Schedule of 15th Teacher Registration Exam

The time for the preliminary and written examination of the 15th teacher registration has been fixed. The Non-Governmental Teachers Registration and Certification Authority (NTRCA) announced this information in a notification.

The notification said that the preliminary examination for school and school stage-2 will be held on Friday, April 19 from 10 am to 11 am and the preliminary examination for college level will be held from 3 pm to 4 pm. In addition, the written examination for school and school stage-2 will be held on Friday, July 26 from 9 am to 10 am. And the written examination for college level will be held on July 27.
The admit card for the preliminary examination of registration will be uploaded on the website and candidates will be informed about it by sending SMS. The admit card will mention the venue and date of the preliminary examination.

It is worth noting that the notification for the 15th Teacher Registration Examination was published on November 28 for the recruitment of teachers in private educational institutions. Due to litigation, the NTRCA published the notification for this examination after about a year. After that, the online application process started from December 5 and continued till December 26.




Discussion on Bangabandhu's birth anniversary and National Children's Day in Lakshmipur

A discussion was held in Laxmipur on the 99th birthday of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children's Day. On Sunday (March 17), at 10 am, at the initiative of the Bangladesh Independent Ebtedayi Madrasa Teachers' Association Laxmipur District Branch, the discussion meeting was held at the Bhabaniganj Gaza Independent Ebtedayi Madrasa. The chief guest was Maulana Abdur Rahim, President of the Bangladesh Independent Ebtedayi Madrasa Teachers' Association Laxmipur District Branch, and the special guest was General Secretary Mohammad Saif Ullah Helal. Master Mohammad Abu Yusuf, Maulana Abdul Motaleb, Maulana Abul Kalam Azad, Nizam Uddin, and others spoke.

The meeting was presided over by Maulana Abdur Rab, Sadar Upazila President.




Youth arrested for sexually harassing 5-year-old child in Kamalnagar

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ৫ বছরের এক শিশুকে ইজিবাইকে তুলে যৌন হয়রানি করার অভিযোগে চালক মো. বাবলুকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (১৭ মার্চ) বিকালে হাজিরহাট পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাবলু চর ফলকন গ্রামের সামছুদ্দিনের ছেলে। সে হাজিরহাট মাতাব্বরহাট সড়কে ভাড়ায় ইজিবাইক চালায়। স্থানীয়রা জানায়, শিশুটি চকলেট কিনতে বাজারে আসার সময় বাবলু তাকে জোরপূবর্ক ইজিবাইকে তুলে নেয়। অন্যযাত্রী না থাকায় শিশুকে যৌন হয়রানি করে। কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




BMSF Kamalnagar Upazila Branch Conference, President Tarek, Secretary Noman

 Kamalnagar Correspondent: The Kamalnagar Upazila Conference of the Bangladesh Mofusal Journalists Forum (BMSF), formed to realize the 14-point demands of journalists and establish greater unity among journalists across the country, has been held in Lakshmipur district. The conference was held at the Kamalnagar Upazila branch BMSF meeting room at 7 pm on Friday, March 15, 2019. On this occasion, Kamalnagar Upazila branch convener Ismail Hossain Biplob presided over the conference, conducted by member secretary Ariful Islam (AI Tarek), and Kamalnagar Police Station Officer-in-Charge Md. Iqbal Hossain was the chief guest. Upazila No. 5 Char Falkon Union Parishad Chairman Haji Harunur Rashid and Hazir Hat Bazar Banik Samity President Haji Syed Ayub Ali were the special guests. Among others, the meeting was addressed by Shariful Islam Bablu Bangla, Organizing Secretary of Kamalnagar Reporters Club, Kazi Delwar Hossain, Joint Convener of BMSF Kamalnagar Branch, BMSF Kamalnagar Branch Member, Nasir Uddin Mahmud, Sirajul Islam, etc. With the unanimous consent of the journalists present at the conference, the Kamalnagar Upazila Full Committee of BMSF was declared with Ariful Islam (AI Tarek) as the President, Muhammad Noman Siddiqui, Joint Editor of Shikshapata 24.com, as the General Secretary, Nasir Uddin (BSC) as the Vice President and Md. Sirajul Islam as the Joint General Secretary. At that time, a 5-member Vice-Advisory Council was formed with Ismail Hossain Biplob, former Upazila Convener and President of Kamalnagar Reporters Club, as the Head. At the conference, the leaders called for the establishment of a large unity among journalists in the country and the movement to realize their demands under the flag of BMSF.




I see my mother's shadow in the Prime Minister: VP Nur

Dhaka: Nurul Haque Nur, the newly elected vice-president (VP) of Dhaka University Central Students' Union (DUCSU), sees a shadow of his mother in Prime Minister Sheikh Hasina.

Nur made this statement during a speech during an exchange of greetings with the Prime Minister at Ganabhaban, her residence, on Saturday (March 16) afternoon.

She said, "I lost my mother at the age of two and a half. As a child, I saw the shadow of my mother in one of my school teachers. In another, I found motherhood, in the Prime Minister, I found the shadow of motherhood."

Stating that Sheikh Hasina's strong leadership and development work have taken her to a commendable position in the world, VP Nur sought the Prime Minister's cooperation in implementing DUCSU.




