Rural 'doctors' without a certificate cannot provide treatment

ঢাকা: গ্রাম্য ‘ডাক্তার’’ যাদের চিকিৎসা বিষয়ে শিক্ষা, যোগ্যতা এবং সনদ নাই তাদের চিকিৎসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ বিবৃতিতে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন , স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চেষ্টা করছি। সেবার মানোন্নয়নে অ নেকগুলো দিক আছে। এ ক্ষেত্রে অনেক জনবল প্রয়োজন হয়, অবকাঠামো ও যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমরা এখন প্রাইমারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বদ্ধপরিকর। যদি প্রাইমারি স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য সেবার আরও অনেক উন্নয়ন হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, প্রাইমারি হেলথ কেয়ার মূলত কমিউনিটি ক্লিনিক ও ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, আমাদের ১০ বেড হাসপাতাল আছে’, ইউনিয়ন হেলথ সেন্টার আছে’, এছাড়াও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে যারা এই প্রাইমারির স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। আমরা এ ক্ষেত্রে একটি বিষয়ে বেশি জোর দিচ্ছি, তা হলো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। প্রাইমারি স্বাস্থ্যসেবায় যা যা করা দরকার তা আমরা নির্ধারণ করে দিচ্ছি।

গ্রামের চিকিৎসা সেবা প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন,, যারা গ্রামে চিকিৎসা দেন,, তাদের অনেকে কোয়ালিফাইড না, তাদের কোনো সনদ নাই, তারা এন্টিবায়োটিকও এবং নানান ওষুধ প্রেসক্রিপশন করে। অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, যারা নিবন্ধিত না’, তাদের ক্ষেত্রে আমরা কঠোর অবস্থান নিয়েছি । এসব ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিককে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আগামীতে আরও বন্ধ করা হবে। যারা গ্রামে চিকিৎসা দেয়, তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো শিক্ষা, যোগ্যতা বা সার্টিফিকেট (সনদ) নেই। তাদেরকে আমরা চিকিৎসা দিতে দেব না। এ বিষয়ে আমরা খুব শিগগিরই পদক্ষেপ নেব। এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর প্রমুখ।




Mother converts to Islam with two sons

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে একজন মাওলানার কাছে গিয়ে কালেমা পড়ে এবং কোর্টে এফিডেভিটের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রানী, তার ছেলে জয় ও বিজয়। তবে বর্তমানে তারা নিজেদের নাম রেখেছেন আছিয়া বেগম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন।

এ বিষয়ে নওমুসলিম আছিয়া বেগম জানিয়েছেন, ইসলাম ধর্ম আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। প্রতিবেশীদের মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠান দেখে আমারও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাইতো। ছেলে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করছে শুনে আমি ও আমার অন্য ছেলে জয়কে নিয়ে রাজি হই ইসলাম ধর্ম গ্রহণ করতে।

এ বিষয়ে মোহাম্মদ হোসাইন (বিজয়) বলেন, আমরা কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি অনেক দিন থেকেই ইসলাম ধর্ম গ্রহণের জন্য নিজেই খতনা করেছি। মঙ্গলবার আমার মা ও ভাইকে নিয়ে আদালতের মাধ্যমে ও কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

এ বিষয়ে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন বলেন, প্রয়াত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রাণী বিশ্বাস ও তার দুই ছেলে স্বেচ্ছায় আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসানের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেছি।




Inflation drops to 9.1 percent in September

The price of all types of food products, including fuel oil in the international market, has dropped in September this year, which has dropped by 9.1 percent in August, which was 9.5 percent in August. Planning State Minister Shamsul Alam has come to know this information to the media.

State Minister for Planning Shamsul Alam said in the country that Inflation in August 2.5 percent in August owing to the rise in fuel prices, fell to 9.5 percent in September, which has dropped to 9.1 percent in September, with the official inflation data that has not yet been released.

He said that in the last financial year 2010-11, the country's inflation rate was 10.92 percent. After that, the index never rose above 9 percent. But so far the government agency Bangladesh Bureau of Statistics (BBS) has not officially released the information of the inflation of September and August on their website.

On August 5, the government increased the price of fuel oil from 42 to 51 percent. The price of diesel was 34 rupees per liter, octane price was 46 rupees per liter and petrol price was 44 rupees per liter. Before that, the price of fuel oil has not been so high in the history of Bangladesh. Since then, the price of fuel oil has not been so high in the history of Bangladesh. Since then, inflation has been expected to increase in August.




21 arrested with drugs in DMP raid in capital

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩৫ পিস ইয়াবা, ২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০৭ গ্রাম হেরোইন ও ২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।




