Bangabandhu High School student dies after tomtom car overturns in Manchuria

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে টমটম গাড়ি উল্টে গেলে মো. সাকিব (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার সড়কে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় নিহত মো. সাকিব বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ৯ নং ওয়ার্ড রঙ্গিয়াঘোনা এলাকার টুনা মিয়া সাওদাগরের বাড়ির মোজাম্মেল হক এর ছেলে। নিহত সাকিব বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতক্ষ্যদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে দুষ্টুমি করে টমটম গাড়িতে উঠে তারা ৪ থেকে ৫ জন। টমটম নিয়ে ঘোরাঘুরিতে একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।

এতে মো. সাকিব নামে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, টমটম গাড়ি উল্টে সাকিবের মুখে গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।




Jatiya Party's opinion exchange meeting held in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের জগতপুর মাহমুমুদুর রহমানের বাসভবনে জাতীয় পার্টির ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাঃ হারেছ মিয়া,সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সোহাগ,রামগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল পাটোয়ারী, ১০নং ভাটরা ইউনিয়ন সভাপতি মোঃ মতিন শেখ,৯নং ভোলাকোট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, ২নং নোয়াগাঁও ইউনিয়নের সেক্রেটারী আবুল বাশার,মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ভাবলু মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি জেলা উপজেলা তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে খুব শীঘ্রই জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহবান জানান।




VP Helal files nomination for Zilla Parishad election

Lakshmipur Correspondent:

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়ে প্রার্থীতা পত্র দাখিল করেছেন রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ প্রার্থীতা পত্র দাখিল করেন তিনি৷ জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পত্র দাখিল শেষে আগামি ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ সেপ্টেম্বর আপীল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্তের কথা জানান সাবেক ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি, বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

দীর্ঘদিন রাজপথে আন্দোলনের সংগ্রামী ইতিহাস রয়েছে তার। সকল গণ আন্দোলনে তার ছিল বলিষ্ঠ নেতৃত্ব এবং সরব উপস্থিতি। এছাড়া এলাকার আঞ্চলিক সমস্যা নিয়েও তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এলাকার মানুষের সুখে দু:খে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন অনন্য ভূমিকা। কর্মীদের বিপদে-,আপদে এগিয়ে জায়গা করে নিয়েছে কর্মীদের হৃদয়ে স্থান, তিনি অসংখ্য সামাজিক সংগঠনের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা। ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী এই বিষয়ে জানতে রামগতি উপজেলা আওয়ামী যুবলীগের ১ম যুগ্ন আহবায়ক শাহ্ মোঃ রাকিব বলেন, আমরা রামগতি উপজেলা আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ। আমাদের মধ্য থেকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন। আমরা সকলে মিলে তার ভোট করবো।

এ প্রসঙ্গে ভিপি হেলাল বলেন, গণ মানুষের জনগুরুত্বপূর্ণ সমস্যা এবং উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তাই আগামী দিনে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য একটি প্লাটফর্ম দরকার। এজন্যই আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছি। সকলের সহযোগীতা নিয়ে বিজয়ী হতে পারব ইনশাল্লাহ।




Two arrested with stolen cows in Tajumuddin

Bhola Representative:

ভোলার তজুমদ্দিন থানা পুলিশ দুটি চোরাই গরু উদ্ধার করেছেন। এ সময় চুরির সন্দেহে দুই জনকে আটক করে।

তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারি দোকানের পূর্ব পাশে মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিনের বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় পাইয়া দুটি গরু উদ্ধার করেন।

এ সময় গরু চুরির অভিযোগে চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিন ও কান্দি গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিজলের ছেলে মোসলে উদ্দিনকে আটক করা হয়। আটককৃত মাইনুদ্দিন জানান,১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছ থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যার নং ০৮




Pintu's exchange of views with journalists working at Noakhali Press Club

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগ থেকে মনোনয়ন পাওয়া নোয়াখালী মাইজদী শহর আ.লীগের সভাপতি সংগ্রামী ত্যাগী নেতা আবদুল ওয়াদুদ পিন্টু।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ৭টায় সহিদ উদ্দিন ইস্কান্দার ( কচি) হল রুমে এ সভায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু, বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাবেক নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি জেলার বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার শিকদার,দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।

আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা জেলার বিশেষ প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পল্লী নিউজ জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান (তুহিন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Humanitarian appeal to Noakhali Police Superintendent 

