India beat Australia in 8-over match to clinch series

মোহালির হারের শোধ তুলে সিরিজে ঘুরে দাঁড়াল স্বাগতিক ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ১-১ সমতা এনেছে রোহিতের দল।

গতকাল শুক্রবার নাগপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। বৃষ্টি না হলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় আড়াই ঘন্টা দেরিতে। তাতে ম্যাচে নেমে আসে ৮ ওভারে। ইনজুরি কাটিয়ে দুই মাস পর ভারতের দলে গতকাল ফেরেন জসপ্রীত বুমরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রান তুলে অজিরা। জবাবে ভারত দলপতি রোহিত শর্মার হার না মানা ২০ বলে ৪৬ রানের ইনিংসে ৪ বল হাতে রেখেই জয় পায় তারা।




If the stolen money of the Krishnas is not found, BFF will pay

সাফের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাঁদেরকে বরণ করতে ছিল ব্যাপক আয়োজন। তবে এই আনন্দের মাঝেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে টাকা চুরি হয়।

চুরি হওয়া সেই টাকা না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে কৃষ্ণাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ আজ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

কিরণ বলেন, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। এ সময় তিনি বলেন, ‘ওরা বাচ্ছা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যেগ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য। ’

এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানান, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল।

তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।




Shakib starts CPL with a win

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের। নতুন দলে অভিষেক ম্যাচে ব্যাট হাতে সাকিব রীতিমতো গোল্ডেন ডাক। চারে ব্যাটিং করা সাকিব আউট হন প্রথম বলেই।  বল হাতেও সাকিব খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে সাকিব ভালো না করলেও জিতেছে তার দল গায়ানা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে গায়ানা ১২ রানে হারায় সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াহসকে। এবারের আসরে ধুঁকতে থাকা গায়ানার এটি সপ্তম ম্যাচে স্রেফ দ্বিতীয় জয়। শুরুতে ব্যাট করে গায়ানা তোলে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে জ্যামাইকা অলআউট হয় ১৬৬ রানে।




Tiger forces are leaving the country today

 আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার দুবাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

এই সিরিজের জন্য বুধবার স্কোয়াডে ঘোষণা করা হয়।

স্কোয়াডে নেই সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন।

২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এর পরের দিনই দেশে ফিরবে বাংলাদেশ দল।




New DG BKSP

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয় সরকার।

বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পদে নিয়োগের কারণে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এ কর্মকর্তাকে বদলিপূর্বক বিকেএসপির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




Bangladesh is going to the Emirates under the leadership of Sohan

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

১৭ সদস্যের দল নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। দলের দায়ভার থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে।

বুধবার সন্ধ্যায় বিসিবির ঘোষিত এই দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নাম। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএলের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্বে থাকবেন সোহান।

এ সিরিজে দলে রয়েছেন তিন নতুন মুখ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকলেও আমিরাত সফরের দলে ডাকা হয়েছে সৌম্য সরকার ও রিশাদ হোসেনকে। আছেন পেসার শরিফুল ইসলামও। আগামী ২৫ অক্টোবর এবং ২৭ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৮ অক্টোবর দেশে ফিরে আসবে টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।




Prime Minister orders construction of house for Rupana Chakma in Rangamati

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ, ২০২২ এর শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য রুপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙামাটিতে একটি ঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রুপনা চাকমার জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রুপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাকে শুভেচ্ছা জানাতে মিষ্টি, ফল ও ফুল নিয়ে তাদের বাড়িতে গিয়েছিলেন।

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নেয় তাদের। ট্রফি নিয়ে বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা।




Rituparna falls ill in hospital during victory celebration

নেপালের কাঠমুন্ডু থেকে সাফের নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আজ দেশে ফিরে বিমানবন্দরে রাজসিক সংবর্ধনা পেয়েছে সাবিনা খাতুনরা। কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করা হয়েছে।

বর্তমানে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা। তবে বিজয় উদযাপনের সময় অসুস্থ হয়ে পড়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

টিম বাস থেক নামিয়ে ঋতুপর্ণাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারী দলের গোলরক্ষক কোচ আহমেদ মাসুদ আহমেদ উজ্জল।

এর আগে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা।সাফের সর্বোচ্চ গোলাদাতা বাংলার অধিনায়ক বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেয়ার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ।

বাংলাদেশের মেয়েদের ও ফুটবলারদের যে আপনারা এত ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’

অপরদিকে বাফুফে ভবনে অধির আগ্রহে অপেক্ষা করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশের নারী ফুটবলারদের বিমানবন্দরে বরণের পর এবার বাফুফে ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাংলার কৃতিসন্তানদের সংবর্ধনা দিতে অপেক্ষার প্রহর গুনছেন বাফুফে বস।




World Test Championship final venue finalized

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ এক সভায় আইসিসি জানায়, ২০২৩ সালের ফাইনাল গড়াবে লন্ডনের ওভালে আর ২০২৫ সালের ফাইনাল হবে বিখ্যাত লর্ডসে।

উল্লেখ্য, ২ বছর পর পর অনুষ্ঠিত হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এর আগের নিউজিল্যান্ড-ভারত ফাইনালও হয়েছিল ইংল্যান্ডেই।  বুধবার (২১ সেপ্টেম্বর) আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেন, ‘আমরা ওভালে আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে পেরে আনন্দিত।

গত বছর সাউদাম্পটনে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে ফাইনাল ছিল চমৎকার এক ম্যাচ। আমি নিশ্চিত যে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা ওভালে পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের  ফাইনালের জন্য অপেক্ষা করবে।’  ২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।

তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সঠিক সময়ে দিনক্ষণ নিশ্চিত করা হবে। ওভালে ম্যাচের টিকিট সংক্রান্ত তথ্যও যথাসময়ে প্রকাশ করা হবে।




Salam Murshedi announces Rs 5 million prize for champion team

সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল।  পাঁচবারের শিরোপাজয়ী ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সাফে প্রথমবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সাবিনা খাতুনদের ঐতিহাসিক এই জয়ে সারা দেশ এখন উচ্ছ্বসিত।

আজ বুধবার দুপুরে নেপাল থেকে দেশে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে ফেরা মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী নারী দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেন।

সংবাদ মাধ্যমকে আব্দুস সালাম মুর্শেদী এমপি জানান, নারী দলের এই বিজয়ে সারা দেশ আজ উজ্জীবিত। দেশে ফিরে তারা মানুষের ভালোবাসায় সিক্ত। সাবিনাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দেখে আমার সহধর্মীনি (শারমিন সালাম) এনভয় গ্রুপের চেয়ারম্যান তিনি খুবই খুশি হয়েছেন। তিনি এই নারী দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।