Men I Hate: Madhumita

আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মধুমিতা সরকার অভিনীত ছবি ‘দিলখুশ’। রাহুল মুখোপাধ্যায় পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন সোহম মজুমদারের সঙ্গে। এই সিনেমা মুক্তির আগে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন মধুমিতা।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি প্রচুর কাজ করতে চেয়েছিলাম। নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তেমনটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি। তবে মুড়িমুড়কির মতো সবই এক ধরনের কাজ করছি না। বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই ভালো লাগছে।’

মধুমিতার নিজের লক্ষ্য কতটা পূরণ হলো? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এখনও কিছুই হয়নি। আমি শুধু এগিয়ে চলেছি। কিন্তু গতি এখনও লক্ষ করছি না। ঠিক যতটা গতিতে এগোনো দরকার, ঠিক ততটা হচ্ছে না। শুধু তো বাংলায় নয়, আমি বাংলার বাইরেও কাজ করতে চাই। অন্য ভাষায়, অন্য ইন্ডাস্ট্রিতে।’

তেলুগু ছবিতে অভিনয়ের বিষয়ে মধুমিতা সরকার বলেন, ‘সেটা এক অন্য জগৎ। আমায় মার্শাল আর্টস শিখতে হয়েছে। তাই জন্য আমায় অনেকটা ওজন বাড়াতেও হয়েছিল। আমার এই বিষয়টা শিখতে দারুণ লেগেছে। ওরা সময় নিয়ে কাজ করে। আমায় এক মাস দিয়েছিল মার্শাল আর্টস শেখার জন্য। তার জন্য রক্তারক্তি, কালশিটে কী হয়নি আমার সঙ্গে। আমিও আবার অনেক সময় কারও বুকে লাথি মেরে দিয়েছি।’

এখনো সিঙ্গেল কিনা এমন প্রশ্নে মধুমিতার উত্তরটা ছিল অপ্রত্যাশিতই। অভিনেত্রী বললেন, ‘আমি কাজের সঙ্গে কমিটেড। আর বিশ্বাস করুন, আই হেট ম্যান (আমি পুরুষদের ঘৃণা করি)।

‘বোঝে না সে বোঝে না’ নামে টেলিভিশনের সিরিয়ালে ‘পাখি’ চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া মধুমিতার বড় পর্দায় অভিষেক হয় ২০১৭ সালে ‘পরিবর্তন’ নামের একটি সিনেমায়। তবে তিনি পুরোদমে সিনেমায় আসেন ২০২০ সালের ‘লাভ আজ কাল পরশু’ দিয়ে। এরপর তাকে চিনি, টেংরা ব্লুজ প্রভৃতি সিনেমায় দেখা গেছে।




Actor fainted while riding horse, taken to hospital

Bollywood actor Randeep Hooda has been injured while shooting. An accident occurred while shooting a scene in the film 'Veer Savarkar'! In one of the scenes in the film, Randeep has to shoot on horseback. The actor fell off the horse while doing that. 

According to the Indian Express, Randeep suddenly fainted while riding a horse. In this condition, he fell down. The actor was injured. He suffered serious injuries. He was admitted to a hospital in Mumbai. 

The media outlet also reported, citing Randeep's friend, that he had injured his knee and leg after falling from a horse. The knee is broken. 

He had changed his diet plan for the character of Veer Savarkar. He had also become quite thin. Doctors are also blaming the change in his diet. However, this is not the first time he has tried to lose weight. He had also lost weight in the film Sarbjit before. 




