Sanjidara heads to BFF after royal reception

ইতিহাস রচনা করে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ১৯ বছরের আক্ষেপ ঘুচানোর পর জমকালোভাবে বিমানবন্দরে সাবিনা খাতুন্দের বরণ করা হয়েছে।

 কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা শেষে বাফুফে ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের নারীদের শিরোপা উল্লাসে অন্যরকম এক মাত্রা যোগ করেছে ছাদখোলা বাস। ফাইনালের আগে সানজিদা আক্তারের আবেগঘন ফেসবুক পোস্ট হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশের মানুষের। ট্রফি জয়ের পর দেশে এসে তারা তাদের সেই কাঙ্ক্ষিত প্রাপ্তিটা পেতে চলেছে।

বিমান্দন্দরের সংবর্ধনার পর বাফুফে ভবনে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ছাদখোলা বাসে চড়ে যাত্রা শুরু করেছে সাবিনা খাতুনের দল।




BFF vice-president announces Tk 5 million for champions

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক পুরস্কার ঘোষণার পরই আরও একটি ঘোষণা এলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেন।

আজ মেয়েদের বরণ করতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সংবাদমাধ্যমের সামনে এ ঘোষণা দেন তিনি।

আতাউর রহমান বলেন, ‘মেয়েদের এই সাফল্য পুরো দেশকে গর্বিত করেছে, আমাদের গর্বিত করেছে। তাদের এই সাফল্যে আমি খুব খুশি। আমি আমার প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম।’

আতাউর রহমান বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং তমা গ্রুপেরও চেয়ারম্যান।

তিনি আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই বেলা ১টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে নারী ফুটবল দলকে বহনকারী বিমানটি। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে কর্মকর্তারা তাদের বরণ করে নেন।




This trophy belongs to all of Bangladesh: Sabina

হিমালয় জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন দেশে ফিরে দেশের মানুষকে সাফ শিরোপা উৎসর্গ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক। এ সময় তিনি ধন্যবাদ জানান বাফুফে, মন্ত্রণালয় ও সমর্থকদের।

সাবিনা বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের ফুটবলারদের যে আপনারা এত ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’ সাফ জয়ের পর থেমে থাকতে চায় না বাংলাদেশ দল। সামনের বছর সাফ গেমস সাফল্যসহ এশিয়া পর্যায়ের সাফল্যের দিকে নজর এখন সাবিনা-স্বপ্নাদের।

সাবিনা আরো বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়।’

সাফের এ সাফল্য সহজে আসেনি বলে জানান সাবিনা।  ‘গত এক দশকের পরিশ্রমের ফল এ শিরোপা। দীর্ঘদিন ধরে দলকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য অধিনায়ক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বাফুফে সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুল করেননি সাবিনা।  ‘সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, নারী উইংয়ের প্রধান কিরণ আপাসহ সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছেন ও মন্ত্রী মহোদয়ের। তাদের সহযোগিতায় ২০১২ সাল থেকে ফুটবলটা ভালোভাবে চলছে। শেষ চার-পাঁচ বছরে যদি মেয়েদের সাফল্য দেখেন ও পরিশ্রম দেখেন এ শিরোপা সেটার ফল। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে ছাদ খোলা বাসে করে নারী ফুটবল দলকে নিয়ে যাওয়া হচ্ছে বাফুফে ভবনে। সেখানে দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বেলা ১টা ৪০ মিনিটে সাবিনাদের বহকারী বিমানটি বিমানবন্দরে পৌছায়।




'SAFF Champions' ride open-top bus on their way to BFF

ছাদখোলা বাসের আক্ষেপ মিটে গেছে। সেই বাসে চড়েই বাফুফের পথে ‘সাফ চ্যাম্পিয়ন’ রা।

আজ বুধবার বিমান বন্দর থেকে বের হওয়ার পর গণমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।

’বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পুরণ করা হয়েছে।  বাসের রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

Details coming soon…




The families of the daughters of the SAF winner, Kalsindur, will receive Tk 2 lakh.

