In Ramganj, students and parents are in trouble after accusing the teacher of eve-teasing

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করে বিপাকে পড়েছেন চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

৫সেপ্টেম্বর (সোমবার) সকালে এর প্রতিকার ছেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী সামীরা ইসরাতের পিতা মোঃ সেলিম পাটোয়ারী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনে ৬জন ছাত্রী গত ৩১ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আরেকটি অভিযোগ দায়ের করে শিক্ষক শিক্ষাথী ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মেধ্য নানান আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,ইউএনওর নিকট অভিযোগ দায়ের পর থেকে শিক্ষক আবদুল কুদ্দুস তার লোকজনকে দিয়ে ছাত্রীদের অভিভাবকদের হুমকি, বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রীদেরকে স্কুল থেকে বাহির করে দেওয়ার হুমকী দিয়ে মেয়েদেরকে নানা অশ্লীল কথা বলা, স্কুলের ছাত্রছাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগের বিরুদ্ধে মানববন্দন করা, সাদা কাগজে স্বাক্ষর নেওয়া। মুখে আরো বেশী অশ্লীল কথা বলে আসছে।

এ মর্মে আজ সোমবার( ৫ সেপ্টেম্বর ২০২২ইং) বিকেলে চন্ডিপুর পাটোয়ারী বাড়ির এক অভিভাবক মোঃ সেলিম পাটোয়ারী পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় একটি অভিযোগ দায়ের করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান,আবেদনের প্রেক্ষিতে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ইভটিজিং সহ চলমান পরিস্থিতি বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

। উল্লেখ্যঃ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষে ছাত্রীদের বিভিন্ন অজুহাতে টেনেহিঁচড়ে ছাত্রীদের মূখের নেকাব খুলে ফেলা, গাল, নাক টেনে ধরা হাত টিপা সহ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে আসছে এছাড়াও বিভিন্ন কটুক্তিমূলক ও ইভটিজিং মূলক কথা বলেন। ফলে শিক্ষার্থীরা লজ্জায় মানসিক ভাবে ভেঙে পড়েছে।তাই গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দশম শ্রেণির ৬জন ছাত্রী উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মৌলিক ও লিখিত অভিযোগ দায়ের করেন।




Photo-taking process for new voters begins in Kamalnagar

কমলনগর প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে ১শ ৪০ উপজেলায় নতুন ভোটারদের ছবিতোলা কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ১নং চর কালকিনি থেকে কার্যক্রম শরু করেন উপজেলা নির্বাচন অফিস।

৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টা থেকে চর কালকিনি মিঞা পাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ-২২ এর কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জায়েদুল হোসেন চৌধুরী। এসময় তিনি ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠ সুন্দর নির্ভুল ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সকল ভোটার তালিকা আওতা ভুক্তদের সাথে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

তিনি বলেন, ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আপনাদের সুনির্দিষ্ট তথ্য প্রমানাদী দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবে সহ সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাধারন সম্পাদক এ আই তারেক, সাংবাদিক আবদুল্ল্যাহ আল মামুন সহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।




Agreement to set up '55 MW wind power plant' in Mongla

An agreement has been signed to establish the country's first large-scale wind-based power plant with a capacity of 55 megawatts.

The Bangladesh Power Development Board (BPDB) signed an agreement with the Bangladesh-China Consortium on Sunday to set up a 55-megawatt wind power plant on its own operation basis in Mongla, Bagerhat.

It was said at the event that currently 29 megawatts of wind power is being generated in the country. Work is underway to generate 145 megawatts of wind power through 3 projects and 230 megawatts of wind power is in the pipeline under 5 more projects.

State Minister for Power, Energy and Mineral Resources Nasrul Hamid was the chief guest at the purchase agreement signing ceremony. He said, "Wind will become increasingly important as one of the sources of renewable energy in Bangladesh."

Wind flow data has been collected and wind mapping activities have been completed to assess the feasibility of wind power in 9 locations across the country, including coastal areas. Wind power projects will be accepted after verifying their overall suitability.

State Minister Hamid said, 'Today, with the signing of the agreement to set up a 55 MW wind power plant in Bagerhat Mongla, Bangladesh has taken another step forward on the path of renewable energy. Besides protecting the environment, such projects will also play a strong role in ensuring Bangladesh's energy security.'




Ramganj Govt College Former 95-97 students meeting

Abu Taher, Ramganj Correspondent:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ সরকারী কলেজের এসএসসি ও এইচএসসি ৯৫-৯৭ইং সালের প্রাক্তন ছাত্র/ছাত্রী বন্ধুদের দিনব্যাপী বর্নাঢ্য মিলন মেলা ২রা সেপ্টেম্বর ২০২২ইং (শুক্রবার) ঢাকাস্থ ধানমন্ডি লেকের পাড় পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে বন্ধুদের বরণ, অভ্যার্থণা, কেক কাটা, স্মৃতিচারণ, ক্রেষ্ট বিতরণ, সেল্ফি তুলে সকলের হাতেহাতে রেখে বন্ধুদের বন্ধন করা হয়েছে। পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কুইজ ও রেফেল ড্র বিজয় বন্ধুদের হাতে পুরস্কার দেওয়া হয়। বন্ধুদের মধ্যে যে সকল বন্ধুদের মৃত্যু বরণ করেছে তাহাদের রুহের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে সিদ্বান্ত সিদ্ধান্ত মোতাবেক ভবিষ্যতে রামগঞ্জ উপজেলাব্যাপী হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ধর্মীয়, সাংস্কৃতিক, বিনোদন, দ্বীনি শিক্ষার ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ সহ বেকারত্ব দূরীকরণ, রাষ্টীয় যে কোন দুর্যোগে সহযোগীতা করাসহ যে কোন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।

৯৫-৯৭ইং সালের বন্ধু ত্রিদিব শাহ সার্বিক উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানে শেখ সোহেল, সাংবাদিক আবু তাহের,শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান, সফিকুল ইসলাম,শাহীন হোসেন, মাষ্টার মোশাররফ হোসেন,আনোয়ার হোসেনের,জিএস নজরুল ইসলাম, সোহেল পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, মমিন উল্যাহ স্বপন, আবুল কাশেম মুরাদ, মোঃ আরিফ হোসেন, মোঃ রিপন, মোঃ আঃ হান্নান,পার্থ বনিক,মোঃ সৈকত,সার্জেন্ট মাসুদ আলম সহ আরো অনেকে। মিলন মেলায় প্রায় দুইশতাধিক বন্ধু অংশ গ্রহন করেন।




Kabirhat Police Station OC Rafiqul Islam recovers lost mobile phone

মো. বদিউজ্জামান ( তুহিন): নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল এর দিক নির্দেশনা এএসআই নাসরিন আক্তার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নূরনবী নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া রেডমি মোবাইল ফোন উদ্ধার করে দিলেন ।




BNP's 44th founding anniversary celebrated in Noakhali

বি. চৌধুরী ( তুহিন)
নোয়াখালী মাইজদী রশিদ কলোনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় সাবেক এমপি শাহজাহান এর বাসভবনে
১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি সাবেক চৌমুহনী সরকারি এস. এ. কলেজের জিএস মঞ্জুরুল আজিম ( সুমম), জেলা কৃষকদল সভাপতি ফজলে এলাহি পলাশ ( ভিপি পলাশ), জেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু সহ প্রমুখ নেতৃবৃন্দ ।