ইউক্রেনকে ধ্বংস করা যাবে না : জেলেনস্কি

রাশিয়া আক্রমণ চালিয়ে গেলেও ইউক্রেনকে ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, ‘ইউক্রেন কখনই ধ্বংসের জায়গা হবে না’।

সোমবার এক টেলিগ্রাম ভিডিওবার্তায় বলেন, ‘তারা ধ্বংস ছাড়া আর কিছুই করতে সক্ষম নয়।

ইউক্রেনের বিরুদ্ধে যা করছে তা তাদের প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা। ইউক্রেনীয়রা বারবার তাদের কাছ থেকে নিজেদের রক্ষা করেছে।’ খবর আনাদুলু এজেন্সির

জেলেনস্কি বলেন, ‘কিয়েভ কখনই মস্কোর আদেশ গ্রহণ করবে না এবং দখলকারীদের দ্বারা ধ্বংস হওয়া প্রতিটি বস্তু, প্রতিটি বাড়ি, প্রতিটি উদ্যোগ পুনরুদ্ধার করার জন্য সবকিছু করবে।’

জেলেনস্কি উল্লেখ করেছেন যে মাত্র এক সপ্তাহে রাশিয়ান সেনারা খেরসন অঞ্চলের ৩০টি জনবসতিতে ২৫৮ বার হামলা করেছে। তারা মাইকোলাইভে জল সরবরাহকারী পাম্পিং স্টেশনকেও লক্ষ্য করেছিল।

জেলেন্সকি বলেন, ‘আমরা জানি এই সন্ত্রাসীরা নতুন হামলার পরিকল্পনা করছে। আমরা সেটা নিশ্চিতভাবেই জানি। এবং যতদিন তাদের হাতে ক্ষেপণাস্ত্র থাকবে, তারা, দুঃখজনকভাবে, শান্ত হবে না।’

রুশ ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইউক্রেনের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। এতে দেশটির জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীতে বিদ্যুৎ না থাকায় মানবেতন জীবন যাপন করছেন লাখ লাখ ইউক্রেনীয়। এমনকি খাবার পানি পেতেও তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে।




Two killed in floods in Saudi Arabia

Heavy rain and lightning have caused flooding in western Saudi Arabia, including the coastal city of Jeddah, killing at least two people. Flight schedules in Jeddah have been changed and schools in the city have been closed.

"Two deaths have been recorded so far. We urge everyone not to go out unnecessarily," the Makkah regional government said in a message on Twitter.

Earlier, due to the floods, schools and colleges in the affected areas, as well as two universities - King Abdulaziz University and the University of Jeddah - have canceled their first semester final exams.

Meanwhile, Saudi authorities have asked residents to follow necessary safety instructions and beware of stagnant water.

Due to the seasonal weather, the arrival of incoming flights has been delayed. Jeddah Airport Authority has postponed the arrival times of Gulf Air, Turkish Airlines and Saudia Airlines on its website.




BJP leader calls for World Cup boycott, invites Zakir Naik

BJP spokesperson Savio Rodriguez has called on Indians to boycott the World Cup after Islamic preacher Zakir Naik was invited to deliver a speech at the World Cup in Qatar. He said allowing someone like Zakir to speak at such an international stage would hinder the fight against extremism.

Zakir Naik is on India's most wanted list. He will be giving speeches in various cities during the World Cup. Savio has also issued a statement opposing Qatar's decision. He said, "The World Cup is an international stage.

"People all over the world are watching this tournament. Giving Zakir Naik a chance to speak on such an important platform means supporting his hateful ideology."

The BJP spokesperson did not stop here and said that the Indian government and the country's football association should boycott this mega tournament. Those who are going to Qatar to watch the World Cup should also not watch the game. Because a person like Zakir Naik is given the opportunity to speak on this stage. According to Savio, even if he is not directly involved in any extremist activities, Zakir's role in spreading conflict is undeniable. India has been looking for Zakir for a long time. Zakir, 57, has been in Malaysia since 2017. He has been banned from giving speeches in India since 2020. This decision was said to be in the interest of 'national security'. Even before that, his passport was cancelled in 2015.

