Sanjidara heads to BFF after royal reception
ইতিহাস রচনা করে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ১৯ বছরের আক্ষেপ ঘুচানোর পর জমকালোভাবে বিমানবন্দরে সাবিনা খাতুন্দের বরণ করা হয়েছে।
কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা শেষে বাফুফে ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা।
বাংলাদেশের নারীদের শিরোপা উল্লাসে অন্যরকম এক মাত্রা যোগ করেছে ছাদখোলা বাস। ফাইনালের আগে সানজিদা আক্তারের আবেগঘন ফেসবুক পোস্ট হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশের মানুষের। ট্রফি জয়ের পর দেশে এসে তারা তাদের সেই কাঙ্ক্ষিত প্রাপ্তিটা পেতে চলেছে।
বিমান্দন্দরের সংবর্ধনার পর বাফুফে ভবনে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ছাদখোলা বাসে চড়ে যাত্রা শুরু করেছে সাবিনা খাতুনের দল।