Death toll in Christchurch mosque attacks rises to 49

The death toll from the shootings at two mosques in Christchurch, New Zealand, has risen to 49. More than 20 people were injured in the gunman's attack. Police have arrested four people, including a woman, in connection with the incident.

The attacks occurred at Masjid Al Noor on Deans Ave and Linwood Mosque on Linwood Ave in Christchurch during Friday prayers at noon local time.
A video was released shortly after the attack. The video shows bodies scattered around the mosque. Around 15 bodies are piled up in one corner. The attacker approaches them and shoots them repeatedly.

When one of the assailants tried to escape from the sudden attack, the attacker became more violent and started shooting at him more. The attack was carried out by blocking the exit from the mosque.

Police have taken a cautious stance, describing the attack as a "serious incident." As a precautionary measure, the city's hospitals and all schools have been ordered to stay indoors, as is the case with the city. Police have also asked residents not to leave their homes.




World Consumer Rights Day celebrated in Kamalnagar

 

কমলনগর (লক্ষ্মীপুর) : ” নিরাপদ মানসম্মত পণ্য ” এ শ্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুরের কমলনগরে স্পন্দন কক্ষে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

সভার সভাপতি ও প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন বলেন, প্রতিটি জাতিকে নিরাপদ মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় ও ভোগ করতে হবে। নিরাপদ খাদ্য সরবরাহ প্রতিটি নাগরিকের জন্য খুবই প্রয়োজনীয়। ভেজাল খাদ্য যেকোন সময় সরবরাহে মারাত্মক ঝুঁকি হতে পারে। প্রতিটি ব্যবসায়ী ও ভোক্তাকে মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহ থেকে বিরত থাকতে হবে। এছাড়াও প্রতিটি পণ্য বাজার মূল্য থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাজির হাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাঃ যায়েদ হোসাইন আল ফারুকী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এফএম ওয়াজেদ তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ ইকতারুল হক, হাজির হাট উপকূল সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, ডাঃ রেজাউল করিম রাজিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ কুদ্দুস, চর লরেন্স স্কুল প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, থানা ইন্সপেক্টর অনিমেষ চন্দ্র সহ প্রমুখ।.
সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা তওহীদুল ইসলাম। পরে পুরস্কার বিতরন করা হয়।




Pregnant girlfriend on hunger strike in Kamalnagar

 

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা রুনা আক্তার (১৮) অনশন করছেন। বিষয়টি দামাচাপা দিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ একটি মহল অপচেষ্টা চালাচ্ছেন। প্রেমিক সজিব পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা অন্তঃসত্ত্বা প্রেমিকা উপজেলা চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকায় প্রবাসী আবদুস সহিদের বড়িতে আমরন অনশনে দেখা গেছে। এরআগে দুপুর ১২ টার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা।

অভিযুক্ত প্রেমিক মো. সজিব হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকার আবদুস সহিদের ছেলে। সে উপকূল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

বিয়ের দাবিতে অনশনরত রুনা আক্তার জানান, তার প্রতিবেশী সজিব (২২) তাকে প্রেমের প্রস্তাব দেয়। তার কথায় রাজি না হলে বিয়ের প্রস্তাব দেয়। পরে বিয়ের প্রলবনে সম্পর্কে জড়িয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রেমিক সজিব বিয়ে না করলে আমরন অনশনে থাকবেন; না হয় আত্নহত্যা করবেন বলেও জানায় প্রেমিকা।

রুনার স্বজনরা জানান, প্রেমিক সজিবের পরিবারসহ একটি মহল গর্ভের সন্তান হত্যা করে টাকার বিনিময়ে বিষয়টি দামাচাপা দিতে অপচেষ্টা করছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সজিবের মোবাইলে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




70,000 meters of electricity grid destroyed in Kamalnagar

 
Kamalnagar (Lakshmipur): The Coast Guard has recovered 70,000 meters of nets during a drive in the Meghna River in Kamalnagar, Lakshmipur. The drive was conducted from the morning to the afternoon on Wednesday (March 13) under the leadership of the Upazila Fisheries Office and Coast Guard. After the drive, the nets were burned in the presence of the Fisheries Officer and Coast Guard. Upazila Fisheries Officer Abdul Quddus said that 70,000 meters of nets were recovered during a drive at Kadir Pandit's Hat Kadriya Ghat in the upazila. No one was arrested during this time. He further said that from February 28 to April 30, it is the season for the conservation of Hilsa sanctuaries and Jatka. During this time, all types of fishing have been banned in the Meghna River. The drive was launched after receiving information that preparations were being made for fishing despite the ban. The drive will continue. Those who violate the ban will be brought under the law.



Film screening and discussion meeting in Kamalnagar

 

কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্ত করনের লক্ষ্যে চলচিত্র পদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙলবার বিকেলে উপজেলা স্পন্দন রুমে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যােগ ব্র্যান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমুহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জন সমুহ, তথ্য অধিকার আইন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, অটিজম, মানব পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমতিয়াজ হোসেন, বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী ইমরান আনোয়ার, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, এফ এম ওয়াজেদ তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ, সমবায় কর্মকর্তা মোঃ হানিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইহছানুল হক, মৎস্য কর্মকর্তা আঃ কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা ও প্রেস ক্লাব সভাপতি

সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ  বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ সিরাজুল হক মল্লিক।