Banks cannot file cheque dishonor case: High Court

এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধু ২০০৩ সালের অর্থঋণ আইনের বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে। পাশাপাশি বর্তমানে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধ থাকবে বলে রায়ে বলা হয়েছে।

ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে বুধবার বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, ব্যাংকঋণের বিপরীতে যে চেক নিচ্ছে সেটি জামানত। এটি বিনিময়যোগ্য দলিল নয়। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না।

আদালত বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ একটি চুক্তির মাধ্যমে নেওয়া হয়ে থাকে। ব্যাংকের কিছু দুর্নীতিবাজ, অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে, তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নে চেকের অপব্যবহার করে মামলা করে থাকে। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো।

আদালত বলেন, ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়াটাই বেআইনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করে আসছে। রায়ে হাইকোর্ট নিম্নআদালতের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, আজ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি চেক ডিজঅনার মামলা করে তা হলে আদালত তা সরাসরি খারিজ করে দেবেন। একই সঙ্গে তাদের ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে পাঠিয়ে দেবেন।




Mahmuda Sharmin Nelli elected best circle ASP of Netrakona district

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

নেত্রকোনার জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল নির্বাচিত হলেন দুর্গাপুর সার্কেল এএসপি মাহমুদা শারমীন নেলী। আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট মাসের মাসিক অপরাধ সভায় মাহমুদা শারমীন নেলীকে এই সম্মাননা দেয়া হয়। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ তাকে কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সকল বিষয় এই অভিন্ন মানদÐে পয়েন্টভিত্তিক বিচার বিশ্লেষণের মাধ্যমে এএসপি মাহমুদা শারমীন নেলীকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়।

এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মাহমুদা শারমীন নেলী বলেন,শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দা উপ‌জেলার সকল প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে সহযোগিতা কামনা করেণ।

নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন,জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানই পুলিশের কাজ। যারা পুরস্কার অর্জন করলেন সবাইকে অভিনন্দন। এই পুরস্কার তাদের কাজকে আরো বেগবান করবে।




Assistant teacher beaten and injured in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:

Attempts were made to kill Smriti Rani Pal, an assistant teacher at Badarpur Government Primary School in Ramganj, Lakshipur, to kill her in a rift.

The incident was reported on November 22, on Tuesday, November 22, in the east of Badarpur village in the south of the 8th Karpana Unit of the upazila.

2019, 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 99999999999999999999999644646465566999969999699996999999699999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999904999999999049904999999000000000000000000000000000000000000040499999999999999999999990499909090000000

Swatti village doctor Main Uddin Manik said that Smriti Rani Pal's father Parikshit Chandra Pal was poor and used to make a living by selling medicine from various pharmacies and selling it in the village. Later in 2009, after his father Parikshit Pal died, Smriti Rani Pal was being tortured by Smriti Rani Pal.
Smriti Rani Pal, who is undergoing treatment at Ramganj Government Hospital, said that my brother Shankar, his wife Prama and mother Molina, all came together and attacked me in a planned manner to kill me.

Accused Kanai Shankar Pal said, the allegations of beating and attack are false. These are all dramas. After the legal 2020, the Mets do not own any property. But my sister has been trying to take possession of my property by violating the memory law.
Afroza Akhter, Secretary of Ramganj Upazila Primary Teachers Association, said that the incident of beating Smriti Rani Pal, assistant teacher of Badarpur Government Primary School, was strongly condemned by the association. I am also protesting and also appealing to all the concerned authorities to take action against Kanai Shankar Pal and all the people involved in the incident.

Upazila Hindu Buddhist Unity Council President Apurba Kumar Saha said, "I have gone to the hospital to see Smriti Rani after the news but the poison will be resolved very soon after discussing with both parties."




DU student dies after falling from roof

সাতসকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে প্রাণ হারান লিমন কুমার রয় (২০) নামে একজন শিক্ষার্থী।

আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য নামে দশ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

লিমন রয় ঢাবির আইইআর (ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ) বিভাগের ছাত্র ছিলেন। তিনি সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের চার তলায় থাকতেন। তার গ্রামের বাড়ি উত্তরবঙ্গে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১০ তলার ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমন কীভাবে ছাদ থেকে পড়ে গেছে তা প্রাথমিক জানা যায়নি বলে দাবি করেন এই পুলিশ সদস্য।

এদিকে লিমনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তার সহপাঠী ও হলের শিক্ষার্থীরা। জগন্নাথ হলের প্রভোস্টও হাসপাতালে গেছেন বলে জানা যায়।




Temperatures expected to drop as low pressure passes

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপে আকারে অবস্থান করছে। ফলে তাপমাত্রা কমার আভাস রয়েছে।

আজ বুধবার (২৩ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ আকারে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অন্ধ্র উপকূল ও তামিলনাড়ু এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায়।

এ অবস্থায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ০৮-১৫ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ সময়ে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।




Supreme Court's Golden Jubilee: Chief Justice calls meeting

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভা ডাকলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।  দুই দিনব্যাপী এ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাজেস কমিটি গঠন করা হয়েছে। এজন্য  ২২ সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হলেন প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী।

কমিটিতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির পাশাপাশি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরকে রাখা হয়েছে।




Volunteer Party leader Tareq Zia's 58th birthday celebrated in Kadirpur, Begumganj

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নংকাদিরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৮ তম জন্মদিনে উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ২২ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৪ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের শাহজালাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা কাজী আবুল বাসার, উদ্বোধক বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়ির যুগ্ম- আহ্বায়ক সাইফুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন নাজিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সুমন।

আরো বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল মুসা, কাদিরপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর জুয়েল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান, জেলা যুবদল সদস্য ফজলুল হক( বিটু) কাদিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা পিয়াস, আরফান,হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার সহ প্রমুখ নেতৃবৃন্দ।




24 men and women trafficked to India return home

বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হওয়া ২৪ নারী-পুরুষকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেছে। ফেরত আসা নারী-পুরুষদের আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও  বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করেছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে।

খবর পেয়ে  পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে  ভারতের কলকাতার লিলুয়া হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে  তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল কালাম বলেন, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২৪ নারী-পুরুষকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার,  রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।




Lakshmipur A. League President Pinku, Secretary Nayan

The new committee of Laxmipur district Aomi League has been announced, and Ghulam Farooq Pinku has been elected president of the district Aomi League again. Advocate Noor Uddin Chowdhury has been elected as the general secretary.

Sheikh Fallul Karim Salim, presidium member of the Central Aomi League, announced the partial committee at the tri-annual conference of the District Awami League on Tuesday (November 22).

Safiqul Islam and Dr. became the vice-president of the committee. Ehsanul Kabir Jaglul, both of them held important positions in the previous committee, and the full committee will be announced by including the names of other members in the committee.

Earlier, the District Aomi League conference was held on March 3, 2015. A 75-member committee was formed with Ghulam Farooq Pinku as the president and Noor Uddin Chowdhury Naon as the general secretary. The two top leaders of the second men have gained their status again.




Special importance should be given to crop conservation: Sheikh Hasina

শুধু ফসল উৎপাদন নয়, এখন থেকে ফসলের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে।

শুধু খাদ্য প্রাণ নয়, পুষ্টি নিশ্চিত কতে হবে। সেই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে প্রযুক্তি আমদানি করতে হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার  শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভাশেষে ব্রিফিংয়ে সাংবাদিকদেও এসব তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না। তিনি বলেছেন, কোনোমতেই পরিবেশকে ডিস্টার্ব করা যাবে না।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন— প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন খালগুলো ভরাট না হয়ে যায়। যে কোনো প্রকল্প বাস্তবায়নেই ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ না করতেও নির্দেশনা দিয়েছেন। এর বাইরে প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে নজর রাখতে হবে।