convener of the school's alumni forum, was also attended by former student and retired audit and account officer Md. Nurnabi, vice-president of Lakshmipur District National Party Shamsuddin Patwari, former student and headmaster of Pratapganj Government Primary School Kazi Md. Mostafa Kajal, police officer cadet Mohiuddin working in the intelligence wing of the Police Headquarters, former student and president of Chandraganj Press Club, journalist Md. Ali Hossain, president of the Lakshmipur District Branch of the Ex-Cadet Association Nasir Uddin, former students Kamruzzaman Nizam, Babul Hossain and Ainul Ahmed Tanvir, among others.
After the discussion, the guests distributed cash and educational materials as scholarships among 63 students from grades 6 to 10. A large number of students, parents, and teachers of the school were present at the time.




Triennial conference of the Teachers' Association in Lakshmipur

Staff Correspondent:
The triennial conference of the Lakshmipur district branch of the Bangladesh Teachers' Association (Principal Md. Kamruzzaman) has been held. The conference was organized at the hall of Lakshmipur Collegiate High School on Friday (September 22) afternoon under the initiative of the District and Sadar Upazila Teachers' Association.
Lakshmipur District Branch President Md. Momin Ulya presided over the event, with Municipality Mayor M. A. Taher as the chief guest.
The conference was inaugurated by Lakshmipur Government College Principal Main Uddin Pathan.
Moderated by District Teachers' Association Organizing Secretary Kamrul Islam, the conference was addressed by Bangladesh Teachers' Association Central President Principal MA Awal Siddiqui, Vice President Shafi Ulya Khan, District Awami League Organizing Secretary Advocate Abul Bashar, Judge's Court Assistant PP Advocate Babu Premdhan Majumder, Yusuf Jalal Kismat, former District Chhatra League President Abul Kashem Mizan and District Independence Teachers' Council Convener Mahbubur Rashid Chowdhury. In addition, the principals and assistant principals of secondary educational institutions in the district were present at the conference.
The speakers said that teachers should always strive to improve the quality of education and implement digital education in all fields. They called on the people to gather under the flag of the Bangladesh Teachers' Association led by the late teacher leader Kamruzzaman to demand the nationalization of teachers' jobs.




Protest in Kamalnagar against Myanmar genocide

লক্ষ্মীপুরঃ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) আছর নামাজের পর তোরাবগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশটি তোরাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার প্রদিক্ষণ শেষে বাজারের কৃষ্ণচূড়া চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।এ সময় প্রায় ২ সহ¯্রাধিক সাধারণ মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ কারামতিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম শামীম, স্থানীয় আশরাফুল উলুম মাদরাসা পরিচালক মাওলানা মানজুরুল হক, তোরাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুজ্জাহের ভুইঁয়া, ফরাশগঞ্জ ফয়েজ আম আলীম মাদরাসার শিক্ষক মাওলানা মমিন উল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতাকর্মী মোঃ হারুন অর রশিদ, আরিফ হোসেন প্রমুখ।

পরে সমাবেশে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া ও মুনাজাত করেনতোরাবগঞ্জ বাজার জামে মসজিদ খতিব মাওলানা মহসিন।




 Rape case in Kamalnagar over money transaction!

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকা আদায়ে আইনি নোটিশ করায় এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ব্যবসায়ী আবু তাহেরকে (৪২) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এনিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেছে স্থানীয় লোকজন। প্রতিবাদে তারা করুনানগর বাজারে বিক্ষোভ মিছিলও করেছে।

এবিষয়ে ঘটনাস্থল চরজাঙ্গালিয়া গ্রাম ও করুনানগর বাজারে গিয়ে ব্যবসায়ী, স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়। এসময় মামলাটি সম্পূর্ণ সাজানো বলে তারা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানায়, ছেলেকে বিদেশ পাঠানোর কথা বলে ২০মে উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের অঞ্জন চন্দ্র দাস আবু তাহেরের কাছ থেকে তিন লাখ টাকা ধার নেয়। এসময় তিন মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করার কথা বলে নিজের সোনালী ব্যাংক কমলনগর শাখার (হিসাব নম্বর-১০০০১৩১৫৯) একটি চেক দেওয়া হয়। পূর্ব নির্ধারিত ২২ আগস্ট তাহের চেক নিয়ে ব্যাংকে গিয়ে দেখেন, ওই হিসেবে টাকা নেই। ব্যাংক থেকে চেকটি ফেরত দেওয়া হয়। পরে ২৭ আগস্ট ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজওনার করেন। পরদিন তাহেরের পক্ষে লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবি আব্দুল ওদুদ আইনি নোটিশ পাঠান অঞ্জন চন্দ্র দাসকে। এসময় ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ করার জন্য বলা হয়। নচেৎ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অঞ্জন।

