6 candidates in the fray with boats in Kamalnagar

 
In the Kamalnagar Upazila election in Lakshmipur, five rebels, including two Jubo League leaders, are fighting for the chairmanship. The leaders of the Awami League and its affiliated organizations are competing against the party after not getting the party nomination. However, they are not rebels of their own; they are claiming independence. There are many Awami League rebels who did not participate in the BNP election. However, the boatmen and boatmen are hoping that the boat will not sink no matter how much the storm comes. The third phase of the Kamalnagar Upazila election will be held on March 24. More than a dozen candidates were seeking nomination from the Awami League here. Four names have been sent to the center. Finally, Upazila Awami League President AKM Nurul Amin Master got the boat ticket. The rebels against the boat candidate are 14-party alliance president Advocate Anwarul Haque (cup-plate), Upazila Youth League convener Mejbah Uddin Ahmed Bappi (pencil), joint convener Ahsan Ullah Hiron (pineapple), District Sechchhasebak League cultural secretary Abdur Rahman Didar (helicopter), former Chhatra League leader Nurul Amin Opi (motorcycle). The candidates are campaigning to win the election. Meetings and processions are busy in the markets and villages. They are going door to door seeking votes, holding yard meetings. They are making various promises. It has been seen that leaders and activists of different levels of Awami League are seeking votes under the boat symbol. Public representatives (chairmen-members) are also working towards the victory of the boat. The Awami League has been seen united to ensure the victory of the boat. Mass mobilization and street meetings have been seen in every ward. Kamalnagar Upazila Awami League President AKM Nurul Amin Master, who is the candidate for the boat symbol, said, "Awami League is united to make the boat win. Leaders and activists of all levels are also voting for the boat. To continue the trend of development, everyone will strengthen the hands of Bangabandhu's daughter Sheikh Hasina by voting for the boat." Upazila 14-party alliance president Advocate Anwarul Haque said, "In the past few days, I have worked for the development of the party and the upazila in Kamalnagar. I have become a chairman candidate with the determination to serve." Most of the Jubo League leaders and activists are seeking votes for the rebel candidate, Upazila Jubo League convener Mejbah Uddin Bappi. Jubo League leader Bappi said, "I am not a rebel; I am seeking votes as an independent candidate. I hope everyone will vote for me by voting with the Doat Kalam symbol." District Sechchhasebak League Cultural Secretary Abdur Rahman Didar said, "I did not seek party nomination. I became an independent candidate due to the interest of the voters. Forgetting party affiliation, people from all classes and professions will vote for me by voting with the helicopter symbol." Former Chhatra League leader Nurul Amin Api said, "I am campaigning as an independent candidate. I am seeking votes and prayers from everyone." Laxmipur District Awami League President Golam Faruk Pinku said, "The manifesto and constitution of Bangladesh Awami League mentions that if a candidate contests against a party candidate in the national and local government elections, he will be directly expelled from the party."



9 arrested in Ramgati murder case

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে জমির বিরোধে আবুল বাশার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত তাদের আটক হয়। আটকরা হলেন হোসেনের ছেলে জমির উদ্দিন, অহিদুর রহমানের ছেলে আবদুল আলী, মাহফুজুল হকের ছেলে নুর উদ্দিন, মন্তাজুল হকের ছেলে দুলাল, মজিবুল হকের ছেলে মিলন, আলীম উল্লাহর ছেলে জাকির হোসেন, নুরুল ইসলামের ছেলে জমির, আবদুর রশিদের ছেলে নোমান ও বারেক মিয়ার ছেলে আরমান। সকালে জেলার রামগতির রামদয়াল উত্তর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। তিনি উপজেলার চর আলগী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুল মুকিত সোহেল (৪২)। নিহতের ছেলে আবুল হাসনাত শওকত জানান, রামদয়াল বাজারের উত্তর পাশে আমাদের জমিতে স্থানীয় সন্ত্রাসী জাবেদ আমিন রাসেল অস্ত্র-শস্ত্রসহ লোকজন নিয়ে মাটি ভরাট করতে আসে। এসময় আমার বাবা ও ভাই বাধা দেয়। তখন তাদের হামলা ও কিল-ঘুষিতে আমার বাবার মৃত্যু হয়, ভাই গুরুতর আহত হন। অভিযুক্ত রাসেল সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের ভাগিনা। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনা ঘটে। এসময় ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।




