Luscious offers, scams active online

ঘরে বসে বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে ডিজিটাল প্রতরণায় সক্রিয় হয়েছে বেশ কিছু চক্র। অনলাইনে আয়ের কথা বলে যারা মূলত গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এদের তৎপরতা বেড়েছে। অপরাধী সনাক্তে সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্রতরণার কবল থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

আপনি নির্বাচিত হয়েছেন, ঘরে বসে দৈনিক দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা আয় করুন! কিংবা কোনো বিদেশী ফোন করে লোভনীয় বেতনে কাজের অফার দেন। সম্প্রতি এমন ম্যাসেজ বা ফোন কল পাচ্ছেন অনেকে। অথচ এর পুরোটাই প্রতারক চক্রের কাজ।

ভোলার মনপুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কাজ করেন সাইফুল রহমান ইমন। গেল মাসে অনলাইনে আয়ের লোভনীয় অফারের ম্যাসেজ আসে তার ফোনে। প্রথমে সহজ কিছু কাজ করে পাঁচ/ছয়শো টাকা আয়ও করেন। তাদের বিশ্বাস করে প্রথমে দেড় হাজার ও পরে ধার করে আরও পনেরো হাজার টাকা জমা দেন তিনি। এরপর থেকেই তার টাকা ফেরত পাচ্ছেন না ইমন। প্রায় ২৮ হাজার টাকা প্রতারক চক্রটি হাতিয়ে নিয়েছে বলেন জানান তিনি

চক্রটির ফাঁদে পা দিয়ে আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতির মুখে পড়েছেন ইমনের মতো অনেকেই।

সম্প্রতি সাইবার প্রতরণার এমন অভিযোগ বাড়লেও এখনও কাওকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষকে শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ পুলিশের।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন ডিসি মো. ফারুক হোসেন বলেন, ‘সাইবার ক্রাইম একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম। ক্রাইমগুলো দেশের বাইরে থেকে সাধারণত হয়ে থাকে। সেই আসামিদের দেশে নিয়ে আসার ক্ষেত্রে আইনগত অনেক জটিলতা রয়েছে। এ কারণে আসলে ভুক্তভোগীকেই আগে সচেতন হতে হবে। নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে হবে।’

প্রতারণা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সাধারণের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন সাইবার বিশেষজ্ঞরা ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‌‘প্রতারণার বিষয়ে অনেক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে আইনের কাছে সোপর্দ করতে গেলে যে ধরনের মানব সম্পদ এবং ডিজিটাল যন্ত্রপাতি পুলিশের দরকার তা সংখ্যায় কম আছে। আর সবচেয়ে বড় কথা প্রযুক্তিগত অপরাধ প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে।’




France recognized abortion as a constitutional right

র্ভপাতকে নারীদের সাংবিধানিক অধিকার হিসেবে ‍তুলে ধরে ফ্রান্সের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে নিজেদের মৌলিক আইনে নারীদের গর্ভধারণ স্বেচ্ছায় বন্ধ করার লক্ষ্যে আইন প্রণয়নের বিষয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ফ্রান্স। খবর এএফপির।

ফ্রান্সের পার্লামেন্টের উভয়কক্ষের এক বিশেষ বৈঠকে তিন-পঞ্চমাংশ ভোট নিয়ে প্রস্তাবটি পাস হয়। ৭৮০ জন আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে ভোট দেন আর ৭২ জন ভোট দেন এর বিপক্ষে। প্রস্তাবটি পাস হওয়ার পর দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেন ডেপুটিরা।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আইন পাসের এই উদ্যোগকে ‘ফ্রান্সের গৌরব’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি সারা বিশ্বের জন্য একটি বার্তা। আসছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তা বিশেষভাবে উদযাপনের পরিকল্পনাও নেওয়া হয়।

এ উপলক্ষে ‘আমার শরীর, আমার পছন্দ’ শ্লোগানকে তুলে ধরে বর্ণিল আলোকসজ্জা করা হয় আইফেল টাওয়ারে।

আইনসভার সামনে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল বলেন, ‘এটি মূল পদক্ষেপ..এই পদক্ষেপের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

