Journalist killed in collision between caravan van and motorcycle in Narsingdi 

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীর রায়পুরায় কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ওমর ফারুক বিশাল (২৭) নামে এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।

এসময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় নরসিংদী জেলার ঢাকা সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক বিশাল নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হক এর ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলে করে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৈরব গামী একটি বেপরোয়া কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যায়। আর সজল গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, কার্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে।

পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক ওমর ফারুক বিশালের সবশেষ কর্মস্থল ছিল নিউজজি টোয়েন্টিফোর ডটকম। তার আগে তিনি বাংলা নিউজের বিনোদন বিভাগে কাজ করতেন। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন।




Netrokona Government College Branch Chhatra League stands by HSC examinees

 আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি : 

এইচএসসি পরীক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের পাশে নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। ৬ই নভেম্বর সকাল ৯ টা থেকে পরীক্ষার কেন্দ্রের সামনে যানযট নিরসন ও পরীক্ষার্থীদের পানি, কলম নিয়ে শিক্ষার্থীদের পাশে দাড়ায় কলেজ শাখা ছাত্রলীগের নেতারা। পরীক্ষা শুরুর পূর্বে জেলার প্রায় সকল কেন্দ্রে ধারাবাহিকভাবে এ কার্যক্রম এর আয়োজন করে জেলা ছাত্রলীগ ও নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ

পরীক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব, বিদুর সাহা স্পর্শ, সানিমুল হক, জান্নাতুল হাসান, মেহেদী হাসান,হারুন,পিনিয়র,সামি সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

পরীক্ষার আগে মুহুর্তে সড়কে যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে তারা

এসময় সৈয়দ আল রাকিব বলেন,মানবিক নেত্রকোনা জেলা ছাত্রলীগের স্বপ্ন-দ্রষ্টা,

 বিপ্লবী সাধারণ-সম্পাদক সোবায়েল আহম্মেদ খান ভাইয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় বহুবছর ধরে নেত্রকোনা জেলা ছাত্রলীগ পরিবার পরীক্ষার্থীদের পাশে থেকে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে পরীক্ষার্থীদের অভয় দেয়া সহ পড়াশোনায় উৎসাহী করে আসছে।




Agricultural machinery distributed at subsidized prices in Companiganj

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (৭০%) ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ ৬ নভেম্বর দুপুরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বেলাল হোসেন আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি অফিসার মোঃ নুরুল আলম ভূঁইয়া উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আকরাম উদ্দিন এবং দক্ষ কৃষকদের মাঝে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিতরণকৃত কম্বাইন হারভেস্টার কৃষক শেখ ফরিদের কাছে ৭০% ভর্তুকিতে ( ১৯ লাখ ৭৪ হাজার টাকা) মূল্যে বিতরণ করা হয়।




Habiganj's two tigresses Shelly and Rima win in international boxing

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি ঃ

 ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগীতায় হবিগঞ্জ জেলা থেকে ৪জন খেলুয়ার অংশ নিয়ে ১৭টি জেলার ২৮জন খেলুয়ারকে হারিয়ে হবিগঞ্জ জেলার দুই বাঘিনী কন্যা তানজিমা সুলতানা শেলী ও রিমা সরকারের জয়লাভ।

জানাযায়,গতকাল ৪নভেম্বর(শক্রুবার) বিকাল ৫টায় ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম মাঠে ইন্টারন্যাশনাল পর্যায়ে’বিপিবিএস বাংলাদেশ বক্সিং চ্যাম্পিয়নশিপ এর উদ্যেগে এক টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বক্সিং সোসাইটি।

উক্ত টুর্নামেন্টে সারাদেশ থেকে ১৭টি জেলার ২৮জন বক্সার প্রতিযোগী অংশ গ্রহন করেন।

আর এই টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার বানিয়াচং বক্সিং একাডেমি থেকে ৪জন খেলুয়ার অংশ নেন এই প্রতিযোগীতায়।

এবং খেলোয়াড়দের নিয়ে ভোরে রওয়ানা দেন একাডেমির প্রতিষ্টাতা প্রশিক্ষক জুয়েল রহমান ও টিম ম্যানেজার সাহিবুর রহমান।

