Babar's stormy batting leads Pakistan to victory

ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয়েছে নিউজিল্যান্ডের।

বাবর আজমের ঝড়ো ব্যাটিং তাণ্ডবে ১৮ ওভার ২ বল খেলে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। দলের হয়ে ৫৩ বল খেলে সর্বোচ্চ ৭৯ রান তুলেছেন ডানহাতি এই অধিনায়ক।

বিস্তারিত আসছে..




Tri-nation series schedule

আগামীকাল (৭ অক্টোবর) থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ওয়াশ টি২০ আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ’। এই সিরিজ চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছে টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও সিরিজের অপর দল পাকিস্তান।

ত্রিদেশীয় সিরিজে মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।

একনজরে সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

৭ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৮টা

৮ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় দুপুর ১২টা

৯ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় দুপুর ১২টা

১০ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৮টা

১১ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় সকাল ৮টা

১২ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৮টা

১৪ অক্টোবর : ফাইনাল, বাংলাদেশ সময় সকাল ৮টা




Thailand creates history by defeating Pakistan

আজ নারী এশিয়া কাপে থাইল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বড় এক অধ্যায় রচিত হলো । গ্রুপ পর্বে অপরাজিত দল পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল।

 

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার বিসমাহ মারুফদের হারিয়েছে থাইরা।

Details coming soon…




Bayern celebrate after scoring against Viktoria Plzen

ভিক্টোরিয়া প্লাজেনকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার রাতে এলিয়েঞ্জ এরেনায় প্লাজেনকে ৫-০ গোলে হারায় জার্মান ক্লাবটি।ঘরের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করেন লেরয় সানে। একটি করে গোল করেন সাদিও মানে, সের্গে জিনাব্রি ও এরিক মাক্সিম চুপো-মোটিং। করোনা আক্রান্ত হওয়ায় জশুয়া কিমিখ, থমাস মুলার খেলেননি।

এমন জয়ে ‘সি’ গ্রুপে শীর্ষস্থান দখলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ড গড়েছে জুলিয়েন নাগেলসম্যানের দল। রিয়াল মাদ্রিদের রেকর্ড পেছনে ফেলে এখন এই টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন।রাতের ম্যাচটিতে প্লাজেনের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বায়ার্ন। ম্যাচে ৭১ ভাগ বলই ছিল তাদের দখলে। খেলা শুরুর সাত মিনিটের মাথায় লেরয় সানের গোলে এগিয়েছেন বায়ার্ন।




Autorickshaw brand tops popularity in Noakhali Zilla Parishad elections 

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
বিপুল উৎসাহ  উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন।
নির্বাচনে সদর উপজেলার ৫নং  ওয়ার্ড হইতে  জনগণের মনোনীত সাবেক নির্বাচিত সদস্য কামাল উদ্দিন এর অটোরিকশা মার্কা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য  আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব  পালন করে যাচ্ছেন।তিনি নোয়াখালী  সদর উপজেলার প্রতিটি ভোটারের কাছে যাচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন।
যথাসময়ে নোয়াখালী জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি  জনসাধারণকে বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান। উল্লেখ্য ১৮  অক্টোবর পর্যন্ত হাইকোর্টের নির্দেশ না আসা পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট স্থগিত থাকবে। ১৭ অক্টোবর সারাদিন কামাল উদ্দিনের অটোরিকশা মার্কা ভোট দিন ।




England won in a salt storm

লাহোরে সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে রীতিমত ঝড়ের বেগে উড়িয়ে জিতেছে ইংল্যান্ড। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্টের তান্ডবে সফরকারী দল ১৫ তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। আট উইকেটের বড় ব্যবধানের জয়ে সিরিজে  ৩-৩ ব্যবধানে সমতায় ফিরল ইংল্যান্ড। সিরিজ জয়ের মিশনে গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে বাবর আজমের ব্যাটে ভর করে ছয় উইকেটে ১৬৯ রান তোলে পাকিস্তান। দলের হয়ে ৫৯ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন পাকিস্তান অধিনায়ক।

এ ম্যাচে অনন্য এক কীর্তিও গড়েছেন বাবর। আন্তর্জাতিক ট-টোয়েন্টিতে ৩০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড উইলি এবং স্যাম কারান। লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় ইংলিশ ওপেনাররা। ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান তুলে ইংল্যান্ড। ১২ বলে ২৭রান করে সাজঘরে ফিরেন ওপেনার অ্যালেক্স হেলস। অপর প্রান্তে থাকা ফিল সল্ট পাকিস্তানের বোলারদের একের পর এক বল বাউন্ডারি ছাড়া করছিলেন।

৪১ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ৮৮ রান করে অপরাজিত থাকেন সল্ট। আর তাতেই ৮ উইকেটে জয় পায় মঈন আলীর দল।




Shamim Patwari got married

Shamim Patwary made his debut in the national team in July 2021. This left-handed hard-hitting batter caught everyone's attention on his debut against Zimbabwe. However, lack of form did not allow him to stay at 22 yards for long. He recently started a new innings of life by marrying his classmate. Shamim's wedding pictures have been circulating on social media. His wife's name is Yusra Jahan Noor. However, none of them have officially announced anything yet.