মামলার এজাহারে বলা হয়, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে অঞ্জন চন্দ্র দাসের স্ত্রী (৩৫) বাড়ির পাশে পুকুর ঘাটে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আবু তাহেরসহ অজ্ঞাত ৩-৪ জন তার মুখ চেপে ধরে। পরে তাহের জোরপূর্বক তার মুখ বেঁধে ফেলে। এসময় অন্যদের সহযোগীতায় একাধিকবার ধর্ষণ করা হয়। পরে খোঁজাখুজি করে ঘটনাস্থল থেকে তাকে বিবস্ত্র অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর অঞ্জনের ভাই সুদীপ চন্দ্র দাস বাদী হয়ে কমলনগর থানায় মামলায় দায়ের করেন। এতে আবু তাহেরের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়।

তাহের প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত করুনানগর বাজারের মো. মনিরের মুদি দোকানের সামনে কাঁচামাল বিক্রি করেন। রোববার সাপ্তাহিক বাজার সেখানে। ওইদিন বিকেল থেকে রাত ১১ টায় পর্যন্ত তিনি কেনাবেচা করেছেন। অথচ মামলায় বলা হয়েছে, ওইদিন সন্ধ্যায় চরজাঙ্গালিয়া গ্রামে তিনি ধর্ষণ করেছেন।

 

সরেজমিনে চরজাঙ্গালিয়া গ্রাম ও করুনানগর বাজারের গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, তাহের পাওনা টাকা আদায়ের জন্য অঞ্জনকে চাপ দিয়ে আসছে। স্থানীয়দের দিয়ে টাকা উদ্ধারে চেষ্টা চালিয়েও তিনি ব্যর্থ হন। এজন্য সম্প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ধর্ষণ নাটক সাজানো হয়। আর ঘটনার সময় তাহের বাজারেই ছিলেন। শত-শত লোক তাকে বাজারে দেখেছেন।বাজার থেকে ঘটনাস্থলে যেতে এক-দেড় ঘন্টা সময় লাগবে। পরিকল্পিতভাবে তাবে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে। ষড়যন্ত্রমূলক মামলায় তাহেরকে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে স্থানীয় লোকজন বুধবার করুনানগর বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

পুলিশ হেফাজতে আবু তাহের সাংবাদিকদের বলেন, পাওনা টাকা চাওয়াই আমাকে মিথ্যা মামলায় জেলে আসতে হয়েছে। আমাকে মঙ্গলবার গ্রেফতার করার পর থানায় নিয়ে পুলিশ বেদম পিটিয়েছে। এখন হাত-পাসহ পুরো শরীরের ফোলা-জখম রয়েছে। আমি মামলাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

মামলার বাদী সুদেব চন্দ্র দাস বলেন, আমার ভাইয়ের সাথে তাহেরের লেনদেনের ঘটনা সত্য। মিনতি রানী ধষর্ণের কথা বলায় আমি বাদী হয়ে মামলা করেছি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটিকে এখনই ধর্ষণ বলা যাবে না। তবে প্রাথমিকভাবে যৌনাঙ্গে আঘাতের আলামত পাওয়া গেছে। তবে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, প্রতিবেদন হাতে পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিন উদ্দিন বলেন, এ মামলার প্রধান আসামি তাহেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরিক্ষা করানো হয়। পুলিশ হেফাজতে আসামিকে পেটানোর অভিযোগ সঠিক নয়। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।




Pakistan army is behind the violence in Arakan State... Lakshmipur DIG Monir-uz-Zaman

Lakshmipur: DIG of Chittagong Range of Bangladesh Police Dr. SM Monir-uz-Zaman said, the Pakistan army is behind the violence that has arisen in Arakan State. The Pakistani army is leading this violence. They are using the power of the Razakars of Pakistan in 1971 to create an unstable environment in Bangladesh before the next parliamentary elections and to oppose how our independence and sovereignty can be endangered.