এদিকে, ভার্সেইলিতে গর্ভপাতের বিরোধিতাকারীরা সাংবিধানিক পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।

ফ্রান্সের নাগরিকরা যাতে নতুন করে জীবনের আস্বাদন পেতে পারে সে লক্ষ্যে ক্যাথলিক বিশপরা একদিনের উপবাস ও প্রার্থনার ডাক দিয়েছেন।

রোম থেকে ভ্যাটিকানের এক বার্তায় বলা হয়েছে, মানুষের জীবন নেওয়ার কোনো অধিকার নেই অন্যের।

তবে গর্ভপাতের পক্ষে থাকা শত শত সমর্থক রাজধানী প্যারিসে বিশাল টেলিভিশন পর্দায় আইন পাসের এই ঘটনার সাক্ষী হিসেবে উল্লাস প্রকাশ করে।

 




Somalia 35 pirates surrender, 17 sailors rescued

Somalia 35 pirates surrender, 17 sailors rescued

The Indian Navy announced this information in a statement on Saturday, according to NDTV.

The report said that the Indian warship INS Kolkata foiled a pirate attack on the MV Ruen, which was anchored 2,600 km off the Indian coast, after a 40-hour operation. Another Indian ship, INS Subhadra, also participated in the operation.
In a post on microblogging site X, the Indian Navy said that 35 pirates on board the Maltese-flagged bulk cargo ship MV Rouen have surrendered. The ship has been checked for illegal arms, ammunition and drugs.
The ship was hijacked by Somali pirates in December. The European Union Navy said the ship may have been used as a base by the pirates for the Bangladeshi-flagged cargo ship hijacked off the coast of Somalia this week.
On March 4, the 13-meter-deep vessel MV Abdullah of Bangladesh's SR Shipping departed from Maputo port in Mozambique with coal for the United Arab Emirates. After that, at around 1:30 pm on Tuesday, news came that the ship had been hijacked in the Indian Ocean.
Ships in the Indian Ocean, which is a risky area due to piracy, are required to have armed guards on board. In addition, various security measures, including barbed wire fencing and high-speed water guns, are in place around the ship. However, none of these measures were taken on the MV Abdullah, which was captured by pirates.
Analysts say that the low height of the coal-laden ship above the water made it easy for the pirates to board it, allowing them to take control of the ship with little difficulty.



China supports 'full' UN membership of Palestinian state: Foreign Minister

China supports 'full' UN membership of Palestinian state: Foreign Minister

China's top diplomat said Thursday that Beijing supports "full" membership of a Palestinian state at the United Nations. "We support Palestine as an official member of the United Nations," Foreign Minister Wang Yi told a news conference.

"The disaster in Gaza has once again reminded the world that the long-standing occupation of Palestinian territory can no longer be ignored," Wang said.
The long-cherished dream of the Palestinian people, the establishment of an independent state, can no longer be avoided. It cannot continue for generations without correcting the injustices that the Palestinian people have endured for centuries.
Beijing has been calling for an immediate ceasefire since the Israel-Hamas war broke out in October last year. China is historically sympathetic to the Palestinians and supports a two-state solution to the Israeli-Palestinian conflict. President Xi Jinping has called for an "international peace conference" to resolve the war.



Haley, the candidate of the Republican Party, stepped down

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হলো ডোনাল্ড ট্রাম্পের। সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি ছিলেন ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী।

স্থানীয় সময় আজ বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন হ্যালি। এতে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে থাকছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনর

‘সুপার টুয়েসডেতে’ অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইয়ের) ১৪টিতে জয় পান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হ্যালি।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে হ্যালি ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী, যিনি সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যারা ট্রাম্পকে সমর্থন করেননি, তাদের ভোট তাকে অর্জন করে নিতে হবে।

হ্যালির একজন উপদেষ্টা বলেন, যদিও সুপার টুয়েসডেতে হ্যালির টিম ভারমন্টে জয় পেয়েছে এবং ভার্জিনিয়ার শহরতলিতে শক্ত সমর্থন দেখাতে পেরেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে যে পরিমাণ ভোট পাওয়া দরকার, তা পাওয়া যায়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সুপার টুয়েসডেতে ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হয়েছে। এর সব কটিতে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরে গেছেন তিনি।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী বাইডেন যাঁর কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। তাঁর নাম জ্যাসন পামার।