In 2016, Zakir was seen claiming to be an expatriate Indian. But questions are being raised about whether football's Greatest Show on Earth should be boycotted because of him.

Al-Arabiya, citing social media, said that Zakir Naik's lectures will continue every day. It has been reported that Zakir Naik is currently in Qatar. It is expected that a large part of his fans will be present among the millions of people who have come to watch the World Cup. At that time, they will also be able to listen to Dr. Zakir Naik's lectures if they want.

Zakir Naik has a huge fan base in different countries of the world. He is popular among the younger generation and almost all ages. He is an Indian Islamic thinker, preacher, speaker and writer who works on Islam and comparative theology. He is the founder of the non-profit organization Islamic Research Foundation. Which runs the Peace TV Network. Through which his lectures reach about 100 million viewers. Dr. Zakir Naik gained wide popularity in the international arena through his comparative interpretation and discussion of Islam with different religions and material issues. His discussions by citing science and history are also able to attract the audience. One of the most popular themes of Dr. Zakir Naik is to verify the Quran in the light of previous religious scriptures and science.

It is worth noting that Qatar has been newly decorated for the World Cup. 8 beautiful stadiums have been prepared in the style of Arab and Islamic architecture. Murals containing the hadiths of the Holy Prophet (PBUH) have been pasted in various places including the capital Doha. The wise sayings of the Holy Prophet (PBUH) on social etiquette have been written in Arabic and English. The meaningful hadiths will create different feelings in the minds of the viewers and readers along the way. These pictures are being widely appreciated on social media.




20 killed in powerful earthquake in Indonesia

A 5.6 magnitude earthquake struck Indonesia on Monday, killing at least 20 people and injuring at least 300 others.

The earthquake struck the island of West Java on Monday morning local time.




ইন্দোনেশিয়ার রাজধানীতে ভূমিকম্প

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার শহরটি কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা  এর বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার সিয়ানজুরে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায়। বিএমকেজি জানিয়েছে, সুনামির কোনো সম্ভাবনা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকার্তার কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় কিছু লোক অফিস খালি করে ফেলে। অন্যরা বিল্ডিং এবং আসবাবপত্র নড়তে দেখেছে।




বিএনপি’র সম্মেলন কবে হয়েছে, তাদের নেতারাই ভুলে গেছে: আনোয়ার খান এমপি

Abu Taher, Ramganj Correspondent:
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ ‍সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বিএনপি’র জেলা সম্মেলন কবে হয়েছে তাদের নেতারাই ভুলে গেছে। তারা এখন পকেট কমিটি দিয়ে দল চালাচ্ছে। আবার নিজেরাই নিজেদের নবগঠিত কমিটির নেতাদের উপর হামলা চালাচ্ছে। এখন তাদের জেলা চলে আহবায়ক কমিটি দিয়ে। যারা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ উপলক্ষে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সাথে জড়িত, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের ধরতে হবে; তাদের কোনো ছাড় নেই।, এসময় আগামী ২১ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে দলীয় দিকনির্দেশনা মেনে চলতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিনের জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সভায় আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য সকল ধরনের প্রচার ও প্রচারনায় যাতে কোন ধরনের ঘাটতি না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলেন এবং সম্মেলনকে সফল করতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।




Trump will run for US president again

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে ২০২৪ সালের নির্বাচেন প্রার্থী হওয়ার  ঘোষণা দেন সাবেক এই প্রেসিডেন্ট।

এ সময় ৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।

Details coming soon…




Record number of corona infections in various cities in China, including Beijing

বেইজিংসহ চীনের বেশ কয়েকটি বড় শহরে সোমবার করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়েছে। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আরও চাপের মধ্যে পড়েছে কর্তৃপক্ষ। চীন সরকার মানুষের জীবন এবং অর্থনৈতিক কার্যকলাপের উপর প্রভাব কমানোর চেষ্টা করছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে যে, সোমবার দেশটিতে ১৬ হাজার ৭২ জনের করোনার শনাক্ত হয়েছে। একদিন আগে রোববার এই সংখ্যা ছিল ১৪ হাজার ৭৬১। এই সংখ্যা গত ২৫ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।

