Chhatra League worker seriously injured in Jamaat Shibir attack in Bijbagh, Senbagh

বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জয় নগর উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন শিবু (২২) কে কুপিয়ে গুরুতর আহত করেন জামায়াত নেতা হারুনুর রশিদ গ্রুপ এর সেকেন্ড ইন কমান্ড ছানা উল্যা সহ ৮-১০ জন অস্ত্রধারী ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ভিকটিম আমজাদ হোসেন শিবুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।

স্হানীয়রা এসে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক। স্হানীয় সূত্রে জানা যায় ছানা উল্যা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এ ঘটনায় সেনবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে। ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান আহতের খবর শুনেছি ঘটনার স্থানে পুলিশ তদন্ত করছেন এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।




Fire service and civil defense week exercise in Noakhali

Md. Badiuzzaman Tuhin, Correspondent Noakhali:
Fire Service and Civil Defense Week was celebrated in Noakhali with various arrangements under the theme 'Reduce accidents and disasters and build Bangabandhu's Sonar Bangla'. Various exercises including discussion meetings and firefighting were held on the occasion.
 Noakhali Deputy Commissioner Dewan Mahbubur Rahman inaugurated the program in the morning (November 16). Later, a discussion meeting was held.
In addition to members of the Fire Service, Red Crescent, Scouts, and students from various educational institutions participated in the discussion meetings and exercises.
Deputy Commissioner Dewan Mahbubur Rahman was the chief guest at the discussion meeting chaired by Assistant Director of Fire Service and Civil Defense Noakhali Md. Toufiqul Islam Bhuiyan.
The special guest was District Superintendent of Police Md. Shahidul Islam, while Executive Engineer of the Public Works Department Sa'd Mohammad Andalib was present.
The Assistant Director of the Fire Service said that from January to October this year, a total of 724 fires have occurred in the district, including 118 from gas stoves, 232 from electrical short circuits, 103 from bidi-cigarettes and 271 from various causes including lightning. Fire service members have recovered goods worth about 311.73 crore taka from these incidents. In addition to the 9 fire stations in the 9 upazilas of the district, work is underway on another station at Jobair Mia Bazar in Subarnachar and Uday Sadhur Hat in Sadar, and a temporary station has been set up at Hatiyar Bhasanchar. Fire service members are working tirelessly to serve the people.



We will build the country through education, Sheikh Hasina's Bangladesh 

মোঃ বদিউজ্জামান  (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগন্জের  রাজগঞ্জ মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম এর পরিকল্পনায় স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
করেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ  বেগমের  সুযোগ্য  সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান নূর রফি সহ এলাকার  গণ্যমান্য  ব্যক্তিবর্গ।



Digital Innovation Fair inaugurated in Lakshmipur

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলার ১৬টি স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক  মেহের নিগারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ মাহফুজ্জামান আশরাফ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর।

বক্তারা বলেন, সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দপ্তরকে স্ব স্ব সেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক উদ্ভাবনী বিষয়গুলো পরিচিত করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকেই ৩৫৯ টি ডিজিটাল সেবা দেয়া হয়।




Former ACC officer Sharif joins job with salary of Tk 80,000

অবশেষে চাকরিতে যোগ দিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরি খোয়ানো উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করে বুধবার শরীফ উদ্দিন জানান, ‘একটি ভেটেরিনারি মেডিসিন কোম্পানির হেডঅফ টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। তার বেতন ৮০ হাজার টাকার মতো।’

শরীফ উদ্দিন ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন নিয়ে পড়ালেখা করেন।

এর আগে ২০১৪ সালে দুদকে যোগ দেওয়ার আগে তিনি চার বছর ধরে বিভিন্ন ফিড কোম্পানিতে চাকরি করেছিলেন।

তিনি জানান, ‘গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সমর্থনকারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কল্যাণে মহান আল্লাহ আমাকে দেশ ও বিদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সহকর্মী হিসেবে পেতে চাইছে। এটা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের।’




Admission application begins for secondary schools

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার-১৬ নভেম্বর চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তি জালিয়াতি রোধে গত কয়েক বছর ধরে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কারানো হচ্ছে।

সরকারি বিদ্যালয়

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। শুধু অনলাইনে (httpsgsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (ফিডার শাখাসহ) তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

বেসরকারি বিদ্যালয়

ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে (httpsgsa. teletalk.com.bd) আবেদন করা যাবে।

ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি হবে ১৩ ডিসেম্বর।




Inauguration of the freedom fighter Joynal Abedin Road in Eklashpur, Begumganj

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন মিয়ার বাড়ির সামনে রাস্তা সিসি করণের শুভ উদ্বোধন করা হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগমের সুযোগ্য সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান নূর রফি একলাশপুর ইউপি চেয়ারম্যান সাহেদুর রহমান দীপু ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ আলম ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




MP Shaon inspects Meghna River to stop illegal fishing

Rubel Chakraborty, Bhola representative:

ভোলার মেঘনা নদী থেকে অবৈধ জাল বন্ধ করার লক্ষ্যে নদীতে পরিদর্শনে নেমেছেন এমপি আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।

মঙ্গলবার সকালে তিনি তজুমদ্দিনের স্লুইসগেট এলাকা থেকে স্পিডবোট যোগে জেলেদের সাথে সরাসরি কথা বলার জন্য নদীতে পরিদর্শনে নামেন। এ সময় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্ল্যাহ ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম তার সাথে ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ জাল ধ্বংস করার উদ্দেশ্যে অভিযান চলমান আছে। এ নিয়ে কিছু জেলে বিভিন্ন ভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ায়। যে কারনে মাছ ধরারত জেলেদের মতামত গ্রহন ও জাল পরিদর্শনে উদ্দেশ্যে এমপি মহোদয় ও জেলা মৎস্য কর্মকর্তা পরিদর্শনে আসেন।

এসময় পরিদর্শনে আরো অংশ গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, সোনাপুর চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, প্রেসক্লাব সভাপতি রফিক সাদি, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল আলীম টুটুল, শশীগঞ্জ মাছঘাট সমিতির সভাপতি আবুল হাশেম মহাজন, বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন প্রমূখ।




Inauguration of subsidized agricultural machinery distribution program in Baniyachang

Jewel Rahman, Habiganj Correspondent:
The inauguration of the agricultural machinery distribution program among farmers at a subsidized price of 70% was held in Baniyachang.
Out of the agricultural machinery worth 1 crore 99 lakh taka, the government is providing 1 crore 29 lakh 35 thousand taka at subsidized price. And farmers are providing only 69 lakh 65 thousand taka.
The meeting, held at the Upazila Parishad auditorium at 11 am on Tuesday, November 15, was presided over by Upazila Executive Officer Padmasan Singh. Local MP and panel speaker Adv. Md. Abdul Majid Khan inaugurated the meeting as the chief guest.
Upazila Parishad Chairman Abul Kashem Chowdhury spoke as the special guest.
The keynote address was presented by Upazila Agriculture Officer and Agriculturist Md. Enamul Haque.
The meeting was addressed by Vice Chairman Faruk Amin and Hasina Akhtar, Officer-in-Charge Ajay Chandra Deb, Upazila Awami League Joint General Secretary Tajimul Haque Chowdhury, UP Chairman Farid Ahmed, Sadiqur Rahman, Ershad Ali, Upazila Awami League leader Nazrul Islam,
Sheikh Alamgir Hossain, General Secretary of the Upazila Jubo League, Rubel Mia, General Secretary of the Sramik League, and others.
Baniachong Press Club President Mosahed Mia, journalists Sheikh Nurul Islam, Shah Sumon were present at the time.
At the same event, the Rabi Seeds and Fertilizer Distribution Program was also inaugurated.
In his speech as the chief guest, MP Md. Abdul Majid Khan said, "This government is the people's government."
Being a government of the people, the government has taken steps towards public welfare.
Bangladesh is an agricultural country and the government is taking every agriculture-friendly step for Bangladeshi farmers.
In the past, no government has provided agricultural machinery to farmers at subsidized prices.
It is doubtful whether such measures would exist if Awami League was not in power.
Prime Minister Sheikh Hasina's government has stood by farmers by subsidizing their fertilizer and agricultural machinery.
This government is providing farmers with limited free seeds, fertilizers, and agricultural machinery to increase production.
If production increases, the country will achieve self-sufficiency in food and farmers will become self-reliant.




India-Bangla Border Haat to be opened next month

সাব্বির মামুন, কুড়িগ্রাম সংবাদদাতাঃ

দীর্ঘ তিন বছর পর খোলা হচ্ছে বাংলাদেশ-ভারত বর্ডার হাট। করোনা মহামারির কারণে বন্ধ থাকা বর্ডার হাট খুলে দেয়া হচ্ছে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

আজ (১৫ নভেম্বর২২)মঙ্গলবার বাংলাদেশ- ভারত দুই দেশের যৌথ আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে।আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতের দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাংওবাংলাদ­েশ কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম। পৃথক সংবাদ ব্রিফিংয়ে তারা জানান অফিসিয়ালি কাগজ পত্রের সাক্ষরতা শেষ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাট খুলে দেওয়া জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের পক্ষে আলোচনা সভায় অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, রাজিবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস,রাজিবপুর উপজেলাও ভারতের পক্ষে থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাং,অতিরিক­্ত জেলাপ্রশাসক
কে সাংমা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
শ্রীমতী লিনা সহ দুই দেশের বিজিবি বিএসফ বর্ডার হাটের ব্যবসায়ী বৃন্দ।

বর্ডার হাটের ব্যবসায়ী বলেন, যখন বর্ডার হাট চলতো তখন আমাদের সাংসারিক জীবনটা ভালো ভাবে চলতো হঠাৎ করোনা কালিন সময় বন্ধ হয়ে যাওয়া আমরা বিপাকে পড়েছি, বর্ডার হাটটি যদি খুলে দেওয়া হয় সুন্দর ভাবে চলতে পারবো।