Putin signs law to join four Ukrainian regions to Russian Federation

ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করতে চারটি সাংবিধানিক আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে দোনেতস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝিয়া এখন আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অংশ হলো।

এর আগে গতকাল মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ইউক্রেনের দখলকৃত অঞ্চল গুলো ফেডারেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে অনুমোদন দেয়।শুক্রবার পুতিন অঞ্চলগুলো যুক্ত করতে ডিক্রি ( সরকারি আদেশ) জারি করেছিলেন।

রাশিয়ার সরকারি গণমাধ্যম খবরে বলা হয়েছে, সাংবিধানিক আইনে স্বাক্ষরের ফলে ইউক্রেনের চার অঞ্চলের বাসিন্দারা এখন রাশিয়ার নাগরিক বলে বিবেচিত হবেন।

বিশ্ব নেতারা ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করতে রাশিয়ার ‌‌;‘গণভোট’ আয়োজনকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। সূত্র: সিএনএন




France tops daily infections list, US leads in deaths

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা দুটোই বেড়েছে বিশ্বজুড়ে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় প্রাণ হারান সহস্রাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে প্রায় চার লাখ মানুষের দেহে। নতুনদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৫২ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ কোটি ৪১ লাখ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে প্রাণহানির শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে , বুধবার (৫ অক্টোবর) থেকে আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫২ হাজার ৯২৬ জনে।

একই সময়ের মাঝে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৪ হাজার ২৮৯ মানুষের শরীরে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২ লাখেরও বেশি। এর ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৪১ লাখ ৫ হাজার ৩৩২ জনে।




American rapper Coolio is no more

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও আর নেই। বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মার্কিন সংবাদ সংস্থার কাছে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন এই গায়কের দীর্ঘদিনের বন্ধু ও তার ম্যানেজার জারেজ পোসি।

এ প্রসঙ্গে জারেজ জানান, বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। র‍্যাপার কুলিওর পারিবারিক নাম আর্টিস লিওন আইভে জুনিয়র। র‍্যাপ সংগীতে তিনি যাত্রা শুরু করেন আশির দশকে। তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন ১৯৯৫ সালে। সে বছর ‘ডেঞ্জারাস মাইন্ডস’ চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য ‘গ্যাংস্টা’ স প্যারাডাইস’ গানটি তাকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা।

‘প্যারাডাইস’ ট্র্যাকটি ১৯৯৫ সালে বিলবোর্ডের টপচার্টে জায়গা করে নিয়েছিল।




Minister dismissed in Russia: Hundreds arrested

রাশিয়ায় রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ওভিডি-ইনফো নামের একটি মানবাধিকার সংস্থা। এছাড়া কেউ সেনায় যোগ দিতে না চাইলে বা পলায়ন করলে কঠোর সাজার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে রসদ ও সরঞ্জাম সরবরাহে ব্যর্থতার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়েছেন পুতিন। জেনারেল দিমিত্রি বুলগাকোভকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওভিডি-ইনফো নামের মানবাধিকার সংস্থা জানিয়েছে, শনিবার রাশিয়ার ৩২টি শহরে ৭২৪ জনকে আটক করা হয়েছে। ইউক্রেনে যুদ্ধে যোগ দিতে সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এজন্য রিজার্ভ সেনাদের ডেকে পাঠানো হয়েছে।

সাধারণ মানুষের মধ্যে যাদের সামরিক প্রশিক্ষণ আছে তাদের রিজার্ভ সেনা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এছাড়া রিজার্ভ তালিকায় রয়েছেন সাবেক সেনারা।

খবরে বলা হয়েছে, রাশিয়া তাদের প্রায় এক লাখ ৯০ হাজার জন নিয়মিত সেনা ইউক্রেনে যুদ্ধের জন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হয়।কিন্তু ভ্লাদিমির পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর থেকেই রাশিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। রাশিয়ার আইন অনুযায়ী, অনুমতি ছাড়া সমাবেশ করা নিষিদ্ধ।

এরপরেও রাশিয়ার শহরগুলোজুড়ে বড় আকারের বিক্ষোভ চলছে। এ সপ্তাহের শুরুর দিকে বিক্ষোভ সমাবেশ করার কারণে এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেন্ট পিটার্গবার্গে একজন ব্যক্তি সাংবাদিকদের বলেন, ‘পুতিনের জন্য আমি যুদ্ধ করতে যেতে চাই না।’ শনিবার যাদের গ্রেফতার করা হয়েছে, সেই সময় তাদের কারও কারও হাতে সেনাবাহিনীতে যোগ দেয়ার কাগজ দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। সেই সময় তাদের আটক করে রাখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ক্রেমলিন এর আগে জানিয়েছিল, এটা আইনের মধ্যে থেকেই করা হচ্ছে।

মস্কো নতুন যে আইন করেছে, তাতে সেনাবাহিনীতে একবার নাম লেখানোর পর পালিয়ে গেলে বা দায়িত্ব পালন না করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।




Most wars are in the Muslim world, Turkey calls for unity

Most of the world's wars are being fought between member states of the Organization of Islamic Cooperation. Türkiye has called on the Muslim world to unite against global conflicts and challenges. The country has reiterated its support for flood-hit Pakistan and oppressed Palestine.

