Farmer killed, 1 injured in lightning strike in Lakshmipur

লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. হানিফ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় বেল্লাল হোসেন নামে আরও একজন আহত হোন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হানিফ কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাসিন্দা। আহত বেলালের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, হানিফ বিকেলে কৃষি কাজ করার সময় ব্জ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এসময় বেলাল আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বজ্রপাতে একজন মারা গেছেন। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।




Lakshmipur SP stands by helpless old woman, impressed by old woman's prayers

Junaid Al Habib-

সেবা নিতে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন ওই বৃদ্ধা। সেবা শেষে বৃদ্ধার দোয়ায় মুগ্ধ হন পুলিশ সুপার। এসপির মাথায় হাত বুলিয়েও দোয়া করতে ভুল করেননি ওই বৃদ্ধা। এ নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। পল্লী নিউজের পাঠকদের জন্য সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো….

এ আমার পরম দোয়া

অসহায় হয়ে এসেছিলেন আমার কাছে।চোখের জল ফেলেছিলেন।দিশেহারা বয়স্ক দুইজন।স্বামী আর স্ত্রী।নিজেদের গড়া সকল সম্পত্তি বিশ্বাস করে লিখে দিয়েছিলেন নিজের মেয়ে জামাইয়ের নামে।

অথচ তারাই বিশ্বাসঘাতকতার ছুড়ি চালিয়ে ঘর ছাড়া নিঃস্ব করে দিলো।
চোখের জলে বুড়োবুড়ির আকুনি মিনতি পুলিশ সুপারের অফিসে।

দায়িত্ব দেয়া হলো ডিবিকে।নির্দেশ দেয়া হলো এ অন্যায়ের বিরুদ্ধে কিছু করার।বয়স্ক এ মানুষ আজ পথে পথে দিশেহারা।নিরলস পরিশ্রম আর আন্তরিকতায় আজ সেই তারা তাদের অসহায়ত্বের অবসান করে দিলো ডিবি।

মেয়ে জামাই আর প্রিয় সেই বয়স্ক বুড়ো বুড়িকে নিয়ে আমার রুমে অনেক কথা বললাম।বিদায় জানিয়ে বললাম,
“আপনারা ভালো থাকুন।খুব ভালো লাগলো আপনি শান্তি পাচ্ছেন”।

আমার কথায় যেন সত্যিই তিনি শান্তি পেলেন।মুখ ঢাকা বয়স্ক মুরুব্বি ঐ মায়ের দুচোখ যেন ছল ছল করছিলো আমার কথা শুনে।মনে হলো কি যেন বলবেন।দরজা খুলে চলে গেলো।

তারা চলে গেল।মনে মনে একটা আফসোস হলো।ভাবলাম,ইস্ ঐ বয়স্ক মুরুব্বী মহিলার কাছ থেকে যদি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া নিতে পারতাম।এটি ভাবতেই দরজার খুলেই অডার্লি সোহেল বললো,

— স্যার,ঐ মুরুব্বি মহিলা আপনাকে একটু দোয়া করতে চায়….
— কি যে ভালো লাগলো আমার!

মনে মনে এটিই চেয়েছিলাম।
হে আল্লাহ আমার মনের ইচ্ছে তুমি পূরণ করলে।সত্যিই তুমি মহান

মনের আনন্দে নিজ আসন থেকে উঠে টেবিলের সামনে এগিয়ে এলাম।মাথা বাড়িয়ে দিলাম।মাথায় হাত রেখে দোয়া করলেন।কি যে ভালো লাগলো….

এমন মানুষের ভালবাসা আর দোয়া পাওয়া এক সৌভাগ্যের।তিনি আমার রক্তের কেউ না,কিন্তু তিনি যেন তারও চেয়ে অনেক বড় সম্পর্কের।




Abu Naser VP Dulal, the best social worker in Noakhali district

মো. বদিউজ্জামান ( তুহিন),প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা উন্নয়নের কারিগর জনতার মেয়র খ্যাত সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আরো একবার সেনবাগ কে জেলা পর্যায়ে সম্মানিত করার জন্য।




Houses gifted to 7 homeless families in Lakshmipur on Prime Minister's birthday

Pradeep Kumar Roy:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গৃহহীন ৭টি পরিবারকে আধা পাকা ও টিনশেড ঘর উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে টাউনহল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া’র ব্যক্তিগত অর্থায়নে উপহারের ঘরগুলো নির্মাণ করা হয়। উপহারের ঘর বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে লক্ষ্মীপুর প্রান্তে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আরো ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর প্রমুখ।

যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ এ কর্মসূচির উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদদের স্মরণে তাদের নাম দিয়ে ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শান্তি কুঞ্জ, বঙ্গমাতা শান্তি কুঞ্জ, শেখ মনি শান্তি কুঞ্জ, শেখ কামাল শান্তি কুঞ্জ, আরজু মনি শান্তি কুঞ্জ, শেখ জামাল শান্তি কুঞ্জ, শেখ রাসেল শান্তি কুঞ্জ।

আলোচনাসভা শেষে উপকারভোগী ৭টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অতিথিবৃন্দ।




Rural doctor attacked by robbers in Lakshmipur, 2 arrested

Lakshmipur Correspondent:

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে জামাল উদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ডাকাতদল।

এসময় তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। পরে চিৎকার করলে আশপাশের লোকজন বের হয়ে দুইজনকে আটকের পর পুলিশে সৌপর্দ করে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাতের হামলায় আহতের বিষয়টি নিশ্চিত করেন জামাল।এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শাহজাহান কামাল সড়ক এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জামাল একই এলাকার মো. শামছুদ্দিনের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক। জামালের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় ৮-১০ জনের একদল লোক বাড়িতে আসে। তার পরিচিত বেলাল মামার কথা বলে তারা তাকে ঘর থেকে ডেকে বের করে। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে কোপ দেয়। এছাড়া পিটিয়ে ও কিল-ঘুষি লাথি মেরে তাকে গুরতর আহত করে। পরে তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হামলাকারীরা পালিয়ে যাচ্ছিল। এসময় ব্যাথায় ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে আসে।

পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে স্থানীয়রা। আটকদের নাম পরিচয় জানা যায়নি। জামাল উদ্দিন বলেন, হামলাকারীদের কাউকে আমি চিনি না। কারো সাথে আমাদ কোন বিরোধ নেই। তারা ডাকাতি করতে এসেছিল। আমাকে কুপিয় আহত করে ঘর থেকে তারা টাকা নিয়ে গেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় দুইজনকে আটক করা হয়। ভূক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




Anti-drug operation in the capital, 46 arrested

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ১২১ পিস ইয়াবা, ১৫২ দশমিক ৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।




UNO who broke the trophy should be replaced

ফুটবল খেলার ট্রফি ভেঙে আলোচনায় আসা বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে বদলি করা হয়েছে। বান্দরবন থেকে তাকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়। মঙ্গলবার প্রজ্ঞাপনের বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী অফিসার হি‌সে‌বে ন্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার একপর্যায়ে ইউএনও জনসাধাণের ওপর ক্ষিপ্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন।

এতে আলীকদম উপজেলায় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ইউএনও বিরুদ্ধে সেখানে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়। এরমধ্যেই তাকে বদলি করা হলো।




Death toll in Panchagarh boat capsizing rises to 56

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে পুণ্যার্থীদের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা শুধু বাড়ছেই। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। নিখোঁজ রয়েছেনে এখনো ৩০ জনের অধিক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নদী থেকে আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদার উপজেলায় নদীতে এ
মরদেহগুলো ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি।পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটলে রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন ও স্থানীয়রা। ভোর থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়ায় ৫০ জনে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ২৫ জন, শিশু ১৩ জন এবং পুরুষ ১২ জন অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী।

রোববার (২৫ সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়।প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে ফিরতে পারলেও অনেকেই নিখোঁজ থাকেন।

এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় জানান, এখন পর্যন্ত ৫৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন বাদে বাকি সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সৎকারের জন্য ২০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




Opinion exchange meeting of Police Superintendent Mahfuzzaman Ashraf in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:
লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সাথে রামগঞ্জ উপজেলার সকল শ্রেনি-পেশার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) কান্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ।
এই সময়ে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুল আমিন., পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র ও এমপির স্থানীয় প্রতিনিধি বেলাল আহম্মেদ প্রমুখ।

এ সময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন., মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও পূজা মন্ডপে কোনো রকম অনিয়ম চলবে না। আমার জেলার সকল জনগনের জানমালের সুরক্ষা করাই হচ্ছে আমার দায়িত্ব ও কর্তব্য। আমি যতক্ষন এই জেলায় আছি ততক্ষন আমার দায়িত্ব হচ্ছে এই জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা।

এসময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, উপজেলা পূজা কমিটির সদস্যবৃন্দু, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমীকলীহসহ রামগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল শ্রেনি- পেশার সুধীজন।




Chance of moderate and heavy rain in some places

দেশের কোথাও মাঝারি ও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় সংস্থাটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

খো. হাফিজুর রহমান জানিয়েছেন,মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।