Woman dies in DU accident: Case filed under Road Transport Act

রাজধানীর শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিহত রুবিনা আক্তারের ভাই রাকিব হোসেন বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানীকে আসামি করা হয়েছে।

নিহত রুবিনা আক্তার (৫৫) রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, রুবিনা আক্তার তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে ঢামেকে নেওয়া হলেও প্রাণ ছিল না তার দেহে।

দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালককে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। তার নাম জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে গণধোলাইয়ের সময় পরিচয় দেন। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে গিয়ে ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করেন।




4 policemen injured in police-BNP counter-chase in Sadarpur, Faridpur

Faridpur District Representative-
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যাকে সদরপুর থানা পুলিশ আটক করার কারনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় কবির মোল্যাকে আটকের প্রতিবাদে বিএনপির সমর্থকরা সড়কে টায়ার জ্বালানি সড়ক অবরোধ করে। ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবী বিএনপির সমর্থকরা ইট ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা হামলা চালায়। এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, আমরা হঠাৎ খবর পেলাম বিএনপির কিছু নেতাকর্মী সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় জড়ো হয়েছে। তারা মারমুখী আচরণ করছে। রাস্তায় বেড়িকেট দিয়ে যানবাহন আটকে রেখেছে।

রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়েছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়েছে। আমরা এ খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশের দুই তিনটি টিমই সেখানে চলে যাই। ঘটনা স্থলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খুব উচ্ছৃঙ্খল অবস্থায় শ্লোগান দিতে দেখি। ওরা ছোট ছোট ককটেল বোমা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ধাওয়া দেয় এবং সাথে সাথে আমরাও পাল্টা ধাওয়া দেই। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট মারি। ফায়ারসার্ভিসের মাধ্যম আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে আমরা ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেই এবং অবস্থা স্বাভাবিক করি। আমাদের অভিযান চলছে, আমরা একজন কে গ্রেফতার করেছি, আমাদের অভিযান অব্যহত থাকবে।

যারা এ ঘটনার সাথে জরিত এবং যারা এ ঘটনার জন্য সমবেত হয়েছে তাদেরকে অভিযানের মাধ্যমে গ্রেফতার করবো সেই সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। আমরা কিছু দেশীয় অস্ত্র, ককটেলের বিস্ফোরিত এবং অবিস্ফোরিত অংশবিশেষ উদ্ধার করেছি। এ ঘটনায় আমাদের চারজন পুলিশ আহত হয়েছে। জানা যায়, ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল, ফরিদপুর)।তিনি সদরপুর থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন।




One killed in motorcycle accident in Narsingdi

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীর ঘোড়াশালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২রা ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এলপিজি কারখানার সড়কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল। পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মিলে শাকিল ঘোড়াশালে তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানার সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাণ আরএফএলের একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেটিকে চাপা দেয়।

এসময় শাকিল ও তার বন্ধু আনিছুর গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে শাকিলের মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানায়, দুর্ঘটনার একজনের মৃত্যু ও একজনের আহতের খবর শুনেছি।




'Two Minutes Bio-Talk' competition organized by BGE Department at Bashemur University

Md. Fazle Rabbi, Bashemurbiprabi Representative:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশ (এনওয়াইবিবি) আয়োজনে ‘টু মিনিটস বায়ো-টক’ অনুষ্ঠিত হয়েছে৷
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্টস অফ বাংলাদেশ (এনওয়াইবিবি) এর বশেমুরবিপ্রবি স্টুডেন্টস চ্যাপ্টার কর্তৃক প্রতিযোগিতাটি আয়োজিত হয়।

গত বুধবার (৩০ নভেম্বর) বশেমুরবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত হয়েছে ‘টু মিনিটস বায়ো-টক’ শীর্ষক সাইন্টিফিক প্রেজেন্টেশন প্রতিযোগিতার তৃতীয় এপিসোড। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিজিই বিভাগের একদল উদ্যমী শিক্ষার্থী। অনুষ্ঠানটিতে বশেমুরবিপ্রবির বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি মোঃ শাহাবউদ্দিন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-জোবায়ের, প্রভাষক ইমদাদুল হক সোহাগ ও রিজওয়ান মাহমুদ।

প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয় অয়ন বালা (বিজিই ২য় বর্ষ), ১ম রানার্সআপ কাজী ইফতি আরাফাত (৪র্থ বর্ষ), ২য় রানার্সআপ অনন্যা চন্দ (২য় বর্ষ)। বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

এনওয়াইবিবি বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি বৃহৎ প্লাটফর্ম। বায়োটেকনোলজি সেক্টর এর সকল শিক্ষার্থী ও প্রফেসনালসদের একত্রিত করার লক্ষে এনওয়াইবিবি যাত্রা শুরু করে। এটি বর্তমানে ৩৫ টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ৫৪০০ বায়োটেকনোলজি উচ্চাকাঙ্খীদের সম্মিলিত প্লাটফর্ম।

আয়োজকদের মধ্যে থেকে মোঃ ফাহিম ইসরাক বলেন, এনওয়াইবিবি বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের সকলকে এক ছাতার নিচে আনার জন্য কাজ করে যাচ্ছে। এলক্ষে এনওয়াইবিবি প্রতি বছর আয়োজন করে চলেছে বিভিন্ন সাইন্টিফিক প্রতিযোগিতা, ক্যারিয়ার ফেস্ট ও স্কিল ডেভলপমেন্ট ওয়ার্কশপ ইত্যাদি। দেশের প্রথম বায়োটেকনোলজি জার্নাল ক্লাবের পথচলাও এনওয়াইবিবি এর হাত ধরে। বশেমুরবিপ্রবি বিজিই বিভাগে ‘টু মিনিটস বায়ো-টক’ এপিসোড-৩ আয়োজনের জন্য আমরা আমদের বিভাগ ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগী পেয়েছি, ফলশ্রুতিতে আমরা সুন্দরভাবে প্রতিযোগিতাটির আয়োজন করতে পেরেছি।

এছাড়াও আয়োজনের পেছনে যাদের কথা না বললেই না তারা হলেন এনওয়াইবিবি বশেমুরবিপ্রবি স্টুডেন্ট মেম্বার শাফি মাহমুদ পিয়াল, নাজমুন নাহার, জান্নাতুল মাওয়া, সাজিদুর রহমান, ফারজানা প্রিমু, তাহেরাতুন নূর, রাশেদুজ্জামান।




After 11 long years, the triennial conference of Companiganj Upazila AL is held

মোঃ বদিউজ্জামান নোয়াখালী প্রতিনিধিঃ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১বছর পর ২ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলকে ঘিরে বিবদমান আওয়ামীলীগের ২ গ্রুপ ঐক্য হয়ে সম্মেলন সফল ও সার্থক করেছেন। এ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলা বিগত ২ বছর দলীয় গ্রুপিং থাকায় ২ কর্মী ও ১ সাংবাদিক খুন হয়েছে । শতাধিক কর্মী আহত হয়েছে ও বেশ কয়েকটি মামলা হয়েছে ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রচেষ্টা বিরোধ নিষ্পত্তি হয়ে সম্মেলন উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধক নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন( এমপি) বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী উপস্হিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন-আব্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউপি চেয়ারম্যান সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা সিরাজিস সালেকিন ( রিমন) সম্মেলনে বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আপোষহীন নেতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদল কাদের মির্জা কে সভাপতি ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কে সাধারণ সম্পাদক বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রশিদ মন্জু ও সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল কে ঘোষণা করে ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়েছে ।




Covered van loses control and crashes into hotel, killing 5

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান ও হোটেলের মধ্যে ঢুকে গেলে চাপায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার শিশু পুত্র তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে আঘাত করে।

এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজনের মৃত্যু হয়।

মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।




3 arrested with 30 kg of marijuana in Faridpur

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ১ ডিসেম্বর রাতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে মাদকের একটি বড় চালান যাচ্ছে। সে মোতাবেক মধুখালী পৌর সদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় বাসের সুপারভাইজার আবু রায়হান(৪৫),পিতা-আবদু­র রাজ্জাক,গ্রাম-উলুবাড়­িয়া,ঝিনাইদহ,বাসের যাত্রী সাজ্জাদ শিকদার(৩৯),পিতা-ছলিম­ শিকদার,গ্রাম-দিঘল,শা­লিখা,মাগুরা ও শাহিন(৩৫),পিতা- সামছুদ্দিন,গ্রাম-উলু­বাড়িয়া,শৈলকুপা,ঝিনাই­দহ কে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ৩৬(১) টেবিলের ১৯(গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃতদের জবানবন্দী অনুযায়ী শালিখা,মাগুরার উজ্জল মোল্যা নামের এক আসামী পলাতক রয়েছে এবং উজ্জল একাধিক মাদক মামলার আসামী বলে ওসি জানান।




Tire fire, cocktail explosion on Boalmari Road in Faridpur

Faridpur District Representative –
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া­ আঞ্চলিক মহাসড়কের ওপরে টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বোমা উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিস গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশ ফাঁকা ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
এবিষয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।তিনি আরও বলেন, স্থানীয়রা তিন থেকে চারটি বোমা ফাটার শব্দ শুনেছেন
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন , ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, যারা নাশকতা সৃষ্টি করার জন্য বোমা ফাটিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Application for admission to the XI starts on December 8, fee is 150 taka

Admission applications for class XI in various colleges will start from December 8. It will continue till December 15. This time too, students will be admitted to class XI on the basis of SSC or equivalent exam results. There will be no exam for admission. Applications for admission will be accepted online. The online application fee has been fixed at 150 taka.

The date for accepting applications for admission to class 11 and other matters were decided in a meeting held at the Ministry of Education on Thursday. Education Minister Dipu Moni joined the meeting virtually. The rest joined the meeting in person.

Dhaka Secondary and Higher Secondary Education Board Chairman Professor Tapan Kumar Sarkar, who attended the meeting, informed Dainik Shiksha.com about the decision on Thursday evening. He also said that applications can be made online with a minimum of five and a maximum of 10 educational institutions in order of preference. The application fee has been set at Tk 150.

He also said, "The college admission fee will remain the same. We hope to receive the ministry's instructions on Friday or Monday. The admission notification will be issued next week."

It is worth noting that the results of the SSC and equivalent examinations were published on November 28. This time, 19 lakh 94 thousand 137 students took the SSC and equivalent examinations and 17 lakh 43 thousand 619 passed. These students are waiting for admission to higher secondary.




Superintendent of Police's floral greetings to motorcyclists in Kamalnagar

Follow the traffic law, helmet wears your precious life with the slogan ‘Fwr Greetings and chocolates to the main sage in Kamalnagar of Lakshmipur to celebrate the traffic awareness program. Mahfuzzaman Ashraf.

Thursday (01 December) In the afternoon, he suggested this in various directions to raise the greetings and chocolates of passengers wearing helmets in Hajihat market of the upazila and to make them aware of the helmetless passengers.

Thor Taar Taar Taar Tari Taar Tari Taar Tari Taar Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tori Tari Tari Toriar Tari Tari Tari Tari Toriar Tari Tari Tari Toriar Tari Tari Tari Tari Toriar Tari Tari Toriar Tari Tari Tari Toriar Tari Tari Tari Tori Tari Toriar Tari Tari Toriar Tari Tari Toriar Tari Tari Toriar Tari Tari Tori Tari Toriar Tari Tari Toriar Tari Tari Toriar Tari Tari Tori Tari Tori Tari Toriar Tari Tari Tori Tari Toriar Tari Tari Toriar Tari Tari Tori Tari Tari Tari Tari Tori Tari Tari Tori Tari Tori Tari Tori Tari Toriar Tari Tari Tari Tari Tori Tari Tori Tari Tori Tari Tori Tari Tori Tari Tori Tari Tothi Tari Tari Tori Tari Toriar Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tori Tari Tari Tari Toriar Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tori Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Tari Ta

Superintendent of Police. Mahfuzzaman Ashraf said he would have to wear a helmet to ride a motorcycle. The helmet will save your life to some extent.

In such an initiative, the motorcyclists have been thanked the Superintendent of Police and the Traffic Department and requested to continue the awareness activities.