Tigers to play 2 warm-up matches before Super Twelve

There is only a month left until the start of the upcoming T20 World Cup. As always, all the countries will play warm-up matches before the main event of this World Cup.

The International Cricket Council (ICC) has released the schedule of warm-up matches in a statement on Thursday. Shakib Al Hasan's opponents in the World Cup preparations are Afghanistan and South Africa.

The Tigers are on a mission to bounce back from their poor performance in the last T20 World Cup. This time, Bangladesh will play directly in the Super Twelve. The Tigers will play against Afghanistan in the first warm-up match on October 17. The match will be held at the Allan Border Ground at 6 pm local time. Bangladesh will face the Proteas in their second warm-up match. The match will be held at the same ground on October 19.

The reigning World Cup champions will play just one warm-up match, against India on October 17, which will be broadcast live on ICC's global broadcaster partner Star Sports. The warm-up matches will begin on October 10 with the West Indies and United Arab Emirates matches.




Pakistan wins toss, opts to field in Super Four

শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান। এরই মধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। জয়ের লক্ষেই এমন সিদ্ধান্ত বাবর আজমদের। জিততে মরিয়া হয়ে খেলবে পাকিস্তান—এ কথা বলাই যায়।

কারণ জিতলেই ফাইনাল। হারলেও সুযোগটা থাকছে, তবে সেক্ষেত্রে জিততে হবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে।

আবার মেলাতে হবে সমীকরণও। পাকিস্তান নিশ্চিতভাবেই সেই সমিকরণের দিকে যেতে চাইবে না। আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই নিশ্চিত করে ফেলতে চাইবে এশিয়া কাপ ফাইনাল।




Chelsea coach Tuchel sacked

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের শুরু থেকে চেলসির পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। যার দরুন চাপ তৈরি হচ্ছিল লন্ডনের ক্লাবটির উপর। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্লুজরা। এমন পারফরম্যান্সে হতাশ ক্লাব কর্তৃপক্ষ বরখাস্ত করেই ছাড়ল কোচ টমাস টুখেলকে। চেলসির ওয়েবসাইটে আজ বুধবার এক বিবৃতিতে টুখেলের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানানো হয়। এর আগের দিন ক্রোয়েশিয়ার ক্লাব দিনামোর মাঠে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হারে চেলসি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি ব্লুজদের। দলবদলের বাজারে কাড়ি কাড়ি টাকা খরচের পর লিগের প্রথম ছয় ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিন ম্যাচে। দুই হারের পাশাপাশি ড্র করেছে এক ম্যাচে।  পিএসজির চাকরি হারানোর মাসখানেকের মধ্যে ২০২০ সালের জানুয়ারিতে চেলসির দায়িত্ব নেন টুখেল। ওই সময়ে ধুঁকতে থাকা দলটি জার্মান এই কোচের হাত ধরে খুঁজে পায় সাফল্যের দেখা।

পরের চার মাসে তাদের পারফরম্যান্স ছিল বিস্ময় জাগানো। লিগের প্রথম ভাগে পয়েন্ট তালিকার নিচের দিকে নেমে যাওয়া দলটি ঘুরে দাঁড়িয়ে আসর শেষ করেছিল শীর্ষ চারে থেকে।




City's dominant win at Sevilla in Holland's 'goal machine'

আর্লিং হলান্ডকে যেন থামানো যাচ্ছেনা কিছুতেই। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষে আবারও করলেন জোড়া গোল। তার দল ম্যানচেস্টার সিটিও পেল ৪-০ গোলের সহজ জয়।

গতকালকের আগুন পারফরম্যান্সের পর সিটির জার্সিতে হলান্ডের গোলসংখ্যা দাঁড়ালো ১২তে। এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন নরওয়েজিয়ান তারকা।

এই মুহূর্তে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় হলান্ডের গোলসংখ্যা ২৫। এই কীর্তি গড়তে তার লেগেছে মাত্র ২০ ম্যাচ যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম। গতকাল মাত্র ২০ মিনিটেই নিজের ও দলের গোলের খাতা খুলেন হলান্ড। কেভিন ডি ব্রুইনের ক্রসকে দেন গন্তব্য। কিছুক্ষণ বাদে গোলরক্ষককে একা পেয়ে যান ডি ব্রুইনে। তবে দারুণ সেফ করে বেলজিয়ান তারকাকে হতাশ করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বুনো।

লা লিগার বাজে ফর্ম এখানেও সঙ্গী হয়েছে তাদের, সিটির নান্দনিক ফুটবলের কাছে পাত্তাই পায়নি স্প্যানিশ দলটি।




World Cup-winning star bids farewell to cricket

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় এ ব্যাটার। আইপিএলের শেষ মৌসুমে তাকে দলে ভেড়ায় নি কোনো ফ্রাঞ্চাইজি।

এবার আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন সুরেশ রায়না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন রায়না। সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও জানালেন সেই একইভাবে।

ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন রায়না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার ছিলেন রায়না। ২০৫ ম্যাচে ৩২.৫ গড়ে ও ১৩৬.৭ স্ট্রাইক রেটে করেছেন ৫৫২৮ রান।

এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দিয়ে রায়না বলেন, ‘দেশ এবং আমার রাজ্য উত্তর প্রদেশের খেলাটা অনেক গর্বের ছিল। এখন আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস এবং রাজীব শুক্লাকে ধন্যবাদ জানাতে চাই। আর আমার ওপর বিশ্বাস রাখার জন্য সমর্থকদেরও ধন্যবাদ।’




Why will Shakib fly to America at night?

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দুবাই থেকে শনিবার সকালে সরাসরি বাংলাদেশে এসেছিলেন সাকিব আল হাসান।

দেশে ফেরার পরই গুঞ্জন ছিল পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিব চলে যাবেন সুদূর আমেরিকায়। অবশেষে গুঞ্জন সত্য হলো, আজ সোমবার দিবাগত রাত ৩:২০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করবেন এই তারকা অলরাউন্ডার।

তার আগে সোমবার ফ্রাঞ্চাইজি হকি লিগের সঙ্গে জড়ালেন তিনি। সাকিব তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ট হকি লিগের দল নিয়েছে।

দেশে না থাকায় স্বাভাবিকভাবেই আসন্ন ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ক্যাম্পে থাকবেন না সাকিব। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখে ৪ দিনের এ ক্যাম্প অনুষ্ঠিত হবে মিরপুরে। যেখানে প্রাধান্য পাবেন ব্যাটার এবং পেসাররা।

জানা যায়, আমেরিকা থেকেই ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে ক্যারিবিয়ান যাবেন সাকিব আল হাসান। শেষ করেই বাঙলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক।

ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগেই ঘোষিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের স্কোয়াড। সবকিছু ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে টি-টোয়েন্টি দল নিয়ে।




Shakib doesn't want to talk about Mushfiqur's retirement

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ থেকে ব্যর্থ হয়ে ফিরে গণমাধ্যমে কথা বলেনি।

এরই মধ্যে গতকাল রোববার মুশফিকুর রহিম টি- টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। মুশফিকের অবসরের পর মাহমুদউল্লাহ সামাজিক মাধ্যমে তার মনোভাব পোষণ করেছেন। বলেছেন, মুশির অবসর ঘোষণায় হৃদয় ভেঙে গেছে তার।

টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান মুশফিকের অবসর নিয়ে এখনো কিছু বলেননি। আজ সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লিগের ফ্র্যাঞ্চাইজদের নাম প্রকাশ করেছে। সাকিব সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজ নিয়ে উপস্থিত ছিলেন।

সাকিব অনুষ্ঠান শেষে হকি ও অন্য খেলা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। এক পর্যায়ে সাংবাদিকরা মুশফিকের অবসর নিয়ে জানতে চান তখন তিনি বিষয়টি এড়িয়ে যান।

আবার মুশফিক ও ক্রিকেট প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘আজ হকি নিয়েই বলব। ক্রিকেট নিয়ে এখানে নয়, পরে।’

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই’র আনুষ্ঠানিক চুক্তি হবে।

সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরাও। অনেকটা ক্রিকেটের বিপিএলের আদলে আয়োজিত হতে যাচ্ছে ঘরোয়া হকির এই প্রতিযোগিতা।




The strategy by which Pakistan defeated India

গ্রুপ পর্বে না পারলেও সুপার ফোরে ঠিকই শেষ হাসি হেসেছে পাকিস্তান। এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে ৫ উইকেট হারানো ম্যাচটায় মূল টার্নিং পয়েন্টই ছিল মোহাম্মদ রিজওয়ান-মোহাম্মদ নওয়াজ জুটি।

১৮২ রান তাড়ায় প্রথমজন শুরু হতে একটা সময় পর্যন্ত দলকে আগলে রাখলেন। পরেরজন তার সঙ্গী হয়ে পাকিস্তানকে ছোটালেন দুরন্ত গতিতে।

নওয়াজ ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেছেন ৪২ রানের ইনিংস। রিজওয়ান মোক্ষম সময়ে ফেরার আগে খেলেছেন ৫১ বলে ৭১ রানের অসাধারণ একটি ইনিংস ।

 পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, ‘আমাদের চেষ্টা ছিল সব কিছু স্বাভাবিক রাখতে। উত্থান-পতন হবে সেটা জানা ছিল। রিজওয়ান-নওয়াজের পার্টনারশিপই আসলে মূল টার্নিং পয়েন্ট।’

অবশ্য এই জুটি গড়া গেছে ওই সময় নওয়াজের ব্যাটিং অর্ডারে প্রমোশনের কারণে। তাকে ৪ নম্বরে নামানোর ব্যাখ্যায় বাবর বলেছেন, ‘আসলে তখন ভারত দুই লেগ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল।

আমার ধারণা ছিল নওয়াজ লেগস্পিন খুব ভালো খেলবে। সে কারণেই তাকে আগে পাঠাই।’




Shakib Al Hasan appears to buy a team in the BPL hockey

বাংলাদেশের হকির আজ বিশেষ দিন। প্রথমবারের মতো বাংলাদেশে আসছে ফ্র্যাঞ্চাইজ হকি, আর আজ সেই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির দিন।

হকির এই বিশেষ দিনে উপস্থিত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তিনি সশরীরে উপস্থিত থাকায় এই অনুষ্ঠান নিয়ে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই’র আনুষ্ঠানিক চুক্তি হবে। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছেন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরাও। অনেকটা ক্রিকেটের বিপিএলের আদলে আয়োজিত হতে যাচ্ছে ঘরোয়া হকির এই প্রতিযোগিতা।

সাকিব বিশ্ব তারকা হলেও তার বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে তিনি ক্রিকেটের শিক্ষা নিলেও অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গেই বিকেএসপিতে বেড়ে উঠেছেন।

সাকিব তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্টের মাধ্যমে ক্রিকেট সহ অন্য খেলাকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সাকিবের প্রতিষ্ঠান মোনাক মার্ট লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজ।




India challenge Pakistan for 182 runs

ভারত যেভাবে শুরু করেছিল তাদের ইনিংস, তাতে ২০০ রান তো বটেই, ২২০-২২৫ কেও মনে হচ্ছিল হবে।

তবে এরপরই পাকিস্তান লাগাম টেনে ধরে। বিরাট কোহলি অবশ্য একপাশ আগলে রেখেছিলেন, তাতেই পাকিস্তানের বিপক্ষে মহারণের দ্বিতীয় কিস্তিতে ১৮১ রানের লড়াকু এক পুঁজি পেয়ে যায় ভারত।

Details coming soon…