Dengue patients are increasing in Lakshmipur, 10 are admitted in a day

 জেলায় এ মৌসুমে ১০ জন শিশুসহ ১৩৯ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১ নভেম্বর) সদর হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হোন। ৩ জন শিশুসহ ১৪ জন রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সরেজমিনে দেখা যায় হাসপাতালে ইসমাইল হোসেন আলম (৫২), কুশাখালির কাঠালি গ্রামের সোহাগ (২১) জেলা শহরের আল হেকমা একাডেমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র তৌহিদুর রহমান ইমতিয়াজ (১২), রায়পুরের আফরিন জাহান (৫), সদরের ভবানীগঞ্জের আবু তালহা (৫) ও আবদুল কাদের লাবিবসহ (২৫) বিভিন্ন বয়সী ১৪ জন নারী-পুরুষকে চিকিৎসা নিতে দেখা যায়।

ডেঙ্গু আক্রান্ত ইমতিয়াজের মা শারমিন আক্তার জানান, মাদ্রাসার আবাসিকে থেকে ইমতিয়াজ পড়ালেখা করে। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে কয়েকবার বমি করেছিল। জানতে পেরে তাকে এনে হাসপাতালে পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, লক্ষ্মীপুরে এ মৌসুমে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩২ জন সদর হাসপাতালে ও ৭ জন কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র অক্টোবর মাসেই ৬৯ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালে ৪ জন শিশুসহ ১৪ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, গত ১ মাসে সদর হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এতে কয়েকজন শিশুও ছিল। অধিকাংশ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহম্মদ কবির জানান, ডেঙ্গু মশাবাহিত রোগ। মশার কামড় থেকে এ রোগটি ছড়ায়। মশা নিয়ন্ত্রণ ও এডিস মশা ধ্বংসে আমরা জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে সভা করেছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।




Chhatra League leaders exchange courtesy with mayor in Raipur 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাট এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ ৩১ অক্টোবর সন্ধ্যায় মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মেয়র ছাত্রলীগের নেতাকর্মীদের সততার সাথে দেশের মারমূর্তি উজ্জল হয় এমন কাজে জড়িত থেকে ছাত্রলীগকে আরো শক্তিশালী করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহন করার আহবান জানান।

পৌর ছাত্রলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভী, যুগ্ম আহবায়ক তারেকুর রহমান ফরহাদ, যুগ্ম আহবায়ক তানভির আহম্মেদ পাটোয়ারী গত ২৯ অক্টোবর পৌর শহরের ৩ নং ওয়ার্ডে নয়া কমিটি ঘোষণা করলে নির্বাচিত নতুন কমিটির নেতাকর্মীরা দলবেঁধে মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটকে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে যান।

এসময় পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মুক্তি যোদ্ধার নাতি এবং সনামধন্য রায়পুর মার্চেন্টস একাডেমির ছাত্র ইউনুস পাঠান ইফরান, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ মেরাজ হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ সিয়াম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ, সদস্য মোঃ আসিফ, সদস্য মোঃ তুহিনসহ তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।




Man gets life sentence for killing college student in Lakshmipur

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাওন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাহাদাত হোসেন শাকিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়া হত্যা মামলায় তিন নারীসহ আট আসামিকে খালাস দেন আদালত।

আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শাহাদাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- সোহেল পাটওয়ারী (৩৬), পরান পাটওয়ারী (৩১), পারভেজ পাটওয়ারী (৩৩), নুর আলম দুদী (৬১), নাজিম উদ্দিন (৪৯), তানিয়া আক্তার (২৬), ফেরদৌস বেগম (৩৭), সামছুর নাহার (৫৬)। এরা জামিনে মুক্ত ছিলেন।

ভিকটিম মো. শাওন (১৮) সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা গেছে, হত্যার শিকার শাওন লেখাপড়ার সুবাধে তার খালার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের আব্দুল হালিম মাস্টারের বাড়িতে থাকতেন।

অভিযুক্তদের সঙ্গে তার খালাদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন দুপুরে অভিযুক্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শাওনের খালাতো ভাই সালাহউদ্দিনসহ তাদের পরিবারের লোকজনের ওপর হামলা করেন।

এসময় শাওন এগিয়ে গেলে অভিযুক্তরা শাওনকে মারধর করেন। একপর্যায়ে শাহাদাত হোসেন শাকিল ধারালো অস্ত্র দিয়ে শাওনকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন নারীসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন শাওনের খালাতো ভাই সালাহউদ্দিন।

সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ময়নাল হোসেন খান ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার ১০ নম্বর আসামি সাহাবুদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বাকি নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে যাবজ্জীবন ও আটজনকে খালাস দেন।

এদিকে মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী সালাহউদ্দিন ও নিহত শাওনের বাবা তোফায়েল আহম্মদ।




Jubo League preparatory meeting in Lakshmipur

লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের নেতাদের নিয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলা টাউন হল মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।

অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন- যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সহ-সম্পাদক জয়নাল আবেদীন রিগ্যানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা এবং পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

এসময় বক্তারা আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।




'Blaze & Skin' was at the top of interest at the US trade show

Staff Correspondent:
২৮ তম “ইউ এস ট্রেড শো ২০২২” শেষ হয়েছে। এবারের শো’তে ৭০ টিরও বেশি বুথে প্রদর্শিত হয়েছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের সেরা পণ্যগুলো তিনদিন ব্যাপী মেলার শেষ দিন গতকাল মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সবচেয়ে বেশি আগ্রহ ছিল প্রথমবারের অংশ নেওয়া আমেরিকান কালার কসমেটিক ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’ প্যাভিলিয়নের পণ্যে।
এছাড়াও এই প্যাভিলিয়নে দেখা যায় নায়ক অনন্ত জলিল, নীরব, নায়িকা বর্ষা সহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারদের। সংশ্লিষ্টরা জানান, ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটি-এর মনমাতানো সুবাস জড়িত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার , ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে , পাশাপাশি এর মনমাতানো সুঘ্রাণ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় আরও উদ্বুদ্ধ করে । এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন আপে আছে ‘স্ট্যারি নাইট’ এবং কোকোনাট ও ‘রেইনবো ওয়েসিস। বডি লোশন লাইন আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ ‘অ্যাম্বার সানশাইন’, ‘ মুন লাইট অরোরা। বডি জেলি লাইন আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত ২ টি প্রোডাক্ট , ‘এন্ডলেস ওশান’ ও ‘ সামার স্মুদি ‘ । বডি স্ক্রাব লাইন আপে আছে ২ টি প্রোডাক্ট -‘কাম ক্লোজার ‘ এবং ফেস স্ক্রাব ‘ ব্রাশড টুগেদার ‘। আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রো লাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাুড ফেস ক্রিম, ‘ওহ! ভ্যানিলা ‘। এছাড়াও এই ব্র্যান্ডে আছে হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক ‘ নো কম্প্রোমাইজ’ স্লিপিং মাস্ক ‘- ‘এলিভেনথ আওয়ার ‘ , গ্রিন ক্লে মাস্ক- ‘ স্প্রিং ফ্রস্ট ‘ । ব্লেইজ্ ও স্কিনের ‘গ্লো ও টাইম’ লাইন আপে আছে বিভিন্ন কার্যকরী উপাদানে সমৃদ্ধ টোনার এবং সিরাম ।
মেকআপ রিমুভারের জন্য আছে ‘ওয়াইপ অফ ইঞ্জি’ নামের মাইসেলার ওয়াটার। বিখ্যাত মেকআপ আর্টিস্ট শাহিদা আহসান বলেন , আমেরিকার এই ব্র্যান্ডটি বাংলাদেশে প্রথমবারের মত যাত্রা শুরু করেছে । স্কিন ভাল রাখতে হলে ভাল স্কিনকেয়ার ব্র্যান্ড আবশ্যক। সেক্ষেত্রে ‘ব্লেইজ্ ও স্কিন’ ব্র্যান্ড আমারও পছন্দ এবং এর প্রোডাক্ট রেঞ্জ খুব গোছানো । নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শায়রা নাফসিন বলেন, ‘ব্লেইজ্ ও স্কিনে’র প্রতিটি প্রোডাক্ট দেখতে যেমন লুক্রেটিভ , তেমনি এর ফ্রেগ্রেন্সও ভীষণ অ্যামেজিং।
আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে রিসার্চের জন্য আমাকে সারা শহর , এমনকি শহরের বাইরেও যেতে হয় । কিন্তু শত ক্লান্তি সত্ত্বেও, আমি প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করি শুধুমাত্র এই রিল্যাক্সিং ফ্রেগ্রেন্সের কারণে । উল্লেখ্য, আমেরিকান বিভিন্ন পণ্য ও সেবা’র পাশাপাশি এই ট্রেড শো’তে ঢাকা দূতাবাসের সার্ভিসগুলোও তুলে ধরা হচ্ছে। এতে এদেশের ভোক্তারা যেমন আন্তর্জাতিকমানের পণ্য ব্যবহারের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।



BNP committee formed in Ramganj after 10 years

Abu Taher, Ramganj Correspondent:

প্রায় ১০ বছর পর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা বিএনপি ও ৭ বছর পর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

২৯ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ন আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত রামগঞ্জ উপজেলা ৬১ ও পৌরসভায় ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন।

সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদকে উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপিকে সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামরুজ্জামানকে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়াকে সদস্য সচিব করে আগামী তিনমাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক পদে মোজাম্মেল হোসেন মজু, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম মারুফ ভূইয়া, আবুল কাশেম, নজরুল ইসলাম পিন্টু, মজিবুর রহমান, ফয়েজ উল্যাহ ভূইয়াসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক পদে তোফায়েল হোসেন, যুগ্ন আহবায়ক পদে লোকমান হোসেন পাটোয়ারী, এম এ হাশেম বিএ, আওরঙ্গজেব বাবলু, আশরাফ হোসেন পাটোয়ারী, শাহ আলম শাহীনসহ ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, আগামী তিনমাসের মধ্যে সকল ইউনিটের সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে এবং আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ন আহবায়ক এর যৌথ স্বাক্ষরে রামগঞ্জ উপজেলাধীন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড কমিটি অনুমোদিত হবে।




Coming upazila BNP’de convening committee approval

 

Own news: The convening committee of the Bangladesh Nationalist Party (BNP) has been approved in Kamalnagar upazila of Lakshmipur district.
On October 29 (Saturday), at the party pad of Lakshmipur District BNP, the 55-member Kamalnagar Upazila Convener Committee was approved by the signatures of Central BNP Publicity Secretary and District BNP Convener Shahid Uddin Chowdhury Annie, Joint Convener Advocate Hasibur Rahman, Member Secretary Sahab Uddin Sabu, Convener Golam Quader, Joint Convener M Didar Hossain, Md. Nurul Huda Chowdhury and Member Secretary.

District BNP convener Shahid Uddin Chowdhury Annie, who is the convener of the new convening committee, called on all members to approve the full committees of all units in Kamalnagar Upazila and make the organization dynamic.




The dealer in Lakshmipur was fined one lakh taka.

লক্ষ্মীপুরে টিসিবি পণ্য মজুত রাখার দায়ে এসএম দিদার হোসেন মামুন নামের সেই ডিলারকে এক লাখ টাকা জারিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ আদেশ দেন।

এরআগে মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

উদ্ধার তালিকায় রয়েছে- টিসিবি’র ২০০কেজি ডাল, ৪০কেজি চিনি ও ৬২লিটার তেল। উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে আছে।

জানা যায়, লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবি’র এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে পাবেল ও তার সহযোগী ফারুক। পাবেল স্থানীয় চৌমুহনী পোল এলাকার একজন মুদি ব্যবসায়ী। অভিযানের খবর পেয়ে সটকে পড়ায় তাদের আটক করা যায়নি।

সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাতকৃত টিসিবি’র এসব পণ্য আটক করে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে এসব পণ্য উদ্ধার করে নিজ হেফাজতে নেন। এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও মেম্বার মমিন উল্লাহসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুন ও অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




300 kg of TCB products at grocer's house in Lakshmipur

Staff Correspondent:
About 300 kg of food items belonging to the Trading Corporation of Bangladesh (TCB) have been recovered from the residence of a grocer in Lakshmipur.

The items were recovered from Kuruji's house in Paschim Mandari village of Sadar upazila on Saturday (October 29) afternoon. Upazila Executive Officer Md. Imran Hossain conducted the operation with the assistance of the National Security Intelligence (NSI).

The recovered goods are - 200 kg of TCB pulses, 40 kg of sugar and 62 liters of oil. The recovered goods are in the custody of the upazila administration.

It is learnt that Pabel, son of Afzal Patwari of Paschim Mandari village of the upazila, and his associate Faruk illegally warehoused these TCB products from Lakshmipur Terdas and Megha Terdas dealer Mohammad Mamun. Pabel is a grocer from the local Chaumuhani Pol area. They fled after receiving news of the raid, so they could not be arrested.

Sources said that based on secret information, National Security Intelligence (NSI) officials conducted a raid at the spot and seized these illegally warehoused TCB products. Later, upon receiving the information, Upazila Executive Officer Md. Imran Hossain went to the spot and recovered these products and took them into his custody. At that time, Mandari Union Parishad Chairman Sohrab Hossain Rubel Patwari and member Momin Ullah along with local people were present.

It is reported that preparations are underway to take legal action against Lakshmipur Terdas and Megha Terdas dealer Mohammad Mamun and others in this incident.




Community Policing Day celebrated in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। ২৯ অক্টোবর (শনিবার) সকালে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হকের সভাপতিত্বে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোডিয়াম হল রুমে রামগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পলাশ কান্তি নাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক মেয়র বেলাল হোসেন, রামগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাহবুব খান ফাহিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ৭নং দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা,পৌর ৩নং রতনপুর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশেদ, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য মোঃ রাজু হোসেন প্রমু। সভা শুরুর আগে শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশগ্রহনে একটি র‌্যালী থানার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেক কাটার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র। এরই ধারাবাহিকতা রামগঞ্জ থানা পুলিশের কর্মকান্ড ও ইউনিয়ন গ্রাম পুলিশের বিভিন্ন কর্মকান্ড নিয়ে কথা বলেন তিনি। পুলিশই জনতা, জনতাই পুলিশ। জনগনকে সাথে নিয়েই পুলিশ আগামী দিনে, সমাজকে মাদক ও দূর্নীতিমুক্ত করা হবে বলেও নেতৃবৃন্দরা জানান। এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।