England bowl out after losing toss in semi-final clash

টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। শেষ চারের টিকিট পেতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই জস বাটলারদের।

সিডনিতে দুপুর দুটায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। মূল পর্বে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে  শ্রীলঙ্কা। চার পয়েন্ট নিয়ে আছে টেবিলের চার নম্বর স্থানে।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।




Bangladesh lost to India by 5 runs

Bangladesh face India in a crucial match in the Super Twelve in Adelaide. Rohit Sharma's team elected to bat after losing the toss to keep their World Cup semi-final hopes alive. Team India set the Tigers a target of 185 runs with half-centuries from Virat Kohli and KL Rahul.

Shakib Al Hasan's team got off to a flying start with the bat of Liton Das. However, the match was shortened due to rain. Bangladesh were set a target of 151 runs in 16 overs. In the end, Virat Kohli's team won by 5 runs thanks to the skill of the Indian bowlers.

Details coming soon…   




Zimbabwe win the toss and elect to bat

টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের মূল পর্বে এসে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি ডাচরা।

অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে সকাল দশটায় মাঠে নামবে দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন।

Details coming soon…




Mustafiz returns to his old rhythm

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষ করে বাংলাদেশ দল যেদিন বিশ্বকাপ ভেন্যুতে এলো, সেদিন পেসার এবাদত হোসেনকে যতটা হাসিখুশি দেখাচ্ছিল, মুস্তাফিজুর রহমান ততটাই চুপসে ছিলেন নিজের ভেতরে। এবাদতের খুশি বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরে।

মুস্তাফিজ মনমরা হওয়ার কারণ ছিল টানা ম্যাচ খেলতে না পারায়। বাঁহাতি এ পেসারের বল ছাড়ার অ্যাকশন নিজের অজান্তেই পরিবর্তন হওয়ায় কাটার, স্লোয়ারের ধার কমে গিয়েছিল। বলের পেস নেমেছিল ১৩০-১৩২ কিলোমিটারে। কোচ শ্রীধরন শ্রীরাম সে ত্রুটি ধরিয়ে দেওয়ার পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে একান্তে কাজ করে মুস্তাফিজ ফিরে গেছেন পুরোনো অ্যাকশনে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই পুরোনো অ্যাকশনে বোলিং করে সাফল্যও পাচ্ছেন বাঁহাতি এ পেসার। বোলিংয়ে গতি বেড়েছে, লাইন-লেন্থে এসেছে ধারাবাহিকতা।




Arsenal are now at the top with a goal celebration

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দুর্বার গতিতে ছুটে চলছে আর্সেনাল। মৌসুমের শুরু থেকেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখা মাইকেল আর্তেতার দল রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও বড় জয়ের স্বাদ পেয়েছে। নিজেদের মাঠে গানাররা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নটিংহ্যামকে।

সেইসঙ্গে একদিন আগেই লিগ টেবিলের শীর্ষে উঠা ম্যানচেস্টার সিটিকে টপকে হারানো রাজত্ব নিজেদের দখলে নিয়েছে আর্সেনাল। একই রাতে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে রেড ডেভিলরা এদিন ১-০ ব্যবধানে পরাজিত করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। জয়ের নায়ক মার্কাস রাশফোর্ড। তার গোলের সৌজন্যেই যে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। সেইসঙ্গে রেড ডেভিলদের হয়ে শততম গোলের মাইলফলকও স্পর্শ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

অ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বড় জয়ের নায়ক ছিলেন বুকায়ো সাকার বদলী হিসেবে ২৭ মিনিটে খেলতে নামা রেইস নেলসন। জোড়া গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে এক গোল করাতেও ভূমিকা রাখেন তিনি। তবে গোল উৎসবের শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৫ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন তিনি। কিন্তু গোঁড়ালির ইনজুরির কারণে সাকা মাঠ ছাড়লে তার বদলি হিসেবে মাঠে নেমে ৪৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রেইস নেলসন।

তিন মিনিট পর গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন নেলসন। এখানেই থামেননি এই তারকা। ৫৭ মিনিটে থমাস পার্টির গোলেও সহায়তা করেন নেলসন। তারপরও গোল উৎসব থামেনি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মার্টিন ওডেগার্ড হ্যামার্স গোলরকক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।




Australia will play against the Irish today

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফেভারিট হিসেবে খেলতে নামলেও স্বস্তিতে নেই অজিরা।

কারণ এবারের আসরে একের পর এক ঘটছে অঘটন। এই আইরিশরাই ইতিমধ্যে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে হেরে আরেক অঘটনের জন্ম দেয় পাকিস্তান।

আবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে দু-বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাই কাগজে কলমে অজিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যানে আয়ারল্যান্ডও ছেড়ে কথা বলবে না ফিঞ্চ-ওয়ার্নারদের।

ব্রিসবেনে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে লড়বে এই দুই দল। দুই দল টি টোয়েন্টিতে সবশেষ ২০১২ সালে একে অপরের মুখোমুখি হয়। সেই দেখায় আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া।




India's tally is only 133

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। পার্থে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে রোহিত শর্মার দল।

প্রোটিয়া পেসারদের তোপে ৪৯ রানে ৫ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ধুঁকতে থাকা ভারতকে পথ দেখিয়েছেন সুরিয়াকুমার যাদব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় বিরাট কোহলিরা।

Details coming soon…  




Dramatic last ball, breathless Bangladesh win

টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। 

উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩ রানে জয় টাইগারদের। দিনের শুরুতে টসে জিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে শুরুটা ভালো হয় নি বাংলাদেশের।

Details coming soon…




Ramganj Upazila administration holds emergency meeting to deal with Cyclone Sitrang

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ ঘুর্নিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসন এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় জনজীবন থমকে গেছে। বিপাকে পড়েছে এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিসের তথ্যমতে, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়ে আজ সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নামকরণ করা হয়েছে ‘সিত্রাং’। আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে এটি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা।

তাই এনিয়ে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪(অক্টোবর) সোমবার বেলা ২ টায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আবহাওয়া অফিস সুত্রে জানাযায়, সাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এটি আরও শক্তিশালী হলে ২৪ ও ২৫ অক্টোবর লক্ষ্মীপুর জেলার সবকয়টি উপজেলা আঘাত হানতে পারে।
লক্ষ্মীপুর জেলায় ৭ নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখানো হয়েছে। এখনও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি রয়েছে। যদি ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার হয়, তাহলে এটি সাইক্লোনে রূপ নেবে। পরিস্থিতি বুঝে তখন সংকেত আরো বাড়ানো হবে।

এসময় উপজেলা  নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা সরকারি সকল  কর্মকর্তাগণকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেন, অবস্থার অবনতি হলে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন লোকজনদের  যাতে সাইক্লোন শেল্টারে আশ্রয় দেওয়া যায়। তাই সাইক্লোন শেল্টারে প্রস্তুত রাখার জন্য।

জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন  রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।

এসময় দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোলরুম  গঠন করা হয় । যেকোনো  জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমের মোবাইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মোঃ জুয়েল রানা -০১১৭৫৫৮২২৬৪৫,  মোঃআব্দুল বাকের -০১৮৪৯৬২২১৫৬, মোঃ আল আমিন খান -০১৮১৩৬৭৪৩৫৭




Bangladesh set a target of 145 runs

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোবার্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

পাওয়ার প্লেতে দারুণ শুরু পেলেও মিডেল ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

শেষ দিকে আফিফ হোসেনের ব্যাটে ভর করে করে নির্ধারিত ২০ ওভারে ৮  উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছে সাকিবের দল।

Details coming soon…