AL party supports Saikat Mahmud in Zilla Parishad elections 

Abu Taher, Ramganj Correspondent:

আসছে আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২। এই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্ জাহান।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সৈকত মাহমুদ শামছুকে সদস্য পদে নির্বাচিত করার লক্ষ্যে শনিবার, (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ সার্কিট হাউসে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সৈকত মাহমুদ শামছুকে আওয়ামীলীগের দলীয় সমর্থন দেওয়া হয়। এসময় দুজন সদস্য প্রার্থী নজরুল ইসলাম ও মাহবুব খান ফাহিম সৈকত মাহমুদ মাহমুদ সামছুকে সমর্থন দিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. ক. ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেলাল আহমেদ বেলাল,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার সিউলি সহ জেলা পরিষদের ভোটার উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু আসতে না পেরে মোবাইল ফোনে সমর্থন দেন, আলোচনা সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেসাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,মৎস্যজীবী লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Lakshmipur SP stands by helpless old woman, impressed by old woman's prayers

Junaid Al Habib-

সেবা নিতে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন ওই বৃদ্ধা। সেবা শেষে বৃদ্ধার দোয়ায় মুগ্ধ হন পুলিশ সুপার। এসপির মাথায় হাত বুলিয়েও দোয়া করতে ভুল করেননি ওই বৃদ্ধা। এ নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। পল্লী নিউজের পাঠকদের জন্য সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো….

এ আমার পরম দোয়া

অসহায় হয়ে এসেছিলেন আমার কাছে।চোখের জল ফেলেছিলেন।দিশেহারা বয়স্ক দুইজন।স্বামী আর স্ত্রী।নিজেদের গড়া সকল সম্পত্তি বিশ্বাস করে লিখে দিয়েছিলেন নিজের মেয়ে জামাইয়ের নামে।

অথচ তারাই বিশ্বাসঘাতকতার ছুড়ি চালিয়ে ঘর ছাড়া নিঃস্ব করে দিলো।
চোখের জলে বুড়োবুড়ির আকুনি মিনতি পুলিশ সুপারের অফিসে।

দায়িত্ব দেয়া হলো ডিবিকে।নির্দেশ দেয়া হলো এ অন্যায়ের বিরুদ্ধে কিছু করার।বয়স্ক এ মানুষ আজ পথে পথে দিশেহারা।নিরলস পরিশ্রম আর আন্তরিকতায় আজ সেই তারা তাদের অসহায়ত্বের অবসান করে দিলো ডিবি।

মেয়ে জামাই আর প্রিয় সেই বয়স্ক বুড়ো বুড়িকে নিয়ে আমার রুমে অনেক কথা বললাম।বিদায় জানিয়ে বললাম,
“আপনারা ভালো থাকুন।খুব ভালো লাগলো আপনি শান্তি পাচ্ছেন”।

আমার কথায় যেন সত্যিই তিনি শান্তি পেলেন।মুখ ঢাকা বয়স্ক মুরুব্বি ঐ মায়ের দুচোখ যেন ছল ছল করছিলো আমার কথা শুনে।মনে হলো কি যেন বলবেন।দরজা খুলে চলে গেলো।

তারা চলে গেল।মনে মনে একটা আফসোস হলো।ভাবলাম,ইস্ ঐ বয়স্ক মুরুব্বী মহিলার কাছ থেকে যদি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া নিতে পারতাম।এটি ভাবতেই দরজার খুলেই অডার্লি সোহেল বললো,

— স্যার,ঐ মুরুব্বি মহিলা আপনাকে একটু দোয়া করতে চায়….
— কি যে ভালো লাগলো আমার!

মনে মনে এটিই চেয়েছিলাম।
হে আল্লাহ আমার মনের ইচ্ছে তুমি পূরণ করলে।সত্যিই তুমি মহান

মনের আনন্দে নিজ আসন থেকে উঠে টেবিলের সামনে এগিয়ে এলাম।মাথা বাড়িয়ে দিলাম।মাথায় হাত রেখে দোয়া করলেন।কি যে ভালো লাগলো….

এমন মানুষের ভালবাসা আর দোয়া পাওয়া এক সৌভাগ্যের।তিনি আমার রক্তের কেউ না,কিন্তু তিনি যেন তারও চেয়ে অনেক বড় সম্পর্কের।




Abu Naser VP Dulal, the best social worker in Noakhali district

মো. বদিউজ্জামান ( তুহিন),প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা উন্নয়নের কারিগর জনতার মেয়র খ্যাত সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আরো একবার সেনবাগ কে জেলা পর্যায়ে সম্মানিত করার জন্য।




Houses gifted to 7 homeless families in Lakshmipur on Prime Minister's birthday

Pradeep Kumar Roy:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গৃহহীন ৭টি পরিবারকে আধা পাকা ও টিনশেড ঘর উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে টাউনহল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া’র ব্যক্তিগত অর্থায়নে উপহারের ঘরগুলো নির্মাণ করা হয়। উপহারের ঘর বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে লক্ষ্মীপুর প্রান্তে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আরো ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর প্রমুখ।

যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ এ কর্মসূচির উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদদের স্মরণে তাদের নাম দিয়ে ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শান্তি কুঞ্জ, বঙ্গমাতা শান্তি কুঞ্জ, শেখ মনি শান্তি কুঞ্জ, শেখ কামাল শান্তি কুঞ্জ, আরজু মনি শান্তি কুঞ্জ, শেখ জামাল শান্তি কুঞ্জ, শেখ রাসেল শান্তি কুঞ্জ।