Faria's new song coming after Habibi, shooting in February

মডেল ও অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে তুলে ধরেছেন নুসরাত ফারিয়া। সেই সুবাদে এবার শুরু করেছেন নতুন একক গানের আয়োজন। এরই মধ্যে নতুন গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতিও নিয়ে ফেলেছেন।

আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি নতুন গানের ভিডিওর দৃশ্যধারণ করবেন বলে ফারিয়া জানান। তবে গানের শিরোনাম, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের তথ্য পুরোপুরি গোপন রেখেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘দর্শক-শ্রোতাদের সারপ্রাইজ দিতেই আপাতত নতুন গানের শিরোনাম, গীতিকার, সুরকার ও সংগীতায়োজকের বিষয়টি গোপন রাখছি। কারণ, এখনই সব বলে দিলে চমক থাকবে না। শুধু এটুকু বলে রাখি, এবারের গানে সংগীতপ্রেমীরা নতুন এক নুসরাত ফারিয়ার দেখা পাবেন।’

মিউজিক ভিডিও নির্মাণ শেষ হওয়ার পর গান কবে কোন প্ল্যাটফর্মে প্রকাশ পাবে- তা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান। ২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ গত বছর প্রকাশ পেয়েছিল তাঁর একক গান ‘হাবিবি’। গানটি দর্শক-শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছিল।




50,000 fans are buying advance tickets for Shah Rukh's film!

তিন বছর পর বড় পর্দায় আসছেন শাহরুখ খান। তার আগেই যেনো গা জ্বালা ধরিয়েছেন সমালোচকদের। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তুমুল সমালোচনার মুখে পড়ে। এর মাঝে সিনেমাটির ট্রেলার মুক্তির ঘোষণা দেয়া হয়। এরপর আসে ট্রেলার। । আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা।

এদিকে জানা গেছে, ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির প্রথম দিন শাহরুখের ফ্যান ক্লাব ‘এসআরকে ইউনিভার্স’ বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে। শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ার দিনটা ভক্তদের কাছে উৎসবের মতো। তাই ‘এসআরকে ইউনিভার্স’ ভারতে জুড়ে ৫০ হাজার ভক্তদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করবে।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি নিশ্চিত করেছেন যে, তারা ভারতের ২০০টিরও বেশি শহরে পাঠানের শো-র আয়োজন করবে। শুধুমাত্র এই শো থেকেই ন্যূনতম ১ কোটি টাকার বুকিং আশা করা হচ্ছে। যেখানে মুম্বাইতে প্রথমদিনে ৭ থেকে ৮টি ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করা হয়েছে, দিল্লিতে হবে ৬টি। একইভাবে, অন্যান্য শহরেও একাধিক শো’র আয়োজন করা হচ্ছে।

তবে এই উদযাপন শুধুমাত্র প্রথম দিনেই হবে না, চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। যশ পারিয়ানি আরও জানান, ‘আমরা পাঠানের জন্য বিশেষ সামগ্রীও বিতরণ করব। বিশেষ কাট আউট আর ঢোল। আমার ধারণা, শাহরুখের সিনেমাগুলোকে উৎসবের মতো উদযাপন করা হয়। পাঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।




Mahiya Mahi did not get the nomination of A. League

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।

আগে এই আসনে বিএনপির এমপি ছিলেন আমিনুল ইসলাম। সংসদ থেকে তার পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়ে সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আবদুল ওদুদ লের হয়ে নৌকা প্রতীকে লড়বেন।

অন্যদিকে, ১৪ দলের দুই শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন দলটি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রেখেছে তারা।

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে অংশ নিতে গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন অভিনেত্রী মাহি।




Marriage eleven months of the head, the relationship ended tension to fairy

বিয়ের এগারো মাসের মাথায় সম্পর্কের ইতি টানলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার দিবাগত রাতে রাজের সংসার থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানান পরী।

সম্পর্কে ভাঙনের কথা জানিয়ে নিজের ফেসবুকে পরীমণি লিখেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরী। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। তাদের বিয়ের দেনমোহর ছিল ১০১ টাকা ।

তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। তাদের একটি ছেলে সন্তান রয়েছে, নাম রাজ্য।




