Construction work is underway on a Bir Niwas for the brave freedom fighters in Durgapur, Begumganj.

May: Badiuzzaman (Tuhin), Notakhali representative:

Prime Minister Sheikh Hasina's gift for the best children of the nation, the construction of “Bir Nibas” in No. 11 Durgapur Unit of Begumganj Upazila is in progress.

Imran Noor Rafi, the privileged son of former district Chhatra League leader and Upazila Parishad Chairman Shahnaz Begum, is supervising this work.




BNP holds preparatory meeting at Charbhadrasan to make Faridpur divisional public rally a success

Faridpur Representative –

আগামী ১২ই নভেম্বর ফরিদপুরে বিএনপি’র বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষে চরভদ্রাসনে প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮অক্টোবর) বিকেল সারে ৫টার দিকে চরভদ্রাসন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র প্রায়ত সভাপতি মরহুম মোতাজ্জেল হোসেন মৃধার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোতাজ্জেল হোসেন মৃধার রুহের মাগফেরাত কামানায় দোয়া ও মোনাজাত করা হয়।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু,জেলা বিএনপি’র আহŸবায়ক সৈয়দ মুদাররেস আলী ইসা,সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,যুগ্ম আহŸবায়ক আফজাল হোসেন খান পলাশ,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,আতাউর রহমান বাচ্চু,গোলাম রাব্বানী রতন,তানভীর চৌধুরী রুবেল প্রমুখ।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা এজিএম বাদল আমিন,ওবায়দুল বারী দিপু,মোঃইয়াকুব আলী,মোঃআরমান সিকদার,মোজাম্মেল মৃধা,মঞ্জুরুল হক মৃধা,মোজাফফর হোসেন জাফর,সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাশেদ আল ফারুকী,শাহীনুল ইসলাম স্বপন সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা আগামী ১২ই নভেম্বর ফরিদপুরে বিএনপি’র বিভাগীয় গনসমাবেশ সফল করার নেতা কর্মীদের দলে দলে যোগ দানের আহববান জানানোর পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।




Nurul Haque Modern Hospital infrastructure not built even 5 years after foundation stone was laid

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনের ৫ বছর পরেও অবকাঠামো নির্মিত হয়নি,ফলে ফেনী,লক্ষীপুর ও নোয়াখালীর মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরবর্তীতে জিয়াউর রহমান নিহত হওয়ার পর হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রকল্পটি বাতিল করে দেয়।

পরে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ হাশেম বেগমগঞ্জ চৌরাস্তা এবং ফেনী লক্ষীপুর থেকে সহজ যাতায়াত ব্যবস্হা সমৃদ্ধ ও খোলামেলা মনোরম পরিবেশে নোয়াখালী কুমিল্লা মহা সড়কের পাশে মেডিক্যাল কলেজ স্হাপনের জন্য সরকার থেকে জমি বন্দোবস্ত নেন।এর পর জমি ভরাট করে এম এ হাশেম মেডিক্যাল কলেজ স্হাপনের উদ্যোগ নেয়া হয়।

কিন্তু ১/১১এর সরকারের সময়ে সেই লিজ বাতিল করে দেয়া হয় বাতিলের স্থানে তৎকালীন সরকার নোয়াখালী মেডিক্যাল কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর ২০০৮-০৯ সালে নোয়াখালী মেডিক্যাল কলেজে এমবিবিএসে ভর্তি শুরু হয়।

মেডিক্যাল কলেজের অবকাঠামো নির্মাণ শেষ না হওয়ায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্থায়ী ভাবে ক্লাস শুরু হয়। কলেজের ভবন নির্মাণ শেষ হওয়ার পর সেখানে ক্লাস শুরু হয় বর্তমানে ১৪ তম ব্যাচের শিক্ষা কার্যক্রম চলছে। এদিকে পরবর্তীতে

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ৮ জুলাই নোয়াখালী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে সাবেক স্পীকার মরহুম আবদুল মালেক উকিলের নামে নাম করণ করেন।

সেই সাথে সাবেক সংসদ সদস্য জননেতা নুরুল হক মিয়ার নামে হাসপাতালের নাম করণ করা হয়।
২০০৭ সালের ৭ ফেব্রুয়ারী তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের পাশে ৫০০শয্যার নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

কিন্তু মালেক উকিল মেডিক্যাল কলেজ চালু হলেও ৫০০শয্যার নুরুল হক আধুনিক হাসপাতালের অবকাঠামো এখনো নির্মিত হয়নি ফলে বৃহত্তর নোয়াখালীর মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

৫০০শয্যা নুরুল হক আধুনিক হাসপাতালের ফাইলটি একনেক সভায় বারবার ওঠার পরও অনুমোদন না পাওয়ায় এর অবকাঠামো নির্মাণ শুরু হচ্ছে না। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়।কিন্তু এসব রোগীর বেশির ভাগই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা যাওয়ার পথে মারা যায়।
এদিকে মেডিক্যাল কলেজের পাশে হাসপাতাল না থাকায় দীর্ঘ ১২কিলোমিটার দূরে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের ইন্টার্নি করতে হয়।