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগের সেবারহাট বাজারের গুটি কয়েক চিহ্নিত ভূমিদস্যু চাঁ-দাবা-জ, স-ন্ত্রা-সী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এম এসসির মালিকীয় ব্যবসা প্রতিষ্ঠান আজ তালা বন্ধ অবস্থায় রয়েছে।
এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) তদন্ত করে চূড়ান্ত রিপেোর্ট প্রদান করেছেন । পিটিশন মামলাটি বিজ্ঞ  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ( ৪) নোয়াখালী তদন্তের জন্য পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)  নোয়াখালী কে নির্দেশ প্রদান করেন। পিবিআই তদন্ত করেন।  ৫/ ৬ জন ভূমিদস্যু চাঁদাবাজ স-ন্ত্রা-সী ব্যবসায়ী আবুল  খায়ের  এমএসসির কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেন । দাবীকৃত চাঁদা না দেয়া ভূমিদস্যু চাঁদাবাজ-সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসির মালিকীয় দোকানে তালা ঝুলাইয়া দেয় এবং ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে প্রানে হত্যা  করার হুমকি দেয়।
যার মৌজা নং ৪২০ হাল ৭৯ বিএস খতিয়ান নং ২৫০ হাল  ৬২০৩ দাগের অন্দরে মালিকীয়  জমা খারিজ ২৩৯৮/ ৩২৯৮ নং  খতিয়ানে  ০.৩১০ শতাংশ। দোকানে কিছু বহিরাগত স-ন্ত্রা-সীদের সহায়তায় তালা বন্ধ করে ও দোকানের নেমপ্লেট পরিবর্তন করে অবৈধভাবে দোকান ঘরটি জবর দখল করে নিয়েছে। উল্লেখ্য উক্ত দোকান ঘরটি ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি ওয়ারিশ সূত্রে ভ্রাতা, ভগ্নি,  মাতা, ভ্রাতৃবধূ হইতে খরিদ সূএে এবং  ভ্রাতা আবুল বাসার এর ওয়ারিশ হইতে ভাড়া নিয়া  ভোগ দখলকার হন। ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা স্হানীয় বখাটে সন্ত্রাসী ,  কিশোর গ্যাং ও ভূমিদস্যুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ব্যবসায়ী আবুল খায়ের এম এস সির মালিকীয় দোকানে শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করিতে প্রতিবন্ধকতা ও  চাঁদা দাবি করিয়া আসিতেছে।
ভূমি দস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে  হত্যা করার হুমকি দিচ্ছে।ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা হলো ঃ(১) সাইফুল ইসলাম  ( সৌরভ) ৩০ (২) শহিদুল ইসলাম সৈকত (৩৩) (৩) আবুল কালাম সহ  আদা ডজন স-ন্ত্রা-সী  ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে ৪ শতাংশ  জায়গা রেজিস্ট্রি করিয়া দিবার জন্য  হুমকি দিচ্ছে।  ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের  বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অবহিত করে ব্যর্থ  হন। এমতাবস্হায় ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি প্রাণনাশের শঙ্কায় দ্বারে দ্বারে  ঘুরছে। এ  ব্যাপারে  সেনবাগ থানায় ব্যবসায়ী আবুল খায়ের লিখিত অভিযোগ দায়ের করিলে ঘটনার সত্যতা পাইয়া নন.ই. আই  নং ২৪/ ১/ ২২  / ২৮/ ১/ ২০২১ বিবাদীদের বিরুদ্ধে প্রসিকিউশান দাখিল করে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি নোয়াখালী এসপি মো. শহীদুল ইসলামের কাছে অভিযোগ  দায়ের করেছেন। সেবার হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ   ভূমিদস্যু চাঁদাবাজ-স-ন্ত্রা-সীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।



Named State fell SSC examinee of death

Lakshmipur Correspondent:
An SSC examinee named Ridmi Akhtar died after suffering a stroke after falling while praying in Kamalnagar, Lakshmipur.
 
The incident took place on Thursday (September 15) evening at the house of Gafur Uddin Haji in the Matabbarhat area of Charfalkon upazila. Relatives said that he died due to depression after failing his exams. There is a lot of mourning among his family and relatives in his grief. Ridmi is the daughter of businessman Mozammel Haque from the same house and an SSC examinee of Towaha Smriti Girls High School in the upazila. Family and school teachers said that the SSC exams started at 11 am.
 
The exam hall for the Toaha Smriti Girls High School students was Hazirhat Millat Academy. Ridmi also sat for the exam in Bengali First along with other classmates. She did not finish her writing within the stipulated time. After that, Ridmi cried a lot when she went home. She did not even eat food as the exam was bad. Ridmi's uncle, businessman Amjad Hossain, said that Ridmi was disappointed with the exam. She cried a lot when she came home. She did not even eat lunch. She suddenly fell from her seat while praying Maghrib. Later, a local village doctor was brought in. The doctor arrived and confirmed Ridmi's death.
 
Zayed Billah, headmaster of Towaha Smriti Girls High School, said, "Ridmi was a good student. Her death is painful. I heard that she didn't even eat lunch due to exam frustration."



Pintu files nomination for Noakhali Zilla Parishad election

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

Bangladesh Awami League nominated candidate Abdul Wadud Pintu, the militant president of Noakhali Maijdi City Awami League and renegade leader, has submitted his nomination for the post of chairman in the Noakhali District Council elections.

He submitted the nomination to Deputy Commissioner Dewan Mahbubur Rahman on September 15. District Awami League President Principal Khairul Anam Chowdhury Selim along with leaders and activists of A. League, Jubo League, Swechcha Sebak League, Chhatra League and other affiliated and associate organizations were present at the time.




SSC exams completed in an orderly manner on the first day in Raipur

Pradeep Kumar Roy:

সারাদেশের মত লক্ষ্মীপুরের রায়পুরেও আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

এ বছর এসএসসি ও সমমানে পাঁচটি কেন্দ্রে উপজেলায় মোট ৩ হাজার ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক। জানা গেছে, প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। গত ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। বৈশ্বিক অতিমারী কোভিড ১৯-এর কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে এনে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার শুরুর সময় পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছে। এছাড়া পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে ২ ঘণ্টা করা হয়েছে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট ও সিকিউ পরীক্ষা ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রস্তুতি বিষয়ে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ মাহবুবুর রহমান বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ।

তিনি জানান, উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রশ্নফাঁস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




A. League leader Kamal Uddin tops in popularity in Noakhali Zilla Parishad elections

Md. Badiuzzaman (Tuhin):

The Noakhali District Council elections are being held on October 17. In the election, former District Council member and District A. League member Kamal Uddin, General Secretary of Noakhali Inter-District Bus Owners Association, is going to run for re-election with the blessings and support of the respected public representatives of Noakhali Sadar Upazila. He is seeking the support and love of the local people.