Bollywood praise to the ordnance, in the face of Rica

এক সময় তিনিই ছিলেন জাতীয় ক্রাশ। তার মিষ্টি হাসি, সুন্দর মুখশ্রীর প্রেমে হাবুডুবু খেয়েছে কতোই না পুরুষ হৃদয়। কিন্তু কিছুদিন ধরে এক নাগাড়ে সমালোচিত হয়ে চলেছেন রাশমিকা মানদানা। ‘পুষ্পা’র শ্রীভাল্লিকে নিয়ে বিতর্কের অন্ত নেই। বরং বলা ভালো, তার মন্তব‍্য নিয়ে।

এবার নিজের ইন্ডাস্ট্রিকে অসম্মান করে ট্রোলড হলেন তিনি।

সদ‍্য বলিউডে পা রেখেছেন রাশমিকা। ডেবিউ ছবিতেই অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মতো মেগাস্টারের সঙ্গে। কার্যত আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা তার। কয়েকমাসের বিরতির পরেই মুক্তি পেতে চলেছে ‘মিশন মজনু’। এই ছবিতে তার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রা।




Mehjabeen's end-of-year achievement

সেরা করদাতার তালিকায় মেহজাবীন চৌধুরীর নাম উঠেছে আগেই। এবার তিনি পেলেন এর স্বীকৃতি। সেরা করদাতা হিসেবে সরকারিভাবে ক্রেস্ট প্রদান করা হয়েছে তাকে। এ সম্মানকে বছরের শেষ প্রাপ্তি হিসেবে মনে করছেন এ তারকা। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। সেখানে দেখা গেছে, ট্যাক্স কার্ড সম্মাননার ক্রেস্টটি ধরে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বছরের শেষ প্রাপ্তি।’সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা এই ট্যাক্স কার্ড পাচ্ছেন। ২১ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করে।

ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে ক্যাটাগরি রয়েছে পাঁচটি—সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ।

আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি-ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য। মেহজাবীন ছাড়াও অভিনেতা-অভিনেত্রীর তালিকায় এবার সেরা করতাদা নির্বাচিত হয়েছেন মাহফুজ আহমেদ, পীযূষ ব্যানার্জী। শিল্পী তালিকায় রয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল, কুমার বিশ্বজিৎ।




How much did Shah Rukh Khan and Deepika Padukone charge for 'Pathan'?

The much-awaited and controversial film 'Pathan' is set to release early next year. The audience has been waiting for a long time to see Shah Rukh Khan and Deepika Padukone together on the big screen after many years. Apart from Shah Rukh and Deepika, the film will also star John Abraham, Ashutosh Rana, and Dimple Kapadia.

The stars have taken a lot of money for acting in this film with a budget of 250 crores. But there is a huge difference in the remuneration. Shah Rukh Khan was last seen playing the lead role in the film 'Zero' in 2018. After that, the actor was seen on the big screen only in a cameo role. After 4 years, he is making a 'comeback' with the film 'Pathan'. Shah Rukh received the highest remuneration for acting in the film 'Pathan'. Shah Rukh earned 100 crores from this film.
‘Deepika Padukone was seen acting opposite Shah Rukh Khan in the film 'Pathan'. The actress earned Rs 15 crores for working in this film.

Salman Khan will be seen in a cameo role in the film 'Pathan'.




That's why Parimoni is in the hospital.

Last week, actress Parimoni appeared at the trailer launch of her film about her son Rajya. The actress was seen smiling a lot.

As soon as the news of this incident spread, bad news came for the fans. Parimoni has been admitted to a private hospital in the capital.

According to the pictures posted on his Facebook, he has been admitted to the hospital after injuring his finger. No details are known at the moment. He only posted two pictures on social media with his finger bandaged and wrote, 'gift'. It is understood that he is referring to a New Year's gift.

It is learned that this one of the most talked about heroines of the Dhaka industry was admitted to the hospital after being injured on Thursday. Although she got married in October of that year, Pari suddenly announced the news on January 10 of this year. At the same time, this film star announced that she was pregnant. And on August 10, Pari and Raj's house was lit up with a son, Rajya.