Kohli hits a six for his half-century, Pakistan under pressure

দারুণ শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভারত। তবে বিরাট কোহলির ফিফটিতে সে চাপটা উল্টো ফেরত গেছে বাবর আজমদের ওপরই! পাকিস্তানের বিপক্ষে শেষ ৩ টি-টোয়েন্টির দুই ম্যাচেই ৫০ রান করেছেন কোহলি।

গেল সপ্তাহে এশিয়া কাপের প্রথম ম্যাচে সেই ধারায় ছেদ পড়েছিল। তবে আজকের ম্যাচে আবারও সেই ধারায় ফিরলেন সাবেক ভারতীয় অধিনায়ক।

Details coming soon…




India on the verge of a big total with the bat of Kohli-Pant

পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে ষষ্ঠ ওভারে হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক রোহিত শর্মা।

পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। রোহিতের বিদায়ের পর আরেক ওপেনার লোকেশ রাহুনও ফিরে যান। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ভারতকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন বিরাট কোহলি ও ঋশভ পান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে ভারত।

Details coming soon…




BCB did not accept Mushfiqur's retirement request

সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম জানা গিয়েছিল । মুশফিকুর রহিম জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলবেন না তিনি। ওই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানান মুশফিক। তবে এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, ‘আমরা একটা ই-মেইল পেয়েছি, আমাকে একটা দিয়েছে, বোর্ড সভাপতি, সিইও আর প্রধান নির্বাচককে দিয়েছে। মুশফিক জানিয়েছে, সে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চায়। তবে টেস্ট ও ওয়ানডের জন্য সে অ্যাভেইলেবল আছে।

কারণ হিসেবে জানিয়েছে এই দুইটা ফরম্যাটে সে ফোকাস করতে চায়। এটা আমাদের জানিয়েছে, আমি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেইনি, তাকে একসেপ্ট করেছি কী করিনি। ’

কী সিদ্ধান্ত নেবেন জানতে চাইলে জালাল বলেছেন, ‘এটা আমাদের মধ্যে আলাপ করতে হবে। যেহেতু সিদ্ধান্ত হয়নি, এই মুহূর্তে কিছু বলা কঠিন। তবে বিশ্বকাপে নিশ্চিতভাবে আমরা তাকে মিস করব।

বিশ্বকাপের জন্য কিছু প্লেয়ার আমরা ঠিক করেছি, সে তার মধ্যে একজন। টিম ম্যানেজমেন্ট থেকে ২০ জনের মতো প্লেয়ারের একটা সেট করা হয়েছে সে ওই ২০ প্লেয়ারের একজন। ’

মুশফিকের অবসরের ধরনও বিসিবির খুব একটা পছন্দ হয়নি। জালাল বলেছেন, ‘এ ধরনের অবসর না হলেই ভালো। আপনি যদি অন্য দেশগুলোতে দেখেন, একটা ক্রিকেটার যখন সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে যখন তার ক্যারিয়ার শেষের দিকে চলে আসে, তারা জানেই যে কোন ফরম্যাট কতদিন খেলবে না খেলবে। ’
‘তারা কিন্তু ৬ মাস ১ বছর আগে বলে দেয়, যে অমুক সিরিজে লাস্ট ম্যাচ হবে আমার।

আমি রিটায়ার করব। আমাদের ক্ষেত্রেও যদি কোনো প্লেয়ার বলে দেয় যে অমুক সিরিজে আমি রিটায়ার করব, আমাদের ক্ষেত্রে ভালো হয় যে তাদেরকে সম্মান ও তাদের রিটায়ারমেন্টটা একসেপ্ট করতে পারি। সম্মানের সঙ্গে যেন তাদের বিদায় জানাতে পারি। ’




Rahul-Rohit's flying start

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে গ্রুপ পর্বের ম্যাচে ইনিংসের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ের দেখা যায় নি।

আজ সুপার ফোরের লড়াইয়ে আগে ব্যাটিং নেমে রীতিমত ঝড় তুলেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও ওপেনার লোকেশ রাহুলের ঝড়ে পাওয়ার প্লেতেই কোন উইকেট না হারিয়ে দলীয় অর্ধশতক পূরণ করেছে টিম ইন্ডিয়া।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৫৪ রান সংগ্রহ করেছে ভারত।

Details coming soon……




Bangladesh women's team announced for World Cup qualifiers

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের এই দলের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।

বাছাইয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপ থেকে একটি করে দল খেলবে বাছাইপর্বের ফাইনাল, ওই দুই দলই ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অবস্থানের ভিত্তিতে এবার সরাসরি বাছাইপর্বে খেলছে বাংলাদেশ ও থাইল্যান্ড। বাকিরা নিজেদের অঞ্চলের সেরা দল হিসেবে বাছাই খেলবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল :

নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার




টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিলেন টাইগার তারকা মুশফিকুর রহিম।

আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনি।

ব্যক্তিগত ফেসবুক পেজে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন তিনি।
Details coming soon…