Shamim announced his marriage to everyone last night in a post from his Facebook profile. In the caption, he wrote, 'From classmate to gamemate, and finally, soulmate. Alhamdulillah! Please pray for us.'

Shamim's post is flooded with congratulations from fans, supporters and teammates. He also received a message of congratulations from BPL team Chittagong Challengers. The franchise wrote on its Facebook page, 'Wishing you a happy married life, Challenger Shamim Hossain Patwary. New hope, new challenge. Congratulations to both of you.'

Shamim's statistics show that he has not yet been able to match that in 10 T20Is for the national team. During this time, he has scored 124 runs at an average of 15.5 and a strike rate of 111.7. However, the Under-19 World Cup-winning cricketer is currently training, even though he is out of the national team.




BCB announces Women's Asia Cup squad

চলতি সপ্তাহেই টাইগার ভক্তদের সুখবর দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে নিগার সুলতানা জ্যোতিরা।

বাছাই পর্বের ট্রফি নিয়ে আজ দেশে ফিরবেন তারা। এদিকে দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই দল থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। তার জায়গায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার জাহানারা আলম। আসন্ন নারী এশিয়া কাপ ২০২২ মাঠে

গড়াবে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এবারের আসরের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, শোভনা মোস্তারী, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, তৃষ্ণা এবং সোহলী আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, মো. শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।




Cricketer Al-Amin surrenders, gets bail

একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার আল-আমিন হোসেন।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন আসামি আল আমিন আদালতে উপস্থিত হন। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে গ্রহণ করেন। এরপর আল-আমিনকে ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নোটিশ জারি করেন।

মামলায় বলা হয়েছে, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজী ভার্সনে কেজিতে পড়ালেখা করছে। বেশ কিছুদিন যাবৎ আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ প্রদান করেন না এবং খোঁজও না নিয়ে এড়িয়ে চলছেন। যোগাযোগও করেন না।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাথাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সংসার করবে না বলে জানায়। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।




Shakib, the hero of the stormy victory

প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পাননি সাফল্য। তবে তিনি যে সাকিব আল হাসান, ফর্মে ফিরতে দেরি করেন না। রীতিমতো ঝড় তুলে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে ছন্দে ফিরলেন সাকিব আল হাসান। তার চমকেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে হারিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে।

রোববার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৩ রান। এ দিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব, গেল দুই ম্যাচে রান না পেলেও এবার ২৫ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

এছাড়া দলটির হয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ৬০ রান। শেষদিকে অধিনায়ক হেটমায়ার করেন ২৩* রান। ত্রিনবাগো হয়ে সুনীল নারাইন নেন ২ উইকেট। এছাড়া সামিট প্যাটেল নেন ১ উইকেট।  বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স সাকিবদের তোপের মুখে ১৩৬ রানেই অলআউট হয়ে যায়। কলিন মুনরো (৩০) আর সামিট প্যাটেল (৩৪) ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি ত্রিনবাগো কোন ব্যাটার। পোলার্ড কিংবা রাসেল কেউই পাননি এদিন বড় রান। ম্যাচের শেষ দিকে নারিন করেন ১৯ রান। তাতে হারের ব্যবধানই কেবল কমেছে। শেষ পর্যন্ত গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী হয়।

ব্যাটের পর বল হাতেও এদিন গায়ানার হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব। ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বুঝিয়ে দিয়েছেন তিনি অনন্য। এছাড়া ইমরান তাহির নেন ২ উইকেট।

এই সাফল্যের পর সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন ‘সাকিব আল হাসানের শক্তিশালী অলরাউন্ড পারফরমেন্স তাকে আজ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার এনে দেয়। নাইট রাইডার্সের বিরুদ্ধে এই জয়ের ফলে, অ্যামাজন ওয়ারিয়র্স টেবিলের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।’

সংক্ষিপ্ত স্কোর-
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৭৩/৬ (২০ ওভার) গুরবাজ ৬০, হেমরাজ ৪, হোপ ১৪, সাকিব ৩৫, শেফার্ড ৬, হেটমায়ার ২৩, স্মিথ ২২*; নারাইন ২/২৩, রামপল ১/৫২, সামিত ১/২৩

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৩৬/১০ (২০ ওভার) সেইফার্ট ১৩, মুনরো ৩০, সামিত ৩৪, পুরান ১, পোলার্ড ১৩, রাসেল ১২, নারাইন ১৯; সাকিব ৩/২০, জুনিয়র ২/২৬, মতি ১/১৬, তাহির ২/৩১, স্মিথ ১/২১

Results: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান