Senbagh Police Station distributes corrugated iron sheets to poor families in Senbagh for the second time

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

সেনবাগে দরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ঢেউটিন বিতরণ করেছে সেনবাগ থানা পুলিশ। নোয়াখালীর বিজ্ঞ আদালতের আদেশনুযায়ী নিস্পত্তিকৃত মামলায় জব্দকৃত আলামত বৃহস্পতিবার সকালে থানা চত্বরে দরিদ্রদের মাঝে এ ঢেউটিন বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী,এস আই সোহেল, এস আই মিথুন,এ এস আই লোকেন সহ প্রমুখ।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান ১ম দফায় উপজেলার ৫টি ইউনিয়নের ২৫ টি দরিদ্র পরিবারের মাঝে ১৬ পিস করে ৪০০পিস ঢেউটিন বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ঢেউটিনসমুহ ২য় দফায় ৩৩ পরিবারকে ১৫পিস করে ৪ ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৬০ দরিদ্র পরিবারের মাঝে প্রায় নয়শত ঢেউটিন বিতরন করা হয়।




11th admission policy published, application starts from today

বিভিন্ন কলেজ-মাদরাসায় একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এবারও তিন দফায় আবেদন গ্রহণ করে একাদশে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। ১ ফেব্রুয়ারি একাদশে ক্লাস শুরু করবেন সদ্য এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা। বুধবার এসব তথ্য জানিয়ে একাদশে ভর্তির নীতিমালা জারি করা হয়েছে।

অনলাইনে আবেদন :

জানা গেছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থী ৩২৮ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

তবে, যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে।

তিন ধাপে আবেদন ও ফল প্রকাশ :

জানা গেছে, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন, আবেদনের যোগ্য হলে তাদেরও এ সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর প্রথম ধাপের আবেদন যাচাই বাছাই ও আপত্তি-নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষার ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে ২৬ ডিসেম্বর। একই দিন আবেদন করা শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তনের সময় পাবেন। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।

ভর্তি ও ক্লাস শুরু :

আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।




BNP calls for nationwide protests tomorrow

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

নয়াপল্টনের আকস্মিক ঘটনায় বুধবার বিএনপির সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল। সেখানে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম জানান, ‘সরকারের নীতিনির্ধারকরা নানা উসকানিমূলক বক্তব্যে আগেই বলছিলেন যে এমন ঘটনা ঘটাবেন। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ (বুধবার) প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে‌ অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে দেওয়া হয়।

তবে মির্জা ফখরুল সেখানে না ঢুকে কার্যালয়ের সামনে অবস্থান নেন। রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান।




Superintendent of Police Suman Ranjan Sarkar has been selected as the best circle officer of Faridpur Police.

Faridpur District Representative-

সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ফরিদপুর পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি জেলার সদর সার্কেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভুঁইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুমন রঞ্জন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ক্লুলেস হত্যা, চুরির মামলা উদঘাটন ও দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।

সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় সুমন রঞ্জনকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়।
এই পুরস্কার পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।




4 members of the same family killed in landslide, each received financial assistance of Rs 1 lakh

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার। ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এ পাহাড় ধস তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে তাদের মৃত্যু হয়।

নিহত পরিবারটিকে ১ লাখ টাকা সহায়তা করা হয়েছে বলে জানান তিনি।




MP Ibrahim inaugurated the Jahangir Kabir building of Sonaimuri Joyag High School

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭ ডিসেম্বর শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও জাহাঙ্গীর কবির একাডেমিক ভবনের ভিওি প্রস্তর স্হাপন করেন নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।

এ সময় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বইটি বিতরণ শেষে শিক্ষার্থীদের বঙ্গ বন্ধুর আদর্শ ও দেশ প্রেম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয় এবং বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করা হয়।




1 arrested with Yaba in Faridpur

ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গায় ২ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ মামুন কাজী (৩৪) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জিজ্ঞাসাবাদে মামুন জানায়, ইয়াবাগুলি তিনি ছোট পলিথিনে ক্যাপসুলের আকারে পাকা কলার মধ্যে ঢুকিয়ে সে কলা খেয়ে পেটে করে নিয়ে আসেন।

মামুন ভাঙ্গা উপজেলার কোর্টপাড় এলাকার জনৈক আলী হোসেন সেন্টুর বাড়িয় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোর্টপাড় এলাকায় মামুনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এ ইয়াবাগুলি জব্দ ও মামুনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তকরের একটি দল।
মামুন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া বাদী হয়ে মামুনকে আসামি করে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করেছেন মঙ্গলবার বিকেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রাজা মিয়া মামুনকে আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, ভাঙ্গা থানায় এ মামলাটি হলেও এ মামলার তদন্ত কাজ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরই করবে।




The two most beloved words of Allah

ছোট কিংবা বড় প্রত্যেকটি নেক আমলই মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। কোনো আমল ছোট বলে অবহেলা বা উপেক্ষা করা সমীচীন নয়। কেননা ইখলাসের সঙ্গে করা ছোট আমলও এনে দিতে পারে বড় প্রাপ্তি। কেয়ামতের দিন ওই ছোট আমলটিই হয়ে যেতে পারে নাজাতের ওসিলা। তাই আল্লাহর পছন্দনীয় আমল ও জিকির যতই ছোট হোকনা কেন, তার প্রতি অবহেলা নয়, বরং গুরুত্ব দিয়ে করাই হবে প্রকৃত মুমিনের কাজ।

হাদিসে মহান আল্লাহর এমন দুটি পছন্দনীয় আমলের উল্লেখ রয়েছে, যা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলার কাছে বড় বিনিময় আশা করা যায়। সেগুলো হলো—

১) ওজনে সবচেয়ে ভারী কালেমা
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেন, ‘দুইটি বাক্য এমন রয়েছে— যা বলা সহজ ও আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো- سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ অর্থ: ‘মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।’ (বুখারি: ৬৪০৬)

২) যে জিকিরে জান্নাতে খেজুরগাছ রোপণ হয়
জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়’ (তিরমিজি: ৩৪৬৪)। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক জয়িফ হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি ১০০০ বার এই জিকির পাঠ করবে সে ওই দিনের জন্য আল্লাহর নিকট থেকে নিজেকে কিনে নিল। দিনের শেষ পর্যন্ত সে (জাহান্নাম থেকে) মুক্তি লাভ করল।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ১০/১১৩, ১১৪)

অতএব উল্লেখিত জিকির দুটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, জিকির যেকোনো জায়গায় ও যেকোনো মুহূর্তে করা যায়। এতে তেমন কোনো সময়ক্ষেপণ হয় না। কাজ-কর্মেও কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত মর্যাদাপূর্ণ ও বিশেষ ফজিলতপূর্ণ দুই বাক্য বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।




Padma Bridge will create strong cultural bonds

In the history of the world, civilizations have developed around rivers. Prosperous cities have developed in the river basins. As a result of the incredible development of technology, people are building bridges over rivers. These bridges have created a bridge with the river. In this way, the Padma Bridge will create a strong cultural bond as a result of assimilation between the people on both sides.

A seminar and discussion meeting on 'Padma Bridge in the Past and Present: Cultural Perspectives' was held at the Poet Sufia Kamal Auditorium of the National Museum in the capital on Wednesday afternoon. The speakers spoke about all these things.

The speakers said that the 4th Industrial Revolution will bring about a cultural revolution in communication. When there is an exchange of ideas among everyone, there will also be a change in the psyche. As a result of the Padma Bridge, there will be a revolutionary give-and-take between the people on both sides. Due to easy communication, there will be an exchange of customs and traditions between the people living on both sides.  

Speaking as the chief guest at the seminar, State Minister for Culture KM Khalid said that the districts of the southwestern region of Bengal are a treasure trove of historical culture. There are countless materials, forms and popular streams and sub-streams of folk literature and culture in the public life of the southwestern region. After the successful inauguration of the Padma Bridge, there will now be an exchange of cultural practices between the south and the north, and between the west and the east.

Bangladesh National Museum Board President Professor Dr. AAMS Arefin Siddique said, "The Padma Bridge is playing a role in the overall socio-economic and cultural development of the country. As a result, the connection that has been established between the two banks. This bridge will play a very important role in development."

The keynote speaker at the event was Professor Dr. Md. Habibur Rahman, Vice Chancellor of Dhaka University of Engineering and Technology. The keynote speaker at the seminar was Khan Mahbub, a prominent essayist and researcher. The welcome address was delivered by Md. Kamruzzaman, Director General of Bangladesh National Museum. The event was moderated by Dr. Shihab Shahriar, Keeper of Public Education Department of Bangladesh National Museum.




Sonaimuri Municipality Mayor VP Nurul Haque delivered the Prime Minister's gift

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

Sonaimuri Municipality Mayor and senior Awami League leader VP Nurul Haque distributed free fertilizer and seeds among 420 farmers on December 6 in front of the Sonaimuri Municipality Office in Noakhali.

Municipal officials, employees and councilors were present at the time. Prime Minister Sheikh Hasina has taken the initiative to ensure that no 1 inch of cultivable land remains vacant during the upcoming Boro season.