Pakistan will face India today

গত রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মহারণ দেখেছে ক্রিকেট বিশ্ব। এক সপ্তাহ না যেতেই আজ আবারও একই মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত ৮ টায় মহারণে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ।এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই মাঠে বাবর আজমদের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল রোহিত শর্মার দল। এশিয়া কাপে সেই ম্যাচেরই প্রতিশোধ নেয় তারা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টান টান উত্তেজনার আরেকটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

এশিয়া ক্রিকেট কাউন্সিলের এবারের সূচি অনুযায়ী আবারও ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছে দুই দলের সমর্থকেরা। সচরাচর একটি ভারত-পাকিস্তান ম্যাচের পরেই দু’দেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ফের কবে এমন মহারণ দেখা যাবে তার জন্য।এশিয়া কাপ ২০২২-এর ফরম্যাট অনুযায়ী গ্রুপ লিগে একবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এবার নিজেদের গ্রুপের প্রথম দুইয়ে থাকলে সুপার ফোরে ফের একবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে দু’ দল, এমনই ছিল সূচি।

ভারত ও পাকিস্তান উভয় দলই হংকংকে নিজেদের গ্রুপ ম্যাচে পরাজিত করে। তবে পাকিস্তানকে হারানোয় এ-গ্রুপের এক নম্বর দল হয় টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় স্থানে পাকিস্তান। সেক্ষেত্রে সূচী অনুযায়ী ৪ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ হচ্ছে ভারত-পাক মহারণ।




Zimbabwe makes history by defeating Australia

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে।

১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে।

অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লেগ স্পিনার রায়ান বার্ল। মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন তিনি।

১৪২ রানের লক্ষ্য নেমে টাকুডওয়ানশে কাইটানো ও মারুমানি আনেন ভালো শুরু।

নবম ওভারে দলের ৩৮ রানে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ১৯ রান করে বিদায় নেন কাইটানো। এরপর দ্রুত অভিজ্ঞ তিন ব্যাটারকা হারিয়ে ফেলে সফরকারীরা।




Those who don't perform won't be in the World Cup team: Shakib Al Hasan

বৃহস্পতিবার বাঁচা–মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আরব আমিরাতে রেকর্ড ১৮৪ রানের লক্ষ্য দিয়েও শেষ ওভারে হেরে গেল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে শেষ দিকের খেই হারানো বোলিংয়ে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ল লাল-সবুজের দল।

আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখন সামনের দিকে তাকানোর ইঙ্গিত দিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সেইসাথে জানালেন, দলে যারা পারফর্ম করবে না তারা অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ পাবে না।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ ওভারে গিয়ে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে দাসুন শানাকার দল। টি-টোয়েন্টিতে সাকিবের অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর দুটি ম্যাচেই হেরেছ বাংলাদেশ।

এখন সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই টাইগারদের সামনে। সে ভাবনায় প্রধান বিষয় বিশ্বকাপ। এ বিষয়ে একমত সাকিবও। 

আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব ফিরে পাওয়া ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া কথা বলেন সাকিব। সেইসাথে মিরাজকে ওপেনিং করানো ও সামনের অস্ট্রেলিয়া বিশ্বকাপে পেসারদের গুরুত্ব নিয়ে কথা বলেন টাইগার অলরাউন্ডার।

 

শুরুতেই সাকিব আল হাসান বলেন, ‘আসলে দেখুন আমি নতুন করে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি পেলাম। এই দুইটা ম্যাচ থেকে শুরু হলো। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ ছিল। শ্রীরামের জন্যও ফার্স্ট ম্যাচ ছিল। আমাদের যখন নতুন করে শুরু করতে হয়, অনেক কিছুই চিন্তা করতে হয়। এত ইজি নাহ। সব যদি পুরানো থাকতো। কিংবা আরো যদি চার পাঁচটা ম্যাচ কিংবা সিরিজ আগে থেকে ইয়ে থাকতো ( খেলা হতো) তাহলে হয়তো আগে থেকে প্ল্যান করতে পারতাম।

যেটা হয়েছে যে, এখন থেকে আমাদের প্ল্যানিংটা শুরু হয়েছে। সেটা ছিল আফগানিস্তানের সাথে। কিছু রাইট হবে, কিছু রং হবে। এখানে ভুল ডিসিশন, ঠিক ডিসিশন ইয়ে (বলে কথা) নাই।’




Bangladesh set a huge target of 184 runs for Sri Lanka

এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে বাংলাদেশ।

সুপার ফোরে জায়গা করে নিতে হলে এখন শ্রীলংকাকে করতে হবে ১৮৪ রান, অন্যদিকে শ্রীলংকা এই রান করার আগেই তাদের আটকে দিতে হবে বাংলাদেশকে। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন মেহেদি হাসান মিরাজ।

এরপর শেষ দিকে আফিফ হোসেন ও মোসাদ্দেকে হোসেন ঝড় তোলেন। যার ফলে লংকানদের সামনে শক্তিশালী লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সমর্থ হয় টাইগাররা।

মিরাজ ২৬ বলে ৩৮, আফিফ ২২ বলে ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ রান করেন। এর আগে অধিনায়ক সাকিব আল হাসান ২২ বলে ২৪ রান করেন।