বেইজিং, চংকিং, গুয়াংজু এবং ঝেংঝুসহ অনেক শহরে এই সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। বেইজিংয়ে কয়েকশ শনাক্ত হলেও অন্যান্য শহরে এই সংখ্যা হাজার হাজার।

বিশ্বের অন্যান্য দেশে করোনার সংক্রমণ অনেকটাই কমে গেছে। করোনা রুখতে জিরো-কোভিড নীতি গ্রহণ করেছে চীন। বিভিন্ন শহরে লকডাউন দেওয়া হয়েছে। তারপরও দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা বাড়ায় চিন্তিত প্রশাসন। খবরে বলা হয়, করোনা রুখতে বিভিন্ন এলাকায় লকডাউন জারি করা হতে পারে। তবে দেশটির কমিশন ঘনিষ্ঠ যোগাযোগের জন্য কোয়ারেন্টাইনের সময় কমানোসহ কিছু ব্যবস্থা শিথিল করেছে।

বৃহত্তর প্রাদুর্ভাবের ঝুঁকিতে বিবেচিত এলাকাগুলোকে এখন ‘উচ্চ’ এবং ‘নিম্ন’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। মার্কিন বিনিয়োগ ব্যাঙ্ক গোল্ডম্যান শ্যাসের বিশ্লেষকরা সোমবার একটি নোটে বলেছেন, ‘বর্তমানে গুয়াংজু এবং চংকিং এর মতো বড় শহরগুলোতে কোভিডের ঘটনা বাড়ছে এবং শূন্য-কোভিড নীতি অব্যাহত রয়েছে। এর ফলে দেশটির প্রবৃদ্ধি কমে যেতে পারে।’

বেইজিং সোমবার ৪০৭টি মামলা রিপোর্ট করেছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৩৫। দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে নতুন সংক্রমিত হয়েছে ৪ হাজার ৬৫ জন। একদিন আগে এই সংখ্যা ছিল ৩ হাজার ৬৫৩। মধ্য চীনের প্রধান উৎপাদন কেন্দ্র ঝেংঝুতে সোমবার করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪২ জনের। আর চংকিংয়ে শনাক্তের সংখ্যা ২ হাজার ২৯৭ জন।




তাইওয়ানের আশেপাশে চীনের ৬৩ যুদ্ধবিমান ও ৪ জাহাজ শনাক্ত

স্ব-শাসিত তাইওয়ানের আশেপাশে চীনের ৬৩ যুদ্ধবিমান ও চারটি বিশেষ যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। সোমবার এমন তথ্য দিয়েছে তাইওয়ানি কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার স্পিকারের তাইওয়ান সফরের পর এ স্ব-শাসিত দ্বীপরাষ্ট্রের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ‘তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৩১ যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর কাল্পনিক মধ্যরেখা অতিক্রম করেছে। এরপর এগুলো তাইওয়ানি বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।’




মহাকাশ উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

সফলভাবে স্যাটেলাইট ক্যারিয়ার গাইম-১০০ কে প্রথম সাবঅরবিটাল (নিম্নকক্ষপথ) পর্যায়ে পরীক্ষা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার তারা এ সফল পরীক্ষা সম্পন্ন করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।

আইআরজিসি এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজী হাজিজাদেহসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষাটি চালানো হয়েছিল।

গাইম-১০০ হলো একটি স্যাটেলাইট লঞ্চার যা আইআরজিসি এরোস্পেস বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা হয়েছে। এ স্যাটেলাইট ক্যারিয়ারে তিনটি ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটা স্যাটেলাইটকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরের কক্ষপথে স্থাপন করতে পারবে।

এটা উৎক্ষেপণের সময় পাশে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাজিজাদেহ বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাহিদ স্যাটেলাইটটিকেও একটি গাইম-১০০ লঞ্চার দিয়ে কক্ষপথে রাখা হবে।