Prevention of violence against women and celebration of Begum Rokeya Day in Companiganj

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

On the occasion of Begum Rokeya Day and International Women's Violence Prevention Party in Companyganj, Noakhali, a discussion meeting and Joyita Sammanna ceremony was held on December 9 in the upazila hall room. Upazila Nirbahi Officer Mejba Ul Alam Bhui, special guest Upazila Primary Education Officer Nuruzzaman and others were present as the chief guest in the event.




Free medical camp of Bir Shrestha Ruhul Amin Apex Club in Hajipur, Begumganj

Badiuzzaman Tuhin: Noakhali Correspondent:

A free medical and medicine distribution and prize distribution among meritorious students was held on December 9 at the initiative of the Bir Shrestha Ruhul Amin Apex Club, which was organized by 20 renowned doctors, in the courtyard of Hajipur Government Primary School in Hajipur Union, Begumganj, Noakhali.

The chief guests at the event were UP Chairman Shah Azim Mirza, Chief Coordinator Bir Shrestha Ruhul Amin, and Apex Club leader Dr. Md. Shariful Islam, a renowned physician and dental surgeon from Noakhali.




Elderly man dies after getting entangled in broken electric wire in Raipur

Pradeep Kumar Roy:

লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রফিক উল্যা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইয়াছিন হাজী বাড়ির মৃত শরফত উল্যা ছেলে।

উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সাগরদী গ্রামে শুক্রবার (৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। মুমুর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ইয়াছিন হাজী রোডের পোস্টমাষ্টার বাড়ি সংলগ্ন এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। এলাকার লোকজন পল্লী বিদ্যুত সমিতিকে বিষয়টি কয়েকবার জানানোর পরেও সংযোগ লাগাতে আসে নাই। কিন্তু লাইনটি মেরামতে বা বিদ্যুৎ সরবরাহ বন্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোঃ আব্দুল আহাদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে আমার বাবাকে এভাবে মৃত্যুবরণ করতে হতো না। তাঁদের গাফিলতির কারণেই আমার বাবাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এর বিচার চাই।’
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেন বলেন,‘সকাল সাড়ে ৮টার দিকে গ্রাহকরা তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করেন। আমাদের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Farmer dies in wild elephant attack in Netrakona

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

Farmer Banesh Richil (75), who was injured in an elephant attack on the Durgapur border in Netrakona, has died. He died while undergoing treatment at Mymensingh Medical College Hospital on Thursday (December 8).

Locals said that while guarding paddy in the border area on Wednesday (December 7), Banesh saw wild elephants destroying the crops. At that time, the herd of elephants chased him and seriously injured him. On hearing his screams, locals came forward and rescued him and took him to the Upazila Health Complex. As his condition was critical, the doctor on duty sent him to Mymensingh Medical College. He died there on Thursday while undergoing treatment.

Durgapur Upazila Nirbahi Officer (UNO) Rajib ul Ahsan said, 'After receiving the news, we immediately gave the money on the instructions of the Deputy Commissioner so that he could be cremated. In addition, miking is being done in the entire area to raise awareness. In addition, instructions have been given to strengthen the guard of the village police and the BGB to be on alert.

In this regard, Deputy Commissioner Anjana Khan Majlish said that a plan will be taken soon to resolve the border problem.

Additionally, on November 15, a farmer died in an elephant attack on the Panchgaon border of Kalmakanda Upazila.




