Lotus distributes food to the needy in Lakshmipur

শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এর উদ্যোগে ১০ হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের এন. আহম্মদিয়া স্কুল মাঠে রাকিব হোসেন লোটাস এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে ১০ হাজার অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এসময় আলোচনা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

এই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু,, সাবেক সভাপতি আলহাজ্ব এম, আলাউদ্দিন , পৌর মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া , কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবির পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন বাবর প্রমুখ।

রাকিব হোসেন লোটাস জানান, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর গণতন্ত্রের মানসকন্যা, সফল রাষ্টনায়ক শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে এই আলোচনাসভা, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।




Younger brother murdered by elder brother in Narsingdi

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই ইদ্দিস মিয়া (৫০) এর সাবলের আঘাতে ছোট ভাই শহিদ (৪০) এর নিহতের ঘটনা ঘটেছে।

নিহত শহিদ ও ইদ্রিস মিয়া উভয়ই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামের মৃতঃ মান্নানের ছেলে। নিহত শহিদ মিয়ার স্ত্রী জানান, আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কলহের কারনে শহিদ মিয়া ও তার ঝগড়া হয় এক পর্যায়ে শহিদ মিয়া রাগান্বিত হয়ে তার স্ত্রীর ও মেয়ের গায়ে হাত তুলে ও এলোপাতাড়ি মারধর শুরু করে এরই জেরে শহিদ মিয়া ও তার বড় ভাই ইদ্দিস মিয়ার মধ্যে কলহ বাঁধে ও ইদ্দিস মিয়া ক্ষোভে হাতে থাকা সাবল দিয়ে শহিদ মিয়াকে আঘাত করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নরসিংদী সদর হাসপাতালে পাঠাতে বলেন তারই কিছুক্ষণের মধ্যে শহিদ মিয়ার মৃত্যু হয়।

উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে নিহত শহিদ মিয়ার ছোট বোন ছিদ্দিকা জানান, ছোট ভাই শহিদ মিয়া ও তার স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করেই বড় ভাই ইদ্দিস মিয়া ছোট ভাইকে আঘাত করে।

এব্যাপারে রায়পুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনা ঘটার পর খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা মূল আসামী ইদ্দিস মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




Opinion exchange meeting in support of Noakhali Zilla Parishad chairman candidate Pintu

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুর চশমা মার্কার সমর্থনে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভার যৌথ উদ্যোগে এক মত বিনিময় সভা জেলা আওয়ামী লীগ গণ মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম শামছুদ্দিন জেহান, আ. লীগ মনোনীত চশমা মার্কা চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও নোয়াখালী পৌর পিতা সহিদ উল্যাহ খান সোহেল আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু,১ নং চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, ২নং দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, ৩ নং নোয়ান্নই ইউনিয়ন এর চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ,৪ নং কাদির হানিফ ইউপি চেয়ারম্যান রহিম চৌধুরী, বিনোদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আতাউর রহমান নাছের,এওজবালিয়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, কালাদরাপ ইউনিয়ন চেয়ারম্যান সাহাদাত উল্যাহ সেলিম, ১০ অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সহ ১৩ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।




In Lakshmipur, the secretary did not allow 7 students to take the Dakhil examination

Lakshmipur Correspondent:

On September 29 (Thursday), 7 candidates could not take the biology test at Ramgati in Lakshmipur due to the confusion of not having the exam.

These seven students of Char Abdulyah Fazil (Degree) Madrasa of the upazila were absent in the examination hall. When the authorities contacted the hall authorities, 2 of the 9 students appeared 15 minutes after the start of the examination.

The rest could not participate in the examination as they were not present in the same way. The victimized students complained to the Upazila Executive Officer and Upazila Secondary Education Officer (Academic Supervisor) that they were present immediately.

There is a heart-breaking atmosphere that has been created.

TACTURE TART TAKE TART TAKE TART TART TAKE TART TART TART TART TART TAKE TART TART TART TACTOR TACTOR TACTOR TACTOR TACTOR TACTOR TACTOR TACTOR Pre-selection and selective Biology test

The parents and students also said that even though the exam started at 11:00, we entered the examination center at 11:20 and the center secretary and others took out our hall. Maulana Taytb Ali, acting principal of the center secretary and Alexander Kamil Madrasa, said, "I contacted after the start of the examination. After 15 minutes of the examination, we arranged for them to conduct the exam. After 15 minutes of the examination, we arranged for them to test the remaining seven students.

For this matter, the principal of Char Abdulyah Fazil Madrasa has been called several times. The district executive officer SM Shantunu said, I feel very sad for the students.

And in today's exam poison I will try to inform the appropriate authorities. I will try to give good attention to the student. He also said that legal action will be taken against the students in this poison. Students and parents are taking action against the students and demanding the opportunity to participate in the said poison.