Elderly woman killed in attack by rival in Ramgati

Lakshmipur: A man named Abul Bashar (65) was killed in an attack by his opponents over a land dispute in Ramgati of Lakshmipur. His son Abdul Mukit Sohel (42) was seriously injured in the incident. The incident took place on Saturday (March 09) morning in the Ramdayal Uttar Bazar area of the upazila. The deceased Abul Bashar is the son of Nurul Haque, a resident of Char Algi Union. The deceased's son Abul Hasnat Shawkat said, "Local influential Javed Amin Russell went to fill the soil with weapons and people on a piece of our land on the north side of Ramdayal Bazar. At that time, my father and brother stopped him. Then my father died in their attack and punches, and my brother was seriously injured. Later, locals rescued him and admitted him to Ramgati Upazila Health Complex. On the advice of doctors, he was admitted to Noakhali General Hospital for advanced treatment. Ramgati Police Station Officer-in-Charge (OC) Arichul Haque said, "There was a chase and counter-chase between the two sides over disputed land. It is believed that a person named Abul Bashar died of cardiac arrest due to fear. Legal action will be taken after confirming the cause of death based on the autopsy report."




Kalash Marka-Sumi, vice-chairman candidate in Kamalnagar Upazila election

Kamalnagar (Lakshmipur):

Sajeda Akhter Sumi is the female vice chairman (call sign) in the Kamalnagar Upazila Parishad elections in Lakshmipur. She is at the top of the discussion among the general public during the election campaign. She is playing an active role in various social activities to develop women's leadership. She is going door to door in neighborhoods and villages. She is explaining the manifesto in the election campaign in few words. The female vice chairman candidate is making everyone aware of the vote. How to work for women's leadership and society. Sajeda Akhter Sumi said, women in society should have a role in developing women's leadership. Now women are no longer behind. If every woman is educated, women's leadership will develop in society. Women's oppression, dowry system, and child marriage will stop. Every woman is the pride of society. If a mother is educated, her children and the nation will be educated. I have worked to ensure women's power and prevent anti-social acts like child marriage. I am always working alongside helpless, uprooted children who are victims of river erosion. She further said, I have a close relationship with the general public of the upazila. I have run for the post of Upazila Women Vice Chairman. I want to be by everyone's side as much as I can for the general public, including development under women's leadership. I hope that the general public will vote for me (with the ink mark) above party opinion. Sajeda Akhter Sumi, former Thana Chhatra League student affairs secretary, has served as the former Upazila Women's A'League general secretary. Currently, in addition to serving as the president of Upazila Women's A'League, she is also the women's affairs secretary of Kamalnagar Thana Community Policing and a member of the Upazila Terrorism and Militancy Eradication Committee.




Chairman candidate Nurul Alam OP's procession in Kamalnagar

 Kamalnagar Correspondent: Independent chairman candidate Nurul Amin Opi has taken out a huge procession after receiving the symbol in the Kamalnagar Upazila Parishad election in Lakshmipur. On Friday (March 8) afternoon, after receiving the desired symbol, a motorcycle, he held a showdown and procession. People from different classes and professions participated in it. Motorcycle marker candidate Opi took out a huge procession in Hazirhat Bazar of the upazila and made his position known. In addition, Nurul Amin has been campaigning extensively in the election field for the past few days. He has held yard meetings and exchange of views to seek votes. He has already come to the attention of the general voters through his campaign. Nurul Amin Opi said, I am in the field of voting as an independent candidate for the post of chairman with a motorcycle symbol in the Upazila Parishad election. I want to win the vote and work for the people affected by the Meghna erosion. I hope that the general public will vote for me and elect me above party opinion. Nurul Alam Opi is the son of a respectable Bagha family of Falcon Union. He is the younger brother of District Parishad member Mosharraf Hossain Bagha. He passed his B.Sc. from Lakshmipur Government College.