প্রশান্ত মহাসাগরীয় ছোট অঞ্চল আমেরিকান সামোয়ায় ডেমোক্র্যাটদলীয় ককাসে ভোট পড়েছে ৯১টি। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদে বাইডেনের প্রতিদ্বন্দ্বী জ্যাসন পামার পেয়েছেন ৫১টি ভোট। আর বাইডেন পেয়েছেন ৪০টি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পামার লিখেছেন, ‘আমেরিকান সামোয়ায় প্রেসিডেন্ট প্রার্থী পদের প্রাথমিক বাছাইয়ে আমার বিজয়ের খবর ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি।’ তাঁকে সমর্থন দেওয়ায় স্থানীয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আমেরিকান সামোয়ায় জয়লাভের মধ্য দিয়ে জ্যাসন পামার শুধু চারজন প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন। সেদিক থেকে প্রার্থী মনোনয়নের দৌড়ে তাঁর অবস্থান বাইডেনের ধারেকাছে নেই। সামোয়ায় হারলেও বাইডেনের প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বললেই চলে।

এর আগে ২০২০ সালে আমেরিকান সামোয়া অঞ্চলে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে জয়ী হয়েছিলেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। যদিও তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি।

প্রসঙ্গত, গত সপ্তাহে মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রাইমারিতে লক্ষাধিক নিবন্ধিত ভোটার ‘আনকমিটেড’ (ইচ্ছুক নই) ভোট দেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেনের নিরঙ্কুশ সমর্থনের প্রতিবাদে এমন অবস্থান নেন এই ভোটাররা।




Iran executes Israeli spy

Iran executes Israeli spy

A member of the Israeli spy agency, or Mossad, has been executed for a failed drone attack on a workshop at the Iranian Ministry of Defense. Iran executed the Mossad spy on Sunday (March 3). On January 28, 2023, the Iranian Ministry of Defense said in a statement that the attack was carried out using several small drones at a workshop of the Defense Ministry in Isfahan.

But the attack was foiled with the help of air defense systems. One drone was hit and two other drones were intercepted. Then those two drones also exploded.
In this regard, Isfahan's Judiciary Chief Hojjatul Islam Jafari said that after this failed attack, the Mossad spy fled Iran by hiding his identity. Thirteen days later, with the cooperation of the Iranian Judiciary and the efforts of the security forces, he was arrested in a neighboring country. After that, the Mossad terrorist was executed yesterday (March 3) after a trial through the court.



Killing of Journalists in Gaza: Letter from 25 US Congressmen to Anthony Blinken

গাজায় সাংবাদিক হত্যা এবং সংবাদপত্রের স্বাধীনতার অভাবে উদ্বেগ জানিয়ে ২৫ জন মার্কিন কংগ্রেসম্যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন। কংগ্রেসম্যানরা বলেন, গাজায় সংবাদপত্রের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এই যুদ্ধে এক বছরে যত সাংবাদিক নিহত হয়েছে তার চেয়ে বেশি নিহত হয়েছে গত তিন মাসে।

যুক্তরাজ্যভিত্তিক ৫০ জনের বেশি সাংবাদিক যখন ইসরায়েল ও মিশর দূতাবাসে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ঠিক তখন এ চিঠিটি পাঠানো হলো। চিঠিতে গাজায় বিদেশি সাংবাদিকদের অবাধ ও নিরবচ্ছিন্ন প্রবেশ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়।