Opinion exchange meeting held in Char Jabbar Union

Md. Badiuzzaman (Tuhin), No.
নোয়াখালী সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নকে বিভাজন, প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করণে ৩ টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল পর্যায়ের সাধারণ জনগনকে নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীজানুর রহমান দীপকের সঞ্চালনা চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও সাউথ আফ্রিকান প্রবাসী এডভোকেট আশরাফুল করিম।
এসময় সভায় বক্তব্য রাখেন, চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মানিক, সাধারণ সম্পাদক বসির উল্যা, ইউপি সদস্য আবু কাউছার, আয়ুইব আলী, শাহজান, মিলন মিয়া, কামাল উদ্দিন, মাইন উদ্দিন জিকু, আবুল কাশেম, রিয়াজুল মাওলা চৌধুরী, মো. মমিন উল্যাহ, নাজমা আক্তার, শাহনাজ। ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, সোহেল, আবু নাসের সুমন, ছাত্রদল নেতা আবুল খায়ের আকাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট ওমর ফারুক বলেন, চরজব্বর ইউনিয়নে প্রায় ১ লক্ষ লোকের বসবাস, ৪০-৫০ হাজার ভোটারের চরজব্বর ইউনিয়নকে সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন বিভাজন কল্পে কাজ করে যাচ্ছি,এবং নির্বাচনী ওয়াদা অনুযায়ী অবহেলিত চরজব্বর ইউনিয়নে আমার মরহুম পিতার নামে প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও পাশাপাশি বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষের নাগরিক অধিকার শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করনের কাজ চলমান।
এছাড়াও আমি নির্বাচিত হওয়ার পর ২৬ টি কাঁচা রাস্তা, ১২ পাকা রাস্তা টেন্ডার, ১০ টি ব্রিজের কাজ চলমান। এবং একটি ভবন ভাড়া করে কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি কার্যক্রম রয়েছে। ওই কমিউনিটি ক্লিনিক স্থায়ীভাবে চিকিৎসা করার জন্য ভবন নির্মাণাধীন। এবং চরজব্বর ইউনিয়নে প্রত্যেকটি স্কুল,মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে। মাদক নির্মূল, ইভটিজিং, বাল্যাবিবাহ, কিশোর গ্যাং, চুরি ডাকাতি, জুয়াসহ সকল অসামাজিক কার্যক্রম অধিকাংশ বন্ধ করতে সক্ষম হয়েছি। এ সব অপরাধ ও অনৈতিক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন, পর, রাজনৈতিক ও অরাজনৈতিক যেকোনো ব্যক্তি জমি দালালি, সালিশ বাণিজ্য ও অপসংস্কৃতির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
এসময় তিনি উন্নয়নকল্পে কাজ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। এবং এ চরজব্বরকে একটি মডেল ইউনিয়ন ঘোষণার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে সকলের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ এলাকায় একটি আনন্দ র‍্যালি করেন।




District police on high alert for the celebration of the autumn Durga festival

ভোলা প্রতিনিধি :

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব,মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম গতকাল রোজ মঙ্গলবার ৪ঠা অক্টোবর রাত ১১টায় তজুমদ্দিন উপজেলার শ্রী শ্রী সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শনকালে বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেজন্য সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালন করছে।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার, মহোদয় পুজা উদযাপন কমিটির সদস্যদের বিভিন্ন ফল সম্বলিত ফলের ঝুড়ি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক দেওয়ান সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তজুমদ্দিন উপজেলা, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন ও মিশু হাওলাদার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুপন মজুমদার, সদর পূজা মন্দিরের সভাপতি সুমন দাস সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং মন্দিরে আগত ভক্তবৃন্দ।

গতকাল মহানবমীতে মন্দির গুলোতে ভক্ত-বৃন্দদের উপস্থিতি অন্যদিনের চেয়ে অনেক বেশি লক্ষ করা গেছে।




Symbolic duty of Superintendent of Police for one hour in Netrakona

Abdur Rahman Ishan, Netrokona correspondent:

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় এক ঘন্টার জন্য নেত্রকোণা জেলার পুলিশ সুপার এর প্রতীকী দায়িত্ব পালন করলেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম।

‘গার্লস টেকওভার’ ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজয়ের বাংলা এবং প্ল্যান ইন্টারনাশনাল এর একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যাশিশুরা দায়িত্ব পেলে তারা কিভাবে তাদের ভাবনা গুলো ছড়িয়ে দিতে পারে এবং সমাজের পরিবর্তনে তারাও কিভাবে ভূমিকা রাখতে তা তুলে ধরেন, এর জন্যই ‘গার্লস টেকওভার’ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।

এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য মেয়েদের সমাজের উচ্চপদস্থ বিভিন্ন পদের দায়িত্ব প্রদানের মাধ্যমে তাদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আত্মবিশ্বাস তৈরীর সুযোগ করে দেয়া।

উক্ত উদ্দেশ্য নিয়ে নেত্রকোণায় আয়োজন করা হয় গার্লস টেকওভার কর্মসূচী। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স- (এনসিটিএফ)’ নেত্রকোণা এর যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সকাল ১০.০০ হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সভাপতি হোমায়রা আমীন সায়মা এর সভাপতিত্বে ও ঈষিকা অরুনিমা এর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নেত্রকোণা ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন-অর রশিদ ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এনসিটিএফ নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান ঈশান,সাংগঠনিক সম্পাদক মিফতাহুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Prime Minister to attend press conference on Thursday

যুক্তরাজ্য সফর ও জাতীসংঘের সাধারণ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণ নিযে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল চারটায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে সফর নিয়ে কথা বলার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাবও দেবেন সরকারপ্রধান।

Details coming soon…




President to exchange Durga Puja greetings at Bangabhaban in the evening

আজ বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি বুধবার রাত ৮টায় বঙ্গভবনে সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, হিন্দু ধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে যোগ দেবেন। আমন্ত্রিত অতিথিদের মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসার আহ্বান জানানো হয়।




Chairman Mohi Uddin Titu thanks Obaidul Quader

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালী কবিরহাট উপজেলার ৫ নং চাপরাশিরহাট ইউনিয়নে ৯ টি রাস্তা পাকা করন এর জন্য অনুমোদন প্রদান করায় নোয়াখালীর গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন টিটু।