Gazi Mazharul Anwar's works will be preserved: Information Minister

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এফডিসিতে প্রয়াত এই গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।’

সোমবার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। তারপর বেলা ১২টার দিকে তাকে এফডিসিতে নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা হয়।

এদিকে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। তারপর বনানী কবরস্থানে হবে গাজী মাজহারুল আনোয়ারের শেষ ঠিকানা।




SSC exam: Coaching centers will be closed for 21 days

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।




SSC exam will be 2 hours long; Dipu Moni

The 2022 SSC and equivalent examinations will begin on September 15.

This time the exam has been reduced from 3 hours to 2 hours. Candidates will have to be present in the exam hall 30 minutes before the start of the exam.

Education Minister Dr. Dipu Moni gave this information at a press conference at the Ministry of Education meeting room at the Secretariat today, Monday (September 5).

He said, this time the exam will be of 2 hours. Of this, MCQ is 20 minutes, written is 1 hour and 20 minutes. To avoid leakage of the exam question paper, the exam set code will be sent to the mobile phone of the person in charge of the center 25 minutes before the start of the exam.

He can carry a feature phone, not a smartphone. No one else can use the mobile phone except him.

Details coming soon…




SSC exam to start at 11 am

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সকাল ১০টায় অনেক বেশি যানজট থাকে যে কারণে ১০টার পরিবর্তে ১১টায় করা হয়েছে।

Details coming soon…




Guard of Honor at Shaheed Minar, tributes from artists and the general public

সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানেই কবিকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।

এসময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী। এর মধ্যে ছিলেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, মনির খান, নকীব খান, আসিফ ইকবাল, শেখ সাদী খান, মানাম আহমেদ, ইমন সাহা-সহ আরও অনেকে।

তারা গীতিকবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণও করেছেন। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষও আসেন গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে।

১৯৭১ সালে তিনি জয় বাংলা বাংলার জয় লিখেছেন। যা মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। চলচ্চিত্রে যেখানে বানিজ্যিক, সেখানে তিনি কাব্যময়তা এনেছেন। আমাদের গানকে সমৃদ্ধ করেছেন।’’



Sheikh Hasina arrives in Delhi

চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দিল্লির ইন্দির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর চারদিনের এই রাষ্ট্রীয় সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া সফরের এজেন্ডার শীর্ষে উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করা, আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে এএনআই।

এর আগে ২০১৯ সালে শেষবার ভারত সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। সেই সময়ও দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ইতোমধ্যেই সেসব সমঝোতা স্মারক ও চুক্তিগুলোর বেশ কয়েকটি বাস্তবায়িতও হয়েছে।




Instructions to immediately report any untoward incident in educational institutions to the authorities

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটলে সে বিষয়ে ব্যবস্থা নিতে করতে দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) মাউশির নিজস্ব ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে।

এগুলো কোনোভাবেই কাম্য নয়। লক্ষ্য করা যাচ্ছে, এসব ঘটনা সম্পর্কে অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদফতরকে অবহিত করছে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থাগ্রহণ করা অধিদফতরের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিস্তারিত ও দ্রুত অধিদফতরকে জানাতে হবে।

ad.hrm.dshe@gmail.com ই-মেইলে বিষয়গুলো জানাতে বলা হয়েছে।




Government orders appointment of subject-based teachers

২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করতে বিষয়ভিত্তিক শিক্ষক নির্ধারণের নির্দেশ দিয়েছে সরকার।

দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিখন কার্যক্রম চালু করতে সব শিক্ষকের বিষয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।

সব প্রতিষ্ঠান প্রধানকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটে (www.emis.gov.bd) লগ-ইন করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয় নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের গত ১ সেপ্টেম্বর সই করা আদেশ রবিবার (৪ সেপ্টেম্বর) জারি করা হয়।

অফিস আদেশে প্রতিষ্ঠান প্রধানদের জানানো হয়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সাহায্যে শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে।

শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ দেওয়ার আগে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয় নির্ধারণ করা প্রয়োজন। শিক্ষকদের বিষয় নির্ধারণ করে ডাটাবেজ হালনাগাদ করার জন্য ওয়েবসাইটে (www.emis.gov.bd) এনসিএফ (NCF) নামে একটি মডিউল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদের ইআইআইএন নম্বর আছে) ওয়েবসাইটে লগ-ইন করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয় নির্ধারণ করতে পারবেন।

যেসব নন-এমপিও শিক্ষক রেজিস্ট্রেশন করেননি তাদের রেজিস্ট্রেশন করে বিষয় নির্ধারণ করতে হবে। বিষয় নির্ধারণ এবং ডাটাবেজ হালনাগাদ সংক্রান্ত দুটি আলাদা গাইডলাইন নির্ধারণ করা হয়েছে।




Prime Minister on his way to Delhi today

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়।

প্রায় তিন বছর পর ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সরকারপ্রধান।

সফরকালে ৬ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা প্রাধান্য পাবে। ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।সফরকালে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। সফরে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী বহনকারী বিমানটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বাংলাদেশের সরকারপ্রধানকে অভ্যর্থনা জানাবেন ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান।




Foreign Minister's India visit canceled at the last minute

প্রধানমন্ত্রীর সঙ্গে ভার‌ত সফ‌রে যে‌তে পা‌রেন‌নি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শারী‌রিক অসুস্থার কার‌ণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছে তাকে।

জানা গেছে। সূত্রটি জানায়, দিল্লি যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সব প্রস্তুতি ছিল। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সফর বাতিল করেন তিনি।

সাধারণত নিয়ম অনুযায়ী দেশের সরকারপ্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সফরসঙ্গী হন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হচ্ছেন।

কিন্তু চার দিনের সফরে সকালে সফরসঙ্গীদের নিয়ে শেখ হাসিনা যখন নয়াদিল্লির উদ্দেশে রওনা হন সেখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কিছুদিন ধরে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন আবদুল মোমেন।

সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করার বক্তব্য দিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি। সেজন্য তাকে এই সফর থেকে বাদ দেওয়া হয়েছে।