সম্প্রতি শিক্ষার্থীরা কলেজের পাশে হাসপাতাল নির্মাণ সহ ২১দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

হাসপাতাল নির্মিত না হওয়ায় সচেতন মানুষের মধ্যেও বিরাজ করছে চরম উৎকন্ঠা ও হতাশা।
এ ব্যাপারে আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের অধ্যাক্ষ ডাঃআব্দুছ ছালাম বলেন হাসপাতালের জন্য বারবার একনেক সভায় প্রস্তাব তোলা হলেও খুঁটিনাটি বিষয় পরিবর্তন করার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে।




2 madrasa students go missing after taking bath in Narsingdi, one's body found 20 hours later

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীতে পিকনিকে এসে মেঘনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যে মোঃ গালিব হক (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদুল আলম।

এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে পিকনিকে গিয়ে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্ররা হচ্ছে- নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ গালিব মিয়া (১৫) এবং একই জেলার রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাফফুজ (১৭)। তারা দুইজনেই নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী এবং কুরআনে হাফেজ ছিলেন। তাদের মধ্যে গালিবের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

নৌ-পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদরাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যান। বিকেলে ফুটবল খেলা শেষে সন্ধ্যা সোয়া ৫টার দিকে মেঘনা নদীতে তারা গোসল করতে নামেন। শিক্ষকসহ বাকি ৩০ জন উঠে আসলেও অনেক খোজাখুঁজির পরেও ওই দুই ছাত্রকে আর পাওয়া যায়নি। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে নরসিংদী সদরের করিমপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে আসে। অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে না পেয়ে এবং ডুবুবি দল না থাকায় এদিন রাত ৯টায় তারা উদ্ধার অভিযান শেষ করেন।

পরে শুক্রবার (২৮অক্টোবর) সকালে টঙ্গী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আবার উদ্ধার অভিযান শুরু করেন। তারা দীর্ঘক্ষন নদীতে খোঁজাখুঁজি করে দুপুর ১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে গালিবের মরদেহ উদ্ধার করেন। আর মাহফুজের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলছে। করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ ফরিদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাদের উদ্ধারে আমরা কাজ করছি। ইতোমধ্যে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি।

বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল একসঙ্গে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ।




Locals pray to save Kamalnagar from river erosion 

Tarek Aziz:

In Kamalnagar of Lakshmipur, special doa and prayers have been organized to prevent erosion of Meghna river, which caused the residents of the affected areas to cry. Everyone prays to Allah to be free from breaking and praying for the blessings of the ancestral home and grave protection of the grave.

On Friday (October 28) around 10 am, a large number of people were present at the prayer of Ludhta area of Charfalkan Unityan of the upazila at around 10 am.

This meeting was conducted by Kamalnagar Upazila Imam Association President Qari Maulana Gitas Uddin.

Under the direction of Imran Hossain Shakeel, Kamalnagar Upazila Parishad Kamalnagar Ramgati Bachao Manch convener Abdus Sattar Paloan and local dignitaries were present.

Sources said that the contractors have stopped working in the sand crisis and the allocation money, they will start working if they get money and the sand crisis is done.

According to the Water Development Board, 2021, Prime Minister Sheikh Hasina approved a project of Tk 31,000 crore for the 31 km river bank protection dam in ECNEC meeting in 2021. To that end, the Meghna area of Saheberhat Uniton in Kamalnagar, the last 9 January, was the State Minister for Water Resources (Reg.) Zahid Farooq inaugurated the work.

Attorney Abdus Sattar Paloan told Palli News, "Jortar, my mother's grave water rises. When I see it, I have said that my liver will explode. If I see this, I have said that I will bury me next to my mother. But if the riverside protection dam does not materialize quickly, everything will disappear. For this, we have raised our hands to God to save us from the river.

Video:




Distribution of food items to the victims at Sitrang in Kamalnagar

 

Kamalnagar, Lakshmipur:

Prime Minister's Food Relief (GR) rice has been distributed among families affected by Cyclone "Sitrang".

On Thursday (October 27) afternoon, the Additional Deputy Commissioner (Overall) of the district, Mohammad Nur A Alam, distributed these gifts to the affected families of Sahebar Hat Union of Kamalnagar Upazila of Lakshmipur district.

Also present at the event were Upazila Chairman Mezbah Uddin Ahmed Bappi, Upazila Executive Officer Md. Kamruzzaman, Saheber Hat Union Parishad Chairman Abul Khair, Upazila Fisheries Officer Abdul Kuddus, Project Implementation Officer Representative Abul Basar Nayan, Kamalnagar Press Club General Secretary AI Tarek and many others.

It is worth mentioning that due to the absence of embankments due to the impact of Cyclone "Sitrang", the people of Char Kalkini, Saheber Hat, Char Falkon, Patarir Hat, Char Matin Unions of the upazila were stranded in the water of the Meghna River. As a result, various food items including rice, pulses, oil, salt were distributed to these helpless families by the district and upazila administration.