সাফ জয়ী ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবালারের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পুরস্কার দেবে জেলা প্রশাসন।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিকেলে আট নারী ফুটবলারের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেয়া হবে। একইসঙ্গে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
ময়মনসিংহ নগরী থেকে ৭০ কিলোমিটার দূরে গারো পাহাড়ের কোলে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম। এ গ্রাম থেকেই বেড়ে উঠেছে একঝাঁক নারী ফুটবলার। যাদের আটজনই ছিলেন সদ্য সাফ জয়ী টিমে। সানজিদা, মারিয়া মান্দা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুননাহার সিনিয়র, তহুরা, সাজেদা, শামছুননাহার জুনিয়রদের এমন সাফল্যে তাই গর্বিত কলসিন্দুর তথা গোটা ময়মনসিংহবাসী।
এদিকে ফুটবলারদের দেশে আসার খবরে কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা। অধীর আগ্রহে পরিবারের সদস্য ও এলাকাবাসী সানজিদা, মারিয়াদের বরণ করার অপেক্ষায় আছেন তারা।



Salahuddin waiting to welcome the girls

ইতিহাস রচনা করে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ১৯ বছরের আক্ষেপ ঘুচানোর পর জমকালোভাবে বিমানবন্দরে সাবিনা খাতুন্দের বরণ করা হয়।

কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। অপরদিকে বাফুফে ভবনে অধির আগ্রহে অপেক্ষা করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাংলাদেশের নারী ফুটবলারদের বিমানবন্দরে বরণের পর এবার বাফুফে ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাংলার কৃতিসন্তানদের সংবর্ধনা দিতে অপেক্ষার প্রহর গুনছেন বাফুফে বস।

Details coming soon… 




Bangladeshi girls were given a grand welcome

দীর্ঘ ১৯ বছর পর সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০০৩ সালে আলফাজ আহমেদদের হাত ধরে লাল-সবুজের দেশ দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আর শিরোপার দেখা পায় নি বাংলাদেশ। অবশেষে নেপালের কাঠমুন্ডুতে সেই আক্ষেপ ঘুচিয়েছে বাংলার মেয়েরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ দুপুর ১ টা ৪০ মিনিটে দেশে অবতরণ করেছে নারী ফুটবলরা। কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। এরপর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেছে সাফজয়ী কৃতিসন্তানরা।

দেশকে গর্বিত করা যোদ্ধাদের সাদরে বরণ করে নিতে সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। রূপনা চাকমা, মারিয়া মান্ডা, সিরাত জাহান স্বপ্নাদের এক নজর দেখতে সকাল থেকেই অপেক্ষা করছেন সব বয়সের অসংখ্য মানুষ।




Bangladesh awaits the arrival of champion Sabinas

The wait is over, Sabina Khatunra will be bringing the SAFF Women's Championship trophy from Kathmandu on Wednesday (September 21) afternoon. The whole of Bangladesh will be thrilled with the trophy.

Bangladesh is ready to receive Sabina's trophy. Sabina will be received by the highest guardian of sports, State Minister for Sports Zahid Ahsan Russell, at Hazrat Shahjalal International Airport. He will be accompanied by officials of the ministry and the federation. Before the match, Sanjida had talked about the open-top bus on her social media. This status of hers stirred the whole country. The matter also came to the attention of State Minister for Youth and Sports Zahid Ahsan Russell. Immediately after becoming the champion, he took this initiative to fulfill the wish of the Bangladesh women's team.

After the airport formalities, Sabinara will participate in a brief press conference. After the press conference, Sanjida-Krishna will board an open-top bus. The bus has been specially equipped for the women's team. Standing on this bus, the girls will share the joy of the trophy with the city residents while holding the trophy. The bus will arrive at the BFF building in the afternoon. President Kazi Salahuddin will receive the footballers at the BFF building. Another press conference will also be held at the BFF building. The day's session will end after that press conference.




Mustafiz will play in the T10 League

সাকিব , তামিমের পর টি-টেনে নাম লেখালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে টে-টেন কর্তৃপক্ষ।  কয়েকদিন আগেই নতুন করে ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।

সর্বশেষ এবার ড্রাফটে নাম উঠলো মুস্তাফিজের। টি-টেন কতৃপক্ষ তাঁদের পেজে এ বিষয় নিশ্চিত করে বলেন, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থা চামেরা, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি, এবং টাইমাল মিলস সবাই #AbuDhabiT10 সিজন ৬ খসড়ার তালিকায় জন্য যোগ দিয়েছেন!’

তামিম-মুস্তাফিজের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মত তারকা ক্রিকেটার। এছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মত ক্রিকেটারা।

এদিকে জাতীয় দলের খেলা না থাকায় তামিম নিজের ফিটনেসের উন্নতির কথা চিন্তা করে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ফিটনেস অনুশীলন চালাচ্ছেন। মুস্তাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে করছেন কঠোর অনুশীলন।




Bangladesh beat Nepal to win the title

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি মেয়েদের ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ।

Details coming soon…