আলোচনাসভা শেষে উপকারভোগী ৭টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অতিথিবৃন্দ।




Rural doctor attacked by robbers in Lakshmipur, 2 arrested

Lakshmipur Correspondent:

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে জামাল উদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ডাকাতদল।

এসময় তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। পরে চিৎকার করলে আশপাশের লোকজন বের হয়ে দুইজনকে আটকের পর পুলিশে সৌপর্দ করে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাতের হামলায় আহতের বিষয়টি নিশ্চিত করেন জামাল।এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শাহজাহান কামাল সড়ক এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জামাল একই এলাকার মো. শামছুদ্দিনের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক। জামালের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় ৮-১০ জনের একদল লোক বাড়িতে আসে। তার পরিচিত বেলাল মামার কথা বলে তারা তাকে ঘর থেকে ডেকে বের করে। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে কোপ দেয়। এছাড়া পিটিয়ে ও কিল-ঘুষি লাথি মেরে তাকে গুরতর আহত করে। পরে তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হামলাকারীরা পালিয়ে যাচ্ছিল। এসময় ব্যাথায় ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে আসে।

পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে স্থানীয়রা। আটকদের নাম পরিচয় জানা যায়নি। জামাল উদ্দিন বলেন, হামলাকারীদের কাউকে আমি চিনি না। কারো সাথে আমাদ কোন বিরোধ নেই। তারা ডাকাতি করতে এসেছিল। আমাকে কুপিয় আহত করে ঘর থেকে তারা টাকা নিয়ে গেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় দুইজনকে আটক করা হয়। ভূক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




4th anniversary of the Alumni Association of Chaumuhani Government Saleh Ahmed College

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধ:

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের এর বিশেষ আয়োজনে “ আমি ও বিসিএস ক্যাডার হবো ” শীর্ষক সেমিনার মেধাবী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ টি- হোসেন বেগম বদরুন্নেসা হোসেন বৃওি প্রদান অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর সারাদিন ব্যাপি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল হক।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ আবু তাহের ব্যবস্থাপনা পরিচালক লাইফ কেয়ার হাসপাতাল লিঃ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ কফিল উদ্দিন, ডাঃ রাবেয়া খানম, লালমাটিয়া মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যক্ষ নিলুফার শাহজাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আবুল বাশার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চৌমুহনী সরকারি এস এ কলেজ।

এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা নোয়াখালী জেলার বিশেষ প্রতিনিধি পল্লী নিউজ ও নোয়াখালী সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান তুহিন, এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদুল আমিন ফয়সল, মোঃ আবদুল্লাহ আল সায়েম সদস্য সচিব এ্যালামনাই এসোসিয়েশন, আরো উপস্থিত ছিল প্রয়াত বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও বর্তমান বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগমের সুযোগ্য সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ইমরান নুর রফি, এয়ী রায় (তুলতুল), জোবেদা আক্তার মিলি, রাহিদুল ইসলাম, অভিসাহা। চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের দাতার উওরাধিকারী বাপ্পা সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।




Police raid Jamaat office in Lakshmipur, 2 arrested

লক্ষ্মীপুরে জামায়াতের একটি অফিসে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ জনকে আটকও করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই গোপন সংবাদে শহরের দক্ষিণ তেহমুণী এলাকায় ওই অভিযান শুরু করে পুলিশ। পরে আবদুর রহমান (৫০) ও মো. সুমন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়ে সদর উপজেলার বাসিন্দা।

বিকেল পৌনে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিসটি ঘিরে রেখেছেন।

 অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। জামায়াতের ওই অফিসে বিপুল পরিমাণ জিহাদি বই রয়েছে। পুলিশের অভিযান এখনও চলছে। এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও ঘটনাস্থলে আসার কথা রয়েছে।




Vice Chairman Nur Hossain Masud receives Mother Teresa Award

Md. Badiuzzaman (Tuhin), No.
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক তরুণ প্রজন্মের আইকন নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ এর একান্ত আস্থাভাজন নুর হোসেন মাসুদ সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসাঁ মেমোরিয়াল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার এ ভূষিত হয়েছেন।



Voting in four municipalities and one upazila on November 2 using EVMs

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেশের চার পৌরসভা ও এক উপজেলা পরিষদের নির্বাচন হবে।

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত এই ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর।

আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। যে চার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- দিনাজপুরের পার্বতীপুর, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি ও জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, সবগুলো নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

এসব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া কর্ণফুলী উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে। এদিকে স্থগিত চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের জন্য আগামী ১২ অক্টোবর নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ইউপিগুলো হলো- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও হেমনগর এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ও সাতকানীয়া উপজেলার এওচিয়া ইউপি।

এগুলোর মধ্যে এওচিয়া ইউপিতে চেয়ারম্যান ছাড়া অন্য দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তাকে এক্ষেত্রে যে পর্যায়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকে কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।




Begumganj Upazila Chairman's Association President Abed, Secretary Salah Uddin

Md. Badiuzzaman (Tuhin), No.

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান সমিতির নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর উপজেলা পরিষদে ১৬ ইউনিয়নের চেয়ারম্যানগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উক্ত সমিতির সভাপতি ১১ নং দুর্গাপুর ইউনিয়নের বার বার নির্বাচত চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম কে সভাপতি ১৬ নং কাদিরপুর ইউনিয়ন এর ২ বারের জননন্দিত চেয়ারম্যান সালাহ উদ্দিন কে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ১৩ নং রসুলপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত কমিটিকে এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।