On the Prime Minister's birthday; Development drawing competition in Lakshmipur

Lakshmipur Correspondent

On the 76th birthday of Prime Minister Sheikh Hasina, 15 winners of the Lakshmipur Development Drawing Competition have been awarded.

Former district Chhatra League president and Jubo League leader Chowdhury Mahmudunnabi Sohel organized this event at Daspara High School in the upazila on Thursday (September 29) afternoon. Earlier, fruit tree saplings were distributed among more than a hundred students of the school.

The meeting was presided over by the school management committee president Morshedul Amin Babu and was attended by headmaster Mohammad Imam Hossain, Ramganj municipal councilor Kamrul Hasan Faisal Mal, Chhatra League leader Abdur Razzak, Zahid Hasan Shuvo and Sohel Chowkia, among others.

Sabrina Yasmin, a student of class 10, won first place for drawing a picture of Bangabandhu's March 7 speech. Samia Tasneem, a student of class 6, and Nusrat Jahan, a student of class 7, were awarded for drawing similar pictures.

Hafifa Jahan of class 10, Fahmida Akhter of class 9, Afrin Sultana of class 8 and Jannatul Nur Jinia of class 6 were awarded for drawing a picture of Prime Minister Sheikh Hasina. In addition, 8 other winners were awarded for drawing the Padma Bridge, Karnaphuli Tunnel and the Jubo League flag.

At the end of the discussion, the guests presented their awards.

Jubo League leader Chowdhury Mahmudunnabi Sohel said, "Bangabandhu is the great architect of independence. Sheikh Hasina is the leader of Bangladesh's liberation. She is the leader of development. Everyone should know about their biographies. There is a lot to learn from their biographies."




5 teenage gang members arrested in Narsingdi kidnapping case

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর দাখিল পরীক্ষার্থী সিফাত (১৭) ও তার বন্ধু ইতি আক্তার (১৬) কে অপহরণের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী (পূর্বপাড়া) এলাকার তামজিদ মিয়া, জয়পুরা এলাকার মানিক মুখা, নাঈম মৃধা ,খাসহাওলা এলাকার আফসার মিয়া ও শিবপুর থানার দক্ষিণ সাধারচর এলাকার তৈয়বুর করিম। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন জানান, দাখিল পরীক্ষা শেষে ইছাখালী দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে কথা বলছিলেন দুই শিক্ষার্থী সিফাত ও ইতি। এ সময় কিশোর গ্যাং এর ৫ সদস্য তাদের দুজনকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলে। এ সময় তারা জোরপূর্বক ওই দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫ হাজার টাকা দাবি করে এবং নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও বই ছিনিয়ে নেয়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিফাতকে মোটর সাইকেলে ও ইতি আক্তারকে বিভাটেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে থাকে।

তিনি আরও জানান, পলাশ থানাধীন সরকারচর মোড়ে গজারিয়া ইউনিয়ন বিট পুলিশের চেকপোস্টে পৌঁছলে দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ ও পরীক্ষার্থীদের নিকট থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সিফাতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




Month-long children's fun fair underway in Barguna

বরগুনা প্রতিনিধিঃ

পুঁথিপাঠ, লোকজ সঙ্গীত ও বাশিঁর সূরের মূর্ছনায় কবিতাবৃত্তির মধ্য দিয়ে বরগুনা মাসব্যাপি শিশু আনন্দ মেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।

করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদন ও বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মাণের লক্ষে এ মেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহি বরগুনা প্রেসক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক, লেখক এম নুরুল আলম ফরিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম নুরুল আলম ফরিদ বলেন, বরগুনা প্রেসক্লাবের এই শিশু আনন্দ মেলা আমাদের কাছে একটা মহৎ উদ্যোগ মনে হচ্ছে। সংস্কৃতি ধরে রাখতে আমাদের শুধু সাংবাদিকরা নায় সকলকে এগিয়ে আসতে হবে। এবং এভাবে শিশুদের মেধা বিকাশ ঘটানের জন্য শিশু আনন্দ মেলার বেশি বেশি আয়োজন করতে হবে। এরপর তিনি মুক্তিযুদ্ধের সময় কালীন প্রকাশিত নিউজ গুলো সংরক্ষণ করে এলবাম বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, শিশুদের বিনোদনের পাশাপাশি মাসব্যাপি আমাদের আয়োজনে মুলত লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। বাউল ও জারি সারি ও পালাগান, যাদু, কৌতুক অভিনয়, মঞ্চ নাটকসহ হারিয়ে যাওয়া নানা ধরণের লোকজ সংস্কৃতির তুলে ধরবো। আমরা আশা করি ভিন্নধর্মী এমন মেলা সবার মাঝে সাড়া ফেলবে।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস বলেন, বরগুনায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। করোনার মধ্যে প্রায় তিনবছর শিশুরা স্কুলেও যেতে পারেনি। আমরা করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদনের জন্য এ মেলার আয়োজন করেছি। এর পাশাপাশি মেলার আয়ের টাকায় বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মান করা হবে। আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তায় মেলাটি আয়োজন করেছি।

প্রধান অতিথি বরগুনা এক আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা প্রেসক্লাব আয়োজিত এই শিশু আনন্দ মেলাকে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাই। কারণ শিশুদের জন্য এরকম একটি সৃজনশীল উদ্যোগ উপহার দেওয়ার জন্য। বরগুনা প্রেসক্লাব বিগত দিন থেকেই তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সকলের সাথে কাঁধ মিলিয়ে করে আসছেন। এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। তাই আজকেই শুভ উদ্বোধনে বরগুনা প্রেসক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তারা সুন্দর সুষ্ঠুভাবে সকলের সহোযোগিতায় এই মাসব্যাপী শিশু আনন্দ মেলা টি সবাইকে উপহার দিতে পারবেন।




Disabled person's allowance money goes to UP member's son in Barguna; husband and wife form human chain

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালিতাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী ভাতা ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার মাতাব্বরের ছেলে রানার বিকাশ নাম্বারে গ্রহণ করে আত্মসাৎ এর প্রতিবাদে প্রতিবন্ধী আবুল বাশার তার স্ত্রী ও ৬ বছরের শিশু সন্তানসহ মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে ১০ টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বাক প্রতিবন্ধী আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামী একজন বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী কার্ড অফিসে জমা দেওয়া কথা বলে আমার কাছ থেকে ইউপি সদস্য আবুল বাশার উপজেলা সমাজ সেবা অফিসে এসে প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বার না দিয়ে ইউপি সদস্যের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বার দিয়ে টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন।

তিনি আরো বলেন, আমার স্বামীর ভাতা না পেয়ে প্রায় ১ বছর ধরে মেম্বারের কাছে ভাতার টাকার কথা বললে মেম্বার বলেন, অপেক্ষা কর সমস্যা আছে পাবা আনে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বারের ছেলে রানার বিকাশ নাম্বারে ১ বছর ধরে ভাতার টাকা যায়। পরে আমরা কান্না কাটি করলে সমাজ সেবা অফিসার আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বললে আমরা ইউএনওর কাছে গত বৃহস্পতিবার লিখিত িঅভিযোগ দেই।

এ ব্যপারে উপজেলা সমাজ সেবা অফিসার মিজান সালাউদ্দীন জানান, প্রতিবন্ধী আবুল বাশার অফিসে আসলে আমি যাচাই বাছাই করে দেখি প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বারে টাকা না গিয়ে ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১ বছর যাবৎ টাকা প্রদান করা হয়। এ ব্যপারে আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি।




SSC question leak; Central Secretary remanded for 3 days

এসএসসি পরীক্ষার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ের প্রশ্নফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল কোর্টের ভুরুঙ্গামারী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলী এই রিমান্ড মঞ্জুর করেন।

প্রশ্নফাঁসের ওই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে গ্রেফতার করা হয়। পরদিন আরও দুই শিক্ষক এবং এক কর্মচারীকে গ্রেফতার করে কারাগারে পাঠায় ভুরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতার হওয়া শিক্ষক কর্মচারীদের সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। একই ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছে জেলা প্রশাসন। ঘটনার মাঠ পর্যায়ে তদন্ত করেছে দিনাজপুর শিক্ষাবোর্ডের তদন্ত কমিটি।




Sheikh Hasina to visit Japan in the last week of November

Prime Minister Sheikh Hasina will visit Japan in the last week of November this year, and Bangabandhu will visit the country between November 23 and 30.

The decision was announced on Wednesday (September 28) from an inter-ministerial meeting held at the Ministry of Foreign Affairs.

It is known that the Prime Minister's visit to Japan is over in the last seven days of November this year. The visit is going to be between 23 and 30 November, although the final date has not been fixed yet, the two countries are working on the date of the visit of the head of government and other incidental issues.

Officials have learned that the Prime Minister is going on a visit to Tokyo in the golden year of Bangladesh-Japan diplomatic relations. The two countries are preparing for a memorandum of understanding and agreement on the two countries during Sheikh Hasina's visit, and Bangladesh will want more Japanese investment during the visit.

On the other hand, Tokyo will want Dhaka to support Dhaka in the Indo-Pacific region strategy vision, but Dhaka does not want to be a part of the military or any other initiative outside the economic or development initiative of this strategy.

Prime Minister Sheikh Hasina last visited Japan three years ago in 2019.