Symbols allocated among 27 candidates in Ramgati and Kamalnagar upazila elections

 

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি- কমলনগরে উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৭ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুজ্জামান ভুঁইয়া তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এর মধ্যে কমলনগর উপজেলায় ১৬ জন এবং রামগতি উপজেলায় ১১ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কমলনগরে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। একই সময়ে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছে।
কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার (নৌকা), উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত-কলম), কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য এ্যাডভোকেট আনোয়ারুল হক (কাপ-পিরিচ), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আবদুর রহমান দিদার (হেলিকপ্টার), বাংলাদেশের জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক চৌধুরী (ঘোড়া), উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহসান উল্যাহ হিরন (আনারস) ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন অপি (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর (টিয়াপাখি) কেন্দ্রীয় ওলামা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল ইস্রাফির (মাইক), উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হক মিয়া (চশমা), যুবলীগ নেতা আলাউদ্দিন সবুজ (তালা) ও জাহিদুল ইসলাম রনি (টিউবওয়েল) প্রতীক পান।
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মহিলা যুব মহিলা লীগ নেত্রী শারমিন জাহান অরিন (হাঁস) মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা আক্তার সুমি (কলস), মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহাদ আক্তার শাহিদা (সেলাই মেশিন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

অন্যদিকে রামগতিতে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ (নৌকা), শরাফ উদ্দিন সোহেল আজাদ (কাপপিরিচ), মোহাং হারুনুর রশিদ মোল্লা(আনারস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 




Women's Day celebrated in Kamalnagar

আমজাদ হোসেন আমু, কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষষক অধিদফতরের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন বলেন, নারীরা কোন কাজে পিছিয়ে নেই। সমাজে নারীদের ভূমিকা অন্যন্য। সু-শিক্ষিত নারী জাতি গড়ার কারিগর। প্রতিটি নারীকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। নারী নির্যাতন,বাল্যবিবাহ,যৌতুক প্রথা, যৌন হয়রানি, নারী আন্দোলনে কাজ করতে হবে।

আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক অফিসার, তওহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ।

সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোরশেদ আলম।




Today is the historic 7th of March.

Today is the historic 7th of March. On this day of the fiery March of 1971, at the Ramna Racecourse Maidan (Suhrawardy Udyan) in Dhaka, Bangabandhu Sheikh Mujibur Rahman, the undisputed leader of 75 million Bengalis, embodied the aspirations of the entire nation and declared, 'This time's struggle is our struggle for freedom, this time's struggle is our struggle for independence.

Bangabandhu called on the people to prepare for the liberation struggle and said, 'Build a fortress in every home'.
The Awami League won a majority in the 1970 elections. But the Pakistani ruling class began to hesitate to hand over power to Awami League leader Bangabandhu Sheikh Mujibur Rahman. When military president Yahya Khan announced the suspension of the National Assembly session in Dhaka, the people of Bengal took to the streets in protest.

The Non-Cooperation Movement began on March 1 under the leadership of Bangabandhu. While the Pakistan army began a massacre of unarmed Bengalis on the night of March 25, Bangabandhu officially declared the independence of Bangladesh in the early hours of March 26, it was the March 7 declaration that inspired the entire nation to resist and fight for liberation.

Following the path of that guiding speech, the Provisional Government was established in Mujibnagar on April 17, 1971. Under the leadership of this government, the invading Pakistani army surrendered on December 16, after a long, bloody war of liberation that lasted 9 months. The independent, sovereign state of Bangladesh emerged.