Applications for registration of 35 parties in EC

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নতুন দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি)তে নিবন্ধন পেতে আবেদন করেছে পেতে ৩৫টি দল।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন,- আগামী রোববার (৩০ অক্টোবর) নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ সময়। এ পর্যন্ত ৩৫টির মতো নতুন দল আবেদন করেছে।

আবেদনকারী দলগুলো হলো- বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি (বাংলাদেশ টিজেপি), নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, মুসকিল লীগ, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ ইত্যাদি পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক জোট (পিডিএ), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল, বাংলাদেশ জনমত পার্টি, এ বি পার্টি, সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রীন পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণ রাজনৈতিক জোট-গর্জো, নতুন ধারা বাংলাদেশ-এনডিবি, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ জাতীয় দল, কৃষক শ্রমিক লীগ, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি ও বাংলাদেশ তৃণমূল লীগ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইনে প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য আবেদন আহ্বান করার বিধান রয়েছে। সে মোতাবেক গত ২৬ মে দলগুলোর কাছে আবেদন আহ্বান করে ২৯ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় সংস্থাটি। পরে অনেকের আবেদনের ভিত্তিতে আরও দুমাস সময় বাড়ায় ইসি।

এক এগার সরকারের সময় ড. এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো দলগুলোকে নিবন্ধন দেয়। সে সময় ১১৭টি দল আবেদন করেছিল। যাচাই-বাছাইয়ের পর নিবন্ধন পায় ৩৯টি দল। সব মিলিয়ে গত ১৪ বছরে মোট ৪৪টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এর মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিলও করা হয়। ফলে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

বর্তমানে নিবন্ধিত দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ মুসলিম লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

এ পর্যন্ত যে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে, সেগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন,প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।




Teachers' Day 2022 celebrated in Narsingdi

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা
ব্যবস্থার রুপান্তর শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে শিক্ষক দিবস-২০২২।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া ও সদস্য সচিব জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্রের নেতৃত্বে সর্বস্তরের (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসার) কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার অংশগ্রহনে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালীর শুভ উদ্বোধন করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম চত্তরে স্থাপিত শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি ও জাতির উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। সুখী-সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের অবদান স্মরণ করতেই বাংলাদেশ দিবসটি এ বছর গুরুত্বের সঙ্গে পালন করছে।

এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষেকে এটাই বলা হচ্ছে যে, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। শিক্ষাক্ষেত্রে যেকোন পরিবর্তন অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হয় অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন ঘটে আর বৈপ্লবিক পরিবর্তন আসে দেশের উন্নয়নে। র‍্যালী ও সমাবেশ শেষে শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সম্পন্ন করবেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ,নরসিংদী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ সিরাজুল ইসলাম, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান মৃধা প্রমূখ।




The conclusion of the ❝Village-based VDP Basic Training '22❞❞ was held in Kodalkati

সাব্বির মামুন, কুড়িগ্রাম  সংবাদদাতাঃ 
নির্বাচন কালীন সময়ে, দেশের দুর্যোগ ও আপদ কালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ২নং কোদালকাটি ইউনিয়নে দশদিন ব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকাল ১০ টায় রাজিবপুর উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মধ্য চর সাজাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিষয়ক আলোচনা, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়েছে।
এতে ৩২ জন পুরুষ এবং  ৩২ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়।
রাজিবপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব  আ স ম  নাসিরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠনটি শুরু হয়।
চর রাজিবপুর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা  রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে  উপস্থিত  ছিলেন,  জানাব মোঃ আঃ সালাম, উপ সহকারী প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন  অফিসারের কার্যলায়,চর রাজিবপুর,কুড়িগ্রাম ।
আরো উপস্থিত ছিলেন কোদালকাটি ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা সোনা মিয়া ও মহিলা দলনেত্রী মোছাঃ শামীমা আক্তারসহ প্রমুখ।
বক্তব্যে অতিথিগণ বলেন, এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্য ও বাল্য বিবাহ প্রতিরোধে আনসার ভিডিপির সদস্যদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এছাড়াও পাশাপাশি নিজ নিজ আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।



2 establishments fined for selling expired food in Lakshmipur

The mobile court has fined two companies Tk 20,000 for preparing food in an unsanitary environment in Lakshmipur and selling food products.

On Thursday (October 27) in the presence of the police, the Executive Magistrate of the Deputy Commissioner's Office SM Sirajul Salehin fined Sramik Hotel and Shaheen Hotel in Chandraganj Bazar of Sadar Upazila.

According to the mobile court sources, the mobile court fined the owner of Tk 10,000 to the owner of the incident during the raid, which was not mentioned in the unsanitary environment of the worker hotel.

Executive Magistrate SM Sirajul Salehin said that food cannot be prepared and served in unsanitary conditions but the food preparation space is unhealthy, for this reason they have been fined and our campaign will continue to ensure healthy food.