Ansar and VDP rally held at Charbhadrasan Upazila Parishad premises
Faridpur District Representative –
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ১১ টায় আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিজিলা কবির ত্রপা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফদিপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। সমাবেশে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল ও আনসার ও ভিডিপি ব্যাংক, সদরপুর শাখার ম্যানেজার রতন কুমার সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবদুর রহিম মিয়া। এর আগে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কুসুম কুমার রায়। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলার আনসার সদস্য শাহানাজ বেগম, আবদুর রাজ্জাক, মোঃ মোক্তার হোসেন, গোলাম মোস্তফা নোয়াই মোল্যা প্রমূখ। সমাবেশ শেষে অতিথিবৃন্দকে সম্মানি ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলার আনসার সদস্যদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরন করা হয়।