The March 7 speech of the Father of the Nation, Bangabandhu, has become a unique and universal speech not only in national life, but also for the exploited and deprived people of the world who yearn for freedom.

On the occasion of March 7, President Md. Abdul Hamid and Prime Minister Sheikh Hasina have issued messages. Various political, social and cultural organizations including Awami League have taken detailed programs on the occasion. Awami League will hoist the national and party flags at Bangabandhu Bhaban and the party office at 6:30 am and pay homage to the portrait of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman at Bangabandhu Bhaban in Dhanmondi at 7 am.

A discussion meeting will be held at Bangabandhu International Conference Center at 3 pm. The program will be presided over by Awami League President and Prime Minister Sheikh Hasina.

In addition, various organizations including Awami Jubo League, Chhatra League, Swechchhasebak League, Krishak League, Sramik League, National Democratic League, Muktijoddha League, Muktijoddha Projonmo League will celebrate March 7 by holding various programs.




Two accused arrested in check fraud case in Ramgati

Amjad Hossain Amu, Ramgati (Lakshmipur): Police arrested two accused in a check fraud case in Ramgati, Lakshmipur. The accused are Mizanur Rahman and Firoz Alam. Police arrested them from Zamindar Hat Keramatia area on Tuesday night. Both are accused sentenced to six months by the court. Ramgati Police Station (Investigation) Md. Yusuf Ali said that after receiving information from a secret source, ASI Rabiul along with the help of the accompanying force, the accused Mizanur Rahman and Firoz Alam were arrested. The said accused were absconding accused of the verdict of six months' imprisonment and a fine equal to the amount of the check in the check fraud case by the learned court on 20/09/2018.




A comparative analysis of Bangabandhu's speeches and the speeches of world leaders