Anti-Corruption Day celebrated in Tajumuddin

ভোলা প্রতিনিধি:
উপজেলা প্রশাসন ও দূর্ণীতিপ্রতিরোধ কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীসেবা সংস্থার অংশ গ্রহণে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্ণীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দূর্ণীতিপ্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, দূর্ণীতিপ্রতিরোধ কমিটির সম্পাদক রফিক সাদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী, পল্লীসেবা সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর পরিতোষ বড়ুয়া, অডিট অফিসার তরুন কুমার দাস, এক্যাউন্ট সবুজ চন্দ্র দাস, সাংবাদিক মহিবুল্যাহ ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দূর্ণীতি একটি দেশ, একটি জাতি এমনকি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়।

তাই আজ থেকে আমাদের শপত হোক আমরাও দূর্ণীতি করবো না এবং অন্যকেও দূর্ণীতি করতে দিবো না। দূর্ণীতিকে প্রতিরোধ করে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে।




Fakhrul-Abbas sent to jail

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকাল ৫টার পর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে উপস্থাপন করে বিস্ফোরক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।অন্যদিকে ফখরুল ও আব্বাসের জামিন চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে রিজভী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

যদিও পরে আমান ও জুয়েল জামিনে ছাড়া পেয়েছেন।




Honoring of winners on Rokeya Day in Kamalnagar

Kamalnagar (Lakshmipur), Representative:

Three women have been selected as winners at the Lakshmipur Kamalnagar Upazila level on the occasion of the International Campaign to Prevent Violence against Women and Begum Rokeya Day.

Upazila Executive Officer Suchitra Ranjan Das presented mementos and certificates to the selected winners at a ceremony organized by the Upazila Administrator and Upazila Women's Affairs Officer at 11 am on Friday (December 9).

The selected women winners are: Nipu Akhter and Hasina Akhter from Char Falkon village, who have made immense contributions to social development, and Mahmuda Begum from Char Jangalia village.

Also present at the event were Kamalnagar Upazila Parishad Chairman Mezbah Uddin Ahmed Bappi, Vice Chairman Omar Faruk Sagar, Kamalnagar Police Station SI Mostaq, Women's Affairs Officer Md. Morshed Alam, Agriculture Officer Md. Iqtarul Islam, Information Officer Shahana Islam, Corruption Prevention Committee Kamalnagar President Maulana Zayed Hossain Al Farooqui, freedom fighter Sharif Ullah, Kamalnagar Press Club Vice President Md. Faiz Mahmud, General Secretary A. I. Tareq and many others.




Around December 10, the police are in a strict position in Dhaka

রাজধানীতে বিএনপির সমাবেশের আর মাত্র একদিন বাকি। ১০ ডিসেম্বরের এই সমাবেশ ঘিরে রাজধানীতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। রাজধানীর পরিবেশ নির্বিঘ্ন রাখতে নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে।

গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ চোখে পড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। এসব মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের দেখা গেছে।

গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীজুড়ে বিপুল সংখ্যক সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

অপতৎপরতা এড়াতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরাসহ নজরদারিতে রয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সাইবার ক্রাইম টিমের মনিটরিংয়ের আওতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।




Tragedy Day observed in Netrakona

Abdur Rahman Ishan, Netrokona correspondent

নেত্রকোণায় জেএমবি’র বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল বুধবার ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করার পর বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য ১০.৪০ মিনিট থেকে ১০.৪৫ মিনিট পর্যন্ত রাস্তায় যে যেখানে ছিল সেখানেই ৫ মিনিট নিরবে দাড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচী পালন করে।

এ সময় সড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। ১২টায় শহীদদের কবর জিয়ারত, শশ্মানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ পরিবারবর্গের সাথে সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিকালে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস মৌলবাদ ও সা¤প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী গণজাগরণী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




Managing Committee election of Jaynagar High School in Senbagh completed

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৮ ডিসেম্বর ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ১ম আবুল কাশেম মানিক ২য় নূরনবী ৩য় আ. ফ. ম ফজলুল হক ৪র্থ নুরুল ইসলাম ।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আহম্মদ নির্বাচন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা আনোয়ার। নব নির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিজবাগ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল। উপস্হিত ছিলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক বর্ষসেরা টপটেন মোঃ বদিউজ্জামান ( তুহিন) স্বদেশ কন্ঠ প্রতিদিন এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশের জেলা প্রতিনিধি রিয়াজুল সোহাগ বিজবাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি ত্যাগী নেতা নজরুল ইসলাম ( খোকন) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।