He made these remarks while speaking as the chief guest at an anti-drug and anti-terrorism rally organized by the District Community Policing at the Lakshmipur Adarsh Samad premises on Wednesday (September 20) afternoon.

Lakshmipur District Police Superintendent ASM Mahatab Uddin and the meeting moderated by District Community Policing General Secretary Zakir Hossain Bhuiyan Azad, Lakshmipur District Council Chairman Md. Shahjahan, Lakshmipur Municipality Mayor Abu Taher, Lakshmipur District Awami League President Golam Faruk Pinku, General Secretary Advocate Nur Uddin Chowdhury Nayan, Lakshmipur Muktijoddha Commander (Acting) Kajal Kanti Das, Lakshmipur Government College Principal Main Uddin Pathan and Lakshmipur Community Policing President Syed Ziaul Huda Apu spoke at the meeting.

District Civil Surgeon Mostafa Khaled Ahmed, RAB-11 Laxmipur Camp In-charge Jasim Uddin, Additional Superintendent of Police Anirban Chakma, Assistant Superintendent of Police (Circle) Shah Newaz and Officer-in-Charge (OC) of Sadar Police Station Lokman Hossain were present at the time.

Besides, a large number of people from various unions of Sadar, Raipur, Ramganj, Ramgati, Kamalnagar and Chandraganj participated in the rally.




Widow's mother's press conference: Allegation of framing freedom fighter's son in murder case in Kamalnagar

Lakshmipur
In Kamalnagar, Laxmipur, there have been allegations of harassment against freedom fighter Md. Mohsin's son Mahmudul Hasan Hiroo by accusing him in a murder case. The family has demanded a judicial investigation into the case and has sought the intervention of the administration. The demand was made at a press conference at the Kamalnagar Press Club on Wednesday (September 20) afternoon.
In a written statement to the press conference, Rebecca Mohsin said that the husband of a freedom fighter from Char Jangaliya village in the upazila, Md. Mohsin, died in 2012. He was a teacher at Hazirhat Millat Academy. For a long time, her husband's half-brother (brother-in-law) Md. Chana Ullah had been in a dispute with the tehsildar over land. After her husband's death, Chana Ullah proposed marriage to her to seize the property. When she did not agree, she resorted to various conspiracies. On May 29, 2016, Md. Maqsud (26), a peon of the Freedom Fighters Club in the Char Lawrence area, went missing. Eight days after the incident, the police recovered his melted body from inside the safety tank of Chana Ullah's house. In this incident, the deceased's brother Belal Hossain filed a case with the police station that night, accusing 4-5 unknown people. His son's name was not in the complaint in the case. Later, a group of criminals including Chana Ulya managed to get the police to file a final report (chargesheet) in court, accusing her son Mahmudul Hasan Hiru as the third accused.
He further said, "My son is not involved in the murder. I also want justice for those involved in this murder. Only a judicial investigation by examining the evidence seized to unravel the mystery of the murder and examining it will reveal the real incident." For this reason, he has sought the intervention of the administration.

 

 




Khokan, the head of the Khokan force in Ramgati, was arrested.

Lakshmipur:
লক্ষ্মীপুরের রামগতির খোকন বাহিনীর প্রধান দস্যু খোকনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ার কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট বোরহান উদ্দিন অভিযান চালিয়ে ঘাসিয়ার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে পাঁচটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, বেশকিছু দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রামগতির চর আবদুল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি খোকন। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি, ভোলার তজুমুদ্দিন ও নোয়াখালীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও ধর্ষনসহ ১৮-২০টি মামলা রয়েছে।

রামগতির চরগজারিয়া, চর আবদুল্লাহসহ মেঘনা নদীতে খোকন বাহিনী ত্রাসের রাজত্ব গড়ে তোলে। বিভিন্ন সময়ে তার অস্ত্রধারী বাহিনী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে খুন, ডাকাতি, ধর্ষণ করার অভিযোগ রয়েছে।