Turkish Foreign Minister Mevlut Cavusoglu made these remarks at the annual coordination meeting of the Islamic Bloc in New York on Thursday.

"The world is now less safe and more uncertain. More than two billion people live in conflict zones, and unfortunately, about 60 percent of these conflicts are taking place in OIC countries," he said.

He expressed his condolences to Pakistan, which has been hit by devastating floods. The floods have affected 33 million Pakistanis. At least 1,576 people have died and $30 billion worth of property and crops have been destroyed. Turkey has already sent a large amount of assistance to Pakistan. Cavusoglu said, "Turkey and the Turkish people will continue to support brotherly Pakistan and our Pakistani brothers and sisters."

Regarding Palestine, Cavusoglu said, "Ankara seeks peace and stability in the conflict region and Türkiye will continue to support Palestine. It is our responsibility to protect the independent and sovereign state of Palestine and Jerusalem as its capital."




6.5 magnitude earthquake hits Mexico

মেক্সিকোতে ভয়াবহ ভূকম্পন অনূভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে মেক্সিকোর মিচোয়াকানে এই ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। এর গভীরতা ছিল ৮০ কিলোমিটার।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ এই ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে উল্লেখ করেছে। খবর সিজিটিএন ও ওয়াচারস ডট নিউজের ভূমিকম্পের কেন্দ্র ছিল ৩৯.৩ কিলোমিটার (২৪.৪ মাইল) দূরে। কয়েকটি শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
খবরে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ঠিক একই এলাকায় ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার তিন দিন পরই আবার এমন ঘটনা ঘটল।

ইউএসজিএস ভূমিকম্প সম্পর্কিত মৃত্যু এবং অর্থনৈতিক ক্ষতির জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। তবে এখনো কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই অঞ্চলের জনসংখ্যা এমন কাঠামোতে বসবাস করে যা দুর্বল এবং ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণের মিশ্রণ।

এই এলাকায় সাম্প্রতিক ভূমিকম্পগুলো ভূমিধসের মতো বিপদ সৃষ্টি করেছে, যা ক্ষতির কারণ হতে পারে।




Rare dark blue lobster caught

সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির একটি চিংড়ি পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক জেলে। আদ্যোপান্ত গাঢ় নীল রঙের এই  অত্যন্ত বিরল। আটলান্টিক মহাসাগরে খোঁজ মিলেছে এই চিংড়ির।

আমেরিকার পূর্ব উপকূলের মাউন্ট ডেসার্ট আইল্যান্ডের বাসিন্দা ব্লেক হ্যাস। আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে গিয়ে ২৭ বছরের এই যুবকই নীল চিংড়িটি খুঁজে পেয়েছেন।

এই প্রজাতি এতটাই বিরল যে, ২০ লাখ চিংড়ির মধ্যে একটির রং নীল হয়। তা ধরতে পেরে নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন তিনি। টিকটকে চিংড়িটির ছবি পোস্ট করেছেন ব্লেক। ছবিতে দেখা যায়, হাতে গ্লাভস পরে সেটি ক্যামেরার খুব কাছে ধরে আছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘নীল চিংড়ি! ২০ লাখে একটার রং এমন হয়।’

ব্লেক জানান, ‘এত উজ্জ্বল নীল রঙের সুন্দর চিংড়ি আমি আগে কখনও দেখিনি। আমরা অনেক চিংড়ি ধরি। কখনও কখনও কিছু চিংড়ির লেজ বা শুঁড়ের দিকে হালকা নীল রঙ দেখা যায়। কিন্তু পুরো দেহ নীল রঙের হয় না। আমি এমন চিংড়ি আগে দেখিনি। আমার সঙ্গে আরও যারা মাছ ধরেন, তারাও কখনও এমন চিংড়ি দেখেননি। আশা করি, আবার কখনও এমন লবস্টার ধরতে পারব।’ সাধারণত বেশিরভাগ গলদা চিংড়ি কর্দমাক্ত বাদামি অথবা লাল রঙের হয়। ইউনিভার্সিটি অব মেইনির লবস্টার ইনস্টিটিউটের মতে, নীল গলদা চিংড়ি অত্যন্ত বিরল। এ ধরনের চিংড়ি ২০ লাখের মধ্যে একটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে।




'If Russia loses, the West's next target will be China'

Russian President Vladimir Putin on Wednesday issued a decree to prepare 300,000 new troops to be sent to Ukraine.

After his announcement, there was a lot of excitement in China. Ordinary Chinese people supported Putin's decision on the Chinese social media Weibo. One person on Weibo wrote, "The influence that the United States is trying to spread must be stopped. And this time, this is the opportunity."

Another wrote, "If Russia loses to the West and the United States, the West's next target will be China. Because then China will be the only power to fight the West. They will try to weaken China."

Another wrote, "From our country's perspective, we need a Russia that is neither strong nor weak." Meanwhile, very few people on Weibo commented against the war. But after a while, those comments were no longer found.




Anubrata Mandal's bail application rejected again

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

বুধবার অনুব্রতের জামিনের অনুরোধ খারিজ করেন আসানসোলের সিবিআইয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ অক্টোবর। আসানসোল সিজিএম আদালতে ওই শুনানি হবে। খবর আনন্দবাজারের।

আজ আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তাদের মক্কেল অনুব্রতের জামিনের আবেদন করেন। তাদের যুক্তি ছিল, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্তদেরই জামিন মুওকুফ হয়েছে। এর পর অনুব্রতের শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে জামিনের আবেদন করেন তারা।

অন্য দিকে, সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার বলেন, ‘‘দুটো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রচুর টাকা লেনদেন হয়েছে। ব্যাঙ্কের মাধ্যমে প্রচুর টাকা দেওয়া-নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে প্রচুর কলেজ তৈরি হয়েছে। এই রাজ্য ছাড়া অন্য রাজ্যেও হয়েছে।’’

সিবিআই বলেছে, অনুব্রত এতটাই প্রভাবশালী যে বাইরে বের হলে বিভিন্নভাবে তদন্তের সমস্যা সৃষ্টি করতে পারেন। দুই পক্ষের সওয়াল-জবাবের পর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।




Iran erupts in hijab debate, 5 killed in clashes

ইরানে হিজাব ইস্যুতে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল সারাদেশ। এ ঘটনায় নিহত হোন পাঁচজন এবং আহত হয়েছেন শতাধিক। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত মঙ্গলবার দেশটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খবর সিএনএনের।

পুলিশি হেফাজতে তরুণীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল ছিল ইরানের বিভিন্ন শহর। এদিন দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কামারানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। প্রতিবাদ বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে সংস্থাটি বলছে, তার মর্মান্তিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ এবং পরবর্তী সময়ে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হতে হবে। মাহসার পরিবার যে অভিযোগ এনেছে সেটিও গুরুত্বসহকারে দেখতে হবে।

এদিকে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কানাডা, জার্মানি ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে। ইরান সরকারের তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। এ সময় অনেকে মাথার চুল কেটে প্রতিবাদ জানান। ‘সঠিকভাবে’ হিজাব না পরার কারণে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সি এক তরুণীকে সম্প্রতি গ্রেফতার করে ইরান পুলিশ। এর পর ওই তরুণী অসুস্থ হয়ে কোমায় চলে গেলে তাকে ‘মারধরের’ অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর মধ্যেই গত ১৬ সেপ্টেম্বর মারা যান মাহসা আমিনি।

ইরানের বার্তা সংস্থা ফারসের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, মাহসা নামে ওই তরুণী চলতি সপ্তাহের শুরুতে ইরানের কুর্দিস্তান প্রদেশ থেকে রাজধানী তেহরানে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

এ সময় ‘সঠিকভাবে’ হিজাব না পরায় তাকে গ্রেফতার করে ‘গাশত-ই এরশাদ’ নামে পরিচিত ইরানের নৈতিকতা পুলিশ। ‘সঠিকভাবে’ হিজাব না পরার যুক্তি হিসেবে তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, চুল পুরোপুরি না ঢাকার জন্য মাহসা আমিনিকে গ্রেফতার করা হয়েছে।

ইরান পুলিশের দাবি, আটক থাকাবস্থায় মাহসা ‘হার্টের সমস্যায়’ ভুগছিলেন। তবে পুলিশের এমন দাবি প্রত্যাখ্যান করে মানবাধিকারকর্মীরা বলছেন, পুলিশের মারধরেই মৃত্যু হয়েছে ওই তরুণীর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।