শোষিত অধিকার বঞ্চিত বাঙ্গালি জাতিকে মুক্তির দ্বার প্রান্তে এনেছিল যে ভাষন সেটাই হল ১৯৭১ সালের ৭ ই মার্চের ইতিহাস প্রসিদ্ধ বাঙ্গালির শ্রেষ্ঠ ভাষন।জাদুমুগ্ধ এই ভাষনটি তুলনামূলক বিশ্লেষনে যেমনি আপন বৈশিষ্ঠ্যে অনন্য, তেমনি বিশ্ব বরেন্য শ্রেষ্ঠ ভাষনগুলোর সাথে তুলনীয়।বঙ্গবন্ধুর এক হাজার একশত সাতটি শব্দের ১৯ মিনিটের এই কালজয়ী ভাষনে যেমনি কোন বিরক্তকর পুনরাবৃত্তি নেই,কোন বাহুল্য নেই,তেমনি আছে শুধু সারকথা,সারমর্ম।দু একটি স্থানে পুনরাবৃত্তি থাকলেও তা বক্তব্যের প্রকৃত তাৎপর্যককে বেগমান করেছে।যোগাযোগ বিজ্ঞান অনুযায়ী শ্রেষ্ঠ ভাষনের উল্লেখযোগ্য দিকগুলি হল ১. Good beginning for speech তথা ভাষনের চমৎকার সূচনাপর্ব ২.জনযোগাযোগে speech idiom ব্যবহার ৩. Ask question and then answer এর ব্যবহার ৪. Declarative system ৫. শ্রোতা উদ্ধুদ্ধ ও অনুপ্রানিতকরন প্রক্রিয়া ৬.যুক্তিবিন্যাস ও তথ্যচয়ন প্রক্রিয়া ৭.Put up the attribution first নীতিমালা ৮. Agenda setting function ৯. Humanistic approach ১০. Status conferral function ১১.Possing a challenge ১২.Don’t dragout conclusion ১৩.Public address system ১৪. Humanistic kindness প্রভৃতি। বঙ্গবন্ধুর ভাষনে উপরিউক্ত সকল নিয়মাবলীর উপস্থাপন পাওয়া যায়। পেরিক্লিসের ভাষন বনাম বঙ্গবন্ধুর ভাষন: প্রাচীন গ্রীসের বক্তৃতাবিদ্যার পারদর্শী শিক্ষক পেরিক্লিসের বাগ্মিতা ছিল অসাধারন।তিনি তার বক্তব্যে বিবেকমান মানুষকে জাতীয় রাজনীতিতে অংশ গ্রহনের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলেন।সে ভাষনে যোগাযোগ বিজ্ঞানের ১৪ টি গুনের Humanistic approach, don’t dragout conclusion, Possing a challenge সহ ৫ গুনাবলী অনুপুস্থিত ছিল। আব্রাহাম লিংকন বনাম বঙ্গবন্ধুর ভাষন : আব্রাহাম লিংকনের ভাষনে গৃহযুদ্ধ জয়ের পর জাতীয় ঐক্যের আহ্বান ছিল সে ভাষনে।গনতন্ত্র সম্পর্কে আজ থেকে ১৫৩ বছর আগে ১৮৬৩ সালে ১৯ শে নভেম্বর গেটিসবার্গে মাত্র ২৭৮ শব্দের ৩ মিনিটের সে ভাষনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন উক্তি করে বলেছিলেন ” That government of the people by the people and for the people, shall not perish from the earth.তার এই ভাষন বিশ্লেষনে যে বিষয়টি চোখে পড়ে তা হল ক. এই ভাষনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংকটের পরিসমাপ্তি তিনি এর মাধ্যমে টেনেছিলেন। খ.পৃথিবীর সকল গনতন্ত্রকামী মানুষের জন্য তাঁর ভাষনটি সমান গুরুত্ব বহন করে।গ. তাঁর ভাষনটি ছিল লিখিত,পরিশীলিত, প্রস্তুতিমূলক ভাষন, অন্যদিকে বঙ্গবন্ধুর ভাষনে ছিল ক. মুক্তিযুদ্ধের ডাক খ.মুক্তি প্রত্যয়টি বহুমাত্রিক – মুক্তির সংগ্রাম নিরন্তর। তাই সকল মানুষের মুক্তির জন্য এই ভাষনটি গুরুত্বপূর্ণ অথচ আব্রাহাম লিংকনের ভাষনেপৃথিবীতে শুধু যারা গনতন্ত্র চায় তাদের মুক্তির কথা বলা হয়েছে।গ. বঙ্গবন্ধুর ভাষন ছিল extempore speech অর্থাৎ পূর্বপ্রস্তুতিহীন, অলিখিত কিন্তু অগ্নিগর্ভ ভাষন।তুলনামূলক বিশ্লেষনে আরও প্রতীয়মান হয় যে আব্রাহাম লিংকনের ভাষনের সময়ের তুলনায় বঙ্গবন্ধুর ভাষনের সময়ের পরিবেশ ছিল অতি নাজুক, সংকটময় ও উত্তাল।তাই তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী প্রভাবের বিচারে বঙ্গবন্ধুর ভাষনটিই শ্রেষ্ঠ ও অনন্য। উইনস্টন চার্চিল বনাম বঙ্গবন্ধুর ভাষন: বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনকে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ২য় বিশ্ব যুদ্ধের সময় প্রদত্ত বেতার ভাষনের সাথেও তুলনা করা যায়।