তারা বলেন, গাজায় সাংবাদিক হত্যার বিষয়ে আমরা উদ্বিগ্ন যে, সেখানকার বেসামরিক জনগণ ও সাংবাদিকদের জীবন রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। ইসরায়েলের অতি ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের গণহত্যা এবং জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্খিত যুদ্ধটিতে উদ্বেগজনকহারে নির্দোষ সাংবাদিকদের জীবন দিতে হচ্ছে। সাংবাদিকদের নির্বিচারে ইসরায়েলি বাহিনী হত্যা করছে। বাইডেন প্রশাসন ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রতি অন্ধ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) সেক্রেটারি ব্লিঙ্কেনকে পাঠানো চিঠিকে স্বাগত জানিয়েছে। এই চিঠির নেতৃত্বে রয়েছেন কংগ্রেসম্যান গেরি কনোলি (ডেমোক্র্যাট-ভিএ-১১) ও কংগ্রেসম্যান জান শাকোস্কি (ডেমোক্র্যাট-আইএল-৯) এবং কংগ্রেসের অন্যান্য ২৩ জন সদস্য।

চিঠিতে যে কংগ্রেসম্যানরা স্বাক্ষর করেছেন তারা হলেন- কংগ্রেসম্যান বেয়ার (ডেমোক্র্যাট-ভিএ), কংগ্রেসম্যান ব্লুমেনাউয়ার (ডেমোক্র্যাট-ওআর), কংগ্রেসম্যান কারসন (ডেমোক্র্যাট-আইএন), কংগ্রেসম্যান কাস্ত্রো (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান চু (ডি-সিএ), কংগ্রেসম্যান কোহেন (ডি-টিএন), কংগ্রেসম্যান ডিন (ডেমোক্র্যাট-পিএ), কংগ্রেসম্যান ডগেট (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান ফ্রস্ট (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান গ্রিজালভা (ডেমোক্র্যাট-এজেড), কংগ্রেসম্যান জ্যাকবস (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান হ্যাঙ্ক জনসন (ডেমোক্র্যাট-জিএ), কংগ্রেসম্যান কমলাগার-ডোভ (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান কিটিং (ডেমোক্র্যাট-এমএ), কংগ্রেসম্যান খান্না (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান কিল্ডি (ডেমোক্র্যাট-এমআই), কংগ্রেসম্যান বারবারা লি (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান লফগ্রেন (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান ম্যাকগভর্ন (ডেমোক্র্যাট-এমএ), কংগ্রেসম্যান নর্টন (ডেমোক্র্যাট-ডিসি), কংগ্রেসম্যান কুইগলি (ডেমোক্র্যাট-আইএল), কংগ্রেসম্যান রাসকিন (ডেমোক্র্যাট-এমডি) এবং কংগ্রেসম্যান ওয়াটসন কোলম্যান (ডেমোক্র্যাট-এনজে)।




Priyanka is debuting in Indira, Sonia seat

ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের নানা বক্তৃতা-সমাবেশে প্রায়ই দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে। কখনও তিনি ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য ভোট চাচ্ছেন, কখনও দলের কোনো প্রার্থীর পক্ষে। ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাঁচাছোলা সমালোচনায়ও তিনি বেশ সাহসী। তথাপি প্রিয়াঙ্কাকে কখনও নির্বাচনের রাজনীতিতে দেখা যায়নি।

এবার কংগ্রেস ঘোষণা দিয়েছে, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে লড়বেন। আসনটি থেকে তিনবার নির্বাচিত হয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী; প্রিয়াঙ্কার মা সোনিয়া গান্ধীও এ আসন থেকে নির্বাচিত এমপি।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বেরেলিতে প্রিয়াঙ্কা দলের টিকিট পেলেও আমেথি ও কর্ণাটকের ওয়ানাড় থেকে যথারীতি ভোটে লড়বেন রাহুল গান্ধী। ২০১৯ সালে রাহুল আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান। বর্তমানে ওয়ানাড় থেকে জিতে লোকসভায় প্রতিনিধিত্ব করছেন তিনি।

তবে আসন্ন নির্বাচনে আমেথিতে তাঁর চোখ থাকবে। আসনটিকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়। আমেথি থেকে গান্ধী পরিবারের অনেক নেতাই ভোট লড়ে বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ও চাচা সঞ্জয় গান্ধী আছেন। আসনটি থেকে নির্বাচিত হয়েছেন তাঁর মা সোনিয়া গান্ধীও। রাহুল নিজেও আমেথি থেকে দু’বার নির্বাচিত হয়েছিলেন।

প্রিয়াঙ্কা গান্ধী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন কিনা– এ নিয়ে অনিশ্চয়তা ছিল। ২০১৯ সালে বলা হচ্ছিল, তিনি নির্বাচন করবেন। তখন বারাণসী থেকে তিনি লড়বেন– এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। ওই আসনটিতে ভারতের প্রধানমন্ত্রী মোদি ভোট করেছেন। রায়বেরেলি থেকে এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি পাঁচবার ওই আসনে জয় পান। সর্বশেষ লোকসভা নির্বাচনে এটিই ছিল উত্তর প্রদেশের একমাত্র আসন, যেখান থেকে জয় পেয়েছিল কংগ্রেস।

প্রিয়াঙ্কা রায়বেরেলি থেকে নির্বাচনে লড়বেন– এমন সম্ভাবনার মধ্যে আসনটিতে কংগ্রেস সমর্থকরা পোস্টার প্রকাশ করেন। এতে লেখা ছিল– ‘কংগ্রেসের উন্নয়ন এগিয়ে নিয়ে যান। প্রিয়াঙ্কা গান্ধী, রায়বেরেলি আপনাকে ডাকছে, আসুন।’

সূত্রের বরাত দিয়ে মিন্ট অনলাইন জানায়, ভোটের প্রার্থিতায় নাম ঘোষণার পরপরই রায়বেরেলিতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। নির্বাচনী ইশতেহারে এবার ভারতের ক্রমবর্ধমান বেকারত্বকে প্রাধান্য দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ রাজ্যে এক জনসমাবেশে কংগ্রেস নেতারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে পারেন। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ওপর ইশতেহারে জোর দিচ্ছে কংগ্রেস।




Muslim students could not enter schools in France

French schools have sent many students home for wearing abayas on the first day of the year. The French government banned wearing abayas in schools last month. This, they claim, is violating the norms of secularism in education. France has already banned the wearing of the hijab to stop the display of religious identity. News from AFP

Education Minister Gabriel Atal said about 300 students came to school wearing abayas, defying the ban on Islamic dress. Most students agreed to change clothes when asked to remove their abayas, but 67 refused to change clothes and were sent home. While the move pleased the right, the hard left said it was an infringement on civil liberties.

In the face of criticism, the minister claimed that abaya is a political symbol. He said letters were sent to the families of the girls who refused to change the abaya. Where it is written, secularism is not a barrier, it is a freedom.

French President Emmanuel Macron, meanwhile, supported the controversial move, saying there was a minority community in France that hijacked a religion and challenged the state and secularism.

In France, a 2004 law banned the wearing of symbols or clothing displaying religious affiliation in schools. These prohibitions include – the large Christian cross, the Jewish kippah and the Islamic hijab.




Pregnant woman killed by police in USA

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটেছে। এবার ওহাইও অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক অন্তঃসত্ত্বা নারীর। পুলিশের শরীরে থাকা ক্যামেরাতেই সেই দৃশ্য ধরা পড়ে। খবর রয়টার্সের। 

শুক্রবার ওহাইওর পুলিশ বিভাগ ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে। দুই সপ্তাহ আগে একটি মুদি দোকানের পার্কিং লটে এ ঘটনা ঘটে। 

ভিডিওতে দেখা যায়, ২৪ আগস্ট কলম্বাসের শহরতলি ব্লেনডন টাউনশিপের একটি মুদি দোকানের পার্কিং লটে কৃষ্ণাঙ্গ নারী তাকিয়া ইয়ংকে (২১) নামতে বলে পুলিশ। তাকিয়া গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা পুলিশ লাফ দিয়ে সরে যায় এবং তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মারাত্মক আহত হন তাকিয়া। 

পরিবার জানিয়েছে, গুলি করার পর হাসপাতালে ভর্তি করা হলে তাকিয়া ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়। তাকিয়ার আরও দুই সন্তান রয়েছে। 

এ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরপরই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, এ হত্যাকাণ্ড এড়ানো যেত। 

এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ব্লেনডন টাউনশিপ পুলিশের প্রধান জন বেলফোর্ড জানান, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করছেন।