তারা দুপুর ১২টার দিকে গিয়ে ঢাকা পৌঁছেন।

এবং সকল কার্যক্রম শেষ করে খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট মাঠে উপস্থিত হয়ে আলাদা আলাদা ভাবে ৪৮কেজি ও ৫১কেজি ওজনের খেলোয়াড়দেরকে দুই ভাগে বিভক্ত করা হয়।

এবং বিকাল ৫টায় উক্ত খেলাটি পরিচালনা করেন বাংলাদেশের প্রথম নারী হিসাবে দায়িত্বরত(রেফারি) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লিপি সুলতানা মনি,ঢাকার এসএম মারুফ,সিলেটের মোঃআনুয়ার হুসেন ও তানভীর চৌধুরী।

খেলার এক পর্যায়ে রাত দশটার দিকে ৪৮কেজি ওজনের ফাইনালে অবস্থান করে হবিগঞ্জের তানজিমা সুলতানা শেলী ও কুষ্টিয়ার শিপা।

পড়ে ফাইনাল রাউন্ডে কুষ্টিয়ার শিপাকে হারিয়ে শেলী বিজয়ী হয়।

অপরদিকে ৫১কেজি ওজনের খেলায় ফাইনালে অবস্থান করে হবিগঞ্জের রিমা সরকার ও কিশোরগঞ্জ জেলার বিথী।

৫১কেজি ওজনের ফাইনালে বিথীকে হারিয়ে রিমা সরকার বিজয়ী হয়।

উক্ত খেলাটি ৪ রাউন্ড করে খেলে এবং সবাইকে হারিয়ে হবিগঞ্জের এই দুই বাঘিনী কন্যা তানজিমা সুলতানা শেলী ও রিমা সরকার জয়লাভ করেন।

পরে তাদের পুরস্কৃত করেন উক্ত খেলার কর্নধার বাংলাদেশ বক্সিং সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ আসাদউজ্জামান।

বিজয়ী দুই বাঘিনী কন্যা হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউপির পূর্ব তোপখানা মহল্লার আব্দু শহীদ মিয়ার স্কুল পড়ুয়া কন্যা শেলী ও একই ইউনিয়নের বড়নগর মহল্লার রবীন্দ্র সরকারের স্কুল পড়ুয়া কন্যা রিমা সরকার।

৫নভেম্বর(শনিবার) বিজয়ীদের নিয়ে ঢাকা ছেড়ে হবিগঞ্জ জেলার উদ্যেশে রওয়ানা দিয়ে বিকালে নিজ উপজেলায় এসে পৌঁছেন তারা।

জয়লাভ করে তারা বাড়িতে আসার সংবাদ শুনে পরিবারের সদস্যগন রিসিভ করার জন্য অপেক্ষায় থাকেন এবং তারা গাড়ি নামার পর পরই এক আনন্দের বন্যা বইতে দেখা যায়।

এসময় তাদের এমন সাফল্য উপস্থিত অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য,বানিয়াচং উপজেলার বক্সিং একাডেমি থেকে চলতি বছরের মধ্যে এই পর্যন্ত চারটি টুর্নামেন্টে অংশ নিয়ে ২য় বারের মতো শেলীকে নিয়ে চারজন বিজয়ী হন।

১৩সেপ্টেম্বর বিজয়ী হয় আমির উদ্দিন শিমুল,২৯জুলাই আমীর উদ্দিন ও শেলী বিজয়ী হয়,৯সেপ্টেম্বর শেলী বিজয়ী হয়।

এব্যাপারে প্রতিষ্টাতা শিক্ষক জুয়েল রহমান জানান,তিনি দীর্ঘ ৫টি বছর ধরে এই একাডেমি প্রতিষ্টা করে নিজ শ্রম অর্থ খরচ করে তাদেরকে এই পর্যন্ত নিতে পেরে নিজেকে ধন্য মনে করেন।

এমনকি ভবিষ্যতে তিনি একদিন আন্তর্জাতিক পর্যায়ে ওদেরকে অংশ গ্রহন করিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনবেন।

টিম ম্যানেজার সাহিবুর রহমান জানান,যদি সরকারি ভাবে ও ক্রিড়া সংস্থা থেকে একটু সহযোগীতা করা হয় এই একাডেমিকে তাহলে একদিন সারাদেশবাসী তথা হবিগঞ্জ জেলাবাসীর মুখ উজ্জ্বল করবেন এই একাডেমির ছাত্র ছাত্রীরা।

এছাড়াও বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এই একাডেমিতে অংশ গ্রহন করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে রক্ষা পেয়েছে বলেও জানান।

তাই সবার উদ্যেশে আরও বলেন সবাই যদি সচেতন হয়ে লেখাপড়ার পাশাপাশি এই একাডেমিতে নিজের ছেলে মেয়েদের ভর্তী করেন তাহলে তাদের সন্তানরা অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে এবং নিজের শারিরীক সুস্থতার সহিত মন-মানসিকতা ভালো থাকবে।

এজন্য তিনি সবার প্রতি এই আহবান জানান।




285 students absent on first day of HSC exam in Netrakona

Netrakonat Zelt HSC equivalent examination was absent on the first day 285 students.

The examination is being held in 29 centers this year in Nit, 1109 students, and 20 venues in 20 venues, this year the total number of candidates was 10980. On the first day, 187 were absent from the general students, 187 students and 33 technical people.

District administration education strati-form On the first day, there was no information about the expulsion.

According to the GIT in Netrakona Government Women's College Center, the examination will start in a clean-free environment. Sirajul Islam, among them 1202 candidates on the first day, and 16 were absent from Bengali first paper.

Meanwhile, after the start of the examination, District Commissioner and District Magistrate Anjana Khan Majlish visited every examination center and room in four centers of the district town and there was a comprehensive supervision to complete the examination in a continuously free environment, he said.




Dengue test fee is Tk 100 in government, Tk 300 in private

সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ডেঙ্গুরোগীর অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।




EC recounts votes taken on EVMs two years ago, gets same results

ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফলাফল পুনর্গণনা করে একই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশে এই ভোট ফের গণনা করা হয়।

ইসি জানিয়েছে , প্রথমবারের মতো এমন ভোট পুনর্গণনার ফলাফল প্রমাণ করে ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়।

রোববার (৬ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ৫ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।




Scholarship exam held in Companyganj under the initiative of Mosharraf Fazilatunnesa Foundation

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
The Mosharraf Fazilatunnesa Foundation Scholarship Examination 2022, named after the parents of Bangladesh Awami League General Secretary and Road Transport and Bridges Minister Obaidul Quader, was held at Basurhat A. H. C. Government High School in Companiganj on 5 (Saturday) November.
The hall was visited by Abdul Quader Mirza, the younger brother of Bridge Minister Obaidul Quader, the repeatedly elected mayor of Basurhat Municipality, the leader of the soil and people of Companiganj, and renowned figures from the area. 



51st Cooperative Day celebrated in Tajumuddin

Rubel Chakraborty, Bhola representative:

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন সমবায় বিভাগ উপজেলার আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা উপজেলা সমবায় কর্মকর্ত আবদুল জব্বার।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।




This time 95 tons of hilsa arrived in a trawler, sold for 1.2 million

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
This time, 95 maunds of hilsa were caught in a trawler in the Bay of Bengal. The fishes were auctioned at Tk 11 lakh 87 thousand. Fishermen are happy with it.

It is known that after the 22-day ban, a trawler named FB Hasan in the Bay of Bengal after the 22-day ban, they came to the Hatitar Chatterman Ghat for five days.

The owner of the trawler Kamal Company, son of Kamal Company, said, "There are fishes that are fishy. After the ban, we have got 95 maunds of hilsa. In this way, if the hilsa is found, the happy days will come to the fishermen."

Sareng Zahir Uddin Majhi of the trawler said, "We don't get so many fish together. When the fish is less, then we lose. When we get good fish, we will get good fish, we will have to get the price of the goods."

Ariful Islam Akash, who came from Feni district, said that he has not seen many hilsa fish together. Seeing so much hilsa, my visit has been self-interested.

Manager of Meghna Fishing. Habib Bhui said, 95 maunds of hilsa were found in the trawler named FB Hasan. Everyone is benefiting from the fishing in the river and everyone is benefiting from the joy of everyone.

Hatisa Upazila Nirbahi Officer Md. Salim Hossain said, "During the ban, we conducted a raid, which is benefiting from the news of this hilsa power. I hope the fishermen will benefit."

Earlier on Thursday (November 3), a trawler named FB Rathan, fishermen got 117 maunds of hilsa and sold the fish for Tk 14 lakh 56 thousand.