১৯৪০ সালে তিনি প্রধানমন্ত্রী হন।২য় বিশ্বযুদ্ধে বৃটিশ জাতি ও সৈনিকদের উদ্ধুদ্ধ করার জন্য চার্চিলতাঁর ভাষনে বলেছিলেন “We shall fight on the beaches, we shall fight on the landing grounds,we shall fight in the fields and in the streets,we shall fight in the hills,we shall never surrender অর্থাৎ আমরা সমুদ্রতীরে,স্থলে,মাঠে,রাস্তায়,পাহাড়ে যুদ্ধ করব, আমরা কখনোই আত্মসমার্পন করবনা।তিনি আরো বলেছিলেন “I can give you blood and toil and sweat and tearsঅর্থাৎ আমি আপনাদেরকে দিতে পারি রক্ত- শ্রম,স্বেদ ও চোখের জল।তাঁরভাষন বিশ্লেষনে বলা হয় ” His rich prose and the measured cadeness of his speeches gave the British a sense of the majesty of their history.তাঁর ভাষন ছিল ২য় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক অথচ বঙ্গবন্ধুর ভাষন ছিল দেশের মুক্তির জন্য। মার্টিন লুথার কিং বনাম বঙ্গবন্ধুর ভাষন: বর্ণ- বৈষম্যবাদ বিরোধী আমেরিকার কালো মানুষের প্রিয় নেতা মার্টিন লুথার কিং ১৯৬৩ সালের ২৮ শে আগস্ট তাঁর ঐতিহাসিক ভাষনে বলেছিলেন ” I have a dream, dream is equality ” তিনি আরো বলেছিলেন “I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed.we hold these truths to be self evident,that all men are created equal.I have a dream that my four children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character. অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে একদিন এ জাতি জাগ্রত হবে এবং তাদের ধর্মবিশ্বাসের সঠিক অর্থ বুঝবে।আমরা সাক্ষ্য হিসেবে এই সত্যগুলোকে রাখতে পারি যে সকল মানুষকে বানানো হয় সমান করে।আমার একটি স্বপ্ন আছে যে আমার চার সন্তান একদিন এমন একটি জাতি হয়ে বাস করবে, যেখানে তাদের গায়ের রং দিয়ে বিচার করা হবেনা বরং চারত্রিক কাঠামোই হবে তাদের পরিমাপক।তাঁর এই ভাষনে পৃথিবীতে যেখানেই মানুষ বর্ণ বৈষম্যের শিকার হবে তার পরিত্রানে এটি গুরুত্বপূর্ণ অথচ বঙ্গবন্ধুর ভাষনে সারা পৃথিবীর যেখানেই মানুষ মুক্তি বঞ্চিত হবে সেখানেই ভাষনটি অর্থবহ।কারন তাঁর ভাষনে সুস্পষ্ট ঘোষনা ,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
উপরের সকল সেরা ভাষন বিশ্লেষনে প্রতীয়মান হয় যে বাগ্মিতা ও শ্রোতার উপর সম্মোহনী ক্ষমতার বিবেচনায় বঙ্গবন্ধুর ভাষনটি নি:সন্দেহে পৃথিবীর সেরা ভাষন।যোগাযোগ বিজ্ঞানের হিসেব অনুযায়ী পৃথিবীর সেরা ভাষনের ১৪ টি গুনাগুনের সবকটিই একমাত্র বঙ্গবন্ধুর ভাষনেই পাওয়া যায়।এছাড়াও শোষিত নির্যাতিত বাঙ্গালির জন্য মুক্তির বার্তা, রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জনের বার্তা,বিশ্বের মুক্তিকামী মানুষের মুক্তির বার্তা,স্বাধীনতা আন্দোলনের প্রতি বিশ্ব বিবেককে জাগিয়ে তোলার বার্তা তাঁর ভাষনে উপস্থিত ছিল। অলিখিত,নির্দলীয় ভাষন,কঠিন- কোমলের অসাধারন মিশ্রন সংযুক্ত ভাষন,অপূর্ব অভিব্যক্তি,বাচনভঙ্গি,তেজদীপ্ত কন্ঠসর,গনমুখী ভাষন,অত্যন্ত সুকৌশলে স্বাধীনতার ঘোষনা ও সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রেখে বাঙ্গালির বিজয় সম্পর্কে পূর্ন আস্থাজ্ঞাপন প্রভৃতির বিবেচনায় ৭ ই মার্চের এ ভাষনটিই শ্রেষ্ঠ।
ফিরোজ আলম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল ( অনার্স,এমএ) মাদ্রাসা,লক্ষীপুর ও সাধারন সম্পাদক বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখা।